জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর দ্বিতীয় অধ্যায়

HSC ICT Chapter 2

দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্নের উত্তর কীভাবে লিখবে?

সৃজনশীল অংশে ‘ক’ এর প্রশ্নটি স্মরণশক্তি যাচাই করার জন্য দেয়া হয়। অর্থাৎ পাঠ্য বইয়ের কোন তথ্য মুখস্থ করে এই অংশের উত্তর দিতে পারবে। উত্তরের জন্য একটি বাক্য বা প্রশ্নের চাহিদা অনুযায়ী সর্বোচ্চ তিন বাক্যের মধ্যে উত্তর দিতে হবে। এই প্রশ্নের নম্বর বরাদ্দ ১।

 

ডেটা কমিউনিকেশন কী?

[দি. বোর্ড-২০১৯, কু. বোর্ড-২০১৭

এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে নির্ভরযোগ্যভাবে তথ্য আদান-প্রদান করার প্রক্রিয়াকে ডেটা কমিউনিকেশন বলে।

 

ব্যান্ডউইথ (Bandwidth) কী?

[ম. বোর্ড-২০২৩, দি. বোর্ড-২০২৩, য. বোর্ড-২০২৩, দি. বোর্ড-২০১৯, রা. কু. চ. ব. বোর্ড-২০১৮, মা. বোর্ড-২০১৭, রা. বোর্ড-২০১৬] 

কোন লিংক বা চ্যানেলের সর্বোচ্চ ডেটা ট্রান্সফার ক্যাপাসিটিকে ঐ চ্যানেলের ব্যান্ডউইথ বলে। 

বোর্ড বই অনুসারে- এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে প্রতি সেকেন্ডে যে পরিমান ডেটা স্থানান্তর হয় তাকে ব্যান্ডউইথ বলে।

 

ডেটা ট্রান্সমিশন মেথড কী?

[ব. বোর্ড-২০২৩] 

ডেটা কমিউনিকেশন সিস্টেমে প্রেরক ও প্রাপক এর মধ্যে ডেটা আদান-প্রদান এর ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট পদ্ধতি থাকতে হয় এই পদ্ধতিকে ডেটা ট্রান্সমিশন মেথড বলে।

 

সমান্তরাল ডেটা ট্রান্সমিশন কী?

ডেটা কমিউনিকেশন সিস্টেমে প্রেরক ও প্রাপকের মধ্যে সমান্তরালে ডেটা চলাচল করলে তাকে সমান্তরাল ডেটা ট্রান্সমিশন বলে।

 

সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কী?

[মা. বোর্ড-২০১৯]  

ডেটা কমিউনিকেশন সিস্টেমে প্রেরক ও প্রাপকের মধ্যে ধারাবাহিক ভাবে এক বিটের পর অপর বিট স্থানান্তর হলে তাকে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন বলে।

 

বিট সিনক্রোনাইজেশন কী?

সিরিয়াল ডেটা ট্রান্সমিশনে প্রেরক ও প্রাপকের মধ্যে ডেটা স্থানান্তরের সময় বিটের শুরু ও শেষ বুঝার জন্য ব্যবহৃত বিশেষ পদ্ধতিকে বলা হয় বিট সিনক্রোনাইজেশন।

 

অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন কী?

অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে প্রেরক হতে প্রাপকে অসম বিরতিতে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার স্থানান্তরিত হয়। এক্ষেত্রে প্রেরক যে কোনো সময় ডেটা প্রেরণ এবং প্রাপক তা গ্রহণ করতে পারে।

 

সিনক্রোনাস ট্রান্সমিশন কী?

[ঢা. দি. য. সি. বোর্ড-২০১৮]  

সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রেরক হতে প্রাপকে সমান বিরতিতে ডেটা ফ্রেম বা ব্লক আকারে স্থানান্তরিত হয়। এক্ষেত্রে প্রাথমিক স্টোরেজ এর প্রয়োজন হয়।

ডেটা ট্রান্সমিশন মেথড বিস্তারিত জানতে ক্লিক করো 

 

ডেটা ট্রান্সমিশন মোড কী?

[রা. বোর্ড-২০১৯, সি. বোর্ড-২০১৭, ব. বোর্ড-২০১৬

উৎস থেকে এক বা একাধিক গন্তব্যে ডেটা প্রবাহের দিককে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড।

 

সিমপ্লেক্স মোড কী?

সিমপ্লেক্স মোডে কেবলমাত্র একদিকে ডেটা প্রেরনের ব্যবস্থা থাকে। এক্ষেত্রে প্রেরক শুধু ডেটা প্রেরণ ও প্রাপক শুধু গ্রহণ করতে পারে।

 

হাফ-ডুপ্লেক্স মোড কী?

[সি. বোর্ড-২০২৩] 

হাফ-ডুপ্লেক্স মোডে ডেটা উভয় দিকে স্থানান্তর হতে পারে কিন্তু একসাথে নয়। এক্ষেত্রে একটি যন্ত্র ডেটা পাঠালে অন্যটিকে অপেক্ষা করতে হয়।

 

ফুল-ডুপ্লেক্স কী?

[কু. বোর্ড-২০২৩] 

ফুল-ডুপ্লেক্স মোডে একই সময়ে ডেটা উভয় দিকে স্থানান্তর হতে পারে। এক্ষেত্রে উভয় প্রান্তের যন্ত্র দুটি একই সময়ে ডেটা গ্রহণ এবং প্রেরন করতে পারে।

 

ইউনিকাষ্ট কী? 

এই মোডে নেটওয়ার্কের কোন নোড ডেটা প্রেরণ করলে নেটওয়ার্কের অধিনস্থ কেবলমাত্র একটি নোড তা গ্রহণ করতে পারবে।

 

ব্রডকাস্ট কী?

এই মোডে নেটওয়ার্কের কোন নোড ডেটা প্রেরণ করলে নেটওয়ার্কের অধিনস্থ সকল নোড তা গ্রহণ করতে পারবে।

 

মাল্টিকাস্ট ট্রান্সমিশন কী?

[ব. বোর্ড-২০১৯]   

এই মোডে নেটওয়ার্কের কোন নোড ডেটা প্রেরণ করলে নেটওয়ার্কের অধিনস্থ শুধুমাত্র সিলেক্টেড বা অনুমোদিত নোডসমূহ তা গ্রহণ করতে পারবে।

ডেটা ট্রান্সমিশন মোড বিস্তারিত জানতে ক্লিক করো 

ডেটা কমিউনিকেশন মাধ্যম কী

[চ. বোর্ড-২০২৩] 

ডেটা আদান-প্রদানের ক্ষেত্রে প্রেরক ও প্রাপকের মধ্যে সংযোগ স্থাপনের দরকার হয়। এই সংযোগকে কমিউনিকেশন মাধ্যম বলে।

 

অপটিক্যাল ফাইবার কী?

[মা. বোর্ড-২০২৩]

চ্যানেল কী? / কমিউনিকেশন চ্যানেল কী?

ডেটা কমিউনিকেশনে একাধিক যন্ত্রের মধ্যে ডেটা স্থানান্তরের জন্য ব্যবহৃত লিংক বা পাথ কে চ্যানেল বলে। 

 

রেডিও ওয়েভ কী?

3KHz হতে 300GHz ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয় রেডিও ওয়েভ।

 

মাইক্রোওয়েভ কী?

300MHz হতে 300GHz ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয় মাইক্রোওয়েভ।

 

ইনফ্রারেড কী?

[সি. বোর্ড-২০১৯]  

300GHz হতে 400THz ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয় ইনফ্রারেড।

তারবিহীন মাধ্যম বিস্তারিত জানতে ক্লিক করো 

হটস্পট কী?

[দি. বোর্ড-২০১৬] 

হটস্পট হলো এমন একটি নির্ধারিত জায়গা যেখানে ওয়্যারলেস নেটওয়ার্ক এর মাধ্যমে ইন্টারনেট সেবা দেওয়া হয়।

 

Bluetooth কী?

