১। লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে?
ক) ১৮৩৩
খ) ১৮৪২
গ) ১৯৫৩
ঘ) ১৯৯১
২। কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে?
ক) চার্লস ব্যাবেজ
খ) অ্যাডা লাভলেস
গ) জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
ঘ) জগদীশ চন্দ্র বসু
৩। ফেসবুকের নির্মাতা কে?
ক) স্টিভ জবস
খ) বিল গেটস
গ) মার্ক জাকারবার্গ
ঘ) টিম বার্নার্স লি
৪। সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে-
i) স্বল্পসময়ে সরকারি সেবা পাওয়া যাবে
ii) সরকারি সেবার মান উন্নত হবে
iii) ছুটির দিনেও অনেক সরকারি সেবা পাওয়া যাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
সুমন সেন্টমার্টিন বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে গেলে ফোনে সে ঢাকায় একজন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে। তিনি সুমনকে দ্রুত হাসপাতালে যেতে বলেন। পরে হাসপাতালের ডাক্তার ঢাকার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে সামনের চিকিৎসার ব্যবস্থা করলেন।
৫। স্থানীয় ডাক্তার যে পদ্ধতিতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন তা হলো-
i) টেলিমেডিসিন সেবা
ii) ই-স্বাস্থ্যসেবা
iii) ই-কমার্স সেবা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬। সুমনের চিকিৎসায় কোন প্রযুক্তিটির ভূমিকা প্রধান?
ক) আইসিটি
খ) টেলিভিশন
গ) রোবট
ঘ) কম্পিউটার
অধ্যায় ভিত্তিক অতিরিক্ত গুরুত্বপূর্ণ কিছু MCQ প্রশ্ন ও সমাধান
১। কোনটির কারণে মানুষ নিজের দেশের গণ্ডি ছেড়ে পৃথিবীতে ছড়িয়ে পড়েছে?
ক) বিশ্বায়ন
খ) সচেতনতা বৃদ্ধি
গ) নগরায়ন
ঘ) সুনাগরিকত্ব
২। ‘Globalization’ এবং ‘Internationalization’ বিষয় দুটি ত্বরান্বিত হওয়ার পেছনের কারণ কোনটি?
ক) খনিজ সম্পদ
খ) শিল্প
গ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
ঘ) বাণিজ্য
৩। কোন দেশের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয় ?
ক) যুক্তরাষ্ট্র
খ) কানাডা
গ) ফ্রান্স
ঘ) ইংল্যান্ড
৪। কে চার্লস ব্যাবেজের এনালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিং ধারণা তৈরি করে ?
ক) অ্যাডা লাভলেস
খ) মার্ক জুকারবার্গ
গ) স্টিভ জবস
ঘ) ম্যাক্সওয়েল
৫। কত সালে জগদীশচন্দ্র বসুর অতিক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক থেকে অন্য স্থানে তথ্য প্রেরণ তথ্য প্রেরণের সফল হন?
ক) ১৮৯২
খ) ১৮৯৩
গ) ১৮৯৫
ঘ) ১৮৯৪
৬। মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়?
ক) ১৯৭০
খ) ১৯৭১
গ) ১৯৭২
ঘ) ১৯৭৩
৭। টুইটার সদস্যকে যারা অনুসরণ করে তাদেরকে কি বলা হয়।
ক) বন্ধু
খ) অনুসারী
গ) টুইট
ঘ) ব্লগার
৮। কত সালে অ্যাপল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু হয় ?
ক) ১৯৭২
খ) ১৯৭৩
গ) ১৯৭৫
ঘ) ১৯৭৬
৯। প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করেন কোন প্রতিষ্ঠান?
ক) আইবিএম
খ) অ্যাপল
গ) ইন্টেল
ঘ) জেরোক্স
১০। ইন্টারনেট প্রটোকল ব্যবহার করে প্রথম কোন নেটওয়ার্ক এর জন্ম হয়?
ক) Intranet
খ) Arpanet
গ) Internet
ঘ) Extranet
১১। প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন কে?
ক) রেমন্ড স্যামুয়েল টমলিনসন
খ) জন ভন নিউম্যান
গ)গুগলিয়েলমো মার্কনি
ঘ) টিম বার্নার্স লি
১২। www কী?
ক) Work Wide Web
খ) World Wide Web
গ) World Wireless Web
ঘ) Work Wireless
১৩। বিদ্যালয়ে কম্পিউটারের উল্লেখযোগ্য ব্যবহার কোনটি ?
ক) ফলাফল প্রধান
খ) যোগাযোগ
গ)পাবলিশিং
ঘ) তথ্য- সংরক্ষণ
১৪। শ্রেণিকক্ষে এবং পাশাপাশি ঘরে বসে কীভাবে সহজ উপায়ে শিক্ষা লাভ করা যায়?
ক) পাঠ্যবই, রেফারেন্স বই এর সাহায্যে
খ) শ্রেণি শিক্ষক ও গৃহ শিক্ষকের সহায়তায়
গ) শিক্ষামূলক মাল্টিমিডিয়া সিডি এর সাহায্যে
ঘ) লাইব্রেরিতে গিয়ে
১৫। ই–লার্নিং বলতে কি বোঝানো হয়?
ক) Distance Learning
খ) Easy Learning
গ) Economic Leaning
ঘ) Extra Learning
১৬। ই–লার্নিং সনাতন পাঠদান প্রক্রিয়ার কী রুপ?
ক) পরিপূরক
খ) বিকল্প পদ্ধতি
গ) সম্পূরক
ঘ) বিপরিত
১৭। শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়ার ইলেকট্রনকি বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগকে কী বলে?
ক) ই-লার্নিং
খ) ই-মেইল
গ) ই-গর্ভন্যান্স
ঘ) ডি-লার্নিং
১৮। গভর্ন্যান্স বা সুশাসনের জন্য কী ধরনরে ব্যবস্থা দরকার?
ক) ই-লানিং
খ) ডিজিটাল ব্যবস্থা
গ) যোগাযোগ দক্ষতা
ঘ) স্বচ্ছতা ও জবাবদিহিতা
১৯। ই–গভর্ন্যান্সের মাধ্যমে কোনো কোনো কার্যক্রমের সময়কাল কত দিন হতে পারে?
ক) ১২৪ x ৭ x ৩৬৫
খ) ২৪ x ৭ x ৩৬৫
গ) ৩৬৫
ঘ) ৭ x ৩৬৫
২০। গভর্ন্যান্স বা সুশাসনের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা প্রযুক্তির মাধ্যমে প্রয়োগ করাকে কি বলে?
ক) ই-মেইল
খ) ই-কমার্স
গ) ই- গভর্ন্যান্স
ঘ) ই-লানিং
২১। জেলা প্রশাসকের কার্যালয়ের সকল সেবা স্বল্প সময় ও স্বল্প খরচে পাওয়ার জন্য চালু হয়েছে?
ক) ই-সেবা কেন্দ্র
খ) ই-সার্ভিস
গ) ই-লার্নিং
ঘ) ই-শপিং
২২। তথ্য ডিজিটাল করলে সিদ্ধান্ত গ্রহণ সময় কম লাগে কত শতাংশ?
ক) ৬০-৭০ শতাংশ
খ) ৮০-৯০ শতাংশ
গ) ৬০-৬০ শতাংশ
ঘ) ৭০-৭৫ শতাংশ
২৩। ই–গভর্ন্যান্স এর কারণে বিভিন্ন দলিল পর্চা প্রভৃতির নকল প্রদানে সংশ্লিষ্ট দপ্তরের কত শতাংশ বেড়েছে?
ক) ৫০
খ) ৬০
গ) ৭০
ঘ) ৮০
২৪। বর্তমানে গ্যাস পানি ও বিদ্যুৎ বিল পরিশোধ করার সহজ উপায় কোনটি?
ক) মোবাইলের মাধ্যমে
খ) সরাসরি অফিসে গিয়ে
গ) ব্যাংকে গিয়ে
ঘ) থানায় গিয়ে
২৫। নিচের কোনটি দেশের প্রথম দিককার ই–সেবা?
ক) এমটিএস
খ) ই-পর্চা সেবা
গ) ই-স্বাস্থ্যসেবা
ঘ) ই-পূর্জি
২৬। দেশের কতটি চিনিকলের সকল আখচাষী এখন এসএমএসের মাধ্যমে পূর্জি তথ্য পাচ্ছে?
ক) ১০টি
খ) ১৫টি
গ) ২০টি
ঘ) ২৫টি
২৭। ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমের সংক্ষিপ্ত রূপ কী?
ক) এমটিএইচ
খ) ইএমটি
গ) এমটিএস
ঘ) ইএমটিএসএস
২৮। বাংলাদেশের প্রায় সকল ডাকঘরে কোন সেবাটি পাওয়া যায়?
ক) ই-পূর্জি
খ) ই-পর্চা
গ) ই-কমার্স
ঘ) এমটিএস
২৯। যে সেবার মাধ্যমে বাংরাদেশের সকল জমির রেকর্ড অনুলিপি অনলাইনে সংগ্রহ করা যায় তাকে কী বলে?
ক) ই-কমার্স
খ) ই-পর্চা
গ) ই-পূর্জি
ঘ)এমটিএস
৩০। চিনিকলসমূহে কখন আখ সরবরাহ করতে হবে সে জন্য আওতাধীন আখচাষীদের দেওয়া অনুমতি পত্রকে কী
বলে?
ক) ই-বুক
খ) পর্চা
গ) পূর্জি
ঘ) এমটিএস
৩১। কোনটির মাধ্যমে দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে দ্রুত ও কম খরচে টাকা পাঠানো যায়?
ক) ই-পূর্জি
খ) এমটিএস
গ) ই-কমার্স
ঘ) ই-লার্নিং
৩২। ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে এক মিনিটে কত
হাজর টাকা পাঠানো যায়?
ক) ৩০
খ) ৪০
গ) ৫০
ঘ) ৬০
৩৩। পৃথিবীর সবাই কোনটিকে একুশ শতকের সম্পদ হিসেবে মেনে নিয়েছে?
ক) জ্ঞান
খ) তথ্য প্রযুক্তি
গ) শিক্ষা
ঘ) সংস্কৃতি
৩৪। ম্যাক্সওয়েলের মৃত্যুর বছরে কোন বিজ্ঞানীর জন্ম হয়?
ক) মার্ক জাকারবার্গ
খ) স্টিভ জবস
গ) আইনস্টাইন
ঘ) মার্কনি
নিচের উদ্দীপকটি পড়ে ৩৫ ও ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রফিক স্যার তার শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পড়াচ্ছিলেন। তিনি প্রযুক্তির বিভিন্ন অবদান সম্পর্কে আলোচনায় বলছিলেন- ঘরে বসে থেকে আমরা পৃথিবীর যে কোনো স্থানের মানুষের সাথে কথা বলতে পারে এবং তাদের দেখতেও পারি ।
৩৫। উদ্দীপকে উল্লেখিত যোগাযোগর মাধ্যমগুলো হলো-
i) ফেসবুক
ii) টুইটার
iii) স্কাইপি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩৬। উদ্দীপকে উল্লেখিত যোগাযোগর জন্য কী প্রয়োজন?
ক) কম্পিউটার
গ) টেলিভিশন
খ) রেডিও
ঘ) ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার
নিচের উদ্দীপকটি পড়ে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রহিম সাহেব একজন বিশিষ্ট ব্যবসায়ী। দেশে-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তার ব্যবসায়িক সম্পর্ক রয়েছে এবং তিনি ব্যবসার সমস্ত চুক্তি ও আর্থিক লেনদেন ইলেকট্রনিক উপায়ে করেন ।
৩৭। রহিম সাহেব যে উপায়ে ব্যবসা করেন তাকে কি বলে?
ক) ই-মেইল
খ) ই-সার্ভিস
গ) ই-কমার্স
ঘ) ই-লার্নিং
৩৮। রহিম সাহেবর ব্যবসার জন্য প্রয়োজন –
i) ক্রেডিট কার্ড
ii) ডেভিড কার্ড
iii) আইডি কার্ড
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩৯। নিচের কোনটি সনাতন পাঠদানের পরিপূরক?
ক) ডি-লার্নিং
খ) জি-লার্নিং
গ) ই-লার্নিং
ঘ) আই-লার্নিং
৪০। নিচের কোনটি চার্লস ব্যাবেজ তৈরি করেছেন?
ক) ABC
খ) Mark-1
গ) এনালিটিক্যাল ইঞ্জিন
ঘ) রোবট
৪১। OS বলতে কি বুঝ?
ক) Online System
খ) Open System
গ) Operating System
ঘ) Open Source
৪২। নিচের কোনটি Operating System?
ক) Dos
খ) Win XP
গ) Win 98
ঘ) সবকটি
৪৩। ই–লানিং শব্দটরি পূর্ণরূপ কী?
ক) ইলেকট্রনিক লানিং
খ) ই-মেইল লানিং
গ) ইমারজেন্সি লানিং
ঘ) ইন্টারনেট লানিং
৪৪। HTTP কি?
ক) Hyper Text Transfer Protocol
খ) Hybrid Text Terminate Program
গ) Homogeneous Text Transfer Process
ঘ) Hybrid Tax Tracking Program
৪৫। মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা কে?
ক) স্টিভ জবস
খ) স্টিভ ওজনিয়াক
গ) বিল গেটস
ঘ) টিম বার্নাল-লি
৪৬। বর্তমান বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান কোনটি?
ক) Intel
খ) IBM
গ) Apple
ঘ) Asus
৪৭। প্রথম কোন বাঙালি বিজ্ঞানী বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে ডেটা প্রেরণে সফল হোন?
ক) কুদরত-ই-খুদা
খ) জগদীশ চন্দ্র বসু
গ) সত্যেন্দ্রনাথ বসু
ঘ) মেঘনাথ সাহা
৪৮। কত সালে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সফল হন?
ক. ১৮৫২
খ. ১৯৫৩
গ. ১৮৭১
ঘ. ১৮৯৫
৪৯. গুগলিয়েলমো মার্কনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
ক. নিউজিল্যান্ড
খ. মেক্সিকো
গ. ইতালি
ঘ. জার্মানি
৫০. এক স্থান থেকে অন্যত্র তথ্য প্রেরণে বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনি কোনটি ব্যবহার করেছিলেন?
ক. বেতার তরঙ্গ
খ. অতিদীর্ঘ তরঙ্গ
গ. আণবিক শক্তি
ঘ. ফাইবার অপটিকস
৫১. আইবিএম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটারের নাম—
ক. মাইক্রো
খ. মিনিফ্রেম
গ. মেইনফ্রেম
ঘ. ম্যাক্রো
৫২. বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল—
i. প্রোগ্রামিং ধারণার প্রবর্তক
ii. তড়িত্ চৌম্বকীয় বলের ধারণা দেন
iii. বিনা তারে তথ্য পাঠানোর সম্ভাবনা তুলে ধরেন
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ. ii ও iii ঘ i, ii ও iii
৫৩. কোন দশকে ইন্টারনেট প্রটোকলের ব্যবহার শুরু হয়?
ক. পঞ্চাশের দশকে
খ. ষাট-সত্তরের দশকে
গ. ষাট-আশির দশকে
ঘ. একুশ শতকে
৫৪. বিশ্বের প্রথম নেটওয়ার্কের নাম কী?
ক. আরপানেট
খ. টপোলজি
গ. প্রটোকল
ঘ. ইন্টারনেট
৫৫. নেটওয়ার্ক কী?
ক. কম্পিউটারগুলোর মধ্যে আন্তঃসংযোগ
খ. ইন্টারনেটের নাম
গ. একাধিক প্রটোকল
ঘ. প্রোগ্রাম
৫৬. আরপানেট কী?
ক. একটি নেটওয়ার্কের নাম
খ. মাইক্রোপ্রসেসর
গ. প্রোগ্রাম
ঘ. ইন্টারনেট
৫৭. একজন যতক্ষণ না পর্যন্ত প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত হবে ততক্ষণ পর্যন্ত—
i. তথ্য বিশ্লেষণ করতে পারবে না
ii. নতুন তথ্য সৃষ্টি করতে পারবে না
iii. তথ্য সংগ্রহ করতে পারবে না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৮. রেমন্ড স্যামুয়েল টমলিনসন ছিলেন—
ক. গণিতবিদ
খ. চিকিত্সক
গ. প্রোগ্রামার
ঘ. বিজ্ঞানী
৫৯. প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন কে?
ক. জেমস ক্লার্ক
খ. অ্যাডা লাভলেস
গ. মার্ক জাকারবার্গ
ঘ. রেমন্ড স্যামুয়েল টমলিনসন।
৬০. যারা তথ্যপ্রযুক্তির বিকাশে ভূমিকা রেখেছেন—
i. চার্লস ব্যাবেজ
ii. লর্ড বায়রন
iii. অ্যাডা লাভলেস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ i, ii ও iii
৬১. কত সালে ই-মেইল সিস্টেম চালু হয়?
ক. ১৯৭১
খ. ১৯৭২
গ. ১৮৮২
ঘ. ১৯৭৫
৬২. অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা কে?
ক. স্টিভ জবস
খ. স্টিভ ওজনিয়াক
গ. রোনাল্ড ওয়েন
ঘ. সবাই
৬৩. কম্পিউটার জগতে বর্তমানে বিশ্বের অন্যতম বৃহত্তম প্রতিষ্ঠান কোনটি?
ক. Adobe
খ. Dell
গ. Apple
ঘ. Google
৬৪. মাইক্রোসফট এর স্বত্বাধিকারী কে?
ক. স্টিভ জবস
খ. মার্ক জাকারবার্গ
গ. টিম বার্নার্স লি
ঘ. বিল গেটস
৬৫. এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সফল ব্যক্তিত্ব—
i. গুগলিয়েলমো মার্কনি
ii. জগদীশ চন্দ্র বসু
iii. অ্যাডা লাভলেস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৬. এমএস ডস কী?
ক. কম্পিউটার অপারেটিং সিস্টেম
খ. অ্যাপ্লিকেশন প্রোগ্রাম
গ. ডেটাবেইস
ঘ. ইন্টারনেট প্রটোকল
৬৭. উইন্ডোজ কী?
ক. হিসাব-নিকাশের প্রোগ্রাম
খ. নেটওয়ার্কের নেটওয়ার্ক
গ. কম্পিউটার অপারেটিং সিস্টেম
ঘ. ডেটাবেইস প্রোগ্রাম
৬৮. HTTP এর পূর্ণরূপ কোনটি?
ক. Hyper Text Transfer Protocol
খ. Hyper Text Transfer Permission
গ. Hyper Text Transformation
ঘ. Hyper Text Transit Pass
৬৯. HTTP ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব কত সালে করা হয়?
ক. ১৯৫৩
খ. ১৯৫৫
গ. ১৯৭১
ঘ. ১৯৮৯
৭০. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক কে?
ক. অ্যাডা লাভলেস
খ. স্টিভ জবস
গ. টিম’ বার্নার্স লি
ঘ. লর্ড বায়রন
৭১. ইন্টারনেট হলো—
ক. ই-মেইল
খ. ওয়েবের সমষ্টি
গ. একটি নেটওয়ার্ক
ঘ. নেটওয়ার্কের নেটওয়ার্ক
৭২. ফেসবুকের প্রতিষ্ঠাতা কে?
ক. বিল গেটস
খ. মার্ক জাকারবার্গ
গ. গুগলিয়েলমো মার্কনি
ঘ. ম্যাক্সওয়েল
৭৩. ফেসবুক কী ধরনের ওয়েবসাইট?
ক. ভিডিও ওয়েবসাইট
খ. বাণিজ্যিক যোগাযোগের
গ. এনসাইক্লোপিডিয়া
ঘ. সামাজিক যোগাযোগের।
৭৪. টুইটারের ওয়েব অ্যাড্রেস—
ক. www.twit.org
খ. www.twitter.org
গ. www.twit.com
ঘ. www.twitter.com
৭৫. কোনটি মাইক্রোব্লগিং ওয়েবসাইট?
ক. ই-মেইল
খ. স্কাইপি
গ. টুইটার
ঘ. ফেসবুক
৭৬. বর্তমানে পরীক্ষার ফল খুব সহজে জানা যায়—
i. মোবাইলে
ii. টিভিতে
iii. ইন্টারনেটে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৭. টুইটার ব্যবহারকারীকে সর্বোচ্চ কত অক্ষরের মধ্যে মনোভাব প্রকাশের সুযোগ প্রদান করা হয়?
ক. ৪০ অক্ষর
খ. ১৪০ অক্ষর
গ. ২৪০ অক্ষর
ঘ. ২৮০ অক্ষর
৭৮. টুইটারের বার্তাকে কী বলা হয়?
ক. টুইঙ্কেল
খ. টুইটিং
গ. টুইট
ঘ. টুইটাং
৭৯. টুইটারে কোনো সদস্যকে যারা অনুসরণ করে, তাদের কী বলা হয়?
ক. Follower
খ. Follow
গ. Following
ঘ. Customer
৮০. বিনোদন সৃষ্টির ব্যাপারে কোনটির বড় ভূমিকা রয়েছে?
ক. টেলিভিশন
খ. তথ্যপ্রযুক্তি
গ. বিনোদন পত্রিকা
ঘ. স্মার্টফোন
৮১. বিনোদনের কোন ক্ষেত্রটি ছোট শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবাইকে রুচিমাফিক আনন্দ দিতে পারে?
ক. রেডিও
খ. টেলিফোন
গ. কম্পিউটার গেমস
ঘ. সিনেমা
৮২. ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের জন্য সরকার কয়টি বিষয়কে গুরুত্ব দিয়েছে?
ক. তিনটি
খ. চারটি
গ. পাঁচটি
ঘ. সাতটি
৮৩. ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার প্রথম ধাপ কোনটি?
ক. সিভিল সার্ভিস
খ. মানবসম্পদ উন্নয়ন
গ. গ্রামীণ মানুষকে তথ্যপ্রযুক্তি সেবার আওতায় নিয়ে আসা
ঘ. জনগণের সম্পৃক্ততা
৮৪. প্রযুক্তির কোন উপাদানটি আজ মানুষের হাতে হাতে পৌঁছে গেছে?
ক. স্মার্টফোন
খ. মোবাইল ফোন
গ. কম্পিউটার
ঘ. ল্যাপটপ
৮৫. ইনফরমেশন হাইওয়ের প্রাথমিক রূপ কোনটি?
ক. ইন্টারনেট
খ. নেটওয়ার্ক
গ. আইসিটি
ঘ. সফটওয়্যার
৮৬. ডিজিটাল বাংলাদেশ তৈরির চূড়ান্ত লক্ষ্য কী?
ক. সব শ্রেণির, সব ধরনের মানুষের জীবনের মান উন্নয়ন
খ. সুবিচার নিশ্চিত করা
গ. সব ক্ষেত্রে স্বচ্ছতা
ঘ. সব ক্ষেত্রে দায়বদ্ধতা।
৮৭. কোনটি সামাজিক যোগাযোগ ব্যবস্থা?
ক. Twitter
খ. Yahoo
গ. Google
ঘ. Amazon
৮৭. বাংলাদেশে ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা—
ক. ৭০ লাখ
খ. ৮০ লাখ
গ. ১ কোটি
ঘ. অসংখ্য
৮৮. ফেসবুক কত সালে চালু হয়?
ক. ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি
খ. ২০০৫ সালের ৪ ফেব্রুয়ারি
গ. ২০০৬ সালের ৪ ফেব্রুয়ারি
ঘ ২০০৭ সালের ৪ ফেব্রুয়ারি
৮৯. ফেসবুকের স্বত্বাধিকারী কে?
ক. টিম বার্নাস লি
খ. স্টিভ জবস
গ. মার্ক জাকারবার্গ
ঘ. ম্যাক্সওয়েল
৯০. ফেসবুকের ওয়েব অ্যাড্রেস কোনটি?
ক. www.facebookin.com
খ. www.facebook.info
গ. www.facebook.com
ঘ. www.facebook.edu
৯১. কোনটি সামাজিক যোগাযোগের মাধ্যম?
ক. ফেসবুক
খ. ইন্টারনেট
গ. ই-মেইল
ঘ. চ্যাটিং
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৯২ ও ৯৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
শিক্ষক ক্লাসে একুশ শতক ও তথ্যপ্রযুক্তি বিষয়ে পড়াচ্ছিলেন। তিনি একুশ শতাব্দীতে আলোচিত দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আলোকপাত করছিলেন।
৯২. একুশ শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
ক. জ্ঞান ও বিজ্ঞান
খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
গ. অর্থ-সম্পদ
ঘ. সৃজনশীলতা ও সৃষ্টি
৯৩. শিক্ষক কোন বিষয়ের প্রতি আলোকপাত করছিলেন—
i. Information Technology
ii. Globalization
iii. Internationalization
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৪. ই-গভর্ন্যান্স বলতে কী বোঝায়?
ক. অ্যানালগ পদ্ধতির প্রয়োগ
খ. শাসন ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগ
গ. আধুনিক পদ্ধতি গ্রহণ
ঘ. চিকিত্সাসেবা প্রদান
৯৫. বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির আবেদন করতে কোন মাধ্যমটির বেশি ব্যবহার দেখা যায়?
ক. মোবাইল ফোন
খ. ফেসবুক
গ. চিঠি
ঘ. টেলিভিশন
৯৬. বর্তমানে ই-সেবা কেন্দ্র থেকে যেকোনো ধরনের সেবা পেতে কত দিন সময় লাগে?
ক. ২-৪ দিন
খ. ২-৫ দিন
গ. ১০ দিন
ঘ. ১৫ দিন
৯৭. ই-সেবা কেন্দ্রে বিভিন্ন দলিল বা পর্চার কপি প্রদানে দপ্তরের ক্ষমতা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে?
ক. ১০ শতাংশ
খ. ২০ শতাংশ
গ. ৪০ শতাংশ
ঘ. ৫০ শতাংশ
৯৮. নাগরিকের জীবনমান উন্নত করতে কোনটি প্রয়োজন?
ক. ই-লার্নিং
খ. আইন প্রণয়ন
গ. গভর্ন্যান্স
ঘ. সামাজিক দায়বদ্ধতা
৯৯. ই-সার্ভিসের অন্তর্ভুক্ত সেবা হলো—
i. ই-কমার্স
ii. ই-পুর্জি
iii. ই-পর্চা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০০. ই-সেবার প্রধান বৈশিষ্ট্যগুলো হলো—
i. স্বল্প খরচ
ii. সহজ সেবা প্রদান
iii. স্বল্প সময়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০১. কোনটির মাধ্যমে নাগরিকেরা নিজেদের সুবিধাজনক সময়ে সেবা গ্রহণ করতে পারে?
ক. মোবাইল টিকেটিং
খ. ই-গভর্ন্যান্স
গ. ইন্টারনেটে
ঘ. ই-কমার্স
১০২. সরকারি দপ্তরের কর্মীদের দক্ষতা বৃদ্ধি পেয়েছে কোন পদ্ধতি চালুর ফলে?
ক. ই-গভর্ন্যান্স
খ. সুশাসন
গ. ই-পুর্জি
ঘ. আইন প্রণয়ন
১০৩. ই-সার্ভিসের মাধ্যমে যে কেউ কোন মাধ্যম ব্যবহারে সেবা গ্রহণ করতে পারে?
i. ইন্টারনেট
ii. মোবাইল ফোন
iii. অনলাইন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০৪. এমটিএস-এর পূর্ণরূপ কোনটি?
ক. ইলেকট্রনিকস মানি ট্রান্সফার সিস্টেম
খ. ইলেকট্রনিক মানি ট্রান্সপোর্ট সিস্টেম
গ. ইলেকট্রনিক মানি ট্রানজিট সিস্টেম
ঘ. ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১০৫ থেকে ১০৭ নং প্রশ্নের উত্তর দাও :
এমটিএস পদ্ধতির পূর্ণরূপ হলো ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। এটি টাকা পাঠানোর একটি সহজ এবং আধুনিক ডিজিটাল পদ্ধতি।
১০৫. এ পদ্ধতিতে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায়?
ক. ৫ হাজার
খ. ১০ হাজার
গ. ৪০ হাজার
ঘ. ৫০ হাজার
১০৬. পদ্ধতিটি ব্যবহারে যে সুবিধা পাওয়া যায়—
i. ধীরগতি
ii. নিরাপত্তা
iii. কম খরচ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০৭. ওই পদ্ধতিতে টাকা পাঠাতে সময় লাগে—
ক. ১ সেকেন্ড
খ. ১ মিনিট
গ. ৫ মিনিট
ঘ. ১ ঘন্টা
১০৮. আইবিএম কোম্পানি তৈরি করে—
i. ডিফারেন্স ইঞ্জিন
ii. মেইনফ্রেম কম্পিউটার
iii. মাইক্রোপ্রসেসর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১০৯ ও ১১০ নং প্রশ্নের উত্তর দাও :
আজহার অনলাইনে প্রোগ্রামিংয়ের ওপর বিভিন্ন ধরনের সাইট ভিজিট করে এবং বিভিন্ন ধরনের প্রোগ্রাম শিখে এখন সে প্রোগ্রাম তৈরি করে। কার্টুনও তৈরি করতে পারে।
১০৯. আজহারের শিক্ষা পদ্ধতি ছিল—
ক. ইনফরমেশন লার্নিং
খ. ইলেকট্রনিক লার্নিং
গ. প্রোগ্রাম লার্নিং
ঘ. ভিডিও লার্নিং
১১০. এ ব্যবস্থায় আজহারের প্রয়োজন হবে—
i. ভালো ইন্টারনেট স্পিড
ii. বই
iii. ই-লার্নিংয়ের শিখনসামগ্রী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১১. দেশের কয়টি চিনিকলের আখচাষি বর্তমানে ই-পুর্জি সেবা গ্রহণ করছে?
ক. ৫টি
খ. ১৫টি
গ. ২০টি
ঘ. ২২টি।
১১২. ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদানের পদ্ধতিকে কী বলা হয়?
ক. E-service
খ. E-governance
গ. E-commerce
ঘ. E-learning
১১৩. ই-সেবার প্রধান বৈশিষ্ট্য—
ক. বেশি খরচ কিন্তু স্বল্প সময়ে সেবা প্রদান
খ. স্বল্প খরচ এবং স্বল্প সময়ে সেবা প্রদান
গ. মোবাইল ফোনের ব্যবহার
ঘ. বিনামূল্যে সেবা প্রদান
১১৪. ই-সেবার আওতাধীন সেবা—
i. ই-স্বাস্থ্যসেবা
ii. এমটিএস
iii. ই-টিকিট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১৫. অনলাইন আয়কর হিসাব করার ক্যালকুলেটর কোন ধরনের সেবা?
ক. ই-গভর্ন্যান্স
খ. ই-সেবা
গ. এমটিএস
ঘ. মোবাইল সেবা
১১৬. মোবাইল ফোনের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদানের পদ্ধতি হলো
ক. ই-পর্চা
খ. ই-স্বাস্থ্যসেবা
গ. টেলিমেডিসিন
ঘ. মোবাইল টিকেটিং
১১৭. দেশের হাসপাতালগুলোতে বর্তমানে কোন ধরনের সেবা প্রদান করা হচ্ছে?
ক. ই-পর্চা
খ. ই-কমার্স
গ. টেলিমেডিসিন
ঘ. ই-টিকেটিং
১১৮. বাংলাদেশ রেলওয়ে ট্রেনের টিকিট সংগ্রহের যে সেবা চালু করেছে তার নাম—
ক. ই-টিকেটিং
খ. ই-কমার্স
গ. ইন্টারনেট
ঘ. রেলওয়ে সার্ভিস
১১৯. E-commerce-এর পূর্ণরূপ—
ক. Elector commerce
খ. Electric commerce
গ. Electronic commerce
ঘ. Electronics commerce
১২০. কম্পিউটারের সাহায্যে কেনা-বেচার পদ্ধতিকে বলে—
ক. ইন্টারনেট
খ. ই-কমার্স
গ. ই-মেইল
ঘ. ওপরের সব কটি
১২১. E-commerce ব্যবস্থায় ক্রেতা পণ্যের মূল্য পরিশোধ করেন কীভাবে?
ক. মোবাইল ব্যাংকিং
খ. ব্যাংক চেক
গ. সরাসরি দোকানে গিয়ে
ঘ. ডাক যোগাযোগ
১২২. COD-এর পূর্ণরূপ কোনটি?
ক. Cash Over Delivery
খ. Cash On Delivery
গ. Cash Before Delivery
ঘ. Cash After Delivery
১২৩. COD দ্বারা বোঝায়—
i. প্রাপ্তির পর পরিশোধ
ii. ক্যাশ অন ডেলিভারি
iii. বিল পরিশোধ পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২৪. E-commerce ব্যবস্থায় পণ্য প্রাপ্তির পর বিল পরিশোধ করার পদ্ধতিকে কী বলে?
ক. Internet
খ. COD
গ. MTS
ঘ. ATM
১২৫. বাংলাদেশে ই-কমার্সের প্রসার ঘটতে থাকে কোন সাল থেকে
ক. ২০১০-২০১১
খ. ২০১১-২০১২
গ. ২০১৩-২০১৪
ঘ. ২০১৪-২০১৫
১২৬. পণ্যের বিজ্ঞাপন প্রচারের মাধ্যম—
i. টিভি
ii. ওয়েবসাইট
iii. সংবাদপত্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ১২৭ ও ১২৮ নং প্রশ্নের উত্তর দাও:
দরজায় কলিং বেল বাজতেই ইকবাল মাহমুুদ দরজা খুলে দেখল অনলাইনে অর্ডার করা তার এক সেট বই নিয়ে একজন হাজির। তখন সে বইয়ের মূল্য পরিশোধ করে বই সংগ্রহ করল।
১২৭. ইকবাল মাহমুুদ কোন পদ্ধতিতে মূল্য পরিশোধ করল?
ক. ডেবিট কার্ড
খ. ক্রেডিট কার্ড
গ. COD
ঘ. মোবাইল ব্যাংকিং
১২৮. ওই পদ্ধতিতে ইকবাল মাহমুুদ আর যা যা ক্রয় করতে পারবে—
i. খাবার
ii. শৌখিন সামগ্রী
iii. ইলেকট্রনিকস পণ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২৯. বিভিন্ন ধরনের কাজের জন্য তৈরি করা হয়েছে—
ক. ই-কমার্স
খ. ইন্টারনেট
গ. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
ঘ. অফিস
১৩০. নিচের কোনটি বিশেষায়িত সফটওয়্যার?
ক. ব্যাংকিং সফটওয়্যার
খ. ওয়ার্ড প্রসেসর
গ. এক্সেল
ঘ. ডেটাবেইস
১৩১. ঘরে বসে অনলাইনে কাজের বিনিময়ে অর্থ উপার্জনকে কী বলে?
ক. ফ্রিল্যান্সার
খ. আউটসোর্সার
গ. আউটসোর্সিং
ঘ. আউটগোয়িং
Written by,
- Mizanur Rahman (Mizan)
- Lecturer in ICT, Shaheed Bir Uttam Lt. Anwar Girls’ College , Dhaka Cantonment
- Founder & Author at www.edupointbd.com
- Software Engineer at mands IT
- Former Lecturer in ICT, Cambrian College, Dhaka
- Contact: 01724351470
আই বি এম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটারের নাম কি ?
মেইনফ্রেম কম্পিউটার
Excellent
Bhai 4,5 ta question er ans bhul deoa ache