সংখ্যা পদ্ধতির বেজ ব্যাখ্যা কর

সংখ্যা পদ্ধতির ভিত্তি কি

সংখ্যা পদ্ধতির বেজ ব্যাখ্যা কর।

কোনো একটি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অংক বা চিহ্ন বা প্রতীক সমূহের মোট সংখ্যাকে ঐ সংখ্যা পদ্ধতির বেজ (Base) বা ভিত্তি বলে।

ডেসিমেল (দশমিক) সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অংক (০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯) ১০টি, তাই বেজ ১০। একইভাবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অংক ২টি, অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অংক ৮টি এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অংক ১৬টি। তাই বেজ যথাক্রমে ২, ৮ ও ১৬।

 

 

এই প্রশ্নসমূহের উত্তর হুবহু মুখস্ত করবে না। নমুনা প্রশ্ন ও উত্তর দেয়া হয়েছে যাতে বুঝতে পারো কীভাবে প্রশ্ন হয় এবং কীভাবে উত্তর করতে হবে।

 

 

ভিডিও লেকচার পেতে YouTube চ্যানেলটিতে Subscribe করো। 

HSC ICT তৃতীয় অধ্যায়ের নোট পেতে ক্লিক করো।

ICT সম্পর্কিত যেকোন প্রশ্নের উত্তর জানতে Facebook গ্রুপে যুক্ত হও।

 

 

একই ধরণের নমুনা প্রশ্নসমূহ: 

  • ৫-ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা কর।
  • সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে কী বুঝ?
  • হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি ১৬ কেন? ব্যাখা কর।

 

 

এই অধ্যায়ের সকল অনুধাবনমূলক প্রশ্ন-উত্তর দেখতে ক্লিক করো

 


Written by,

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *