জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর প্রথম অধ্যায়

HSC ICT Chapter 1

প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্নের উত্তর কীভাবে লিখবে?

সৃজনশীল অংশে ‘ক’ এর প্রশ্নটি স্মরণশক্তি যাচাই করার জন্য দেয়া হয়। অর্থাৎ পাঠ্য বইয়ের কোন তথ্য মুখস্থ করে এই অংশের উত্তর দিতে পারবে। উত্তরের জন্য একটি বাক্য বা প্রশ্নের চাহিদা অনুযায়ী সর্বোচ্চ তিন বাক্যের মধ্যে উত্তর দিতে হবে। এই প্রশ্নের নম্বর বরাদ্দ ১।

 

বিশ্বগ্রাম কী (Global Village)

[য. বোর্ড ২০১৭]

বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি ধারণা যেখানে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একটি একক সমাজের ন্যায় বসবাস করে এবং একে অপরের সাথে যোগাযোগ ও সেবা প্রদান করতে পারে।

 

ই-মেইল কী?

[মা. বোর্ড ২০১৭]

ই-মেইল হচ্ছে ইলেকট্রনিক মেইল । অর্থাৎ ইলেক্ট্রনিক যন্তপাতি ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে নির্ভরযোগ্যভাবে বার্তা আদান-প্রদান করার পদ্ধতি হচ্ছে ই-মেইল।

 

টেলিকনফারেন্সিং কী?

ভিন্ন ভৌগলিক দূরত্বে অবস্থিত ব্যক্তিবর্গ টেলিকমিউনিকেশন প্রযুক্তি  ব্যবহার করে যোগাযোগ বা সভা কার্যক্রম পরিচালনা করার কৌশল হলো টেলিকনফারেন্সিং।

 

ভিডিও কনফারেন্সিং কী?

[চ. বোর্ড ২০১৭]

ভিন্ন ভৌগলিক দূরত্বে অবস্থিত ব্যক্তিবর্গ টেলিকমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে অডিও ও ভিডিও স্থানান্তরের মাধ্যমে যোগাযোগ বা সভা কার্যক্রম পরিচালনা করার কৌশল হলো ভিডিও কনফারেন্সিং।

 

আউটসোর্সিং কী?

কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে তৃতীয় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেয়াকে বলা হয় আউটসোর্সিং।

 

ফ্রিল্যান্সিং কী?

কোন প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী চুক্তিবদ্ধ না হয়ে, স্বাধীনভাবে নিজের দক্ষতার ভিত্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী কাজ করাকে বলা হয় ফ্রিল্যান্সিং।

 

দূরশিক্ষণ বা ডিসটেন্স লার্নিং বা ই-লার্নিং কী?

দূরশিক্ষণ বা ডিসটেন্ট লার্নিং বা ই-লার্নিং হলো এমন একটি ধারণা, যেখানে একজন শিক্ষার্থী অনলাইনে ক্লাস ও পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারে। অপরদিকে শিক্ষকও ঘরে বসেই শিক্ষা দান করতে পারে।

 

টেলিমেডিসিন কী?

[ঢা. দি. য. সি. বোর্ড ২০১৮]

ভিন্ন ভৌগলিক দূরত্বে অবস্থানরত রোগীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে বিশেষজ্ঞ চিকিৎসক, রোগ নির্ণয় কেন্দ্র, বিশেষায়িত নেটওয়ার্ক ইত্যাদির সমন্বয়ে স্বাস্থ্যসেবা দেয়াকে টেলিমেডিসিন বলা হয়।

 

অফিস অটোমেশন কী?

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে অফিসের সার্বিক কার্যক্রম দক্ষতার সাথে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা যায়। এই ধরণের প্রযুক্তি নির্ভর কার্যক্রমকে বলা হয় অফিস অটোমেশন।

 

স্মার্ট হোম বা হোম অটোমেশন কী?

[ব. বোর্ড ২০২৩, চ. বোর্ড ২০১৯]

স্মার্ট হোম এমন একটি বাসস্থান, যেখানে রিমোট কন্ট্রোলিং এর সাহায্যে যেকোনো স্থান থেকে কোন বাড়ির সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম, হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম, বিনোদন সিস্টেমসহ বিভিন্ন প্রয়োজনীয় সিস্টেমকে নিয়ন্ত্রণ করা যায়।

 

ই-কমার্স কী

[ব. বোর্ড ২০২৩, দি. বোর্ড ২০১৯, কু. বোর্ড ২০১৭, রা. বোর্ড ২০১৬]

ই-কমার্স একটি বাণিজ্য ক্ষেত্র যেখানে ইন্টারনেট বা অন্য কোন নেটওয়ার্ক এর মাধ্যমে পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় বা লেনদেন হয়ে থাকে।

 

ভিডিও লেকচার পেতে YouTube চ্যানেলটিতে Subscribe করো। 

HSC ICT প্রথম অধ্যায়ের নোট পেতে ক্লিক করো।

ICT সম্পর্কিত যেকোন প্রশ্নের উত্তর জানতে Facebook গ্রুপে যুক্ত হও।

 

সংক্ষিপ্ত সিলেবাসের টপিকসমূহঃ

 

ভার্চুয়াল রিয়েলিটি কী?

[রা. বোর্ড ২০২৩]

ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটার সিমুলেশনের সাহায্যে তৈরি কৃত্রিম ও ত্রিমাত্রিক পরিবেশ যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব বলে মনে হয়। 

অন্যভাবে বলা যায়,
ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের সাহায্যে তৈরি এমন এক ধরণের কৃত্রিম ত্রিমাত্রিক পরিবেশ যা ব্যবহারকারীদের কাছে সত্য ও বাস্তব বলে মনে হয়।

ভার্চুয়াল রিয়েলিটি বিস্তারিত জানতে ক্লিক করো 

 

সিমুলেশন কী?

বাস্তবে কোন কাজ করার পূর্বে তা কম্পিউটারে কৃত্রিমভাবে প্রয়োগ করে দেখাকে সিমুলেশন বলে।

 

HMD কী?

ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশে ব্যবহারকারীকে বাস্তবের কাছাকাছি বোঝানোর জন্য বিশেষভাবে তৈরি চশমা বা হেলমেট ব্যবহার করা হয়। এই বিশেষভাবে তৈরি চশমা বা হেলমেটকে HMD (Head Mounted Display) বলা হয়।

 

অগমেন্টেড রিয়েলিটি(Augmented Reality) কী?

অগমেন্টেড রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটির নতুন রূপ, যেখানে বাস্তব জগতের সাথে ভার্চুয়াল জগতের এক ধরণের সংমিশ্রণ ঘটানো হয়।

 

কৃত্রিম বুদ্ধিমত্তা কী?

[সি. বোর্ড ২০১৯, ঢা. বোর্ড ২০১৬]

মানুষের চিন্তাভাবনা  ও শেখার সক্ষমতাকে প্রোগ্রামিং এর মাধ্যমে কোন যন্ত্রে সিমুলেশন করা হলে যন্ত্রে যে বুদ্ধিমত্তা প্রকাশ পায় তাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বিস্তারিত জানতে ক্লিক করো 

 

মেশিন লার্নিং কী?

মেশিন লার্নিং হল কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) একটি শাখা, যেখানে ডেটা-সেটের উপর অ্যালগরিদম ব্যবহার করে সেলফ-লার্নিং মডেল তৈরি করে যা ফলাফলের পূর্বাভাস দিতে পারে এবং মানুষের হস্তক্ষেপ ছাড়াই তথ্য শ্রেণীবদ্ধ করতে সক্ষম।

অন্যভাবে বলা যায়-

মেশিন লার্নিং হলো কৃত্রিম বুদ্ধিমত্তার একটি শাখা যার মাধ্যমে মেশিনকে প্রশিক্ষণ দেয়া হয়, ফলে মেশিনটি কোন সিস্টেম সম্পর্কে নিজেই জানতে পারে এবং নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে পরে তা কাজে লাগাতে পারে।

 

রোবটিক্স কী

[ম. বোর্ড ২০২৩, দি. বোর্ড ২০২৩, ঢা. কু. মা. বোর্ড ২০১৯, রা. কু. চ. ব. বোর্ড ২০১৮, ব. বোর্ড ২০১৭, ব. বোর্ড ২০১৬] 

প্রযুক্তির যে শাখায় রোবটের ডিজাইন, রোবট তৈরি, পরিচালনা ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে রোবটিক্স বলা হয়।

রোবটিক্স বিস্তারিত জানতে ক্লিক করো 

 

রোবট কী?

রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত এক ধরণের ইলেকট্রো-মেকানিক্যাল যন্ত্র যা স্বয়ংক্রিয়ভাবে বা কোন ব্যক্তির নির্দেশে কাজ করতে পারে।

রোবট বিস্তারিত জানতে ক্লিক করো 

 

অ্যাকচুয়েটর কী?

মা. বোর্ড ২০১৮

রোবটের অঙ্গ-প্রত্যঙ্গের নড়াচড়া করার জন্য বৈদ্যুতিক মটরের সমন্বয়ে তৈরি বিশেষ ব্যবস্থাকে অ্যাকচুয়েটর বলে।

 

ক্রায়োসার্জারি কী?

[চ. বোর্ড  ২০২৩, ঢা. বোর্ড  ২০১৭, সি. বোর্ড  ২০১৬]

ক্রায়োসার্জারি হল এমন একটি চিকিৎসা পদ্ধতি যাতে অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষসমূহ ধ্বংস করা হয়।

ক্রায়োসার্জারি বিস্তারিত জানতে ক্লিক করো 

 

ক্রায়োপ্রোব কী?

[য. বোর্ড  ২০২৩]

ক্রায়োসার্জারিতে যে যন্ত্রের সাহায্যে তরল গ্যাস শরীরের অভ্যন্তরে রোগাক্রান্ত কোষে প্রয়োগ করা হয় তাকে ক্রায়োপ্রোব বলে।

 

ক্রায়োজনিক এজেন্ট কী?

[সি. বোর্ড  ২০২৩]

ক্রায়োসার্জারিতে যে সকল তরল গ্যাস ব্যবহার করে রোগাক্রান্ত কোষসমূহকে ধ্বংস করা হয় তাকে ক্রায়োজেনিক এজেন্ট বলে।

 

বায়োমেট্রিক কী?

[দি. বোর্ড ২০২৩, ব. বোর্ড ২০১৯, দি. বোর্ড ২০১৬]

বায়োমেট্রিক হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোন ব্যক্তির গঠনগত বা আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা সনাক্ত করা হয়।

বায়োমেট্রিক বিস্তারিত জানতে ক্লিক করো 

 

হ্যান্ড জিওমেট্রি কী?

মা. বোর্ড ২০১৮

হ্যান্ড জিওমেট্রি হচ্ছে একটি শরীরবৃত্তীয় বায়োমেট্রিক পদ্ধতি যেখানে হাতের জ্যামিতিক বৈশিষ্ট্য ব্যবহার করে ব্যক্তিকে চিহ্নিত করা হয়।

 

বায়োইনফরমেটিক্স কী?

[সি. বোর্ড ২০১৭]

কম্পিউটার বিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, ইঞ্জিনিয়ারিং জ্ঞান ও বায়োলজিক্যাল ডেটা ব্যবহার করে জৈবিক সমস্যা সমাধানের বিজ্ঞান হলো বায়োইনফরমেটিক্স।

বায়োইনফরমেটিক্স বিস্তারিত জানতে ক্লিক করো 

 

জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী?

জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো বিভিন্ন প্রযুক্তির সমন্বয় যার সাহায্যে কোষের জেনেটিক কাঠামো পরিবর্তন করে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন উন্নত বা অভিনব জীব উৎপন্ন করা হয়। 

জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিস্তারিত জানতে ক্লিক করো 

 

GMO কী?

RDNA সমৃদ্ধ জীবকোষকে বলা হয় GMO (Genetically Modified Organism).

 

ন্যানোটেকনোলজি কী?

[কু. বোর্ড ২০২৩, ঢা. বোর্ড ২০২৩, রা. দি. বোর্ড ২০১৭, কু.য. বোর্ড ২০১৬] 

১ থেকে ১০০ ন্যানোমিটার আকৃতির কোন কিছু তৈরি করা এবং ব্যবহার করার প্রযুক্তিকে ন্যানোটেকনোলজি বলে।

ন্যানো টেকনোলজি বিস্তারিত জানতে ক্লিক করো 

 

ন্যানো বস্তু কী?

১ থেকে ১০০ ন্যানোমিটার আকৃতির কোন বস্তুকে ন্যানো বস্তু বলে।

 

CAD কী?

[ঢা. বোর্ড ২০২৩]

CAD এর পূর্ণরুপ Computer Aided Design। একটি ডিজাইন তৈরি, পরিবর্তন, বিশ্লেষণ বা অপ্টিমাইজেশনে সাহায্য করার জন্য কম্পিউটারের ব্যবহার হলো CAD।

 

প্লেজিয়ারিজম কী?

[য. বোর্ড ২০১৯]

কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন সাহিত্য, গবেষণা বা সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাই হল প্লেজিয়ারিজম।

 

ফিশিং(Phishing) কী?

ইন্টারনেটে কোনো সুপ্রতিষ্ঠিত ওয়েবসাইট সেজে প্রতারণার মাধ্যমে কারো কাছ থেকে ব্যক্তিগত তথ্য, যেমন ব্যবহারকারী নাম ও পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য ইত্যাদি সংগ্রহ করাকে ফিশিং বলে।

 

ভিশিং(Vishing) কী?

মোবাইল ফোন, টেলিফোন, ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে ভিশিং বা ভয়েস ফিশিং বলা হয়। যেমনঃ ফোনে লটারী বিজয়ের কথা বলে এবং টাকা পাঠানোর কথা বলে ব্যক্তিগত তথ্য নেওয়া।

 

স্পুফিং কী?

নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং হলো এমন একটি অবস্থা যেখানে কোন ব্যক্তি বা কোন একটি প্রোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়াকর্কে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে।

 

হ্যাকিং কী?

[রা. বোর্ড ২০১৯]

বৈধ অনুমতি ব্যতীত অসৎ উদ্দেশ্যে ইন্টারনেটের মাধ্যমে কোন কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ বা কনট্রোল নেয়াকে হ্যাকিং বলে। যারা হ্যাকিং করে তাদেরকে হ্যাকার বলা হয়।

 

স্প্যাম মেইল কী?

ই-মেইল একাউন্টে প্রায়ই কিছু কিছু অচেনা ও অপ্রয়োজনীয় ই-মেইল পাওয়া যায় যা আমাদের বিরক্তি ঘটায়। এই ধরণের ই-মেইলকে সাধারণত স্প্যাম মেইল বলে।

 

স্প্যামিং কী?

যখন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দিষ্ট কোন একটি ইমেইল অ্যাড্রেসে শতশত এমনকি লক্ষ লক্ষ মেইল প্রেরণের মাধ্যমে সার্ভারকে ব্যস্ত বা সার্ভারের পারফর্মেন্সের ক্ষতি করে, তখন এই পদ্ধতিকে স্প্যামিং বলে।

 

সাইবার ক্রাইম কী?

ইন্টারনেটকে কেন্দ্র করে যে সকল কম্পিউটার ক্রাইম সংঘটিত হয় তাদেরকে সাইবার ক্রাইম বলে।

 


Written by,

Spread the love

12 thoughts on “জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর প্রথম অধ্যায়

  1. হোমপেইজ থেকে একাধিক লেভেলে যাওয়া সম্ভব কিভাবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *