চতুর্থ অধ্যায়ঃ অনুশীলন।

১। কোনো ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন?

ক) নান্দনিকতার জন্য

খ) বার বার ব্যবহারের জন্য

গ) পুনর্বিন্যাস করার জন্য

ঘ) কপি সুবিধার জন্য


২। কোনো ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করা হয়?

ক) নিউ

খ) ওপেন

গ) সেইভ

ঘ) সেইভ এজ


৩। স্প্রেডশিট বিশ্লেষণ ব্যবহার করে-

i) লেখালেখি করা সহজ

ii) সূত্র ব্যবহার করা যায়

iii) উপাত্ত বিন্যাস করা যায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii        খ) i ও iii

গ) ii ও iii       ঘ) i, ii ও iii


নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

সৌমিত্র শখের বসে প্রকৃতি নিয়ে পত্রিকায় লেখালেখি করে। মাঝে মাঝে তার লেখার সঙ্গে ফুল, পাখি বা নদীর ছবি দিতে হয়। সে পেশাগত জীবনে একজন হিসাবরক্ষণ কর্মকর্তা। সেখানে তাকে কর্মচারীদের বেতনের হিসাব রাখতে হয় এবং মাসিক প্রতিবেদন জমা দিতে হয়।

৪। সৌমিত্রকে তার শখের কাজে কোন সফটওয়্যার ব্যবহার করতে হয়?

ক) ওয়ার্ড প্রসেসর

খ) স্প্রেডশিট

গ) গ্রাফিক্স

ঘ) ডেটাবেজ


৫। সৌমিত্রকে তার পেশাগত কাজে-

i) টেমপ্লেট ব্যবহার করতে হয়

ii) সূত্র ব্যবহার করতে হয়

iii) উপাত্ত বিন্যাস করতে হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii        খ) i ও iii

গ) ii ও iii       ঘ) i, ii ও iii


অধ্যায় ভিত্তিক অতিরিক্ত গুরুত্বপূর্ণ কিছু MCQ প্রশ্ন ও সমাধান

১. ডকুমেন্ট ক্লিপ আর্ট যোগ করতে রিবনের কোন ট্যাব ব্যবহৃত হয়?

ক) View

খ) Review

গ) Insert

ঘ) Home


২. সেল কত প্রকার?

ক) ২

খ) ৩

গ) ৪

ঘ) ৬


৩. ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামের সাহায্যে কোনটি করা যায়?

ক) হিসাব নিকাশ

খ) ছবি সম্পাদন

গ) তথ্য ব্যবস্থাপনা

ঘ) লেখা লেখির কাজ


৪. কোনো অক্ষর ইটালিক করতে কোনটি ব্যবহৃত হয়?

ক) I

খ) B

গ) U

ঘ) S


৫. সফটওয়্যার ব্যবহার করে-

i. হিসাব নিকাশ করা যায়

ii. ‍ঘুরে বেড়ানো যায়

iii. লেখালেখি করা যায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i , ii ও iii


৬. স্প্রেডশিট বিশ্লেষণের বৈশিষ্ট্যসমূহ-

i. এতে স্লাইড এর মাধ্যমে তথ্য পরিবেশন করা যায়

ii. যেকোনো ধরনের হিসাব সুবিধাজনক

iii. চার্ট ব্যবহার করে তথ্য উপস্থাপন করা যায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii        খ) i ও iii

গ) ii ও iii       ঘ) i , ii ও iii


৭. স্প্রেডশিট সফটওয়্যার হলো-

i. লোটাস

ii. এক্সেল

iii. এক্সেস

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i , ii ও iii


৮. একটি ওয়ার্কশিটে C4 থেকে G4 পর্যন্ত সেলগুলোর ভাগফলের ফাংশন কোনটি?

ক) =fx (C4+G4)

খ) =fx (C4:G4)

গ) =fx (C4 ÷G4)

ঘ) =fx (C4/G4)


৯. নিচের কোনটি স্প্রেডশিটে গুণ অপারেশনের কাজ বুঝাচ্ছে?

ক) Mul

খ) Product

গ) Multiplication

ঘ) Div


১০. অফিস ২০০৭ এ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার Page Setup গ্রুপে থাকে-

i. Columns

ii. Fonts

iii. Orientation

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i , ii ও iii


১১. Font Group এর অন্তর্ভুক্ত অপশন হলো-

i. Format Painter

ii. Font color

iii. Font Name

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i , ii ও iii


১২. লেখালেখির কাজ করাকে কী বলা হয়?

ক) ওয়ার্ড

খ) ওয়ার্ড প্রসেসিং

গ) স্প্রেডশিট এনালাইসিস

ঘ) মাইক্রোসফট অফিস


১৩. টেবিলে কী থাকে?

ক) কলাম

খ) সারি

গ) ডেটা

ঘ) সবগুলো


১৪। লেখা সমপাদনার প্রথম কাজ কোনটি?

ক. লেখার আকার ছোট বড় করা

খ. বানান সংশোধন করা

গ. ছবি যোগ করা

ঘ. বক্স আকারে লেখাকে উপস্থাপন করা


১৫। ওয়ার্ড প্রসেসরের সাহায্যে—

i. শতকরার হিসাব করা যায়

ii. নির্ভুলভাবে লেখালেখি করা যায়

iii. একই সঙ্গে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii       খ. i ও iii

গ. ii ও iii      ঘ. i, ii ও iii


১৬। ওয়ার্ড প্রসেসরে নতুন ডকুমেন্ট খুলতে কোন অপশনটি ব্যবহার করা হয়?

ক. Close

খ. Prepare

গ. New

ঘ. Open


১৭। ওয়ার্ড প্রসেসরের কোন অপশনটি document সংরক্ষণে ব্যবহূত হয়?

ক. Open

খ. Save

গ. Prepare

ঘ. Publish


১৮। ওয়ার্ড প্রসেসরে আগের ডকুমেন্টকে বারবার ব্যবহার করা যায় কীভাবে?

ক. ডকুমেন্ট সংরক্ষণ করে

খ. ডকুমেন্টের চার্ট ব্যবহার করে

গ. কিবোর্ড ব্যবহার করে

ঘ. ডকুমেন্ট পাবলিশ করে


১৯। ওয়ার্ড প্রসেসরে তথ্য এক ডকুমেন্ট থেকে অন্য ডকুমেন্টে কীভাবে নেওয়া যায়?

ক. পেস্ট করে

খ. ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ব্যবহারে

গ. কপি করে

ঘ. টেমপ্লেট ব্যবহার করে


২০। ওয়ার্ড প্রসেসরে অল্প সময়ে শব্দ খোঁজার জন্য কোন কমান্ড ব্যবহার হয়?

ক. Insert

খ. Chart

গ. Find and Replace

ঘ. Format


নিচের অনুচ্ছেদটি পড়ো এবং দুটি প্রশ্নের উত্তর দাও।

ফারহানা ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে একটি ডকুমেন্ট তৈরি করার পর দেখল তাতে School বানানটি ডকুমেন্টের সব জায়গায় ভুল টাইপ করা হয়েছে। তাই সে একটি কমান্ড ব্যবহার করে সব জায়গায় ভুল বানান একবারে সঠিক বানানে প্রতিস্থাপন করে দিল।

২১। ফারহানা কোন কমান্ড ব্যবহার করেছিল?

ক. Edit

খ. New

গ. Find & Replace

ঘ. Paste Special


২২. ফারহানার ব্যবহূত সফটওয়্যারটি লেখা সমপাদনায় যেভাবে ভূমিকা রাখে—

i. বানান সংশোধন

ii. লাইনের ব্যবধান নির্ধারণ

iii. cell-এর ব্যবধান নির্ধারণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii       খ. i ও iii

গ. ii ও iii      ঘ. i, ii ও iii


২৩। কোন অপশন ব্যবহারে ওয়ার্ডে বানান চেক করা যায়?

ক. Reference

খ. Spelling & grammar checking

গ. Word checker

ঘ. Speller


২৪। কোন সফটওয়্যারের সাহায্যে বানান সংশোধন করা যায়?

ক. স্পেল চেকার

খ. স্পেলিং

গ. ফটোশপ সফটওয়্যার

ঘ. অ্যাকসেস সফটওয়্যার


২৫। স্বয়ংক্রিয়ভাবে বানান সংশোধনের ব্যবস্থা রয়েছে কোন সফটওয়্যারে?

ক. প্রোগ্রামিং সফটওয়্যার

খ. ওয়ার্ড প্রসেসর

গ. মাইক্রোসফট অ্যাকসেস

ঘ. ডিজাইন সফটওয়্যার


২৬। সংরক্ষিত ওয়ার্ড ডকুমেন্ট কতবার প্রিন্ট করা যায়?

ক. একবার

খ. দুইবার

গ. পাঁচবার

ঘ. যত খুশি ততবার


২৭। ওয়ার্ড প্রসেসর উইন্ডোর কোথায় অফিস বাটনের অবস্থান?

ক. নিচের বাম দিকে কোনায়

খ. স্ট্যাটাস বারে

গ. ওপরের বাম দিকে কোনায়

ঘ. রিবনে


২৮. ওয়ার্ড উইন্ডোর ওপরের বাঁ দিকের কোনার আইকনটিকে কী বলে?

ক. Home ট্যাব

খ. Office বাটন

গ. picture আইকন

ঘ. Illustrations গ্রুপ


২৯. ওয়ার্ড প্রসেসরে save ও save as অপশনগুলো কোন বাটনে থাকে?

ক. Home

খ. Insert

গ. Reference

ঘ. Office


৩০. Insert বাটনে পাওয়া যায় কোন অপশনটি?

ক. open

খ. table

গ. save

ঘ. prepare


৩১. কোন অপশনটি Format বাটনে পাওয়া যায়?

ক. Font

খ. open

গ. save

ঘ. ডকুমেন্ট


৩২. Properties অপশনটি কোন ওয়ার্ড বাটনের?

ক. Office

খ. Home

গ. Insert

ঘ. Publish


৩৩. Print অপশনটি ওয়ার্ড প্রসেসরের কোন বাটনে পাওয়া যায়?

ক. Home

খ. Insert

গ. Formulas

ঘ. Office


৩৪. ওয়ার্ডে Change Case অপশনটি কোথায় পাওয়া যায়?

ক. File

খ. Insert

গ. Text

ঘ. Format


৩৫. ওয়ার্ডে Publish অপশনটি কোথায় পাওয়া যায়?

ক. Home

খ. Reference

গ. Office

ঘ. Page Setup


৩৬. ওয়ার্ড প্রসেসরে নতুন ডকুমেন্ট খুলতে কোথায় ক্লিক করতে হয়?

ক. New

খ. Open

গ. Save

ঘ. Publish


৩৭. ওপেন অপশনটির কি-বোর্ড কমান্ড কোনটি?

ক. Ctrl + N

খ. Ctrl + P

গ. Ctrl + O

ঘ. Shift + O


৩৮. ওয়ার্ড ডকুমেন্ট সেভ করতে কি-বোর্ড কমান্ড কোনটি?

ক. Ctrl + A

খ. Ctrl + S

গ. Shift + S

ঘ. Alt + O


৩৯. ওয়ার্ড প্রসেসরে নতুন ডকুমেন্ট খোলার কি-বোর্ড কমান্ড কোনটি?

ক. Ctrl + O

খ. Ctrl + N

গ. Ctrl + P

ঘ. Ctrl + C


৪০. ওয়ার্ড প্রসেসরে ডকুমেন্ট প্রিন্টের জন্য কি-বোর্ড কমান্ড কোনটি?

ক. Shift + P

খ. Alt + P

গ. Ctrl + P

ঘ. P + enter


৪১. কপি করার কি-বোর্ড কমান্ড কোনটি?

ক. Ctrl + C

খ. Ctrl + P

গ. Ctrl + V

ঘ. Ctrl + S


৪২. পেস্ট করার কি-বোর্ড কমান্ড কোনটি?

ক. Ctrl + L

খ. Ctrl + C

গ. Ctrl + V

ঘ. Ctrl + P


৪৩. Close অপশনটি ওয়ার্ড প্রসেসরের কোন বাটনের অংশ?

ক. New

খ. Office button

গ. Insert

ঘ. Clipboard


৪৪. মাইক্রোসফট ওয়ার্ডের সবচেয়ে latest version কোনটি?

ক. Microsoft word 2013

খ. Microsoft word 2007

গ. Microsoft word 2003

ঘ. Microsoft word 2016


৪৫. একই ডকুমেন্টকে ভিন্ন নামে Save করতে কোন অপশনটি ব্যবহার করতে হয়?

ক. Save

খ. Save in

গ. Save as

ঘ. Save of


৪৬. অফিস বাটনের নিকটস্থ ডান পাশের আইকনটিকে কী বলে?

ক. Copy আইকন

খ. Font আইকন

গ. Save আইকন

ঘ. Clipboard


# নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৭ ও ৪৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

অমিত একটি নতুন চাকরিতে আবেদন করার উদ্দেশ্যে তাঁর সংরক্ষিত সিভির ওয়ার্ড ফাইলটি খুললেন এবং তাতে প্রয়োজনীয় পরিবর্তন এনে নতুন নামে সংরক্ষণ করলেন।

৪৭. অমিত নতুন সিভি সংরক্ষণে কোন অপশনটি ব্যবহার করলেন?

ক. Save

খ. Open

গ. Save as

ঘ. Close


৪৮. সংরক্ষিত সিভি খুলতে অমিত ব্যবহার করতে পারেন—

i. Ctrl + O কমান্ড

ii. Open অপশন

iii. New অপশন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii        খ. i ও iii

গ. ii ও iii       ঘ. i, ii ও iii


৪৯. Insert বাটনের নিকটস্থ বাম পাশের বাটন কোনটি?

ক. Home

খ Office

গ Reference

ঘ Table


৫০. ওয়ার্ড প্রসেসরে লেখালেখির সাজসজ্জার প্রক্রিয়াকে কী বলা হয়?

ক. সাজসজ্জা

খ. Font

গ. ফরমেটিং টেক্সট

ঘ. ডেটা প্রসেসিং


৫১. লেখা মোছার জন্য ব্যবহূত হয় কি-বোর্ডের কোন বোতামটি?

ক. shift

খ. Backspace

গ. Space

ঘ. Tab


৫২. ওয়ার্ড প্রসেসরে লেখালেখির জন্য ব্যবহূত বিভিন্ন স্টাইলের অক্ষরকে কী বলে?

ক. Copy

খ. Font

গ. Text

ঘ. Bullet


৫৩. সবচেয়ে বেশি ব্যবহূত ফন্ট স্টাইল কোনটি?

ক. Arial

খ. Tacoma

গ. Times New Roman

ঘ. বিজয়


৫৪. ওয়ার্ড প্রসেসরে বারবার প্রয়োজনীয় ডকুমেন্টটি কী আকারে সংরক্ষণ করলে সময় সাশ্রয় হয়?

ক. পিডিএফ

খ. ওয়ার্ড

গ. টেমপ্লেট

ঘ. ইমেজ


৫৫. কোন পদ্ধতিতে লেখা অক্ষর বা ছবি কাটা যায়?

ক. Space

খ. Delete

গ. Text

ঘ. Back


৫৬. কোনটি অন্যগুলো থেকে পৃথক?

ক. বসুন্ধরা

খ. অপটিমা

গ. সুতন্বী এমজে

ঘ. লেখনী


৫৭. Font বলা হয় কোনটিকে?

ক. লেখার আকারকে

খ. লেখার সাইজকে

গ. বিভিন্ন স্টাইলের অক্ষরকে

ঘ. লেখার ধরনকে


৫৮. নিচের কোনটি বাংলা ভাষার ফন্ট?

ক. অপটিমা

খ. সুতন্বী

গ. বিজয়

ঘ. অভ্র


৫৯. Font গ্রুপ কোন মেন্যুতে থাকে?

ক. Insert

খ. Office

গ. Home

ঘ. Edit


৬০. নিচের কোনটি ওয়ার্ডে ফন্ট হিসেবে ব্যবহার করা যায়?

ক. বাংলা

খ. ইংরেজি ও ছবি

গ. বক্স

ঘ. ছবি


৬১. কম্পিউটারে বাংলা লেখার জন্য কোন বোতামটি লিংক হিসেবে কাজ করে?

ক. A

খ. G

গ. B

ঘ. P


৬২. ফন্টের রং নির্ধারণে কোন অপশনে যেতে হবে?

ক. Font গ্রুপ

খ. Font রং

গ. Font সাইজ

ঘ. Font


৬৩. ফন্ট সাজসজ্জার কাজ হয় কোন ট্যাবে?

ক. Home

খ. Reference

গ. Insert

ঘ. Font


৬৪. ফন্টের রং হিসেবে কোনটি নির্বাচন করতে হয়?

ক. কালো

খ. সাদা

গ. লাল

ঘ. ইচ্ছার ওপর নির্ভর করে


৬৫. লেখালেখির সাজসজ্জায় কোনটি ব্যবহূত হয়?

ক. সূত্র

খ. কপি পেস্ট

গ. বুলেট

ঘ. প্রিন্ট


৬৬. বুলেট কী ধরনের হতে পারে?

ক. চিহ্ন

খ. অক্ষর

গ. নিউমেরিক নাম্বার

ঘ. ডিজাইন


৬৭. বুলেট অপশনটি কোন গ্রুপে থাকে?

ক. Font

খ. Illustrations

গ. Paragraph

ঘ Clipboard


৬৮. বুলেট ও নাম্বারের আইকন কমান্ড কোন ট্যাবে পাওয়া যায়?

ক. Insert

খ. Home

গ. Paragraph

ঘ. Font


৬৯. Paragraph গ্রুপটি কোন ট্যাবের অন্তর্ভুক্ত?

ক. Insert

খ. References

গ. Home N. Review

       ঘ. View


৭০. ওয়ার্ড প্রসেসরে বুলেট ও নাম্বার ব্যবহারের উদ্দেশ্য হলো—

i. তালিকা তৈরি ও ধারাবাহিকতা রক্ষা

ii. লেখাকে গুছিয়ে উপস্থাপন করা

iii. লেখাকে বিভিন্ন ফন্ট নামে উপস্থাপন করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii

গ. ii ও iii        ঘ. i, ii ও iii


৭১. Enter কী ধরনের বাটন?

ক. gap সূচক

খ. অসম্মতি সূচক

গ. সম্মতি সূচক

ঘ. ডিলিট সূচক


৭২. লেখালেখির সময় Enter চাপলে মাউস কার্সরটি কোন দিকে যায়?

ক. ওপরের দিকে

খ. নিচের দিকে

গ. পাশের দিকে

ঘ. বাঁ পাশে


৭৩. Enter-এর অপর নাম কী?

ক. ট্যাব কি

খ. রিটার্ন কি

গ. শিফট কি

ঘ. ব্যাকস্পেস কি


৭৪. কোনো লেখাকে মাঝখানে অবস্থানের জন্য কোন অপশনটি ব্যবহার করা হয়?

ক. Right

খ. Center

গ. Moderate

ঘ. Align


৭৫. দুটি লাইনের মধ্যবর্তী দূরত্ব নির্ধারণ করার জন্য কোন টুলসটি ব্যবহার করা হয়?

ক. Tab

খ. Space

গ. Line Spacing

ঘ. Page Break


৭৬. Line Spacing অপশনটি কোন গ্রুপের অন্তর্ভুক্ত?

ক. References

খ. Illustrations

গ. Paragraph

ঘ. Font


৭৭. Insert ট্যাবের অন্তর্ভুক্ত অপশন কোনটি?

ক. New

খ. Save

গ. Chart

ঘ. Open


৭৮. কোনো ছবি ডকুমেন্টে যোগ করতে কোন ট্যাবে যেতে হবে?

ক. Insert

খ. Home

গ. Review

ঘ. Mailings


৭৯. Header and Footer কোথায় থাকে?

ক. Header Footer ট্যাবে

খ. Clipboard-এ

গ. Insert ট্যাবে

ঘ. References ট্যাবে


৮০. পেইজ নাম্বার অপশনটি কোন গ্রুপে থাকে?

ক. Paragraph

খ. Links

গ. Header and Footer

ঘ. Arrange


৮১. টেবিলে কী থাকে?

ক. কলাম

খ. তথ্য

গ. নোট

ঘ. বক্স


৮২. নানাভাবে লেখাকে ওয়ার্ডে উপস্থাপন করা যায়। যেমন—

i. বক্স আকারে

ii. ওয়ার্ড আর্ট আকারে

iii. টেবিল আকারে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii       খ. i ও iii

গ. ii ও iii      ঘ. i, ii ও iii


৮৩. Insert table অংশে সাধারণভাবে কয়টি রো এবং কলাম থাকে?

ক. ৮টি রো এবং ১০টি কলাম

খ. ১০টি রো এবং ৮টি কলাম

গ. ৫টি রো এবং ১০টি কলাম

ঘ. ৮টি রো এবং ৫টি কলাম


৮৪. মার্জিন ঠিক করতে Page Layout-এর কোন আইকনে ক্লিক করতে হবে?

ক. Page Setup

খ. Orientation

গ. Margin icon

ঘ. Alignment


৮৫. নিজস্ব মার্জিন ব্যবহার করতে চাইলে মার্জিনের কোন অপশনে যেতে হবে?

ক. Margin

খ. Narrow

গ. Mirror

ঘ. Custom


৮৬. মার্জিন নির্ধারণের সুবিধা হলো—

i. লেখাটি আকর্ষণীয় হয়

ii. লেখাটি দেখতে সুন্দর হয়

iii. তথ্য খুঁজে পেতে সুবিধা হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii     খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii


৮৭. স্প্রেডশিট শব্দের আভিধানিক অর্থ হলো—

ক. হিসাব করা

খ. রো ও কলাম

গ. ছড়ানো পাতা

ঘ. সাদা পাতা


৮৮. স্প্র্রেডশিট প্রোগ্রাম—

ক. ওয়ার্ড

খ. ইলাসট্রেটর

গ. এক্সেল

ঘ. ফটোশপ


৮৯. সবচেয়ে বেশি ব্যবহূত স্প্র্রেডশিট প্যাকেজ প্রোগ্রাম কোনটি?

ক. লোটাস

খ. লোটাস ১, ২, ৩

গ. মাইক্রোসফট এক্সেল

ঘ. ভিসি ক্যাল্ক


৯০. এক্সেল সফটওয়্যার মূলত কোন কাজে ব্যবহূত হয়?

ক. হিসাব-নিকাশের কাজে

খ. ডেটা সংরক্ষণে

গ. লেখালেখির কাজে

ঘ. গ্রাফিক্স ডিজাইনে


৯১. স্প্রেডশিট প্রোগ্রামে অসংখ্য ঘরবিশিষ্ট ছককে কী বলে?

ক. ডকুমেন্ট

খ. সারি

গ. ওয়ার্কশিট

ঘ. ওয়ার্কবুক


৯২. এক্সেলের কলাম ও সারির প্রতিটি উপাদানকে কী বলে?

ক. কলাম

খ. সেল

গ. শিট

ঘ. ঘর


৯৩. চার্ট বা গ্রাফ ব্যবহার করে উপাত্ত উপস্থাপন করতে ব্যবহূত হয়—

ক. মাইক্রোসফট এক্সেল

খ. ফটোশপ

গ. ইলাসট্রেটর

ঘ. মাইক্রোসফট আউটলুক


৯৪. স্প্রেডশিট প্রোগ্রামের বৈশিষ্ট্য—

i. গ্রাফ ভিত্তিক কাজ করা

ii. সূত্রের ব্যবহারভিত্তিক কাজ করা

iii. বুলেটের ব্যবহার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii      খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii


৯৫. ওয়ার্কশিটের প্রতিটি আয়তাকার অংশকে কী বলে?

ক. কলাম

খ. সারি

গ. সেল

ঘ. ঘর


৯৬. সেল কত প্রকার?

ক. দুই প্রকার

খ. তিন প্রকার

গ. চার প্রকার

ঘ. পাঁচ প্রকার


৯৭. ওয়ার্কশিটের ওপর থেকে নিচের দিকে চলে আসা ঘরের সমষ্টিকে কী বলে?

ক. Worksheet

খ. Column

গ. Row

ঘ. Cell


৯৮. ওয়ার্কশিটের বাঁ দিক থেকে ডান দিকে পাশাপাশি চলে যাওয়া ঘরের সমষ্টিকে কী বলে?

ক. Column

খ. Row

গ. Cell

ঘ. Worksheet

৯৯. ওয়ার্কশিটের সিলেক্ট করা ঘরসমষ্টিকে কী বলা হয়?

ক. শিট

খ. রেঞ্জ

গ. কলাম

ঘ. সারি


১০০. স্প্রেডশিটে গুণ করার জন্য কোথায় সূত্র প্রদান করতে হয়?

ক. প্রথম সেলে

খ. যেকোনো সেলে

গ. ফলাফল সেলে

ঘ. অ্যাড্রেস বারে


১০১. সূত্র সব সময় কোন চিহ্ন দিয়ে শুরু হয়?

ক. /

খ. =

গ. #

ঘ. *


১০২. এক্সেলে ভাগ চিহ্ন হিসেবে ব্যবহূত হয় কোনটি?

ক. (

খ. *

গ. /

ঘ. )


১০৩. গুণ করার প্রক্রিয়া কয় ধরনের?

ক. দুই ধরনের

খ. তিন ধরনের

গ. চার ধরনের

ঘ. পাঁচ ধরনের


১০৪. ফাংশন = PRODUCT-এর কাজ কী?

ক. ভাগ করা

খ. গুণ করা

গ. শতকরা নির্ণয় করা

ঘ. বিয়োগ করা


১০৫. ফাংশন কমান্ড পাওয়া যায় কোন মেন্যুতে?

ক. Home

খ. Reference

গ. Insert

ঘ. view

Spread the love

2 thoughts on “চতুর্থ অধ্যায়ঃ অনুশীলন।

  1. স্প্রেডশিট প্রোগ্রামে গুন করার প্রক্রিয়া কয় ধরনের?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *