ASCII ও Unicode এর পার্থক্য
- ASCII এর পূর্ণ রূপ American Standard Code For Information Interchange। Unicode এর পূর্ণ রূপ Universal Code বা সার্বজনীন কোড।
- ASCII ৭ বা ৮ বিটের কোড। কিন্তু Unicode ৮, ১৬ বা ৩২ বিটের হয়ে থাকে।
- ASCII এর মাধ্যমে ২৮ = ২৫৬ টি অদ্বিতীয় চিহ্ন কম্পিউটারে নির্দিষ্ট করা যায়। Unicode এর মাধ্যমে ২১৬ = ৬৫,৫৩৬ টি অদ্বিতীয় চিহ্ন কম্পিউটারে নির্দিষ্ট করা যায়।
- ASCII এর সাহায্যে শুধুমাত্র ইংরেজি ও ল্যাটিন ভাষার বর্ণ ও চিহ্নকে কম্পিউটারে নির্দিষ্ট করা যায়। অপরদিকে Unicode এর সাহায্যে বিশ্বের ছোট বড় সকল ভাষার বর্ণ ও চিহ্নকে কম্পিউটারে নির্দিষ্ট করা যায়।
এই প্রশ্নসমূহের উত্তর হুবহু মুখস্ত করবে না। নমুনা প্রশ্ন ও উত্তর দেয়া হয়েছে যাতে বুঝতে পারো কীভাবে প্রশ্ন হয় এবং কীভাবে উত্তর করতে হবে।
♦ ভিডিও লেকচার পেতে YouTube চ্যানেলটিতে Subscribe করো।
♦ HSC ICT তৃতীয় অধ্যায়ের নোট পেতে ক্লিক করো।
♦ ICT সম্পর্কিত যেকোন প্রশ্নের উত্তর জানতে Facebook গ্রুপে যুক্ত হও।
একই ধরণের নমুনা প্রশ্নসমূহ:
- ইউনিকোডের পূর্বে সবচেয়ে বেশি ব্যবহৃত আলফানিউমেরিক কোডটি ব্যাখ্যা কর। [ঢাকা বোর্ড-২০১৭]
- “বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে”- ব্যাখ্যা কর। [যশোর বোর্ড-২০১৯]
- ইউনিকোড ‘বাংলা’ ভাষা বুঝতে পারে – ব্যাখ্যা কর। [ঢাকা বোর্ড-২০১৯]
- ইউনিকোড বিশ্বের সকল ভাষাভাষী মানুষের জন্য আশীর্বাদ- বুঝিয়ে লিখ। [ চট্রগ্রাম বোর্ড-২০১৭]
- পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটার কোডভূক্ত করার জন্য ব্যবহৃত কোডটির বর্ণানা দাও।
- “ইউনিকোড সকল ভাষার জন্য উপযোগী”- ব্যাখ্যা কর।
এই অধ্যায়ের সকল অনুধাবনমূলক প্রশ্ন-উত্তর দেখতে ক্লিক করো
Written by,
- Mizanur Rahman (Mizan)
- Lecturer in ICT, Shaheed Bir Uttam Lt. Anwar Girls’ College , Dhaka Cantonment
- Founder & Author at www.edupointbd.com
- Software Engineer at mands IT
- Former Lecturer in ICT, Cambrian College, Dhaka
- Contact: 01724351470