SSC ICT Chapter 5 : মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স

SSC ICT MCQ

১। মাল্টিমিডিয়া সফটওয়্যার হলো—

ক. মাইক্রোসফট অ্যাকসেস

খ. মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট

গ. মাইক্রোসফট এক্সেল

ঘ. মাইক্রোসফট ওয়ার্ড

 

২। মাল্টিমিডিয়া প্রকাশ-মাধ্যম কয়টি?

ক. দুই

খ. তিন

গ. চার

ঘ. পাঁচ

 

৩। মাল্টিমিডিয়ার অংশ—

ক. শব্দ

খ. বর্ণ

গ. চিত্র

ঘ. সবগুলো

 

৪। মাল্টিমিডিয়ার ব্যবহার হয় কোনটিতে?

ক. বাজারের হিসাব করতে

খ. বিদ্যালয়ের ফলাফল প্রস্তুতিতে

গ. টিভিতে খেলা দেখতে

ঘ. অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে

 

৫। মাল্টিমিডিয়ার প্রয়োগ—

i. বর্ণ বা টেক্সটের প্রকাশকে আকর্ষণীয় করে তুলেছে

ii. হিসাবের কাজকে সহজ করেছে

iii. মুদ্রণ ও প্রকাশনার কাজকে সহজ করেছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii

গ. ii ও iii        ঘ. i, ii ও iii

 

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও।

মাহফুজ সাহেব একটি কোম্পানির প্রধান কর্মকর্তা। আগামীকাল বিদেশ থেকে একদল পরিদর্শক তাঁর কোম্পানি পরিদর্শনে আসবেন। তিনি তাঁর ল্যাপটপে ঠিক করছেন, অতিথিদের তাঁর কোম্পানি সম্পর্কে কী কী দেখাবেন। এ কাজে তিনি একটি সফটওয়্যারের সাহায্য নিলেন।

৬। বিদেশি অতিথিদের সামনে উপস্থাপনের জন্য মাহফুজ সাহেবের জন্য কোন সফটওয়্যারটির ব্যবহার সুবিধাজনক?

ক. মাইক্রোসফট ওয়ার্ড

খ. মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট

গ. মাইক্রোসফট এক্সেল

ঘ. মাইক্রোসফট অ্যাকসেস

 

৭। মাহফুজ সাহেব যে সফটওয়্যার ব্যবহার করবেন তাতে—

i. অ্যানিমেশন ব্যবহার করে উপস্থাপনকে আকর্ষণীয় করা যাবে

ii. শব্দ ও ভিডিও ব্যবহার করে কোম্পানির কার্যক্রম দেখানো যাবে

iii. কোম্পানির আয়-ব্যয়ের হিসাব করা যাবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii

গ. ii ও iii        ঘ. i, ii ও iii

 

৮। মাল্টিমিডিয়া কী?

ক. মাধ্যম

খ. শব্দ

গ. এক মাধ্যম

ঘ. বহু মাধ্যম

 

৯। নিচের কোনটি মাল্টিমিডিয়া?

ক. টেলিভিশন

খ. সিনেমা

গ. ওয়েবপেজ

ঘ. সবগুলো

 

১০। বস্তুত কম্পিউটারের মাল্টিমিডিয়া মানে হলো—

i. ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা

ii. বর্ণ ও চিত্রের সমন্বয়

iii. বর্ণ, চিত্র ও শব্দের সমন্বয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii

গ. ii ও iii        ঘ. i, ii ও iii

 

SSC ICT সকল অধ্যায়ের MCQ

SSC ICT Chapter 1: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ

SSC ICT Chapter 2: কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা

SSC ICT Chapter 3 : আমার শিক্ষায় ইন্টারনেট

SSC ICT Chapter 4 : আমার লেখালেখি ও হিসাব

SSC ICT Chapter 5 : মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স

SSC ICT Chapter 6 : ডেটাবেজ এর ব্যবহার

 

১১। ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া হলো—

ক. মাউস

খ. গেমস

গ. ওয়েবপেজ

ঘ. ভিডিও

 

১২। অ্যানিমেশন হতে পারে—

i. চলমান

ii. স্থির

iii. ত্রিমাত্রিক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii

গ. ii ও iii        ঘ. i, ii ও iii

 

১৩। নিচের কোনটিতে মাল্টিমিডিয়ার তিনটি মাধ্যমেরই ব্যবহার করা হয়?

