HSC ICT Chapter 1 MCQ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োইনফরমেটিক্স ও ন্যানো টেকনোলজি

নিচের কোনটি বায়োইনফরমেটিক্স পদ্ধতিতে ব্যবহৃত হয়?

[মা. বো. ২০১৯] 

ক) SQL

খ) LISP

গ) CLISP

ঘ) PROLOG

 

কোনটি বায়োইনফরমেটিক্সের বৈশিষ্ট্য ?

[রা. বো. ২০১৬] 

ক) স্বল্প ডেটা সংরক্ষণ

খ) জৈবিক ডেটার সমাহার

গ) ন্যানোটেকনোলজির ব্যবহার

ঘ) প্রযুক্তি নির্ভর নিরাপত্তা

 

জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হল-

[চ. বো. ২০১৯] 

ক) বায়োইনফরমেটিক্স

খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

গ) ক্রায়োসার্জারি

ঘ) বায়োমেট্রিক

 

জিন ফাইন্ডিং গবেষণায় কী ব্যবহৃত হয়?

[কু. বো. ২০১৭] 

ক) বায়োইনফরমেটিক্স

খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

গ) ক্রায়োসার্জারি

ঘ) বায়োমেট্রিক

 

বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?

[ঢা. বো. ২০১৯] 

ক) বায়োইনফরমেটিক্স

খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

গ) ক্রায়োসার্জারি

ঘ) বায়োমেট্রিক

 

বায়োইনফরমেটিক্স এর সাথে জড়িত-

i. জীব বিদ্যা

ii. পরিসংখ্যান

iii. কম্পিউটার বিজ্ঞান

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

বায়োইনফরমেটিক্স ব্যবহারের ক্ষেত্রগুলো-

[ঢা. বো. ২০১৯] 

i. জৈব প্রযুক্তি

ii. জীবাণু অস্ত্র তৈরি

iii. মহাকাশ গবেষণা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

ভিডিও লেকচার পেতে YouTube চ্যানেলটিতে Subscribe করো। 

HSC ICT প্রথম অধ্যায়ের নোট পেতে ক্লিক করো।

ICT সম্পর্কিত যেকোন প্রশ্নের উত্তর জানতে Facebook গ্রুপে যুক্ত হও।

 

কোন জীব থেকে একটি নির্দিস্ট জিন বহনকারী  DNA খন্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে কী বলে?

ক) বায়োইনফরমেটিক্স

খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

গ) ন্যানোটেকনোলজি

ঘ) বায়োমেট্রিক

 

জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে –

[ব. বো. ২০১৬, কু. বো. ২০১৬] 

i. জীবের নতুন জিনোম আবিষ্কার করা যায়

ii. বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়

iii. খুব সহজে ব্যক্তি শনাক্ত করা যায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপগুলো হলো-

i. DNA নির্বাচন

ii. DNA এর বাহক নির্বাচন

iii. DNA খন্ড কর্তন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারের ক্ষেত্র কোনটি?

[মা. বো. ২০১৭] 

ক) চিকিৎসা

খ) নিরাপত্তা

গ) খেলাধুলা

ঘ) সফটওয়্যার

 

নতুন ধরণের ক্রোমোজোম তৈরির কৌশলকে কী বলে?

[সকল. বো. ২০১৮] 

ক) বায়োইনফরমেটিক্স

খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

গ) ক্রায়োসার্জারি

ঘ) বায়োমেট্রিক্স

 

উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?

[চ. বো. ২০১৯] 

ক) বায়োইনফরমেটিক্স

খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

গ) ন্যানোটেকনোলজি

ঘ) বায়োমেট্রিক্স

 

জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে?

[ব. বো. ২০১৯] 

ক) Jack Williamson

খ) Paul berg

গ) Stanley Cohen

ঘ) Marshal McLuhan

 

জেনেটিক ইঞ্জিনিয়ারিং সফলভাবে প্রয়োগ হচ্ছে-

i. শিল্প ক্ষেত্রে

ii. চিকিৎসা ক্ষেত্রে

iii. কৃষিক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

১ ন্যানো সমান-

ক) একশত কোটি ভাগের এক ভাগ

খ) এক কোটি ভাগের এক ভাগ

গ) দশ কোটি ভাগের এক ভাগ

ঘ) এক হাজার কোটি ভাগের এক ভাগ

 

এক ন্যানোমিটার সমান কত মিটার?

[ব. বো. ২০১৭, য. বো. ২০১৬, কু. বো. ২০১৬] 

ক) 10-6 মিটার

খ) 10-7 মিটার

গ) 10-8 মিটার

ঘ) 10-9 মিটার

 

আণবিক পর্যায়ে পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার প্রযুক্তিকে বলা হয়-

[সকল. বো. ২০১৮]  

ক) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

খ) নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং

গ) বায়োইনফরমেটিক্স

ঘ) ন্যানোটেকনোলজি

 

ন্যানো প্রযুক্তির জনক বলা হয় কাকে?

ক) জোহান্স মেন্ডেস

খ) লুই পাস্তুর

গ) রিচার্ড ফাইনম্যান

ঘ) মার্শাল মাকলুহান

 

টপ-ডাউন পদ্ধতিতে কোন জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়, এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি?  

[চ. বো. ২০১৯]  

ক) ন্যানোটেকনোলজি

খ) বায়োমেট্রিক

গ) বায়োইনফরমেটিক্স 

ঘ) রোবটিক্স

 

মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টে কী বলে?  

[দি. বো. ২০১৯]  

ক) ন্যানোটেকনোলজি

খ) বায়োমেট্রিক

গ) বায়োইনফরমেটিক্স 

ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং 

 

ন্যানোটেকনোলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে- 

[ঢা. বো. ২০১৭]  

i. কম্পিউটার 

ii. ক্রায়োপ্রোব 

iii. রোবট 

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

যেসব বস্তু নিয়ে ন্যানো প্রযুক্তিতে কাজ করা হয় তাদের মাত্রা কত ন্যানোমিটারের কম?

ক) ১

খ) ১০

গ) ১০০

ঘ) ১০০০

 

খাদ্যদ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভেতর প্রলেপ দেয়ার প্রযুক্তি কী?

[সি. বো. ২০১৭]  

ক) ন্যানোটেকনোলজি

খ) বায়োমেট্রিক্স

গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

ঘ) রোবটিক্স

 


Written by,

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *