হাব ও সুইচের মধ্যে পার্থক্য লিখ।
- হাব নেটওয়ার্কের নির্দিষ্ট যন্ত্রে তথ্য পাঠাতে পারে না। কিন্তু সুইচ MAC এড্রেস ব্যবহার করে নেটওয়ার্কের নির্দিষ্ট যন্ত্রে তথ্য পাঠাতে পারে।
- হাবে ডেটা আদান-প্রদানে বাধার সম্ভাবনা থাকে; সুইচে ডেটা আদান-প্রদানে বাধার সম্ভাবনা থাকে না।
- হাবে পোর্ট সংখ্যা কম থাকায় অনেক বড় নেটওয়ার্ক তৈরিতে ব্যবহার করা যায় না। অপরদিকে সুইচে পোর্ট সংখ্যা বেশি থাকায় বড় নেটওয়ার্ক তৈরি করা যায়।
- হাব এর ডেটা ট্রান্সমিশন মোড হাফ-ডুপ্লেক্স। কিন্তু সুইচ এর ডেটা ট্রান্সমিশন মোড ফুল-ডুপ্লেক্স।
- হাবের কনফিগারেশন সহজ; সুইচের কনফিগারেশন একটু জটিল।
- হাবের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল; সুইচের নিরাপত্তা ব্যবস্থা ভালো।
- হাবের দাম তুলনামূলক কম; সুইচের দাম একটু বেশি।
- হাবের কাজের গতি কম; সুইচের কাজের গতি বেশি।
- হাব ফিজিক্যাল লেয়ারে কাজ করে; সুইচ ডেটা লিংক লেয়ারে কাজ করে।
- নেটওয়ার্কের কম্পিউটারগুলোকে যুক্ত করার জন্য হাব ব্যবহৃত হয়; নেটওয়ার্কের সকল কম্পিউটারকে যুক্ত করতে সুইচ ব্যবহৃত হয়।
এই প্রশ্নসমূহের উত্তর হুবহু মুখস্ত করবে না। নমুনা প্রশ্ন ও উত্তর দেয়া হয়েছে যাতে বুঝতে পারো কীভাবে প্রশ্ন হয় এবং কীভাবে উত্তর করতে হবে।
♦ ভিডিও লেকচার পেতে YouTube চ্যানেলটিতে Subscribe করো।
♦ HSC ICT দ্বিতীয় অধ্যায়ের নোট পেতে ক্লিক করো।
♦ ICT সম্পর্কিত যেকোন প্রশ্নের উত্তর জানতে Facebook গ্রুপে যুক্ত হও।
একই ধরণের নমুনা প্রশ্নসমূহ:
- হাব ও সুইচের মধ্যে কোনটির ব্যবহার সুবিধাজনক? ব্যাখা কর।
- “বড় নেটওয়ার্ক তৈরিতে হাবের চেয়ে সুইচ সুবিধাজনক” – ব্যাখা কর।
- “হাব ডেটা ব্রডকাস্ট করে” – ব্যাখা কর।
- “সুইচ নেটওয়ার্কের নির্দিষ্ট যন্ত্রে তথ্য পাঠাতে পারে” – ব্যাখা কর।
এই অধ্যায়ের সকল অনুধাবনমূলক প্রশ্ন-উত্তর দেখতে ক্লিক করো
Written by,
- Mizanur Rahman (Mizan)
- Lecturer in ICT, Shaheed Bir Uttam Lt. Anwar Girls’ College , Dhaka Cantonment
- Founder & Author at www.edupointbd.com
- Software Engineer at mands IT
- Former Lecturer in ICT, Cambrian College, Dhaka
- Contact: 01724351470