ক. রেডিও

খ. সিনেমা

গ. ভিডিও গেমস

ঘ. ওয়েবপেজ

 

১৪। চলচিত্রের নির্মান শুরু হয়েছে কত শতকে?

ক. আঠারো

খ. উনিশ

গ. বিশ

ঘ. একুশ

 

১৫। চলচিত্রের উদ্ভব হয়েছে কত সালে?

ক. ১৭৯৫

খ. ১৮৮৫

গ. ১৮৯৫

ঘ. ১৯৯৫

 

১৬। মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ কোনটি?

ক. শব্দ

খ. কম্পিউটার

গ. রেডিও

ঘ. সিনেমা

 

১৭। মুদ্রণ প্রকাশনায় গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার করা হয় কখন?

ক. নব্বইয়ের দশকে

খ. একুশ শতকে

গ. ষাটের দশকে

ঘ. অষ্টম শতকে

 

১৮। বিজ্ঞাপন তৈরিতে কোনটি ব্যবহূত হয়?

ক. অ্যানিমেশন

খ. ওয়ার্ড

গ. বর্ণ

ঘ. ফটোশপ

 

১৯। ভিডিও মূলত কী ধরনের গ্রাফিক্স?

ক. স্থির

খ. টেক্সট

গ. চলমান

ঘ. শব্দ

 

২০। ভিডিও ধারণ, সম্পাদনা ও সংরক্ষণে ব্যবহূত হয় কোন পদ্ধতি?

ক. অ্যানালগ

খ. কমার্শিয়াল

গ. অ্যানিমেশন

ঘ. ডিজিটাল

 

২১। কোন চিত্রটি দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক হতে পারে?

ক. অডিও

খ. অ্যানিমেশন

গ. বর্ণ

ঘ. সফটওয়্যার

 

২২। কোনটি গ্রাফিক্সের একটি রূপ?

ক. কম্পিউটার

খ. মোবাইল ফোন

গ. ইলেকট্রনিক মিডিয়া

ঘ. সিনেমা

 

২৩। ভিডিও ও সিনেমার মধ্যে কী ধরনের পার্থক্য বিদ্যমান?

ক. বর্ণে

খ. সম্পাদনায়

গ. প্রযুক্তিগত

ঘ. ব্যবহারে

 

২৪। সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে বর্তমানে কোন পদ্ধতি ব্যবহার করা হয়?

ক. অ্যানালগ

খ. ডিজিটাল

গ. শব্দ

ঘ. অ্যানিমেশন

 

২৫। বাংলাদেশ ৭১ কী?

ক. হিসাবের সফটওয়্যার

খ. ভিডিও

গ. সিনেমার নাম

ঘ. মাল্টিমিডিয়া সফটওয়্যার

 

২৬। কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?

ক. অবসর

খ. ফটোশপ

গ. মাইক্রোসফট

ঘ. ডিরেক্টর

 

২৭। বিজয় শিশুশিক্ষা কী?

ক. শিশুশিক্ষা বই

খ. ডেটাবেইস সফটওয়্যার

গ. মাল্টিমিডিয়া সফটওয়্যার

ঘ. ফটোশপ অপশন

 

২৮। কোনটি গ্রাফিক্স সফটওয়্যার?

ক. ফটোশপ

খ. মাইক্রোসফট ওয়ার্ড

গ. মাইক্রোসফট এক্সেল

ঘ. মাইক্রোসফট অ্যাকসেস

 

২৯। গ্রাফিক্স সফটওয়্যার কিসের ভিত্তিতে ভিন্ন হয়?

ক. প্রোগ্রামারের

খ. ব্যবহারের যন্ত্রের

গ. কাজের

ঘ. অ্যাপ্লিকেশনের

 

৩০। মাল্টিমিডিয়া প্রোগ্রামাররা কী ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করেন?

ক. ভিডিও

খ. ইন্টারঅ্যাকটিভ

গ. টেক্সট

ঘ. গ্রাফিক্স

 

৩১। কোন সফটওয়্যার ব্যবহার করে চমৎকার কনটেন্ট তৈরি করা যায়?

ক. অথর

খ. ডেটাবেইস

গ. ফটোশপ বা প্রিমিয়ার

ঘ. পাওয়ারপয়েন্ট

 

৩২। ডিরেক্টর কী ধরনের সফটওয়্যার?

ক. অথরিং

খ. লেখালেখির

গ. ডেটাবেইস

ঘ. কথা বলার

 

৩৩। ফটোশপ কী ধরনের সফটওয়্যার?

ক. গ্রাফিক্স

খ. হিসাব-নিকাশের

গ. ডেটাবেইস

ঘ. নেটওয়ার্কিং

 

৩৪। অথরিং সফটওয়্যার কী ধরনের হয়?

ক. শক্তিশালী

খ. দুর্বল

গ. জটিল

ঘ. মুদ্রণ ও প্রকাশনা-সংশ্লিষ্ট

 

৩৫। মাইক্রোসফট ওয়ার্ডে স্ক্রল বা ফ্ল্যাশ করাকে কী বলা যাবে?

ক. ইফেক্ট

খ. মুদ্রণ

গ. ডেটাবেইস

ঘ. নেটওয়ার্কিং

 

৩৬। ফটোশপে বিভিন্ন প্রকার প্যালেটের অবস্থান কোথায়?

ক. পর্দার নিচে

খ. পর্দার ডান পাশে

গ. মেন্যুবারে

ঘ. স্ক্রলবারে

 

৩৭। মায়া কী ধরনের সফটওয়্যার?

ক. গ্রাফিক্স ডিজাইন

খ. ডেটাবেইস

গ. সফটওয়্যার তৈরির প্রোগ্রাম

ঘ. ইন্টারনেট

 

৩৮। তথ্যকে আকর্ষণীয় ও কার্যকরভাবে উপস্থাপন করার জন্য ব্যবহূত সফটওয়্যার হলো—

ক. এক্সেল

খ. এক্সেস

গ. পাওয়ারপয়েন্ট

ঘ. ফটোশপ

 

৩৯। পাওয়ারপয়েন্ট সফটওয়্যারের অন্য নাম কী?

ক. আউটলুক সফটওয়্যার

খ. প্রেজেন্টেশন সফটওয়্যার

গ. প্রিমিয়ার সফটওয়্যার

ঘ. ইনডিজাইন

 

৪০। পাওয়ারপয়েন্ট প্রোগ্রাম খোলার জন্য—

i. Start বোতামে যেতে হবে

ii. New বোতাম চাপতে হবে

iii. মাইক্রোসফট অফিস মেন্যুতে যেতে হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii        খ. i ও iii

গ. ii ও iii       ঘ. i, ii ও iii

 

৪১। পাওয়ারপয়েন্ট ব্যবহারে মূলত কোন কাজটি করা হয়?

ক. তথ্য পাঠানো

খ. তথ্য সংরক্ষণ করা

গ. লেখালেখি করা

ঘ. তথ্যকে কার্যকর ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা

 

৪২। পাওয়ারপয়েন্ট ব্যবহার করে—

i. তথ্য সাজানো যায়

ii. ডিজাইন করা যায়

iii. তথ্যকে কার্যকরভাবে উপস্থাপন করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii

গ. ii ও iii        ঘ. i, ii ও iii

 

৪৩। সভা-সেমিনারে তথ্যকে কার্যকরভাবে উপস্থাপনে কোন সফটওয়্যারটির বিকল্প নেই?

ক. পাওয়ারপয়েন্ট

খ. হ্যান্ডআউট

গ. মাইক্রোসফট এক্সেল

ঘ. স্কাইপে

 

৪৪। পাওয়ারপয়েন্টে ফাইলকে কী বলা হয়?

ক. স্লাইড

খ. লে-আউট

গ. প্রেজেন্টেশন

ঘ. অ্যানিমেশন

 

৪৫। প্রেজেন্টেশনের একেকটি অংশকে কী বলা হয়?

ক. হ্যান্ড-আউট

খ. স্লাইড

গ. প্রেজেন্টেশন

ঘ. লে-আউট

 

৪৬। প্রেজেন্টেশনে কয়টি স্লাইড থাকে?

ক. ২টি

খ. ৫টি

গ. ১০টি

ঘ. একাধিক

 

৪৭। পাওয়ারপয়েন্টে একাধিক স্লাইডবিশিষ্ট একটি পৃষ্ঠাকে কী বলা হয়?

ক. হ্যান্ড-আউট

খ. লে-আউট

গ. স্লাইড

ঘ. স্ট্রোক

 

৪৮। পাওয়ারপয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করার জন্য নির্মিত খসড়াকে কী বলে?

ক. স্লাইড

খ. ফিল

গ. স্লাইড লে-আউট

ঘ. হ্যান্ড-আউট

 

৪৯। প্রেজেন্টেশন বলা হয়—

ক. প্রতিটি প্রেজেন্টেশনের অংশকে

খ. পৃষ্ঠাকে

গ. পাওয়ারপয়েন্ট ফাইলকে

ঘ. পাওয়ারপয়েন্ট তৈরির খসড়াকে

 

৫০। কম্পিউটার ডেস্কটপের পর্দার নিচের বাঁ কোণের বোতামকে কী বলে?

ক. মেন্যুবার

খ. স্টার্ট বোতাম

গ. অল প্রোগ্রাম

ঘ. এন্টার বোতাম

 

৫১। পাওয়ারপয়েন্ট স্লাইডে টেক্সট কোথায় লিখতে হয়?

ক. লে-আউটে

খ. টেক্সট বক্সের ভেতরে

গ. থাম্বনেইলে

ঘ. মেন্যুবারে

 

৫২। পাওয়ারপয়েন্টের Slide-এর ছোট সংস্করণ কোথায় দেখা যায়?

ক. থাম্বনেইল ভিউয়ে

খ. স্লাইড লে-আউটে

গ. প্যালেটে

ঘ. হ্যান্ড-আউটে

 

৫৩। Save কমান্ড কোন মেন্যুতে থাকে?

ক. এডিট

খ. ফাইল

গ. টুলস

ঘ. টেবিল

 

৫৪। প্রেজেন্টেশন সেভ করতে হলে কোন কমান্ডে যেতে হবে?

ক. ওপেন

খ. ফাইল মেন্যুর Save

গ. এডিট মেন্যুর Save as

ঘ. Ctrl+O

 

৫৫। Save as ডায়ালগ বক্সের কোথায় ফাইলের নাম লিখতে হয়?

ক. Save name

খ. Slide layout

গ. File name

ঘ. Save as

 

৫৬। স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য যা প্রয়োজন—

i. স্লাইডে খোলা ও সিলেক্টেড রাখা

ii. স্লাইডটি নিষ্ক্রিয় করে দেওয়া

iii. Design মেন্যুতে যাওয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii       খ. i ও iii

গ. ii ও iii      ঘ. i, ii ও iii

 

৫৭। পাওয়ারপয়েন্টে নতুন স্লাইড যুক্ত করার জন্য কোন মেন্যুতে যেতে হয়?

ক. Home

খ. Edit

গ. Insert

ঘ. Format

 

৫৮। নতুন স্লাইড যুক্ত করার কি-বোর্ড কমান্ড কোনটি?

ক. Ctrl+N

খ. Ctrl+M

গ. Ctrl+O

ঘ. Shift+M

 

৫৯। Insert Picture ডায়ালগ বক্সের মাধ্যমে কোন কাজটি করা হয়?

ক. ছবি মুছে ফেলা

খ. ছবি যোগ করা

গ. ছবি সরানো

ঘ. ছবি পাঠানো

 

৬০। ট্রানজিশন মূলত কী?

ক. স্লাইড

খ. ইফেক্ট

গ. Hand out

ঘ. ভিডিও

 

৬১। প্রেজেন্টেশনের কোন স্লাইডটিতে ট্রানজিশন কার্যকর হয়?

ক. প্রথম স্লাইডে

খ. যে Slide টি খোলা রেখে ট্রানজিশন প্রয়োগ করা হয়

গ. ছবি ব্যবহারের স্লাইডে

ঘ. যে Slide-এ কোনো Text যুক্ত থাকে না।

 

৬২। Slide-এ ট্রানজিশন যুক্ত করার জন্য কোন মেন্যুতে যেতে হবে?

ক. Format

খ. Window

গ. Design

ঘ. Animations

 

৬৩। সব স্লাইডে একই ট্রানজিশন আরোপ করতে হলে কোন বোতাম Click করতে হবে?

ক. Apply

খ. All

গ. Apply to All

ঘ. All Transition Apply

 

৬৪। পাওয়ারপয়েন্টে Apply to All বোতামের অবস্থান কোন মেন্যুতে?

ক. Animations

খ. Format

গ. Insert

ঘ. Home

 

৬৫। একটি Slide-এ কয়টি Text বক্স লেখা থাকতে পারে?

ক. ২টি

খ. ৫টি

গ. ১৫টি

ঘ. একাধিক

 

৬৬। পাওয়ারপয়েন্টে কাস্টম ট্রানজিশনের তালিকার অন্তর্ভুক্ত?

ক. Alphabet

খ. Fly in

গ. Moderate

ঘ. Narrow

 

৬৭। ভিন্ন ভিন্ন স্লাইডে ভিন্ন ভিন্ন শব্দ প্রয়োগ করার জন্য কী করতে হবে?

ক. Transition sound

খ. স্লাইডভেদে শব্দ প্রয়োগ করতে হবে

গ. Apply to one

ঘ. Transition speed

 

৬৮। সাধারণত কোন Slide-এ ভিডিও যুক্ত করা হয়?

ক. শুরুর Slide-এ

খ. ছবির Slide-এ

গ. শেষ Slide-এ

ঘ. শব্দ যুক্ত Slide-এ

 

৬৯। Movie অপশনটি কোন মেন্যুতে পাওয়া যায়?

ক. Review

খ. Insert

গ. View

ঘ. Slide layout

 

৭০। স্লাইডে কোনো ভিডিও যুক্ত করতে চাইলে কোন কমান্ডে Click করতে হবে?

ক. Automatically

খ. Transition sound

গ. Movie from file

ঘ. Animations

 

৭১। কি-বোর্ডের কোন বোতামে চাপ দিলে স্লাইড প্রদর্শিত হবে?

ক. F4

খ. F5

গ. F6

ঘ. F12

 

৭২। স্লাইডে যুক্ত ভিডিও ফাইলটি কী আকারে দৃশ্যমান থাকে?

ক. থাম্বনেইল

খ. আইকন

গ. বোতাম

ঘ. টেক্সট

 

৭৩। এডোবি ফটোশপ কী?

ক. ছবি সম্পাদনার প্রোগ্রাম

খ. ক্যামেরা

গ. স্ক্যানার

ঘ. ডেটাবেইস সফটওয়্যার

 

৭৪। কোনটি কম্পিউটারে ছবি সম্পাদনার প্রোগ্রাম?

ক. ফটোশপ

খ. এক্সেস

গ. এক্সেল

ঘ. ইলাস্ট্রেটর

 

৭৫। ফটোশপ ফাইলের বর্ধিত নাম কোনটি?

ক. .xls

খ. .docx

গ. .ppt

ঘ. .jpg

 

৭৬। ফটোশপ প্রোগ্রামের নির্মাতা কে?

ক. স্টিভ জবস

খ. জন ওয়ারনক

গ. মার্ক জাকারবার্গ

ঘ. ম্যাক্সওয়েবার

 

৭৭। ফটোশপ প্রোগ্রামের নতুন ফাইল তৈরি করার কমান্ড কোনটি?

ক. Open

খ. Prepare

গ. New 

ঘ. Publish

 

৭৮। রেজ্যুলেশন কী?

ক. নির্দিষ্ট পরিমাণ কালার

খ. ছবি বড় হয়ে দৃশ্যমান হওয়া

গ. ছবি ফেটে যাওয়া

ঘ. নির্দিষ্ট এককে পিক্সেলের পরিমাণ

 

৭৯। ফটোশপে কাজ করার জন্য কত প্রকার Tool রয়েছে?

ক. ৫৯

খ. ৬৯

গ. ৭৯

ঘ. ৮৯

 

৮০। ফটোশপে ফাইলের মাপ নির্ধারণী একক হিসেবে সাধারণত কী থাকে?

ক. points

খ. cm

গ. inches

ঘ. pixel

 

৮১। ছবির বর্গাকার ক্ষুদ্রতম একককে কী বলা হয়?

ক. ইঞ্চি

খ. বর্গ

গ. পিক্সেল

ঘ. সেন্টিমিটার

 

৮২। ইঞ্চি প্রতি ৭২ পিক্সেল হলে এক বর্গ ইঞ্চিতে মোট পিক্সেলের পরিমাণ কত?

ক. ৫০৮০

খ. ৫১৮৪

গ. ৮১০০

ঘ. ১৬৯০০

 

৮৩। RGB হলো—

ক. Red Gradient Blue

খ. Red Green Bitmap

গ. Red Gray-scale Blue

ঘ. Red Green Blue

 

৮৪। শিল্পীর ছবি আঁকার ক্যানভাসের সঙ্গে তুলনা করা যেতে পারে?

ক. ফটোশপ ব্যাকগ্রাউন্ড

খ. কালার মোড

গ. প্যালেট

ঘ. ডকুমেন্ট

 


Written by,

  • Shanta Rahman
  • Teacher (ICT)
  • Author at www.edupointbd.com
  • B.Sc. (Engg.) in CSE (AIUB)
  • M.Sc. Computer Science (JU)

&

Spread the love

9 thoughts on “SSC ICT Chapter 5 : মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *