ইংরেজি ভাষায় Articles (পদাশ্রিত নির্দেশক) এর ব্যবহার।

Articles

Articles (a, an, the) যা common noun এর পূর্বে বসে noun কে নির্দিস্ট বা অনির্দিস্ট চিহ্নিত করে।

Articles দুই প্রকারঃ

1. Indefinite article [ a, an ]

2. Definite article [ the ]

 

Indefinite articles [ a, an ] :

A অথবা an শুধুমাত্র singular countable noun এর পূর্বে বসে। যাদের অর্থ এক বোঝায়। A অথবা an সাধারণ কোন স্টেটমেন্টে ব্যবহৃত হয়, এছাড়া বাক্যে কোন সাবজেক্টকে প্রথম প্রকাশ করার জন্যও ব্যবহৃত হয়। যেমন:

A football is round. ( সাধারণ অর্থে A ব্যবহৃত হয়েছে। কারণ সকল football কে বুঝানো হয়েছে। )

সাধারণত কোন word যদি vowel sound দ্বারা শুরু হয় তাহলে তার পূর্বে an বসে এবং কোন word যদি consonant sound দ্বারা শুরু হয় তাহলে তার পূর্বে a বসে। তবে এক্ষেত্রে অনেক সময় শব্দের বানান এবং উচ্চারণের কারনে কনফিউশন তৈরি হয়।

যেমন নিচের উদাহরণ গুলো দেখা যাক:

a house ( house শব্দটি consonant দ্বারা শুরু এবং উচ্চারণের সময়ও consonant sound দ্বারা শুরু হয় তাই এর পূর্বে a বসছে )
an hour ( hour শব্দটি consonant দ্বারা শুরু হলেও উচ্চারণের সময় vowel sound দ্বারা শুরু হয় তাই এর পূর্বে a না বসে an বসছে )
a university (university শব্দটি vowel দ্বারা শুরু হলেও উচ্চারণের সময় consonant sound দ্বারা শুরু হয় তাই এর পূর্বে an না বসে a বসছে)
an umbrella (umbrella শব্দটি vowel দ্বারা শুরু এবং উচ্চারণের সময়ও vowel sound দ্বারা শুরু হয় তাই এর পূর্বে an বসছে)

অর্থাৎ উপরের উদাহরণগুলো থেকে দেখা যায়, কোন শব্দ যদি উচ্চারণের সময় vowel sound দ্বারা শুরু হয়, তাহলে তার পূর্বে an বসে এবং কোন শব্দ যদি উচ্চারণের সময় consonant sound দ্বারা শুরু হয়, তাহলে তার পূর্বে a বসে।

নিচের শব্দগুলো উচ্চারণের সময় consonant sound দ্বারা শুরু হয় তাই এর পূর্বে সবসময় a বসে।

European, eulogy, euphemism, eucalyptus, house, home, heavy, half, uniform, university, universal, union

নিচের শব্দগুলো উচ্চারণের সময় vowel sound দ্বারা শুরু হয় তাই এর পূর্বে সবসময় an বসে।

Hour, heir, herbal, honor, uncle, umbrella, unnatural, understanding.

কিছু ব্যতিক্রম-

An umbrella কিন্তু a white umbrella

An hour কিন্তু a whole hour

 

এছাড়া a, an এর নির্দিস্ট কিছু প্রয়োগ ক্ষেত্র আছে। চলুন এগুলো দেখে নেই।

১। পরিমাণ নির্দেশক বিবৃতিতে a/an ব্যবহৃত হয়। যেমন:

A lot of, a great many, a great deal of ইত্যাদি।

২। বিস্ময়সূচক বাক্যে singular countable noun এর পূর্বে a/an ব্যবহৃত হয়। যেমন:

What a fool you are!

How beautiful a bird!

৩। Abbreviation এর প্রথম অক্ষর যদি vowel sound দ্বারা শুরু হয় তাহলে তার পূর্বে an বসে এবং যদি consonant sound দ্বারা শুরু হয় তাহলে তার পূর্বে a বসে। যেমন:

My friend is an M.B.B.S. / L.L.B.

My uncle is an M.P / S.P.

My brother is a B.A / B.Sc. / B.Com.

 

যে সকল ক্ষেত্রে a/an ব্যবহৃত হয় না: 

১। Plural noun এর পূর্বে কখনোই a/an ব্যবহৃত হয় না। যেমন:

A cats, an umbrellas (Incorrect)

২। Uncountable noun এর পূর্বে কখনোই a/an ব্যবহৃত হয় না। যেমন:

a love, a suger (Incorrect)

A glass of water(Correct)

 

Definite article [ the ] :

Singular এবং plural উভয় noun এর পূর্বে the ব্যবহৃত হয়। কোন ব্যক্তি, প্রাণী অথবা বস্তুকে নির্দিস্ট করে বুঝাতে common noun এর পূর্বে the ব্যবহৃত হয়। অথবা অন্যভাবে বলা যায়, পূর্ব পরিচিত কোনকিছু নির্দেশ করতে বা সাধারণ জ্ঞান অথবা অদ্বিতীয় কোন কিছু সম্পর্কে আলোকপাত করতে the ব্যবহৃত হয়। যেমন:

The boy in the corner is my friend.

(অনেক গুলো বালোকের মধ্যে একটি বালককে নির্দিস্ট করে বুঝাচ্ছে অথবা বালকটি পূর্ব পরিচিত তাই boy এর পূর্বে the ব্যবহৃত হয়েছে)

The earth moves round in the sun.

(এটি একটি সাধারণ জ্ঞান। অর্থাৎ সবাই জানে পৃথিবী সুর্যের চারদিকে ঘুরে অথবা পৃথিবী অদ্বিতীয় অর্থে earth এর পূর্বে the ব্যবহৃত হয়েছে )

 

এছাড়া the এর নির্দিস্ট কিছু প্রয়োগ ক্ষেত্র আছে । চলুন এগুলো দেখে নেই।

১। rivers(নদী), seas(সাগর), gulfs(উপসাগর), oceans(মহাসাগর), plural lakes ইত্যাদি proper noun এর পূর্বে the ব্যবহৃত হয়। যেমন:

the Padma, the Red Sea, the Atlantic Ocean, the Persian Gulf, the Great Lakes, the Sahara, the Andamans ইত্যাদি।

কিন্তু singular lakes এর পূর্বে the ব্যবহৃত হয় না। যেমন- Lake Geneva, Lake Erie

 

২। Mountains (পর্বতশ্রেণী) এর পূর্বে the ব্যবহৃত হয়। যেমন:

 the Rocky Mountains, the Andes, the Himalayas ইত্যাদি।

কিন্তু mounts(পর্বতশৃঙ্গ) এর পূর্বে the ব্যবহৃত হয় না। যেমন- Mount Vesuvius, Mount McKinley ইত্যাদি।

 

৩। অদ্বিতীয় কোন কিছু (earth, moon) এর পূর্বে the ব্যবহৃত হয়। যেমন:

the earth, the moon, the stars, the sky ইত্যাদি।

কিন্তু planets, constellations এর পূর্বে the ব্যবহৃত হয় না। যেমন- Venus, Mars, Earth, Orion ইত্যাদি।

 

৪। কোন school, college, university এর নাম যখন school, college, university দ্বারা শুরু হয় তখন তার পূর্বে the ব্যবহৃত হয়। যেমন:

the University of Dhaka, the University of Arts ইত্যাদি।

কিন্তু কোন school, college, university এর নাম যখন proper noun দ্বারা শুরু হয় তখন তার পূর্বে the ব্যবহৃত হয় না। যেমন;  Dhaka University। এখানে university এর নাম proper noun (Dhaka) দ্বারা শুরু হয়েছে, তাই এর পূর্বে the ব্যবহৃত হয় নাই।

 

৫। যখন কোন noun এর পূর্বে ordinal number(first, second, third etc) থাকে তখন noun এর পূর্বে the ব্যবহৃত হয়। যেমন:

the First World War, the third chapter ইত্যাদি।

কিন্তু কোন noun এর পর cardinal number(one, two, three etc) থাকলে noun এর পূর্বে the ব্যবহৃত হয় না।

 

৬। war (world war ব্যতীত) এর পূর্বে the ব্যবহৃত হয়। যেমন:

the Crimean War, the Korean War ইত্যাদি।

 

৭। একাদিক word বিশিষ্ট নির্দিস্ট কিছু country অথবা group of countries (Great Britain ব্যতীত) এর পূর্বে the ব্যবহৃত হয়। যেমন:

the United States, the United Kingdom, the Central African Republic ইত্যাদি।

কিন্তু একাদিক word থাকা সত্ত্বেও যখন কোন দেশের পূর্বে adjective (new, direction (দিক)) ইত্যাদি থাকে তখন তার পূর্বে the ব্যবহৃত হয় না। যেমন- New Zealand, South Africa, North Korea ইত্যাদি।

  • এছাড়া এক শব্দ বিশিষ্ট কোন দেশের নামের পূর্বে the ব্যবহৃত হয় না। যেমন- Bangladesh, France ইত্যাদি।
  • কোন continents (মহাদেশ) এর পূর্বে the ব্যবহৃত হয় না। যেমন- Europe, South America, Africa ইত্যাদি।
  • কোন state এর পূর্বে the ব্যবহৃত হয় না। যেমন- Florida, Ohio, California ইত্যাদি।

 

৮। একজাতীয় সবগুলো বুঝাতে singular common noun এর পূর্বে the ব্যবহৃত হয়। যেমন:

The cow is a useful animal. এখানে সকল cow কে বুঝানো হয়েছে, তাই এর পূর্বে the ব্যবহৃত হয়েছে।

 

৯। একটি নির্দিস্ট শ্রেণীর সকল ব্যক্তিকে বুঝানোর জন্য adjective এর পূর্বে the ব্যবহৃত হয়। যেমন:

The rich are not always happy.

এখানে সকল ধনীদেরকে বুঝানো হয়েছে, তাই adjective এর পূর্বে the ব্যবহৃত হয়েছে।

 

১০। যত —তত বুঝাতে comparative adjective দুটির পূর্বে the ব্যবহৃত হয়। যেমন:

The more you read, the more you learn. (যতই পরিবে ততই শিখিবে)

The sooner, the better. (যত শীঘ্র হয় তত ভাল)

 

১১। সাধারণত Proper noun এর পূর্বে the বসে না কিন্তু কোন ধর্মীয় জনগোষ্ঠীর, ধর্মগ্রন্থ, জাতি, হোটেল, সিনেমা-গৃহ, প্রসিদ্ধ স্থানের নাম, সংবাদপত্রের নাম, জাহাজ, ষ্টীমার, ট্রেনের নাম, দিকের নাম এবং ঋতুর নাম ইত্যাদির পূর্বে the ব্যবহৃত হয়।

The Muslims should be honest.

The Quran is a holy book.

The Dhaka Sheraton is a five-star hotel.

I read the daily star every day.

The Titanic was a very large ship.

কিন্তু ভাষার নামের পূর্বে the ব্যবহৃত হয় না।

The English are brave. (এখানে English দ্বারা জাতি বুঝানো হয়েছে।)

 

১২। Superlative degree এর পূর্বে the ব্যবহৃত হয়। যেমন:

He is the tallest girl in the class.

 

যেসকল ক্ষেত্রে the ব্যবহৃত হয় না: 

১। সাধারণত Home, mosque, church, hospital এবং town শব্দগুলোর পূর্বে the ব্যবহৃত হয় না।

২। রাস্তা ও পার্কের নামের পূর্বে the বসে না।

 

লেখকের ছাত্রজীবনের নোটটি লেখক ওয়েবসাইটে প্রকাশ করেছেন। কোন ভূল থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দিলে স্বাদরে গ্রহণ করা হবে।


Spread the love

One thought on “ইংরেজি ভাষায় Articles (পদাশ্রিত নির্দেশক) এর ব্যবহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *