দৈনন্দিন জীবনে ইংরেজি ভাষায় কথা বলার সময় অসংখ্য প্রশ্নবোদক বাক্য তৈরি করতে হয়। কিভাবে সহজে প্রশ্নবোদক বাক্য তৈরি করা যায় তার কিছু কৌশল দেখবো। এই টপিকটি পড়ার পূর্বে complement & modifier পড়ে নিন।
Yes/No questions
এই ধরণের প্রশ্নবোদক বাক্যের উত্তর সাধারণত হ্যাঁ বা না হয়ে থাকে। এই ধরণের বাক্য তৈরি করার জন্য নিমোক্ত ফর্মুলাটি ব্যবহার করা হয়-
Auxiliary verb + subject + verb + ……..
- List of auxiliary verbs
- Be(am, is, are, was, were, being)
- Do(did, does, doing)
- Have(had, has, having)
- Can, could, may, might, shall, should, will, would, must
উদাহরণঃ
- Is he going to school?
- Were you sick yesterday?
- Do you want to go there?
- Does he want to go there?
- Did you go there yesterday?
- Have you seen this movie before?
- May I come in?
- Can I help you?
- Should I go there?
- Will you go to school tomorrow?
[NB: present indefinite tense এ do ও does ব্যবহিত হয় এবং past indefinite tense এ did ব্যবহিত হয় ]
Information Question
এই ধরণের প্রশ্নবোদক বাক্যের উত্তর হ্যাঁ বা না এর পরিবর্তে কিছু তথ্য থাকে। এই ধরণের বাক্য তৈরি করার জন্য নিমোক্ত তিন ধরণের ফর্মুলা ব্যবহার করা হয়-
১। Who/what + verb + complement + modifier (subject অজানা থাকে)
উদাহরণঃ
- Who opened the door? (Wrong: who did open the door?)
- What happened yesterday? (Wrong: what did happen yesterday?)
২। Whom/What + auxiliary verb + subject + verb + modifier— (complement অজানা থাকে)
উদাহরণঃ
- Whom do you want?
- What did kamal buy at the store?
৩। When/where/how/why + auxiliary verb+ subject + complement — (modifier অজানা থাকে)
উদাহরণঃ
- When did you go to school?
- Where do you live?
- How did you get to school today?
- Why did you leave so early?
Embedded Question
এই ধরণের প্রশ্নবোদক বাক্য অপর একটি বাক্যে অন্তর্ভুক্ত থাকে। এই ধরণের বাক্য তৈরি করার জন্য নিমোক্ত দুই ধরণের ফর্মুলা ব্যবহার করা হয়-
১। Subject + verb + question word + subject + verb
উদাহরণঃ
- The authorities cannot figure out why the plane landed at the wrong airport.
- The teacher don’t know how many students in his class.
- I have no idea how long the interview will take.
[NB: question word এবং subject এর মাঝে auxiliary verb থাকার প্রয়োজন নেই। Question word টি single word অথবা phrase (whose+noun, how many, how much, how long how often, what time, what kind, what type) ও হতে পারে। ]
২। Auxiliary verb + subject + verb + question word + subject + verb
উদাহরণঃ
- Do you know where he went?
- Can you tell me what time it is?
- Can you tell me how far the school is from here?
[NB: Question word টি single word অথবা phrase (whose+noun, how many, how much, how long how often, what time, what kind, what type) ও হতে পারে। ]