জেনেটিক ইঞ্জিনিয়ারিং | এর ব্যবহার ও প্রয়োজনীয়তা

জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি

এই পাঠ শেষে যা যা শিখতে পারবে- 

১। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাখ্যা করতে পারবে।

২। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার বা প্রয়োগ ব্যাখ্যা করতে পারবে।

 

Go for English Version

 

জেনেটিক  ইঞ্জিনিয়ারিং কী ? 

জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো বিভিন্ন প্রযুক্তির সমন্বয় যার সাহায্যে কোষের জেনেটিক কাঠামো পরিবর্তন করে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন উন্নত বা অভিনব জীব উৎপন্ন করা হয়।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং

জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত টার্মসমূহ

  • প্রাণী বা উদ্ভিদের ক্ষুদ্রতম একক হলো কোষ
  • কোষের প্রাণকেন্দ্রকে নিউক্লিয়াস বলা হয়।
  • নিউক্লিয়াসের ভিতরে বিশেষ কিছু পেঁচানো বস্তু থাকে যাকে ক্রোমোজোম বলা হয়।
  • ক্রোমোজোমের মধ্যে আবার চেইনের মত পেঁচান কিছু বস্তু থাকে যাকে DNA বলা হয়।
  • এই DNA অনেক অংশে ভাগ করা থাকে। এক একটি নির্দিষ্ট অংশকে ি (Gene) বলা হয়।
  • এক সেট জিনকে জিনোম বলে।
  • প্রাণী বা উদ্ভিদের বিকাশ কীভাবে হবে, আকৃতি কীরুপ হবে তা কোষের DNA সিকোয়েন্সে সংরক্ষিত থাকে।

 

জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুরুত্বপূর্ণ তথ্য

  • জিন (Gene) প্রাণী বা উদ্ভিদের বৈশিষ্ট্য বহন (বাহক) করে থাকে।
  • মানবদেহে ২০-৩০ হাজার জিন রয়েছে।
  • জিনোম হলো জীবের বৈশিষ্টের নকশা বা বিন্যাস।

 

কীভাবে জীবের বৈশিষ্ট্য পরিবর্তন করা যায়?

একটি নির্দিষ্ট বৈশিষ্টের জন্য দায়ী জিন (DNA এর অংশ) কেটে আলাদা করে অন্য জীবে প্রতিস্থাপন করা হয়।

  • ধরা যাক একটি আমের জাত উচ্চফলনশীল কিন্তু স্বাদে মিষ্টি কম।
  • অপরদিকে অপর একটি আমের জাত কমফলনশীল কিন্তু স্বাদে অনেক মিষ্টি।
  • এক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাহায্যে উচ্চফলনশীল আমের জিনের সাথে মিষ্টি আমের জিনের সংমিশ্রণে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন উচ্চফলনশীল ও মিষ্টি আম উৎপন্ন করা যায়।

অন্য ভাবে বলা যায়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো এমন একটি প্রক্রিয়া যা ডিএনএ অপসারণ বা প্রবর্তন করে কোনও জীবের জিনগত কাঠামোর পরিবর্তন করে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটি জীব থেকে সরাসরি জিন নিয়ে অন্যটিতে স্থাপন করে। এটি অনেক দ্রুত, কোনও জীব থেকে কোনও জিন নিয়ে অন্যটিতে স্থাপন করতে ব্যবহৃত হয় এবং অন্যান্য অপ্রত্যাশিত জিনগুলি যুক্ত হতে বাধা দেয়। 

 

জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অপর নাম কী?

জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যাকে জেনেটিক মডিফিকেশন বা জেনেটিক ম্যানিপুলেশন বলা হয়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ  বায়োটেকনোলজি ব্যবহার করে কোনও জীবের জিনের সরাসরি ম্যানিপুলেশন বা পরিবর্তন করা হয়।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে রিকম্বিনেন্ট DNA (Deoxyribo Nucleic Acid) – প্রযুক্তি বা জিন ক্লোনিং বলা হয়।

 

জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে?

১৯৭২ সালে Paul Berg বানরের ভাইরাস SV40 ও  lambda virus এর DNA এর সংযোগ ঘটিয়ে বিশ্বের প্রথম রিকম্বিনেন্ট ডিএনএ অণু তৈরি করেন। এই জন্য Paul Berg কে জেনেটিক  ইঞ্জিনিয়ারিং এর জনক বলা হয়।

 

ভিডিও লেকচার পেতে YouTube চ্যানেলটিতে Subscribe করো। 

HSC ICT প্রথম অধ্যায়ের নোট পেতে ক্লিক করো।

ICT সম্পর্কিত যেকোন প্রশ্নের উত্তর জানতে Facebook গ্রুপে যুক্ত হও।

 

RDNA কী?

গবেষণার মাধ্যমে যখন DNA এর একটি জিন পরিবর্তন করে সেখানে অন্য জিন লাগানো হয়, তখন তাকে বলা হয় Recombinant DNA (RDNA)।

GMO কী?

RDNA সমৃদ্ধ জীবকোষকে বলা হয় Genetically Modified Organism (GMO)।

 

রিকমবিনেন্ট DNA প্রযুক্তির ধাপসমূহ  

১। DNA নির্বাচন

২। DNA এর বাহক নির্বাচন

৩। DNA খণ্ড কর্তন

৪। খণ্ডনকৃত DNA প্রতিস্থাপন

৫। পোষকদেহে রিকম্বিনেন্ট DNA স্থানান্তর

৬। রিকম্বিনেন্ট DNA এর সংখ্যা বৃদ্ধি এবং মূল্যায়ন।

 

চিকিৎসা ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং  

  • অগ্ন্যাশয়ে ইনসুলিন উৎপাদিত হয়, যা গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রন করে। তবে ডায়াবেটিসে আক্রান্তদের ক্ষেত্রে ইনসুলিন উৎপাদন নিয়ে সমস্যা হয়। তাই গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে ইনসুলিন ইনজেকশন করতে হয়।
  • পূর্বে রোগীদের জন্য এই ইনসুলিন সরবরাহ করা হতো শূকর থেকে।
  • এরপর রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে বাণিজ্যিকভাবে ইনসুলিন উৎপাদন শুরু হয়।
  • এই প্রক্রিয়ায়, মানুষের শরীরের ইনসুলিন উৎপাদনকারী জিনটি এনজাইম দ্বারা কর্তন করে E. Coli ব্যাকটেরিয়ার ডিএনএতে স্থাপন করা হয় এবং ল্যাবরেটরিতে E. Coli ব্যাকটেরিয়ার বংশবিস্তার করানো হয়।
  • ওই ট্রান্সজেনিক E. Coli ব্যাকটেরিয়াগুলোই ইনসুলিন উৎপাদন করে।

 

HSC ICT প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকসমূহ

জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সুবিধা 

  • হাইব্রিড জাতের শস্য, প্রানী (প্রাণীর আকার, মাংস বৃদ্ধি, দুধে আমিষের পরিমাণ বাড়িয়ে) ও মৎস্য সম্পদ উৎপাদনের মাধ্যমে খাদ্য ঘাটতি সমস্যার সমাধান সম্ভব হচ্ছে।
  • উচ্চফলনশীল বা হাইব্রিড জাতের শস্য, প্রানী ও মৎস্য সম্পদ উৎপাদনের মাধ্যমে বৈদাশিক মুদ্রা ব্যয় কমানো সম্ভব হচ্ছে।

 

জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অসুবিধা বা বিরুপ প্রতিক্রিয়া 

  • জীববৈচিত্র্য অস্বাভাবিক পরিবর্তনের কারণে জীবজগতে মারাত্মক বিপর্যয় সৃষ্টি
  • অনৈতিক বা অযাচিতভাবে জিনের স্থানান্তর
  • এন্টিবায়োটিকের কার্যকারিতা হ্রাস ও এলার্জির উদ্ভব
  • জীববিধ্বংসী প্রজাতী বা ভাইরাস উদ্ভবের আশঙ্কা

 

জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার 

  • উচ্চফলনশীল ফসল (ভুট্টা, ধান, তুলা, টমেটো, পেঁপে ) উৎপাদনে
  • উন্নত জাতের শস্যবীজ উৎপাদনে
  • হাইব্রিড প্রাণী ও মৎস্য (মাগুর, কার্প, তেলাপিয়া) উৎপাদনে
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও পোকামাকড় প্রতিরোধী করতে
  • আগাছা সহিষ্ণু করতে
  • ইনসুলিন তৈরিতে
  • হরমোন বৃদ্ধিতে
  • ভাইরাসজনিত রোগের চিকিৎসায়
  • বামনত্ব রোগের চিকিৎসায়
  • ক্যান্সার রোগের চিকিৎসায়
  • এইডস রোগের চিকিৎসায়

 

HSC ICT এর সকল অধ্যায়

 

পাঠ মূল্যায়ন- 

জ্ঞানমূলক প্রশ্নসমূহঃ

ক। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী?

ক। RDNA কী?

ক। GMO কী?

