এই পাঠ শেষে যা যা শিখতে পারবে-
১। ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবে।
২। ডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারবে।
৩। ডেসিমেল সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারবে।
Go for English Version
সংখ্যা পদ্ধতিসমূহের মধ্যে পারস্পারিক রূপান্তর
চারটি সংখ্যা পদ্ধতির মধ্যে পারস্পারিক রূপান্তর করলে মোট ১২ টি রূপান্তর পাই।
একই নিয়মের রূপান্তর গুলোকে নিমোক্ত ভাবে ভাগ করা যায়।
ডেসিমেল সংখ্যাকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর
- ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর
- ডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর
- ডেসিমেল সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর
অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে রূপান্তর
- বাইনারি সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর
- অক্টাল সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর
- হেক্সাডেসিমেল সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর
বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল অথবা নন-ডেসিমেল সংখ্যা পদ্ধতিসমূহের মধ্যে পারস্পারিক রূপান্তর
- অক্টাল ও হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর
- বাইনারি সংখ্যাকে অক্টাল ও হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর
- অক্টাল ও হেক্সাডেসিমেল সংখ্যার মধ্যে পারস্পারিক রূপান্তর
প্রথম ও দ্বিতীয় গ্রুপের রূপান্তর এর সাহায্যে এই গ্রুপের রুপান্তর দুই ধাপে নিমোক্ত চিত্রের মত করে সম্পন্ন করা যায়-
উপরের পদ্ধতি ছাড়াও নিমোক্ত উপায়েও করা যায়-
♦ ভিডিও লেকচার পেতে YouTube চ্যানেলটিতে Subscribe করো।
♦ HSC ICT তৃতীয় অধ্যায়ের নোট পেতে ক্লিক করো।
♦ ICT সম্পর্কিত যেকোন প্রশ্নের উত্তর জানতে Facebook গ্রুপে যুক্ত হও।
ডেসিমেল সংখ্যাকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর
পূর্ণ সংখ্যার ক্ষেত্রে-
- ধাপ-১ঃ সংখ্যাটিকে টার্গেট সংখ্যা পদ্ধতির বেজ(২/৮/১৬) দিয়ে ভাগ করতে হবে।
- ধাপ-২ঃ ধাপ-১ এর ভাগফলকে নিচে এবং ভাগশেষকে ডানে লিখতে হবে।
- ধাপ-৩ঃ ধাপ-১ এর ভাগফলকে পুনরায় টার্গেট সংখ্যা পদ্ধতির বেজ(২/৮/১৬) দিয়ে ভাগ করতে হবে।
- ধাপ-৪ঃ ধাপ-৩ এর ভাগফলকে নিচে ও ভাগশেষকে ডানে লিখতে হবে।
এই প্রক্রিয়া ততক্ষণ চলবে যতক্ষণ না ভাগফল শুন্য (0) হয়।
অতঃপর ভাগশেষ গুলিকে নিচ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে সাজিয়ে লিখলে ডেসিমেল পূর্ণসংখ্যাটির সমতুল্য বাইনারি মান পাওয়া যাবে।
ভগ্নাংশের ক্ষেত্রে-
- ধাপ-১ঃ ভগ্নাংশটিকে টার্গেট সংখ্যা পদ্ধতির বেজ(২/৮/১৬) দিয়ে গুণ করতে হবে।
- ধাপ-২ঃ গুণ করার পর প্রাপ্ত গুনফলের যে পূর্ণ অংশটি থাকবে সেটিকে সংরক্ষণ করতে হবে। (পূর্ণ সংখ্যা না থাকলে 0 রাখতে হবে)।
- ধাপ-৩ঃ ধাপ-১ এর গুনফলের ভগ্নাংশটিকে পুনরায় টার্গেট সংখ্যা পদ্ধতির বেজ(২/৮/১৬) দিয়ে গুণ করতে হবে।
- ধাপ-৪ঃ ধাপ-৩ এর প্রাপ্ত গুনফলের যে পূর্ণ অংশটি থাকবে সেটিকে সংরক্ষণ করতে হবে। (পূর্ণ সংখ্যা না থাকলে 0 রাখতে হবে)।
এই প্রক্রিয়া ততক্ষণ চলবে যতক্ষণ না গুনফলের ভগ্নাংশটি শুন্য (0) হয়।
[নোটঃ প্রক্রিয়া ৩ থেকে ৪ বার চালানোর পরও যদি ভগ্নাংশটি শুন্য (0) না হয় তাহলে সেটিকে আসন্ন মান হিসেবে ধরে নিতে হবে ]
অতঃপর সংরক্ষিত পুর্ণাংশগুলিকে উপর থেকে নিচের দিকে পর্যায়ক্রমে সাজিয়ে লিখলে ডেসিমেল ভগ্নাংশটির সমতুল্য বাইনারি মান পাওয়া যাবে।
ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরঃ
উদাহরণঃ (17)10 কে বাইনারিতে রূপান্তর।
সুতরাং (17)10 = (10001)2
উদাহরণঃ (0.125)10 কে বাইনারিতে রূপান্তর।
সুতরাং (0.125)10 = (.001)2
- (35.75)10 কে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর কর।
- (75.69)10 কে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর কর।
ডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তরঃ
উদাহরণঃ (423)10 কে অক্টালে রূপান্তর।
সুতরাং (423)10 = (647)8
উদাহরণঃ (.150)10 কে অক্টালে রূপান্তর।
সুতরাং (.150)10 = (.11463…..)8
- (75.615)10 কে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর কর।
- (755.150)10 কে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর কর।
HSC ICT তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকসমূহ
সংখ্যা পদ্ধতি এর টপিকসমূহঃ
- সংখ্যা পদ্ধতির ধারণা
- ডেসিমেল সংখ্যাকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর
- বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর
- বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল সংখ্যাসমূহের পারস্পরিক রূপান্তর
- চিহ্নযুক্ত সংখ্যা এবং এর উপস্থাপন
- কোড ( BCD, EBCDIC, ASCII, ইউনিকোড )
ডিজিটাল ডিভাইস এর টপিকসমূহঃ
- মৌলিক লজিক গেট (AND, OR, NOT )
- সার্বজনীন গেইট(NOR, NAND) ও বিশেষ গেইট(XOR, XNOR)
- NAND ও NOR গেটের সার্বজনীনতা প্রমাণ
- এনকোডার এবং ডিকোডার
- অ্যাডার সার্কিট (হাফ অ্যাডার ও ফুল অ্যাডার)
ডেসিমেল সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তরঃ
উদাহরণঃ (423)10 কে হেক্সাডেসিমেলে রূপান্তর।
সুতরাং (423)10 = (1A7)16
উদাহরণঃ (.150)10 কে হেক্সাডেসিমেলে রূপান্তর।
সুতরাং (.150)10 = (.266…..)16
- (615.625)10 কে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর কর।
- (125.150)10 কে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর কর।
এক নজরে দেখে নেইঃ
ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে পূর্ণ সংখ্যাকে ২ দ্বারা ভাগ এবং ভগ্নাংশকে ২ দ্বারা গুণ
ডেসিমেল থেকে অক্টালে রূপান্তরের ক্ষেত্রে পূর্ণ সংখ্যাকে ৮ দ্বারা ভাগ এবং ভগ্নাংশকে ৮ দ্বারা গুণ
ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তরের ক্ষেত্রে পূর্ণ সংখ্যাকে ১৬ দ্বারা ভাগ এবং ভগ্নাংশকে ১৬ দ্বারা গুণ
ভাগফল ০ না হওয়া পর্যন্ত ভাগের প্রক্রিয়া চলতে থাকবে।
গুনফলের ভগ্নাংশ ০ না হওয়া পর্যন্ত গুণের প্রক্রিয়া চলতে থাকবে। এক্ষেত্রে গুণের প্রক্রিয়া ৩ থেকে ৪ বার চালানোর পরও যদি ভগ্নাংশটি শুন্য (0) না হয় তাহলে সেটিকে আসন্ন মান হিসেবে ধরে নিতে হবে।
[ রপান্তরের ক্ষেত্রে ডেসিমেলের ভিত্তি ব্যবহৃত হয় না ]
HSC ICT এর সকল অধ্যায়
- প্রথম অধ্যায়ের টপিকসমূহ
- দ্বিতীয় অধ্যায়ের টপিকসমূহ
- তৃতীয় অধ্যায়ের টপিকসমূহ
- চতুর্থ অধ্যায়ের টপিকসমূহ
- পঞ্চম অধ্যায়ের টপিকসমূহ
- ষষ্ঠ অধ্যায়ের টপিকসমূহ
পাঠ মূল্যায়ন-
সৃজনশীল প্রশ্নসমূহঃ
উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাওঃ
আইসিটি শিক্ষক একাদশ শ্রেণিতে সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন। কিন্তু একজন ছাত্রের অমনোযোগিতার কারণে তিনি বিরক্ত হয়ে তার রোল নম্বর জিজ্ঞাসা করলেন। ছাত্র উত্তর দিল (31)10। তারপর শিক্ষক ছাত্রের গত শ্রেণির রোল জিজ্ঞাসা করলে উত্তর দিল (15)10। তখন শিক্ষক তাকে বললেন, তোমার অমনোযোগিতার কারণে খারাপ ফল হয়েছে।
গ) উদ্দীপকের ছাত্রের বর্তমান শ্রেণির রোল বাইনারি সংখ্যা পদ্ধতিতে প্রকাশ কর।
বহুনির্বাচনি প্রশ্নসমূহঃ
১। ৯৯ এর সমকক্ষ বাইনারি সংখ্যা কোনটি?
ক) ১১০১০১১ খ) ১০১০০১১ গ) ১১০০০১১ ঘ) ১১০১০১০
২। দশমিক সংখ্যা 91 এর অক্টাল রুপ কোনটি?
ক) 133 খ) 131 গ) 331 ঘ) 313
৩। (৩৭.১২৫)১০ এর বাইনারি মান কত?
ক) ১০০১০১.০১ খ) ১০০১০১.০০১ গ) ১০১০০১.০১ ঘ) ১০১০০১.০০১
৪। (43962)10 সংখ্যাটির সমতুল্য হেক্সাডেসিমেল মান কত?
ক) ABBA খ) DADA গ) ABC ঘ) DBC
তৃতীয় অধ্যায়ের সকল MCQ দেখতে ক্লিক করো
Written by,
- Mizanur Rahman (Mizan)
- Lecturer in ICT, Shaheed Bir Uttam Lt. Anwar Girls’ College , Dhaka Cantonment
- Founder & Author at www.edupointbd.com
- Software Engineer at mands IT
- Former Lecturer in ICT, Cambrian College, Dhaka
- Contact: 01724351470
Thanks a lot.
It’s amazing….
Wow! It’s Very Helpful…!
thanks for you are…
অনেক অনেক দন্যবাদ।। আমাদের সহযোগিতা করার জন্য
GOOD & NICE
thanks alot.it helped me alot
ধন্যবাদ
১ এর উত্তর
Excellent discuss