এই পাঠ শেষে যা যা শিখতে পারবে-
- ১। ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যা দেখানোর প্রোগ্রাম লিখতে পারবে।
- ২। ১ থেকে n পর্যন্ত সংখ্যা দেখানোর প্রোগ্রাম লিখতে পারবে।
- ৩। ১ থেকে ১০ এর মধ্যে অবস্থিত বিজোড় সংখ্যাগুলো দেখানোর প্রোগ্রাম লিখতে পারবে।
- ৪। ১ থেকে n এর মধ্যে অবস্থিত বিজোড় সংখ্যাগুলো দেখানোর প্রোগ্রাম লিখতে পারবে।
- ৫। ১ থেকে ১০ এর মধ্যে অবস্থিত জোড় সংখ্যাগুলো দেখানোর প্রোগ্রাম লিখতে পারবে।
- ৬। ১ থেকে n এর মধ্যে অবস্থিত জোড় সংখ্যাগুলো দেখানোর প্রোগ্রাম লিখতে পারবে।
- ৭। ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা গুলোর যোগফল দেখানোর প্রোগ্রাম লিখতে পারবে। অথবা
- ১+২+৩+৪+ – – – – -+১০০ ধারার যোগফল দেখানোর প্রোগ্রাম লিখতে পারবে।
- ৮। ১ থেকে n পর্যন্ত সংখ্যা গুলোর যোগফল দেখানোর প্রোগ্রাম লিখতে পারবে। অথবা
- ১+২+৩+৪+ – – – – -+n ধারার যোগফল দেখানোর প্রোগ্রাম লিখতে পারবে।
- ৯। ১ থেকে ১০০ এর মধ্যে অবস্থিত বিজোড় সংখ্যা গুলোর যোগফল দেখানোর প্রোগ্রাম লিখতে পারবে। অথবা
- ১+৩+৫+ – – – – -+১০০ ধারার যোগফল দেখানোর প্রোগ্রাম লিখতে পারবে।
- ১০। ১ থেকে n এর মধ্যে অবস্থিত বিজোড় সংখ্যা গুলোর যোগফল দেখানোর প্রোগ্রাম লিখতে পারবে। অথবা
- ১+৩+৫+ – – – – -+n ধারার যোগফল দেখানোর প্রোগ্রাম লিখতে পারবে।
- ১১। ১ থেকে ১০০ এর মধ্যে অবস্থিত জোড় সংখ্যা গুলোর যোগফল দেখানোর প্রোগ্রাম লিখতে পারবে। অথবা
- ২+৪+৬+ – – – – -+১০০ ধারার যোগফল দেখানোর প্রোগ্রাম লিখতে পারবে।
- ১২। ১ থেকে n এর মধ্যে অবস্থিত জোড় সংখ্যা গুলোর যোগফল দেখানোর প্রোগ্রাম লিখতে পারবে। অথবা
- ২+৪+৬+ – – – – -+n ধারার যোগফল দেখানোর প্রোগ্রাম লিখতে পারবে।
১। ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যা দেখানোর প্রোগ্রাম। অথবা
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ক্রম প্রদর্শনের প্রোগ্রাম।
/* for loop ব্যবহার করে প্রোগ্রাম */ #include<stdio.h> #include<conio.h> main() { int i; for(i=1; i<=10; i++) { printf("%d\t ",i); } getch(); } /* while loop ব্যবহার করে প্রোগ্রাম */ #include<stdio.h> #include<conio.h> main() { int i; i=1; while(i<=10) { printf("%d\t ",i); i++; } getch(); } /* do while loop ব্যবহার করে প্রোগ্রাম */ #include<stdio.h> #include<conio.h> main() { int i; i=1; do { printf("%d\t ",i); i++; } while(i<=10); getch(); }
অ্যালগোরিদম ও ফ্লোচার্ট দেখার জন্য ক্লিক কর
২। ১ থেকে n পর্যন্ত সংখ্যা দেখানোর প্রোগ্রাম। অথবা
১ ২ ৩ ৪ ৫ – – – – – n ক্রম প্রদর্শনের প্রোগ্রাম।
