ইংরেজি ভাষায় প্রশ্নবোধক বাক্য তৈরি করার কৌশল।

দৈনন্দিন জীবনে ইংরেজি ভাষায় কথা বলার সময় অসংখ্য প্রশ্নবোদক বাক্য তৈরি করতে হয়। কিভাবে সহজে প্রশ্নবোদক বাক্য তৈরি করা যায় তার কিছু কৌশল দেখবো। এই টপিকটি পড়ার পূর্বে  complement & modifier পড়ে নিন।

Yes/No questions

এই ধরণের প্রশ্নবোদক বাক্যের উত্তর সাধারণত হ্যাঁ বা না হয়ে থাকে। এই ধরণের বাক্য তৈরি করার জন্য নিমোক্ত ফর্মুলাটি ব্যবহার করা হয়-

Auxiliary verb + subject + verb + ……..

  • List of auxiliary verbs
  • Be(am, is, are, was, were, being)
  • Do(did, does, doing)
  • Have(had, has, having)
  • Can, could, may, might, shall, should, will, would, must

 উদাহরণঃ

  • Is he going to school?
  • Were you sick yesterday?
  • Do you want to go there?
  • Does he want to go there?
  • Did you go there yesterday?
  • Have you seen this movie before?
  • May I come in?
  • Can I help you?
  • Should I go there?
  • Will you go to school tomorrow?

[NB: present indefinite tense এ do ও does ব্যবহিত হয় এবং past indefinite tense এ did ব্যবহিত হয় ]  

 

Information Question

এই ধরণের প্রশ্নবোদক বাক্যের উত্তর হ্যাঁ বা না এর পরিবর্তে কিছু তথ্য থাকে। এই ধরণের বাক্য তৈরি করার জন্য নিমোক্ত তিন ধরণের ফর্মুলা ব্যবহার করা হয়-

১। Who/what + verb + complement + modifier (subject অজানা থাকে)

উদাহরণঃ

  • Who opened the door? (Wrong: who did open the door?)
  • What happened yesterday? (Wrong: what did happen yesterday?)

২। Whom/What + auxiliary verb + subject + verb + modifier— (complement অজানা থাকে)

উদাহরণঃ

  • Whom do you want?
  • What did kamal buy at the store?

৩। When/where/how/why + auxiliary verb+ subject + complement — (modifier অজানা থাকে)

 উদাহরণঃ 

  • When did you go to school?
  • Where do you live?
  • How did you get to school today?
  • Why did you leave so early?

 

Embedded Question

এই ধরণের প্রশ্নবোদক বাক্য অপর একটি বাক্যে অন্তর্ভুক্ত থাকে। এই ধরণের বাক্য তৈরি করার জন্য নিমোক্ত দুই ধরণের ফর্মুলা ব্যবহার করা হয়-

১। Subject + verb + question word + subject + verb

 উদাহরণঃ 

  • The authorities cannot figure out why the plane landed at the wrong airport.
  • The teacher don’t know how many students in his class.
  • I have no idea how long the interview will take.

[NB: question word এবং subject এর মাঝে auxiliary verb থাকার প্রয়োজন নেই। Question word টি  single word অথবা phrase (whose+noun, how many, how much, how long how often, what time, what kind, what type) ও হতে পারে। ] 

২। Auxiliary verb + subject + verb + question word + subject + verb

উদাহরণঃ

  • Do you know where he went?
  • Can you tell me what time it is?
  • Can you tell me how far the school is from here?

[NB: Question word টি  single word অথবা phrase (whose+noun, how many, how much, how long how often, what time, what kind, what type) ও হতে পারে। ]

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *