এই পাঠ শেষে যা যা শিখতে পারবে-
১। বাইনারি সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারবে।
২। অক্টাল সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারবে।
৩। হেক্সাডেসিমেল সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারবে।
Go for English Version
যেকোন সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তরঃ
পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের ক্ষেত্রে একই নিয়ম-
ধাপ-১ঃ প্রদত্ত সংখ্যার প্রতিটি অংক বা ডিজিটকে তার স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে।
কোন ডিজিটের স্থানীয় মান = (সংখ্যাটির বেজ) ডিজিট পজিশন
[ পূর্ন সংখ্যার ক্ষেত্রে ডিজিট পজিশন শুরু হয় ০ থেকে (ডান থেকে বাম দিকে) এবং ভগ্নাংশের ক্ষেত্রে ডিজিট পজিশন শুরু হয় -১ থেকে (বাম থেকে ডান দিকে) ]
ধাপ-২ঃ অতঃপর গুণফলগুলোর যোগফল নির্ণয় করতে হবে।
প্রদত্ত যোগফলই হবে প্রদত্ত সংখ্যাটির সমতুল্য ডেসিমেল মান।
গাণিতিক ভাবে নিম্নরুপে লিখা যায়-
দশমিক সমমান = ∑ ডিজিট ×(সংখ্যাটির বেজ)ডিজিট পজিশন
বাইনারি সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তরঃ
উদাহরণঃ (110101)2 সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর।
সুতরাং (110101)2 = (53)10
উদাহরণঃ (.1010)2 সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর।
সুতরাং (.1010)2 = (.625)10
- (101010.0101)2 কে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর কর।
- (1100011.10101)2 কে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর কর।
♦ ভিডিও লেকচার পেতে YouTube চ্যানেলটিতে Subscribe করো।
♦ HSC ICT তৃতীয় অধ্যায়ের নোট পেতে ক্লিক করো।
♦ ICT সম্পর্কিত যেকোন প্রশ্নের উত্তর জানতে Facebook গ্রুপে যুক্ত হও।
অক্টাল সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তরঃ
উদাহরণঃ (375)8 সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর।
সুতরাং (375)8 = (253)10
উদাহরণঃ (.125)8 সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর।
সুতরাং (.125)8 = (.166)10
- (567.247)8 কে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর কর।
- (3702.6040)8 কে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর কর।
HSC ICT তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকসমূহ
সংখ্যা পদ্ধতি এর টপিকসমূহঃ
- সংখ্যা পদ্ধতির ধারণা
- ডেসিমেল সংখ্যাকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর
- বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর
- বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল সংখ্যাসমূহের পারস্পরিক রূপান্তর
- চিহ্নযুক্ত সংখ্যা এবং এর উপস্থাপন
- কোড ( BCD, EBCDIC, ASCII, ইউনিকোড )
ডিজিটাল ডিভাইস এর টপিকসমূহঃ
- মৌলিক লজিক গেট (AND, OR, NOT )
- সার্বজনীন গেইট(NOR, NAND) ও বিশেষ গেইট(XOR, XNOR)
- NAND ও NOR গেটের সার্বজনীনতা প্রমাণ
- এনকোডার এবং ডিকোডার
- অ্যাডার সার্কিট (হাফ অ্যাডার ও ফুল অ্যাডার)
হেক্সাডেসিমেল সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তরঃ
উদাহরণঃ (3FC)16 সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর।
সুতরাং (3FC)16 = (1020)10
উদাহরণঃ (.2B)16 সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর।
সুতরাং (.2B)16 = (.168)10
- (7A6B.9B8)16 কে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর কর।
- (89A.10F)16 কে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর কর।
HSC ICT এর সকল অধ্যায়
- প্রথম অধ্যায়ের টপিকসমূহ
- দ্বিতীয় অধ্যায়ের টপিকসমূহ
- তৃতীয় অধ্যায়ের টপিকসমূহ
- চতুর্থ অধ্যায়ের টপিকসমূহ
- পঞ্চম অধ্যায়ের টপিকসমূহ
- ষষ্ঠ অধ্যায়ের টপিকসমূহ
পাঠ মূল্যায়ন-
উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাওঃ
ICT বিষয়ের অধ্যাপক ক্লাশে সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন। তখন ইমরানকে তার ICT বিষয়ের অর্ধ-বার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর জানতে চাইলে সে বলল, অর্ধ-বার্ষিকে (37)8 এবং বার্ষিক পরীক্ষায় (3F)16 নম্বর পেয়েছে। অন্যান্য ছাত্ররা এর অর্থ বুঝতে না পেরে স্যারকে জিজ্ঞেস করলে স্যার বিস্তারিত বুঝিয়ে বললেন।
গ) ইমরানের অর্ধ-বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বরকে ডেসিমেল সংখ্যায় রুপান্তর কর।
ঘ) ইমরানের বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর (72)10 হতে কত কম বা বেশি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাওঃ
“X”, “Y” ও “Z” তিন বন্ধু বাজারে গিয়ে “X” (110110)2 টাকার, “Y” (36)8 টাকার এবং “Z” (A9)16 টাকার বই কিনল।
গ) উদ্দীপকের আলোকে “X” ও “Y” এর মধ্যে কার বইয়ের দাম বেশি এবং কত বেশি?
ঘ) উদ্দীপকে তিন জনের বইয়ের মোট দাম কত তা অক্টালে প্রকাশ কর।
উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাওঃ
মালিহা, ফারিহা ও সারাহ সংখ্যা পদ্ধতির ক্লাস শেষে মাঝে মধ্যে বন্ধুদের অবাক করতে বিভিন্ন সংখ্যা পদ্ধতির ব্যবহার প্রশ্নের উত্তর দেয়। গত ঈদে থ্রিপিচ কেনার পর বন্ধুরা দাম জিজ্ঞাস করলে মালিহা বলল (10110010)2, ফারিহা বলল (756)8 এবং সারাহ বলল আমারটির দাম (411)8।
গ) মালিহা ও সারাহ’র থ্রিপিচের মধ্যে কারটির দাম বেশি? নির্ণয় কর।
ঘ) ফারিহার থ্রিপিচের দামই সবচেয়ে বেশি বিশ্লেষণ কর।
উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাওঃ
সেনহা ও মিতা টেস্টের ফলাফল নিয়ে আলোচনা করছিল। সেনহা বলল,আমি ICT-তে (4C)16 পেয়েছি। মিতা বলল আমি ICT-তে (103)8 নম্বর পেয়েছি। ৫ম শ্রেণীতে পড়ুয়া তাদের ভাই বুঝলনা কে বেশি নম্বর পেয়েছে।
গ) উদ্দীপকের সেনহা ও মিতা দশভিত্তিক কত নম্বর পেয়েছে –বিশ্লেষণ কর।
উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাওঃ
শফিক, শিফা এবং তনয় এই তিন জনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে প্রাপ্ত নম্বর যথাক্রমে (1001000)2, (531)8 এবং(4A)16।
ঘ) উদ্দীপকের শিফার প্রাপ্ত নম্বর হতে (1100011)2 সংখ্যাটি কত বেশি বা কম তা নির্ণয় কর।
উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাওঃ
নাবিলা বাজারে গিয়ে (754.25)8 টাকার বই, (E54.2C1)16 টাকার কাগজ, (100)2 টাকার কলম কিনল। নাবিলার বন্ধু শর্মি (100101.010)2 টাকা খাবার ও (10110.110)2 টাকা যাতায়াত বাবদ ব্যয় করল।
ঘ) শর্মি কোন খাতে বেশি খরচ করেছে?-বিশ্লেষণ কর।
বহুনির্বাচনি প্রশ্নসমূহঃ
উদ্দীপকটি পড়ে ১ নং প্রশ্নের উত্তর দাওঃ
কম্পিউটার শিক্ষক সফিক স্যার বোর্ডে একটি সংখ্যা (৭৭)৮ লিখলেন।
১। উদ্দীপকে উল্লিখিত সংখ্যাটির দশমিক সংখ্যা হলো –
ক) ৫৬ খ) ৬৩ গ) ৬৪ ঘ) ৭৭
২। (B5D)16 এর সমকক্ষ দশমিক সংখ্যা কোনটি?
ক) ২৯০৯ খ) ৩৯০৯ গ) ১৯০৯ ঘ) ৪৯০৯
৩। বাইনারিতে একটি বইয়ের দাম 1001011 টাকা হলে ডেসিমেলে কত?
ক) 70 খ) 75 গ) 78 ঘ) 80
উদ্দীপকটি পড়ে ৪ নং প্রশ্নের উত্তর দাওঃ
শিক্ষক ছাত্রকে রোল নম্বর লিখতে বলায় সে লিখল (১০০১)২।
৪। দশমিক পদ্ধতিতে ছাত্রটির রোল নম্বর কত হবে?
ক) ৫ খ) ৯ গ) ১৬ ঘ) ১৭
তৃতীয় অধ্যায়ের সকল MCQ দেখতে ক্লিক করো
Written by,
- Mizanur Rahman (Mizan)
- Lecturer in ICT, Shaheed Bir Uttam Lt. Anwar Girls’ College , Dhaka Cantonment
- Founder & Author at www.edupointbd.com
- Software Engineer at mands IT
- Former Lecturer in ICT, Cambrian College, Dhaka
- Contact: 01724351470
(7562.431)base8…Please
Give me solution
What are you want?Please say clearly.
২ নং উদ্দীপকের উত্তর দিন প্লিজ
4th question ta den pls
(4c)16 (108)8
(103)8=67
(4C)= 76
১ নাম্বার প্রশ্নের উত্তর দিন
(১০)+(১)=কত দয়াকরে বলবেন
11ই হবে।
(11101)2
Ans plz plz emidietly
(29) hoba vai