/* for loop ব্যবহার করে প্রোগ্রাম */ #include<stdio.h> #include<conio.h> main() { int i, n; printf("Enter value of n: "); scanf("%d",&n); for(i=1;i<=n; i=i+1) { printf("%d\t ",i); } getch(); } /* while loop ব্যবহার করে প্রোগ্রাম */ #include<stdio.h> #include<conio.h> main() { int i, n; printf("Enter value of n: "); scanf("%d",&n); i=1; while(i<=n) { printf("%d\t ",i); i=i+1; } getch(); } /* do while loop ব্যবহার করে প্রোগ্রাম */ #include<stdio.h> #include<conio.h> main() { int i, n; printf("Enter value of n: "); scanf("%d",&n); i=1; do { printf("%d\t ",i); i=i+1; } while(i<=n); getch(); }
অ্যালগোরিদম ও ফ্লোচার্ট দেখার জন্য ক্লিক কর
৩। ১ থেকে ১০ এর মধ্যে অবস্থিত বিজোড় সংখ্যাগুলো দেখানোর প্রোগ্রাম। অথবা
১ ৩ ৫ ৭ ৯ ক্রম প্রদর্শনের প্রোগ্রাম।
/* for loop ব্যবহার করে প্রোগ্রাম */ #include<stdio.h> #include<conio.h> main() { int i; for(i=1;i<=10; i=i+2) { printf("%d\t ",i); } getch(); } /* while loop ব্যবহার করে প্রোগ্রাম */ #include<stdio.h> #include<conio.h> main() { int i; i=1; while(i<=10) { printf("%d\t ",i); i=i+2; } getch(); } /* do while loop ব্যবহার করে প্রোগ্রাম */ #include<stdio.h> #include<conio.h> main() { int i; i=1; do { printf("%d\t ",i); i=i+2; } while(i<=10); getch(); }
অ্যালগোরিদম ও ফ্লোচার্ট দেখার জন্য ক্লিক কর
৪। ১ থেকে n এর মধ্যে অবস্থিত বিজোড় সংখ্যাগুলো দেখানোর প্রোগ্রাম। অথবা
১ ৩ ৫ ৭ – – –n ক্রম প্রদর্শনের প্রোগ্রাম।
/* for loop ব্যবহার করে প্রোগ্রাম */ #include<stdio.h> #include<conio.h> main() { int i,n; printf("Enter Value of n: "); scanf("%d",&n); for(i=1;i<=n; i=i+2) { printf("%d\t ",i); } getch(); } /* while loop ব্যবহার করে প্রোগ্রাম */ #include<stdio.h> #include<conio.h> main() { int i,n; printf("Enter Value of n: "); scanf("%d",&n); i=1; while(i<=10) { printf("%d\t ",i); i=i+2; } getch(); } /* do while loop ব্যবহার করে প্রোগ্রাম */ #include<stdio.h> #include<conio.h> main() { int i,n; printf("Enter Value of n: "); scanf("%d",&n); i=1; do { printf("%d\t ",i); i=i+2; } while(i<=10); getch(); }
অ্যালগোরিদম ও ফ্লোচার্ট দেখার জন্য ক্লিক কর
৫। ১ থেকে ১০ এর মধ্যে অবস্থিত জোড় সংখ্যাগুলো দেখানোর প্রোগ্রাম। অথবা
২ ৪ ৬ ৮ ১০ ক্রম প্রদর্শনের প্রোগ্রাম।
/* for loop ব্যবহার করে প্রোগ্রাম */ #include<stdio.h> #include<conio.h> main() { int i; for(i=2;i<=10; i=i+2) { printf("%d\t ",i); } getch(); } /* while loop ব্যবহার করে প্রোগ্রাম */ #include<stdio.h> #include<conio.h> main() { int i; i=2; while(i<=10) { printf("%d\t ",i); i=i+2; } getch(); } /* do while loop ব্যবহার করে প্রোগ্রাম */ #include<stdio.h> #include<conio.h> main() { int i; i=2; do { printf("%d\t ",i); i=i+2; } while(i<=10); getch(); }
অ্যালগোরিদম ও ফ্লোচার্ট দেখার জন্য ক্লিক কর
৬। ১ থেকে n এর মধ্যে অবস্থিত জোড় সংখ্যাগুলো দেখানোর প্রোগ্রাম। অথবা
২ ৪ ৬ – – – n ক্রম প্রদর্শনের প্রোগ্রাম।
/* for loop ব্যবহার করে প্রোগ্রাম */ #include<stdio.h> #include<conio.h> main() { int i,n; printf("Enter Value of n: "); scanf("%d",&n); for(i=2;i<=n; i=i+2) { printf("%d\t ",i); } getch(); } /* while loop ব্যবহার করে প্রোগ্রাম */ #include<stdio.h> #include<conio.h> main() { int i,n; printf("Enter Value of n: "); scanf("%d",&n); i=2; while(i<=n) { printf("%d\t ",i); i=i+2; } getch(); } /* do while loop ব্যবহার করে প্রোগ্রাম */ #include<stdio.h> #include<conio.h> main() { int i,n; printf("Enter Value of n: "); scanf("%d",&n); i=2; do { printf("%d\t ",i); i=i+2; } while(i<=n); getch(); }
অ্যালগোরিদম ও ফ্লোচার্ট দেখার জন্য ক্লিক কর
৭। ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা গুলোর যোগফল দেখানোর প্রোগ্রাম। অথবা
১+২+৩+৪+ – – – – -+১০০ ধারার যোগফল দেখানোর প্রোগ্রাম।
/* for loop ব্যবহার করে প্রোগ্রাম */ #include<stdio.h> #include<conio.h> main() { int i,s=0; for(i=1;i<=100; i=i+1) { s=s+i; } printf("Sum=%d ",s); getch(); } /* while loop ব্যবহার করে প্রোগ্রাম */ #include<stdio.h> #include<conio.h> main() { int i,s=0; i=1; while(i<=100) { s=s+i; i=i+1; } printf("Sum=%d ",s); getch(); } /* do while loop ব্যবহার করে প্রোগ্রাম */ #include<stdio.h> #include<conio.h> main() { int i,s=0; i=1; do { s=s+i; i=i+1; } while(i<=100); printf("Sum=%d ",s); getch(); }
অ্যালগোরিদম ও ফ্লোচার্ট দেখার জন্য ক্লিক কর
৮। ১ থেকে n পর্যন্ত সংখ্যা গুলোর যোগফল দেখানোর প্রোগ্রাম। অথবা
১+২+৩+৪+ – – – – -+n ধারার যোগফল দেখানোর প্রোগ্রাম।
/* for loop ব্যবহার করে প্রোগ্রাম */ #include<stdio.h> #include<conio.h> main() { int i,n,s=0; printf("Enter Value of n: "); scanf("%d",&n); for(i=1;i<=n; i=i+1) { s=s+i; } printf("Sum=%d ",s); getch(); } /* while loop ব্যবহার করে প্রোগ্রাম */ #include<stdio.h> #include<conio.h> main() { int i,n,s=0; printf("Enter Value of n: "); scanf("%d",&n); i=1; while(i<=n) { s=s+i; i=i+1; } printf("Sum=%d ",s); getch(); } /* do while loop ব্যবহার করে প্রোগ্রাম */ #include<stdio.h> #include<conio.h> main() { int i,n,s=0; printf("Enter Value of n: "); scanf("%d",&n); i=1; do { s=s+i; i=i+1; } while(i<=n); printf("Sum=%d ",s); getch(); }
অ্যালগোরিদম ও ফ্লোচার্ট দেখার জন্য ক্লিক কর
৯। ১ থেকে ১০০ এর মধ্যে অবস্থিত বিজোড় সংখ্যা গুলোর যোগফল দেখানোর প্রোগ্রাম। অথবা
১+৩+৫+ – – – – -+১০০ ধারার যোগফল দেখানোর প্রোগ্রাম।
/* for loop ব্যবহার করে প্রোগ্রাম */ #include<stdio.h> #include<conio.h> main() { int i,s=0; for(i=1; i<=100; i=i+2) { s=s+i; } printf("Sum=%d ",s); getch(); } /* while loop ব্যবহার করে প্রোগ্রাম */ #include<stdio.h> #include<conio.h> main() { int i,s=0; i=1; while(i<=100) { s=s+i; i=i+2; } printf("Sum=%d ",s); getch(); } /* do while loop ব্যবহার করে প্রোগ্রাম */ #include<stdio.h> #include<conio.h> main() { int i,s=0; i=1; do { s=s+i; i=i+2; } while(i<=100); printf("Sum=%d ",s); getch(); }
অ্যালগোরিদম ও ফ্লোচার্ট দেখার জন্য ক্লিক কর
১০। ১ থেকে ১০০ এর মধ্যে অবস্থিত জোড় সংখ্যা গুলোর যোগফল দেখানোর প্রোগ্রাম। অথবা
২+৪+৬+ – – – – -+১০০ ধারার যোগফল দেখানোর প্রোগ্রাম।
/* for loop ব্যবহার করে প্রোগ্রাম */ #include<stdio.h> #include<conio.h> main() { int i,s=0; for(i=2;i<=100; i=i+2) { s=s+i; } printf("Sum=%d ",s); getch(); } /* while loop ব্যবহার করে প্রোগ্রাম */ #include<stdio.h> #include<conio.h> main() { int i,s=0; i=2; while(i<=100) { s=s+i; i=i+2; } printf("Sum=%d ",s); getch(); } /* do while loop ব্যবহার করে প্রোগ্রাম */ #include<stdio.h> #include<conio.h> main() { int i,s=0; i=2; do { s=s+i; i=i+2; } while(i<=100); printf("Sum=%d ",s); getch(); }
অ্যালগোরিদম ও ফ্লোচার্ট দেখার জন্য ক্লিক কর
১১। কোন একটি ধনাত্মক সংখ্যার ফ্যাক্টরিয়াল নির্নয়ের প্রোগ্রাম।
#include <stdio.h> main() { int n, i; long int fact = 1; printf("Enter an integer: "); scanf("%d",&n); if(n<0) printf("Error! Factorial of a negative number doesn't exist."); else { for (i=1; i<=n; i++) { fact=fact * i; } printf("Factorial= %ld", fact); } }
নিজে সমাধান কর
১। ৫ ৯ ১৩ ১৭ – – – – n ধারাটি তৈরির প্রোগ্রাম।
২। ১ ৪ ৯ ১৬ ২৫ – – – – n ধারাটি তৈরির প্রোগ্রাম।
৩। ১ ৮ ২৭ ৬৪ – – – – n ধারাটি তৈরির প্রোগ্রাম।
৪। ১ ৪ ২৭ ২৫৬ – – – – n ধারাটি তৈরির প্রোগ্রাম।
৫। ১ থেকে n এর মধ্যে অবস্থিত বিজোড় সংখ্যা গুলোর যোগফল নির্নয়ের প্রোগ্রাম।
অথবা ১+৩+৫+- – – – -+ n ধারার যোগফল নির্নয়ের প্রোগ্রাম।
৬। ১ থেকে n এর মধ্যে অবস্থিত জোড় সংখ্যা গুলোর যোগফল নির্নয়ের প্রোগ্রাম।
অথবা ২+৪+৬+ – – – – -+ n ধারার যোগফল নির্নয়ের প্রোগ্রাম।
৭। ১২+২২+৩২+৪২+ – – – – -+ n২ ধারার যোগফল নির্নয়ের প্রোগ্রাম।
৮। ১৩+২৩+৩৩+৪৩+- – – – -+ n৩ ধারার যোগফল নির্নয়ের প্রোগ্রাম।
৯। ১১+২২+৩৩+৪৪+ – – – – -+ nn ধারার যোগফল নির্নয়ের প্রোগ্রাম।
পাঠ মূল্যায়ন-
- কোন অ্যালগোরিদম বা ফ্লোচার্ট দেওয়া থাকলে তার প্রোগ্রাম লিখতে হতে পারে।
- কোন প্রোগ্রাম দেওয়া থাকবে তার ভূল নির্নয় এবং সমাধান করতে হতে পারে।
Written by,
- Mizanur Rahman (Mizan)
- Lecturer of ICT, Shaheed Bir Uttam Lt. Anwar Girls’ College ,Dhaka Cantonment
- Author at www.edupointbd.com
- Software Engineer at mands IT
- Former Lecturer of ICT, Cambrian College, Dhaka
- Email: mizanjust@gmail.com
- Cell: 01724351470
Continue দিয়ে কিছু ধারার ফ্রোচার্ট
Thank you sir