১। টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে ?
ক) কম্পিউটার স্লো হয়ে যায়
খ) কম্পিউটারের গতি বেড়ে যায়
গ) এন্টিভাইরাস কাজ করে না
ঘ) ইন্টারনেটে প্রবেশ করা যায় না
২। সিডি, ডিভিডি বা পেনড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি প্রথমে চালু হয়?
ক) Restart
খ) Auto run
গ) Read me
ঘ) Setup
৩। কোনটি আধুনিক পৃথিবীর সমপদ?
ক) ইন্টারনেট
খ) উপাত্ত
গ) কমিপউটার
ঘ) তথ্য
৪। সফটওয়্যার ইনস্টল করতে হলে অবশ্যই দেখতে হবে?
i) হার্ডওয়্যার সেটিকে সাপোর্ট করে কি না
ii) অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি বন্ধ করা হয়েছে কি না
iii) অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কি না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও ii
নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
ইকরাম সাহেব দেখছেন কয়েক দিন ধরে তাঁর কমিপউটার হঠাৎ বন্ধ হয়ে যায় আবার চালু হয়। আরও লক্ষ করলেন কম্পিউটার কাজের গতিও কমে গেছে। তার মনে পড়ল বন্ধুর পেনড্রাইভ থেকে একটি গান কপি করার পর থেকে এটা শুরু হয়েছে।
৫। কম্পিউটারের এ অবস্থার জন্য কোনটি দায়ী হতে পারে?
ক) অ্যান্টিভাইরাস সফটওয়্যার
খ) ভাইরাস সফটওয়্যার
গ) ইউটিলিটি সফটওয়্যার
ঘ) অপারেটিং সিস্টেম সফটওয়্যার
৬। এর ফলে ইকরাম সাহেবের কমিপউটারে—
i) অপ্রত্যাশিত কোনো বার্তা প্রদর্শন করতে পারে
ii) রাখা ফাইলগুলোর আকার বেড়ে যেতে পারে
iii) মেমোরি কম দেখাতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
অধ্যায় ভিত্তিক অতিরিক্ত গুরুত্বপূর্ণ কিছু MCQ প্রশ্ন ও সমাধান
১। কম্পিউটারের রক্ষণাবেক্ষণের গুরুত্ব—
ক) খুবই অল্প
খ) কম
গ) অনেক
ঘ) অনেক বেশি
২। কম্পিউটার সচল ও কার্যক্ষম রাখতে কী করতে হবে?
ক) রক্ষণাবেক্ষণ
খ) নতুন কম্পিউটার কিনতে হবে
গ) কম্পিউটার সফটওয়্যার বদলাতে হবে
ঘ) রিপেয়ার করতে হবে
৩। অপারেটিং সিস্টেমের রক্ষণাবেক্ষণে কী করতে হয়?
ক) হালনাগাদ
খ) নতুন তৈরি
গ) রিপেয়ার
ঘ) আনইনস্টল।
৪। কম্পিউটারের গতি বজায় রাখার জন্য ব্যবহৃত সফটওয়্যার কোনটি?
ক) ডিস্ক ব্যাকআপ
খ) ডিস্ক ক্লিনআপ
গ) মিডিয়া প্লেয়ার
ঘ) পিডিএফ রিডার
৫। কম্পিউটারকে ঝুঁকির হাত থেকে রক্ষা করে কোন সফটওয়্যার?
ক) নোট প্যাড
খ) ব্রাউজিং সফটওয়্যার
গ) এন্টিভাইরাস
ঘ) ফটো ভিউয়ার
৬। এক বছর পর রায়নার ল্যাপ্টপটি ধীর গতির হবার কারণ কী?
ক) পুরাতন হয়ে গেছে
খ) হার্ডওয়্যার নষ্ট হয়ে গেছে
গ) RAM দুর্বল হয়ে গেছে
ঘ) টেম্পোরারি ফাইল তৈরি হয়েছে
৭। কম্পিউটার সচল ও পূর্ণমাত্রায় কার্যক্ষম রাখার জন্য কোনটি প্রয়োজন?
ক) কম্পিউটারের রক্ষণবেক্ষণ
খ) RAM পরিষ্কার করা
গ) অত্যাধিক সফটওয়্যার ইনস্টল করা
ঘ) ইন্টারনেটে যুক্ত থাকা
৮। কম্পিউটার সচল ও গতিশীল রাখার জন্য কোনটির প্রয়োজন?
ক) রেজিস্ট্রি ক্লিনআপ
খ) নতুন সফটওয়্যার ইনস্টল
গ) ইন্টারনেটে যুক্ত থাকা
ঘ) RAM ও ROM পরিষ্কার
৯। ইন্টারনেট ব্যবহারের ফলে ব্রাউজারের ক্যাশ মেমোরিতে জমা হয় কোনটি?
ক) pdf ফাইল
খ) ene ফাইল
গ) doc ফাইল
ঘ) টেম্পোরারি ইন্টারনেট
# নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সজল গত বছর একটি কম্পিউটার কিনেছিল। এক বছর যেতে না যেতেই কমিপউটারটির গতি দিন দিন কমে যাচ্ছে। এর জন্য সে ভীষণ চিন্তায় পড়ে গেল। সজলের বন্ধু তাকে একটি সফটওয়্যার ব্যবহার করে কমিপউটারের গতি বাড়ানোর পরামর্শ দিল।
১০। সজলের বন্ধু তাকে কোন সফটওয়্যার ব্যবহারের পরামর্শ দিল?
ক. এমএস ডস
খ. এমএস ওয়ার্ড
গ. ডিস্ক ক্লিনআপ
ঘ. উইন্ডোজ
১১। কমিপউটারের গতি কমে যাওয়ার কারণ হলো—
i. টেমেপারারি ফাইল
ii. ভাইরাস
iii. এক বছর পার হয়ে গেছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২। আইসিটি যন্ত্রের রক্ষণাবেক্ষণ করতে হবে যদি একে—
i. সচল রাখতে চাই
ii. কিছুদিন ব্যবহার করতে চাই
iii. পূর্ণমাত্রায় কার্যক্ষম রাখতে চাই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩। হালনাগাদ আইসিটি যন্ত্র ব্যবহার করার জন্য অবশ্যই প্রয়োজন—
i. ইন্টারনেটে
ii. অ্যান্টিভাইরাস
iii. ভাইরাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪। কমিপউটার রক্ষণাবেক্ষণে হতে পারে—
i. কমিপউটারভিত্তিক
ii. সফটওয়্যারভিত্তিক
iii. হার্ডওয়্যারভিত্তিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫। কখন অপারেটিং সিস্টেমের আপডেট স্বয়ংক্রিয়ভাবে হয়?
ক. প্রতিদিন ব্যবহার করলে
খ. ইন্টারনেট বন্ধ থাকলে
গ. ইন্টারনেট সংযোগ থাকলে
ঘ. বদলালে
১৬। কী ছাড়া আইসিটি যন্ত্র ব্যবহার কল্পনা করা যায় না?
ক. মোবাইল
খ. রেডিও
গ. টেলিভিশন
ঘ. ইন্টারনেট
১৭। কোন সফটওয়্যার ব্যবহার করে কমিপউটারকে সচল ও গতিশীল রাখা যায়?
ক. অপারেটিং সিস্টেম
খ. ক্লিনার
গ. উইনরার (Winrar)
ঘ. রেজিস্ট্রি ক্লিনআপ সফটওয়্যার
১৮। রেজিস্ট্রি ক্লিনআপ সফটওয়্যার ব্যবহার করতে হবে কমিপউটারকে—
i. আপডেট রাখার জন্য
ii. সচল রাখার জন্য
iii. গতিশীল রাখার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii.
১৯। রেজিস্ট্রি ক্লিনআপ ব্যবহার না করলে যে সমস্যা হবে—
i. যন্ত্রটি ঠিকভাবে কাজ করবে না
ii. যন্ত্রটি ধীরগতির হয়ে যাবে
iii. প্রসেসর নষ্ট হয়ে যাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মাহমুদ আইডিবি কম্পিউটার মার্কেট থেকে একটি অ্যান্টিভাইরাসের সিডি কিনল। এখন সে স্বাচ্ছন্দ্যে কম্পিউটার ব্যবহার করতে পারে।
২০। মাহমুদ কেন সিডিটি কিনল?
ক. এটি তার খুব প্রিয় সিডি
খ. কারণ, সে কমিপউটার ব্যবহার করে
গ. কমিপউটারে ইন্টারনেট চালানোর জন্য
ঘ. কমিপউটারকে ভাইরাসের হাত থেকে রক্ষা করার জন্য
২১। মাহমুদ সফটওয়্যারটি ব্যবহারে যে উপকার পাবে—
i. ভাইরাস বংশবৃদ্ধি করতে পারবে না
ii. কমিপউটারের গতি বেড়ে যাবে
iii. ভাইরাস নির্মূল হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২। আইসিটি যন্ত্রগুলো মূলত কিসের মাধ্যমে পরিচালিত হয়?
ক. হার্ডওয়্যার
খ. বিদ্যুৎ
গ. সফটওয়্যার
ঘ. ব্যবহারকারী
২৩. সফটওয়্যার ব্যবহার করে কাজ করতে হলে অবশ্যই সফটওয়্যার—
ক. কিনতে হবে
খ. ডাউনলোড করতে হবে
গ. ইনস্টল করতে হবে
ঘ. আনইনস্টল করতে হবে
২৪. কমিপউটারে কোন সফটওয়্যারটি সর্বপ্রথম ইনস্টল করতে হয়?
ক. অপারেটিং সিস্টেম সফটওয়্যার
খ. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
গ. মিডিয়া প্লেয়ার
ঘ. ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার
২৫। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়াটি কীরূপ?
ক. সহজ
খ. সময়সাপেক্ষ
গ. জটিল
ঘ. ইনস্টল করা খুবই সহজ
২৬। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করতে সবচেয়ে বেশি কোনটির প্রয়োজন হয়?
ক. জ্ঞান
খ. সফটওয়্যার
গ. কমিপউটার
ঘ. দক্ষতা
২৭। কোন যন্ত্রে সফটওয়্যার ইনস্টল করা সম্ভব?
ক. কমিপউটার
খ. স্মার্টফোন
গ. ট্যাবলেট
ঘ. সবগুলো
২৮। অপারেটিং সিস্টেম সফটওয়্যারের অন্য নাম হলো—
ক. প্রোগ্রামিং
খ. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
গ. সিস্টেম সফটওয়্যার
ঘ. ডেটাবেইস
২৯। অপারেটিং সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ—
ক. পরিচালনা করা
খ. লেখালেখি করা
গ. হিসাব করা
ঘ. ব্যবস্থাপনা
৩০। ডিজিটাল কপির অপর নাম কী?
ক. ডিজিট কপি
খ. প্রোগ্রামিং
গ. সফট কপি
ঘ. হার্ড কপি
৩১। সফটওয়্যারের ডিজিটাল কপি কোথায় পাওয়া যায়?
ক. রেডিওতে
খ. ইন্টারনেটে
গ. টেলিভিশনে
ঘ. কমিপউটারে
৩২। সফটওয়্যারের সফট কপি কীভাবে পাওয়া যেতে পারে?
ক. সিডি আকারে
খ. ডিভিডি আকারে
গ. পেনড্রাইভে
ঘ. সবগুলো।
৩৩। অপারেটিং সিস্টেমের সফটওয়্যার সাধারণত কোন ড্রাইভে থাকে?
ক. A
খ. B
গ. C
ঘ. D
৩৪। পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে কোন বিষয়টি খেয়াল রাখা জরুরি?
ক. পাসওয়ার্ডটি যেন সহজ হয়
খ. পাসওয়ার্ডটি যেন মৌলিক হয়
গ. সহজে যেন মনে রাখা যায়
ঘ. পাসওয়ার্ডটি যাতে ছোট হয়
৩৫। পাসওয়ার্ড মূলত কোন কাজে ব্যবহার করা হয়?
ক. নিরাপত্তা রক্ষায়
খ. কম্পিউটার চালু করতে
গ. শখের বশে
ঘ. প্রয়োজনে
৩৫। পাসওয়ার্ড তৈরি করা একটি—
ক. সহজ কাজ
খ. জটিল কাজ
গ. কম সময়ের কাজ
ঘ. সৃজনশীল কাজ
৩৬। দুর্বল পাসওয়ার্ডের কারণে কোন সমস্যাটি হতে পারে?
ক. তথ্য চুরি হতে পারে
খ. ভাইরাস আক্রমণ করতে পারে
গ. অন্যের তথ্য নষ্ট হতে পারে
ঘ. সবকটি
৩৭। মৌলিক পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে কোনটি ব্যবহার করা উচিত?
ক. সংখ্যা
খ. চিহ্ন
গ. শব্দ
ঘ. সংখ্যা, শব্দ ও চিহ্নের মিশ্রণ
৩৮। মোবাইলে প্রাপ্ত জি-মেইল Security code-টি কতবার ব্যবহার করা যাবে?
ক. একবার
খ. দুবার
গ. তিনবার
ঘ. বারোবার
৩৯। তথ্যপ্রযুক্তির ব্যবহার কীরূপ হওয়া উচিত?
ক. কম
খ. বেশি
গ. বিনোদনে
ঘ. পরিমিত ও প্রয়োজনীয় ক্ষেত্রে
৪০। কম্পিউটার গেমসের মাধ্যমে মানুষ কী ধরনের সুবিধা পায়?
ক. বিনোদন
খ. প্রয়োজন মেটানো
গ. প্রযুক্তির ব্যবহার
ঘ. সময়ের সদ্ব্যবহার
৪১। কম্পিউটার গেমস কখন আসক্তিতে পরিণত হয়?
ক. সাধারণভাবে ব্যবহার করলে
খ. কম্পিউটারে বসে খেললে
গ. রাতে খেললে
ঘ. ব্যবহারের তীব্রতা বেশি হলে
৪২। কম্পিউটার গেমসে আসক্তি প্রায় সময়েই কোন বয়সে শুরু হয়?
ক. শৈশবে
খ. কৈশোরে
গ. বয়স্কদের মাঝে
ঘ. প্রাপ্তবয়স্ক হলে
৪৩। কম্পিউটার কোন কাজের জন্য ব্যবহার করা হয়?
ক. গেমস খেলার জন্য
খ. বিনোদনে
গ. ইন্টারনেট ব্যবহারে
ঘ. বহুমুখী কাজে
৪৪। বিভিন্ন ধরনের ভাইরাস হতে পারে—
i. Stone
ii. File
iii. Folder
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৫। কম্পিউটার ভাইরাস সংক্রমিত হতে পারে—
i. সিডির মাধ্যমে
ii. পেনড্রাইভের মাধ্যমে
iii. এসএমএসের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৬। বর্তমানে সামাজিক যোগাযোগ হয় কিসের মাধ্যমে?
ক. সামনাসামনি
খ. অনলাইনে
গ. কম্পিউটারে
ঘ. মোবাইলে
৪৭। কোনটি সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক সাইট?
ক. গুগলপ্লাস
খ. টুইটার
গ. ইনস্টাগ্রাম
ঘ. সবকটি
৪৮। সামাজিক নেটওয়ার্কের জনপ্রিয়তার কারণ কী?
ক. যোগাযোগ করা
খ. ভাব বিনিময় করা
গ. ছবি আপলোড করা
ঘ. নিজেকে প্রকাশ করার সুযোগ পাওয়া
৪৯। সামাজিক নেটওয়ার্কে কোন বিষয়টি শেয়ার করা যায়?
ক. ছবি
খ. ব্যক্তিগত তথ্য
গ. মনের ভাব
ঘ. সবকটি
৫০। কম্পিউটার গেমসে আসক্ত ব্যক্তির সুনির্দিষ্ট লক্ষণ কোনটি?
ক. লেখাপড়া করবে না
খ. সময়ের অপচয় করবে
গ. দৈনন্দিন জীবনের কাজকর্মে ব্যাঘাত ঘটবে
ঘ. খাওয়াদাওয়া করবে না
৫১। কম্পিউটার গেমসের আসক্তি মুক্ত হবে কীভাবে?
ক. ধীরে ধীরে
খ. একবারে
গ. দ্রুত
ঘ. ছাড়ার প্রয়োজন নেই
৫২। সামাজিক নেটওয়ার্কে আসক্তি কমাতে নেটওয়ার্ক থেকে অপ্রয়োজনীয় মানুষের সংখ্যা—
ক. বাড়াতে হবে
খ. বাছাই করতে হবে
গ. কমিয়ে আনতে হবে
ঘ. বাতিল করতে হবে
৫৩। কপিরাইট আইনের লক্ষ্য কী?
ক. সঠিক অর্থ প্রদান করা
খ. পাইরেসি রোধ করা
গ. সৃজনশীল কর্মীদের সৃজনকর্মকে রক্ষার অধিকার প্রদান করা
ঘ. উৎসাহিত করা
৫৪। পাইরেসি করা যায়—
i. হার্ডওয়্যারের
ii. গ্রন্থের
iii. সফটওয়্যারের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৫। কপিরাইট আইনের আওতায় একজন কপিরাইটহোল্ডার কোন সুবিধাটি পায়?
ক. সৃষ্টিকর্মের একচ্ছত্র অধিকার
খ. মূল্য পাওয়ার অধিকার
গ. পরিমার্জনা করার অধিকার
ঘ. কপি করার অধিকার
৫৬। পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীদের প্রতি ১০ জনের মধ্যে কয়জন পাইরেসিমুক্ত?
ক. পাঁচজন
খ. সাতজন
গ. আটজন
ঘ. নয়জন
৫৭। সফটওয়্যার পাইরেসি করাকে কী বলে?
ক. অপরাধ
খ. আইনের আওতামুক্ত
গ. আসক্তি
ঘ. হ্যাকিং
৫৮। সৃজনশীল কর্মের স্রষ্টাকে তার সৃষ্টকর্মের ওপর স্বত্বাধিকার দেয় কে?
ক. রাষ্ট্র
খ. নিয়মনীতি
গ. কপিরাইট আইন
ঘ. তথ্য অধিকার আইন
৫৯। সৃজনশীল কর্মের স্রষ্টাকে তার কর্মের বিনিয়োগের সুফল ভোগ করার অধিকার দিয়েছে কে?
ক. কপিরাইট
খ. কপিরাইট আইন
গ. তথ্য অধিকার আইন
ঘ. মানবাধিকার সংস্থা
৬০। কপিরাইট হোল্ডারদের প্রাপ্ত আইনগত অধিকার কে সংরক্ষণ করে?
ক. সামাজিক আইন
খ. সাধারণ আইন
গ. পরিবেশ আইন
ঘ. কপিরাইট আইন
৬১। কপিরাইট আইনের লক্ষ্য হলো—
i. সৃষ্টকর্মকে সংরক্ষণ করার অধিকার প্রদান
ii. নতুন নতুন উদ্যোক্তা তৈরি
iii. সৃষ্টিশীল কর্মীদের বিনিয়োগের সুফল প্রদান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬২। মেধার মূল্যকে স্বীকৃতি প্রদান করে কে?
ক. প্রোগ্রামাররা
খ. কপিরাইটহোল্ডার
গ. কপিরাইট আইন
ঘ. উদ্যোক্তারা
৬৩। কপিরাইট আইন যেভাবে কপিরাইটহোল্ডারদের সুবিধা প্রদান করে—
i. নিরাপত্তা প্রদানের মাধ্যমে
ii. সৃষ্টকর্মের অধিকার সংরক্ষণের মাধ্যমে
iii. ভাইরাস থেকে রক্ষা করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৪। জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের জন্য তৈরি করা বিধান কোনটি?
ক. তথ্য আইন
খ. তথ্য অধিকার আইন
গ. কপিরাইট আইন
ঘ. হ্যাকার আইন
৬৫। কত সালে বাংলাদেশে তথ্য অধিকার আইন চালু হয়েছে?
ক. ২০০১ সালে
খ. ২০০৯ সালে
গ. ২০০৫ সালে
ঘ. ২০০৮ সালে
Written by,
- Mizanur Rahman (Mizan)
- Lecturer in ICT, Shaheed Bir Uttam Lt. Anwar Girls’ College , Dhaka Cantonment
- Founder & Author at www.edupointbd.com
- Software Engineer at mands IT
- Former Lecturer in ICT, Cambrian College, Dhaka
- Contact: 01724351470
Excellent
আমাজন ভাইদের কে ধন্যবাদ এত সুন্দর একটা প্রেজেন্টেশন বা নৈবিত্তিক দেওয়ার জন্য
Nice
আরে দেন??
Excellent
ধন্যবাদ এই রকম নৈবিত্তিক দেওয়ার জন্য আশা করি সামনে আমরা আরো ভালো নৈর্ব্যক্তিক পাব ইনশাল্লাহ