অনুধাবনমূলক প্রশ্নের উত্তর কীভাবে লিখবে?
⇒ ‘অনুধাবন’ বলতে কোন বিষয়ের অর্থ বোঝার সক্ষমতাকে বোঝায়। এটি হতে পারে কোন তথ্য, নীতিমালা, সূত্র, নিয়ম, পদ্ধতি, প্রক্রিয়া ইত্যাদি বুঝতে পারার সক্ষমতা।
⇒ অনুধাবন স্তর হলো চিন্তন-দক্ষতার দ্বিতীয় স্তর। এই প্রশ্নটি ‘খ’ তে দেয়া থাকে। এধরণের প্রশ্নে সরাসরি পাঠ্যবইয়ের অনুরূপ বিবরণ জানতে চাওয়া হয় না। তাই শিক্ষার্থীকে বিষয়বস্তু সম্পর্কে নিজের ভাষায় ব্যাখ্যা বা বর্ণনা করতে হবে।
⇒ অনুধাবনমূলক প্রশ্নের নম্বর থাকবে ২। এর মধ্যে জ্ঞানের জন্য ১ ও অনুধাবনের জন্য ১।
⇒ অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দুই প্যারায় লেখা ভালো। যার প্রথম প্যারায় জ্ঞান অংশের উত্তর ও দ্বিতীয় প্যারায় অনুধাবন অংশের উত্তর।
⇒ অনুধাবনমূলক প্রশ্নের উত্তর শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে সর্বোচ্চ পাঁচটি বাক্যে উত্তর লিখতে হবে। তবে এর সামান্য কম-বেশি হলে কোন অসুবিধা নেই।
⇒ এক্ষেত্রে কোনভাবেই প্রশ্নের উত্তরে অপ্রাসঙ্গিক কথা, অপ্রয়োজনীয় তথ্য বা বাহুল্যদোষ করা যাবে না।
২০২৩, ২০১৯, ২০১৮, ২০১৭ ও ২০১৬ সালের বোর্ড প্রশ্নসমূহ
- সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে কী বোঝায়? [ঢা. বোর্ড-২০১৬]
- তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বই বিশ্বগ্রাম-ব্যাখ্যা কর। [রা. বোর্ড-২০১৯]
- ইন্টারনেট ব্যবহারের ফলে পৃথিবী কীভাবে হাতের মুঠোয় এসেছে?-ব্যাখ্যা কর।
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে এসেছে-ব্যাখ্যা কর। [দি. বোর্ড -২০১৯]
- “তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি একে অপরের পরিপূরক” বুঝিয়ে লিখ। [রা. বোর্ড-২০১৭]
- ইন্টারনেটকে বিশ্বগ্রামের মেরুদন্ড বলা হয় কেন?-ব্যাখ্যা কর।
- বিশ্বগ্রাম হচ্ছে ইন্টারনেট নির্ভর ব্যবস্থা- ব্যাখ্যা কর।
- “বিশ্বগ্রামের মেরুদন্ডই কানেক্টিভিটি”-ব্যাখ্যা কর। [মা. বোর্ড-২০১৭]
- শিক্ষাক্ষেত্রে অনলাইন লাইব্রেরীর ভূমিকা বুঝিয়ে লিখ।
- “টেলিমেডিসিন এক ধরনের সেবা” – বুঝিয়ে লিখ। [য. বোর্ড-২০১৬]
- “তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীদের চিকিৎসা সেবা দেওয়া সম্ভব” -ব্যাখ্যা কর। [ব. বোর্ড-২০২৩]
- “ঘরে বসে ডাক্তারের চিকিৎসা গ্রহণ করা যায়’-ব্যাখ্যা কর।
- ই-কমার্স পণ্যের ক্রয়-বিক্রয়কে কিভাবে সহজ করেছে? ব্যাখ্যা কর।
- “ই-কমার্স ব্যবসা বাণিজ্যকে সহজ করেছে” – ব্যাখ্যা কর। [মা. বোর্ড-২০১৮]
- “আজকাল ঘরে বসে কেনাকাটা অধিকতর সুবিধাজনক”-ব্যাখ্যা কর।
- “ঘরে বসে অর্থ উপার্জন করা যায়”-ব্যাখ্যা কর।
- বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য এখন আর বিদেশে যাওয়ার দরকার নেই- ব্যাখ্যা কর।
- আইসিটি শিক্ষায় শিক্ষিত জনবলের জন্য উপার্জনের ক্ষেত্রে সহজ সুযোগ সৃষ্টি হয়েছে- ব্যাখ্যা কর।
- সিমুলেটর ও মডেলিং সফটওয়্যারের মাধ্যমে প্রশিক্ষণ সম্ভব।- ব্যাখ্যা কর। [সি. বোর্ড-২০২৩]
- বাস্তবে অবস্থান করেও কল্পনাকে ছুঁয়ে দেখা সম্ভব- ব্যাখ্যা কর। [সি. বোর্ড-২০১৭]
- “প্রযুক্তির ব্যবহারে মটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব”- ব্যাখ্যা কর। [ঢা. বোর্ড-২০১৯]
- “প্রযুক্তি ব্যবহার করে মটর ড্রাইভিং শেখা সম্ভব”- ব্যাখ্যা কর। [কু. বোর্ড-২০১৯]
- “ঘরের মধ্যেই ড্রাইভিং শেখা সম্ভব”- ব্যাখ্যা কর। [ব. বোর্ড-২০১৯]
- “বিশেষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব”- ব্যাখ্যা কর। [চ. বোর্ড-২০১৭]
- কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরণের এক্সপার্ট সিস্টেম – বুজিয়ে লিখ। [ঢা. দি. য. সি. বোর্ড-২০১৮]
- “মানুষের চিন্তা করা ও শেখার সক্ষমতা যন্ত্রে প্রকাশ করা সম্ভব” – ব্যাখ্যা কর।
- কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাখ্যা কর। [রা. কু. চ. ব. বোর্ড-২০১৮]
- ‘বর্তমানে ড্রাইভারবিহীন গাড়িতেও যাতায়াত করা যায়’ – ব্যাখ্যা কর। [ঢা. বোর্ড-২০২৩]
- ‘যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে’ – ব্যাখ্যা কর।
- ঝুকিপুর্ণ কাজে ব্যবহৃত প্রযুক্তি ব্যাখ্যা কর।
- “ঝুকিপুর্ণ কাজে রোবট ব্যবহৃত হয়” – ব্যাখ্যা কর। [মা. বোর্ড-২০১৭]
- “ঝুকিপূর্ণ কাজে যন্ত্র শ্রমিক ব্যবহার সুবিধাজনক”-ব্যাখ্যা কর।
- “যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা অর্জন করতে পারে”-ব্যাখ্যা কর।
- “কারখানায় পণ্য উৎপাদন স্বয়ংক্রিয়ভাবে সম্ভব” -ব্যাখ্যা কর।
- স্বয়ংক্রিয়ভাবে পণ্য উৎপাদনে ব্যবহৃত প্রযুক্তি ব্যাখ্যা কর।
- রোবটে কৃত্রিম বৃদ্ধিমত্তার ভূমিকা ব্যাখ্যা কর।
- ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহৃত যন্ত্রটি কীভাবে মানুষের বিকল্প হিসেবে কাজ করে? [কু. বোর্ড-২০২৩]
- “ঝুঁকিপূর্ণ কাজ যন্ত্রের সাহায্যে করা সম্ভব”- বুঝিয়ে লেখ। [য. বোর্ড-২০২৩]
- চিকিৎসা সেবায় আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স কীভাবে সম্পর্কিত? বুঝিয়ে লিখ।
- “কম্পিউটার একটি প্রোগ্রাম নিয়ন্ত্রিত যন্ত্র”-বুঝিয়ে লেখ।
- “যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে পারে”-ব্যাখ্যা কর।
- “ক্রায়োসার্জারির মাধ্যমে রক্তপাতহীন অপারেশন সম্ভব”-বুঝিয়ে লেখ। [দি. বোর্ড- ২০১৬]
- ন্যূনতম ধকল সহিষ্ণু শল্যচিকিৎসা পদ্ধতিটি ব্যাখ্যা কর। [চ. বোর্ড-২০১৯]
- রক্তক্ষরণ ছাড়াই অপারেশন সম্ভব – ব্যাখ্যা কর।
- নিম্ন তাপমাত্রায় চিকিৎসা সম্ভব- ব্যাখ্যা কর। [দি. বোর্ড-২০২৩]
- “শীতলীকরণ প্রক্রিয়ায় চিকিৎসা দেয়া সম্ভব” – ব্যাখ্যা কর। [কু. বোর্ড-২০১৭]
- নিম্ন তাপমাত্রার চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা কর। [দি. বোর্ড ২০১৭, রা. বোর্ড-২০১৬]
- ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি ব্যাখ্যা কর। [ব. বোর্ড ২০১৭, কু. বোর্ড-২০১৬]
- ‘বায়োমেট্রিক পদ্ধতি সবসময় ব্যক্তি সনাক্ত করতে পারে না’ – ব্যাখ্যা কর।
- “প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ করা যায়”- ব্যাখ্যা কর। [চ. বোর্ড-২০২৩]
- ‘আচরণিক ডেটা’ – ব্যাখ্যা কর। [ঢা. বোর্ড-২০২৩]
- ‘বায়োমেট্রিক প্রযুক্তি মাঝে-মাঝে ব্যক্তি সনাক্ত করণে ব্যর্থ হয়’ – ব্যাখ্যা কর।
- আচরণের মাধ্যমে ব্যক্তি সনাক্তকরণের পদ্ধতি বুঝিয়ে লিখ। [ম. বোর্ড-২০২৩, সি. বোর্ড-২০১৯]
- বায়োমেট্রিক একটি আচরণীক বৈশিষ্ট্য নির্ভর প্রযুক্তি – ব্যাখ্যা কর।
- অফিসের নিরাপত্তার জন্য বায়োমেট্রিক্সের ব্যবহার সুবিধাজনক-ব্যাখ্যা কর।
- বায়োইনফরমেটিক্স-এ ব্যবহৃত ডেটা কী? ব্যাখ্যা কর। [য. বোর্ড-২০১৯]
- বায়োইনফরমেটিক্স এর সুবিধা ও অসুবিধা লিখ।
- জেনেটিক ইঞ্জিনিয়ারিং কৃষিক্ষেত্রে কী প্রভাব রাখে? ব্যাখ্যা কর।
- কোন প্রযুক্তি ব্যবহারে পাটের জীবন রহস্য উন্মোচিত হয়েছে? ব্যাখ্যা কর।
- তথ্য প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতায় ডায়াবেটিস রোগীরা উপকৃত হচ্ছে- ব্যাখ্যা কর।
- জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী ভাবে মানুষকে সহায়ক? ব্যাখ্যা কর।
- কোন প্রযুক্তিতে সারা বছর আমের ফলন সম্ভব? ব্যাখ্যা কর। [দি. বোর্ড-২০২৩]
- আণবিক পর্যায়ের গবেষণার প্রযুক্তিটি ব্যাখ্যা কর। [ঢা. বোর্ড-২০১৭]
- “আগামী বিশ্ব হবে ন্যানোটেকনোলজির বিশ্ব।” ব্যাখ্যা কর। [ব. বোর্ড-২০২৩]
- বিদ্যুৎ সাশ্রয়ী ইলেক্ট্রনিক্স সামগ্রী তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি ব্যাখ্যা কর।
- ন্যানোটেকনোলজি মডার্ন লাইফকে করেছে সাশ্রয়ী ও গতিশীল-ব্যাখ্যা কর।
- আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা উন্নত দেশ গঠনে অপরিহার্য- ব্যাখ্যা কর। [রা. বোর্ড-২০২৩]
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারে নৈতিকতা ব্যাখ্যা কর। [য. বোর্ড-২০১৭]
- তথ্য প্রযুক্তিতে সামাজিক অবক্ষয়ের ঝুঁকি রয়েছে-ব্যাখ্যা কর।
- “হ্যাকিং নৈতিকতা বিরোধী কর্মকান্ড”– ব্যাখ্যা কর। [ব. বোর্ড-২০১৬]
- “সাইবার ক্রাইম” প্রযুক্তির জন্য হুমকি-ব্যাখ্যা কর।
Written by,
- Mizanur Rahman (Mizan)
- Lecturer in ICT, Shaheed Bir Uttam Lt. Anwar Girls’ College , Dhaka Cantonment
- Founder & Author at www.edupointbd.com
- Software Engineer at mands IT
- Former Lecturer in ICT, Cambrian College, Dhaka
- Contact: 01724351470
উত্তর চাই।
how to download those ans??
take screenshot
It is really helpfull.
It is very helpful
thanks a million, sir.
Its very helpful
Its very helpful
Its very helpful