Go for answer

 

অনুধাবনমূলক প্রশ্নসমূহঃ

খ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কৃষিক্ষেত্রে কী প্রভাব রাখে? ব্যাখ্যা কর।

খ। কোন প্রযুক্তি ব্যবহারে পাটের জীবন রহস্য উন্মোচিত হয়েছে? ব্যাখ্যা কর।

খ। তথ্য প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতায় ডায়াবেটিস রোগীরা উপকৃত হচ্ছে- ব্যাখ্যা কর।

খ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী ভাবে মানুষকে সহায়ক? ব্যাখ্যা কর।

খ। কোন প্রযুক্তিতে সারা বছর আমের ফলন সম্ভব? ব্যাখ্যা কর। [দি. বোর্ড-২০২৩]

Go for Answer

 

সৃজনশীল প্রশ্নসমূহঃ

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাওঃ 

মিস্টার মোকলেছ সাহেব পেশায় একজন মৎস্যবিদ। দেশে মাছের ঘাটতি পূরণের জন্য প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন প্রজাতির মাছ উৎপাদন করেন। তার অফিসে প্রবেশের জন্য দরজার সামনে রাখা একটি মেশিনে আঙ্গুলের ছাপ দিলে দরজা খুলে যায়। অতঃপর তার কক্ষে প্রবেশের জন্য দরজার সামনে রাখা একটি মেশিনের দিকে তাকালে দরজা খুলে যায়।

গ) উদ্দীপকের আলোকে মাছ উৎপাদনের প্রযুক্তিটি বর্ণনা কর।

 

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাওঃ 

শফিক সাহেব তার গবেষণাগারে দিনাজপুরের ঐতিহ্য ধারণের লক্ষে লিচু নিয়ে গবেষণা করে তার ফলাফল সংরক্ষণ করেন। তিনি গবেষনাগারের প্রবেশমুখে এমন একটি যন্ত্র বসিয়েছেন যেটির দিকে নির্দিষ্ট সময় তাকালে অনুমোদিত ব্যক্তিবর্গ ভিতরে প্রবেশ করতে পারেন।

ঘ) উদ্দীপকের গবেষণা কার্যক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে দিকটি প্রতিফলিত হয়েছে, বিশ্লেষণপূর্বক সেটির প্রয়োগ ক্ষেত্র আলোচনা কর।

 

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাওঃ 

ড. খলিল দেশের খাদ্য ঘাটতি পূরণের লক্ষ্যে অধিক ফসল উৎপাদনকারী ধান আবিষ্কারের জন্য একটি প্রযুক্তির সাহায্যে গবেষণা করছেন । তার গবেষণার সম্পর্কিত তথ্যসমূহ তার সহকারি অনুমতি ব্যতীত কম্পিউটার থেকে নেওয়ার চেষ্টা করে।

গ) ড.খলিলের গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি ব্যাখ্যা কর।

 

বহুনির্বাচনি প্রশ্নসমূহঃ

১। একটি নির্দিস্ট জিন বহনকারী কোন জীব থেকে DNA খন্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে কী বলে?

ক) বায়োইনফরমেটিক্স

খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

গ) ন্যানোটেকনোলজি

ঘ) বায়োমেট্রিক্স

২। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে –

i. জীবের নতুন জিনোম আবিষ্কার করা যায়

ii. বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়

iii. খুব সহজে ব্যক্তি শনাক্ত করা যায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii     খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

৩। রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপগুলো হলো-

i. DNA নির্বাচন

ii. DNA এর বাহক নির্বাচন

iii. DNA খন্ড কর্তন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii     খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

৪। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারের ক্ষেত্র কোনটি?

ক) চিকিৎসা

খ) নিরাপত্তা

গ) খেলাধুলা

ঘ) সফটওয়্যার

৫। নতুন ধরণের ক্রোমোজোম তৈরির কৌশলকে কী বলে?

ক) বায়োইনফরমেটিক্স

খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

গ) ক্রায়োসার্জারি

ঘ) বায়োমেট্রিক্স

৬। উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?

ক) বায়োইনফরমেটিক্স

খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

গ) ন্যানোটেকনোলজি

ঘ) বায়োমেট্রিক্স

৭। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে?

ক) Jack Williamson

খ) Paul berg

গ) Stanley Cohen

ঘ) Marshal McLuhan

৮। জেনেটিক ইঞ্জিনিয়ারিং সফলভাবে প্রয়োগ হচ্ছে-

i. শিল্প ক্ষেত্রে

ii. চিকিৎসা ক্ষেত্রে

iii. কৃষিক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii     খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

এই অধ্যায়ের সকল MCQ দেখতে ক্লিক করো 

 


Written by,

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *