5+3=10 সম্ভব কি-না? ব্যাখ্যা কর।
[চট্রগ্রাম বোর্ড – ২০১৭]
এখানে, ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যোগ করে যোগফলটি অক্টালে প্রকাশ করা হয়েছে।
ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 5 ও 3 এর যোগফল 8। যোগফল 8 কে অক্টালে রুপান্তর করলে 10 পাওয়া যায়।
সুতরাং (5)₁₀+(3)₁₀=(10)₈ সম্ভব।
অন্যভাবে ব্যাখ্যা করা যায়-
এখানে, এটি একটি অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ।
অক্টাল সংখ্যা পদ্ধতিতে 5 ও 3 এর যোগফল 10 হয়।
সুতরাং (5)₈+(3)₈=(10)₈ সম্ভব।
এই প্রশ্নসমূহের উত্তর হুবহু মুখস্ত করবে না। নমুনা প্রশ্ন ও উত্তর দেয়া হয়েছে যাতে বুঝতে পারো কীভাবে প্রশ্ন হয় এবং কীভাবে উত্তর করতে হবে।
♦ ভিডিও লেকচার পেতে YouTube চ্যানেলটিতে Subscribe করো।
♦ HSC ICT তৃতীয় অধ্যায়ের নোট পেতে ক্লিক করো।
♦ ICT সম্পর্কিত যেকোন প্রশ্নের উত্তর জানতে Facebook গ্রুপে যুক্ত হও।
একই ধরণের নমুনা প্রশ্নসমূহ:
- 9+7=20 হতে পারে – ব্যাখ্যা কর।
- 8+8=10 হতে পারে – ব্যাখ্যা কর।
- A+7=11 সম্ভব কি-না? ব্যাখ্যা কর।
এই অধ্যায়ের সকল অনুধাবনমূলক প্রশ্ন-উত্তর দেখতে ক্লিক করো
Written by,
- Mizanur Rahman (Mizan)
- Lecturer in ICT, Shaheed Bir Uttam Lt. Anwar Girls’ College , Dhaka Cantonment
- Founder & Author at www.edupointbd.com
- Software Engineer at mands IT
- Former Lecturer in ICT, Cambrian College, Dhaka
- Contact: 01724351470