এনকোডার ও ডিকোডার এর পার্থক্য লিখ।
এনকোডার |
ডিকোডার |
এনকোডার এক ধরনের ডিজিটাল সার্কিট যা ইনপুট সিগন্যালকে বাইনারি কোডে রূপান্তর করে। | ডিকোডার এক ধরনের ডিজিটাল সার্কিট যা বাইনারি কোডকে মানুষের বোধগম্য ফরম্যাটে রূপান্তর করে। |
এনকোডারে 2n সংখ্যক ইনপুট লাইন ও সর্বাধিক n সংখ্যক আউটপুট লাইন থাকে। | ডিকোডারে n সংখ্যক ইনপুট লাইন ও সর্বাধিক 2n সংখ্যক আউটপুট লাইন থাকে। |
এনকোডার ইনপুট ডিভাইসের সাথে যুক্ত থাকে। | ডিকোডার আউটপুট ডিভাইসের সাথে যুক্ত থাকে। |
এনকোডার তৈরিতে OR গেট ব্যবহৃত হয়। | ডিকোডার তৈরিতে AND ও NOT গেট ব্যবহৃত হয়। |
এনকোডার প্রেরক প্রান্তে উপস্থিত থাকে। | ডিকোডার প্রাপক প্রান্তে উপস্থিত থাকে। |
এই প্রশ্নসমূহের উত্তর হুবহু মুখস্ত করবে না। নমুনা প্রশ্ন ও উত্তর দেয়া হয়েছে যাতে বুঝতে পারো কীভাবে প্রশ্ন হয় এবং কীভাবে উত্তর করতে হবে।
♦ ভিডিও লেকচার পেতে YouTube চ্যানেলটিতে Subscribe করো।
♦ HSC ICT তৃতীয় অধ্যায়ের নোট পেতে ক্লিক করো।
♦ ICT সম্পর্কিত যেকোন প্রশ্নের উত্তর জানতে Facebook গ্রুপে যুক্ত হও।
একই ধরণের নমুনা প্রশ্নসমূহ:
- যান্ত্রিক ভাষাকে মানুষের ভাষায় বোঝানোর উপযোগী লজিক সার্কিটটি ব্যাখ্যা কর।
- এনকোডার কেন ইনপুট ডিভাইসের সাথে ব্যবহৃত হয়? ব্যাখ্যা কর।
- মানুষের ভাষাকে যান্ত্রিক ভাষায় বোঝানোর উপযোগী লজিক সার্কিটটি ব্যাখ্যা কর।
- ডিকোডার কেন আউটপুট ডিভাইসের সাথে ব্যবহৃত হয়? ব্যাখ্যা কর।
- এনকোডার ডিকোডারের বিপরীত- ব্যাখ্যা কর।
এই অধ্যায়ের সকল অনুধাবনমূলক প্রশ্ন-উত্তর দেখতে ক্লিক করো
Written by,
- Mizanur Rahman (Mizan)
- Lecturer in ICT, Shaheed Bir Uttam Lt. Anwar Girls’ College , Dhaka Cantonment
- Founder & Author at www.edupointbd.com
- Software Engineer at mands IT
- Former Lecturer in ICT, Cambrian College, Dhaka
- Contact: 01724351470