[ঢা. বোর্ড-২০১৯, ঢা. বোর্ড-২০১৯]

Bluetooth হচ্ছে IEEE 802.15 স্ট্যান্ডার্ড এর একটি ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, যার মাধ্যমে WPAN গঠন করে পার্সোনাল ডিভাইসসমূহের মধ্যে ডেটা আদান-প্রদান করা যায়।

 

পিকোনেট কী?

[ঢা. বোর্ড-২০২৩, ঢা. বোর্ড-২০১৯, ঢা. বোর্ড-২০১৯]

Bluetooth টেকনোলজির সাহায্যে তৈরি নেটওয়ার্ককে পিকোনেট বলা হয়।

 

Wi-Fi কী?

Wi-Fi হচ্ছে IEEE 802.11 স্ট্যান্ডার্ড এর একটি ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, যার মাধ্যমে WLAN গঠন করা যায়। Wi-Fi শব্দটি Wireless Fidelity শব্দের সংক্ষিপ্ত রূপ।

 

WiMAX কী?

[রা. বোর্ড-২০২৩]

WiMAX  হচ্ছে IEEE 802.16 স্ট্যান্ডার্ড এর একটি ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, যার মাধ্যমে WMAN গঠন করা যায়। WiMAX  এর পূর্ণরূপ হচ্ছে Worldwide Interoperability for Microwave Access।

 

রোমিং কী?

[চ. বোর্ড-২০১৯]  

যখন কোন মোবাইল ফোন তার সার্ভিস অপারেটরের কভারেজ এরিয়ার বাইরে থেকেও ডেটা সার্ভিস বা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করার সুবিধা দেয়, তখন তাকে রোমিং(Roaming) বলে।

 

WWWW কী?

৫ম প্রজন্মের মোবাইল ফোন নেটওয়ার্ককে WWWW বলে। এর পূর্ণরুপ World Wide Wireless Web।

 

ভিডিও লেকচার পেতে YouTube চ্যানেলটিতে Subscribe করো। 

HSC ICT দ্বিতীয় অধ্যায়ের নোট পেতে ক্লিক করো।

ICT সম্পর্কিত যেকোন প্রশ্নের উত্তর জানতে Facebook গ্রুপে যুক্ত হও।

 

কম্পিউটার নেটওয়ার্ক কী?

[ব. বোর্ড-২০১৯, চ. বোর্ড-২০১৭] 

যখন দুই বা ততোধিক কম্পিউটার একে-অপরের সাথে সংযুক্ত হয়ে তথ্য, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি রিসোর্স শেয়ার করে, তখন উক্ত ব্যবস্থাকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক।

 

PAN কী?

প্যান (PAN) এর পূর্ণরূপ হচ্ছে  Personal Area Network। সাধারণত ১০ মিটার এর মধ্যে সীমাবদ্ধ কোনো ব্যক্তির বিভিন্ন ডিভাইসের মধ্যে তথ্য আদান-প্রদানের উদ্দেশ্যে তৈরি নেটওয়ার্কে PAN বলে।

 

LAN কী?

[চ. বোর্ড-২০১৬]   

LAN  এর পূর্ণরূপ হচ্ছে  Local Area Network। সাধারণত ১ কি.মি. বা তার কম পরিসরের জায়গার মধ্যে প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার বা অন্যকোনো ডিভাইস সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে LAN  বলে।

 

MAN কী?

MAN  এর পূর্ণরূপ হচ্ছে  Metropolitan Area Network। একই শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারসমূহ, বিভিন্ন ডিভাইস ও LAN গুলোর সংযোগে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে  MAN বলে। এর পরিসর ৫০ কি.মি. পর্যন্ত হতে পারে।

 

WAN কী?

WAN এর পূর্ণরূপ হচ্ছে Wide Area Network। অনেক বড় ভৌগোলিক বিস্তৃতিতে অবস্থিত LAN , MAN ,কম্পিউটার ও বিভিন্ন ডিভাইসসমূহের সংযোগে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে WAN বলে। WAN এর বিস্তৃতি সমগ্র দেশ বা পৃথিবী জুড়ে হতে পারে।

 

পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কী?

[সি. বোর্ড-২০১৯]  

কম্পিউটার নেটওয়ার্ক বিস্তারিত জানতে ক্লিক করো 

 

নেটওয়ার্ক ডিভাইস কী?

কম্পিউটার নেটওয়ার্ক তৈরিতে কম্পিউটারগুলো যুক্ত করতে যেসকল ডিভাইস ব্যবহার করা হয় তাদেরকে নেটওয়ার্ক ডিভাইস বলা হয়।

 

মডেম কী?

[চ. বোর্ড-২০১৭, সি. বোর্ড-২০১৭]  

মডেম হচ্ছে একটি নেটওয়ার্ক ডিভাইস যা মডুলেশন ও ডিমডুলেশনের মাধ্যমে এক কম্পিউটারের তথ্যকে অন্য কম্পিউটারে টেলিফোন লাইনের সাহায্যে পৌঁছে দেয়।

 

মডুলেশন কী?

[রা. কু. চ. ব. বোর্ড-২০১৮]

 

ডি-মডুলেশন কী?

[ঢা. বোর্ড-২০২৩] 

 

NIC কী?

[সি. বোর্ড-২০২৩, ঢা. বোর্ড-২০১৭] 

NIC এর পুর্নরূপ Network Interface Card। কম্পিউটার বা কোন ডিভাইসকে নেটওয়ার্কের সাথে সংযুক্ত করার জন্য কার্ডটি কম্পিউটার বা ডিভাইসটিতে সংযুক্ত করতে হয়।

 

হাব কী?

হাব একটি নেটওয়ার্ক ডিভাইস এবং একে LAN ডিভাইসও বলা হয়। যার সাহায্যে নেটওয়ার্কের কম্পিউটারসমূহ পরস্পরের সাথে কেন্দ্রিয়ভাবে যুক্ত থাকে। প্রেরক থেকে প্রাপ্ত ডেটা হাব সকল পোর্টে ব্রডকাস্ট করে।

 

সুইচ কী?

[কু. বোর্ড-২০১৬]

সুইচ একটি নেটওয়ার্ক ডিভাইস এবং একে LAN ডিভাইসও বলা হয়। যার সাহায্যে নেটওয়ার্কের কম্পিউটারসমূহ পরস্পরের সাথে কেন্দ্রিয়ভাবে যুক্ত থাকে। প্রেরক থেকে প্রাপ্ত ডেটা সুইচ সুনির্দিষ্ট পোর্টে পাঠিয়ে দেয়।

 

রাউটার কী?

[ব. বোর্ড-২০২৩, ঢা. দি. য. সি. বোর্ড-২০১৮, ঢা. বোর্ড-২০১৬]  

রাউটার একটি নেটওয়ার্ক ডিভাইস এবং একে WAN ডিভাইসও বলা হয়। এটি একটি বুদ্ধিমান ডিভাইস যা একই প্রটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ককে(LAN,MAN,WAN) সংযুক্ত করে WAN তৈরি করে।

 

ব্রিজ কী?

[ব. বোর্ড-২০১৭, মা. বোর্ড-২০১৬]

ব্রিজ একটি নেটওয়ার্ক ডিভাইস যা একটি বৃহৎ নেটওয়ার্ককে ছোট ছোট সেগমেন্টে বিভক্ত করে। এর সাহায্যে ভিন্ন মাধ্যম অথবা ভিন্ন কাঠামো বিশিষ্ট একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করা যায়। কিন্তু এর সাহায্যে ভিন্ন প্রটোকল বিশিষ্ট একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করা যায় না।

 

গেটওয়ে কী?

গেটওয়ে একটি নেটওয়ার্ক ডিভাইস এবং একে WAN ডিভাইসও বলা হয়। এটি ভিন্ন প্রটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ককে(LAN,MAN) সংযুক্ত করে WAN তৈরি করে। গেটওয়ে ভিন্ন নেটওয়ার্ক সংযুক্ত করার সময় প্রটোকল ট্রান্সলেশন করে থাকে।

 

রিপিটার কী?

নেটওয়ার্ক মিডিয়ার মধ্য দিয়ে ডেটা সিগন্যাল প্রবাহের সময় নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর এটেনুয়েশনের কারণে সিগন্যাল আস্তে  আস্তে  দূর্বল হয়ে পড়ে। তখন এই সিগন্যালকে এমপ্লিফাই বা  পুনরোদ্ধার করে গন্তব্যে পৌঁছাতে হয়। মাঝামাঝি অবস্থানে থেকে এই কাজটি যে ডিভাইস করে থাকে তাকে রিপিটার বলে।

নেটওয়ার্ক ডিভাইসসমূহ বিস্তারিত জানতে ক্লিক করো 

 

নেটওয়ার্ক টপোলজি কী?

[রা. বোর্ড-২০১৯]

নেটওয়ার্কে কম্পিউটার বা অন্যান্য ডিভাইসসমূহ যে জ্যামিতিক সন্নিবেশে সংযোগ করা হয় সেই জ্যামিতিক সন্নিবেশকে নেটওয়ার্ক টপোলজি বলে।

 

বাস টপোলজি কী?

যে টপোলজিতে একটি মূল তারের সাথে সকল কম্পিউটার বা নোডসমূহ যুক্ত থাকে তাকে বাস টপোলজি বলা হয়। সংযোগ লাইনকে সাধারণত বাস বলা হয়।

 

ব্যাকবোন কী?

বাস টপোলজির সংযোগ লাইনকে বা প্রধান ক্যাবলটিকে বলা হয় ব্যাকবোন।

 

স্টার টপোলজি কী?

স্টার টপোলজিতে নেটওয়ার্কের সকল কম্পিউটার বা নোডসমূহ একটি কেন্দ্রীয় নেটওয়ার্ক ডিভাইসের (সুইচ,হাব) সাথে সংযুক্ত থাকে।

 

রিং টপোলজি কী?

রিং টপোলজিতে প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। এভাবে রিংয়ের সর্বশেষ কম্পিউটারটি প্রথমটির সাথে যুক্ত হয়।

 

ট্রি টপোলজি কী?

ট্রি টপোলজিতে একাধিক হাব বা সুইচ ব্যবহার করে সকল কম্পিউটারগুলো একটি বিশেষ স্থানে সংযুক্ত করা হয় যাকে রুট বলা হয়। এ  টপোলজিতে প্রথম স্তরের  কম্পিউটার গুলো দ্বিতীয় স্তরের কম্পিউটার গুলোর হোস্ট হয়। একইভাবে দ্বিতীয় স্তরের কম্পিউটার গুলো তৃতীয় স্তরের কম্পিউটার গুলোর হোস্ট হয়।

 

মেশ টপোলজি কী

মেশ টপোলজির ক্ষেত্রে নেটওয়ার্কের অধীনস্থ প্রত্যেকটি কম্পিউটার একে অপরের সাথে সরাসরি যুক্ত থাকে। এই টপোলজিতে যদি যোগাযোগের একটি পথ নষ্ট হয় তবে বিকল্প আরেকটি পথ থাকে যোগাযোগের জন্য।

 

হাইব্রিড টপোলজি কী

একাধিক ভিন্ন টপোলজির সমন্বয়ে নতুন যে টপোলজি গড়ে ওঠে তাকে হাইব্রিড টপোলজি বলে।

টপোলজি বিস্তারিত জানতে ক্লিক করো 

 

ক্লাউড কম্পিউটিং কী?

[ম. বোর্ড-২০২৩, য. বোর্ড-২০২৩, কু. বোর্ড-২০১৯, য. বোর্ড-২০১৯,মা. বোর্ড-২০১৯, দি. বোর্ড-২০১৭, য. বোর্ড-২০১৭, য. বোর্ড-২০১৬

ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেট ভিত্তিক বিশেষ পরিসেবা যেখানে অন্তর্ভুক্ত হয়ে ব্যবহারকারী তার কম্পিউটিং চাহিদা পূরণ করতে পারে। 

 

পাবলিক ক্লাউড কী?

[মা. বোর্ড-২০২৩

 

ক্লাউড কম্পিউটিং বিস্তারিত জানতে ক্লিক করো 

 


Written by,

Spread the love

2 thoughts on “জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর দ্বিতীয় অধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *