♦ ভিডিও লেকচার পেতে YouTube চ্যানেলটিতে Subscribe করো।
♦ HSC ICT প্রথম অধ্যায়ের নোট পেতে ক্লিক করো।
♦ ICT সম্পর্কিত যেকোন প্রশ্নের উত্তর জানতে Facebook গ্রুপে যুক্ত হও।
১। তথ্য প্রযুক্তি বলতে সাধারণত কোনটি বুঝায়?
ক) পৃথিবীকে একটি গ্রাম হিসেবে বিবেচনা করা
খ) শব্দকে ডিজিটাল ফরমেটে ইলেকট্রনিক ডেটায় রূপান্তর
গ) ডেটা প্রসেসিং এর মাধ্যমে কাজের ফলাফল দেয়া
ঘ) তথ্য সংরক্ষণ ও ব্যবহার করার প্রযুক্তি
২। তথ্য ও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটিয়েছে কোনটি?
ক) আধুনিক ডিজিটাল ইলেকট্রনিক্স প্রযুক্তি
খ) লোকাল এরিয়া নেটওয়ার্কের ব্যবহার
গ) ইন্টার-অ্যাকটিভ টেলিযোগাযোগ প্রযুক্তির ব্যবহার
ঘ) ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল ব্যবহার
৩। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে –
i. বই পড়া যায়
ii. ব্যাংকের লেনদেন করা যায়
iii. গেইম খেলা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৪। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্তর্গত বিষয়-
i. তথ্যসমূহ সংরক্ষণ
ii.তথ্যসমূহ প্রক্রিয়াজাতকরণ
iii. তথ্যসমূহ ইনপুট দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫। বিশ্বগ্রাম কী?
ক) তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্ব
খ) বিশ্বের গ্রামাঞ্চল
গ) একটি গ্রাম
ঘ) প্রযুক্তিহীন বিশ্ব
৬। নিচের কোনটি বিশ্বগ্রামের মূল উপাদান?
ক) ইন্টারনেট
খ) জেট বিমান
গ) সুপার কম্পিউটার
ঘ) আন্তর্জাতিক হাইওয়ে
৭। মার্শাল ম্যাকলুহান ছিলেন-
ক) কৃষিবিদ খ) দার্শনিক
গ) রসায়নবিদ ঘ) প্রযুক্তিবিদ
৮। কোনটি বিশ্বগ্রাম প্রতিষ্ঠার চিন্তাধারাকে উদ্বুদ্ধ করে?
ক) ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার উন্নতি
খ) ইন্টারনেটের মাধ্যমে শিল্প ব্যবস্থার উন্নতি
গ) ইন্টারনেটের চিকিৎসা ব্যবস্থার উন্নতি
ঘ) ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি
৯। যে কোনো সভা বিশ্বগ্রামের অফিসে করতে হলে প্রয়োজন হবে-
i. ভিডিও কনফারেন্সিং সফ্টওয়্যার
ii. অডিও কনফারেন্সিং সফ্টওয়্যার
iii. সিমুলেশন সফটওয়্যার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১০। ভিডিও কনফারেন্সিংয়ের জন্য কোনটি প্রয়োজনীয় নয়?
ক) ওয়েবক্যাম
খ) ভিডিও ক্যাপচার কার্ড
গ) মাইক্রোফোন
ঘ) কার্ড রিডার
১১। কোনটি আবিষ্কারের ফলে বিশ্বব্যাপী যোগাযোগ সহজ হয়েছে?
ক) কম্পিউটার খ) টেলিফোন
গ) কৃত্রিম উপগ্রহ ঘ) টেলিগ্রাফ
১২। নিচের কোনটি গ্লোবাল আউটসোর্সিং মার্কেট প্লেস?
ক) আপওয়ার্ক খ) যমুনা
গ) ওয়ার্কার ঘ) ই-ওয়ার্ক
১৩। আউটসোর্সিং বলতে কী বুঝায়?
ক) অন্য দেশের কর্মী দ্বারা অনলাইনে কাজ করানো
খ) বহির্গমন
গ) চাকরী খোঁজার কেন্দ্র
ঘ) অন্য দেশে গবেষণার সুযোগ
১৪। গ্লোবাল আউটসোর্সিং মার্কেটপ্লেস-
i. ফ্রিল্যান্সার ডট কম ii. ইল্যান্স iii. গুরু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৫। ইন্টারনেটের সাহায্যে করা যায় –
i. পাঠ্য বিষয়ে সহায়তা
ii. ভর্তি কার্যক্রম সম্পন্ন
iii. অনলাইনে ক্লাস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৬। দূরশিখন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ছাত্রছাত্রীরা-
i. বাড়ির কাজ ইন্টারনেটের সহায়তায় জমা দিতে পারবে
ii. বিভিন্ন রকম অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে
iii. শিক্ষকের লেকচার নোটগুলো ওয়েবসাইটে দেখতে পারবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৭। রোগী দূরের ডাক্তারের কাছ থেকে সেবা পেতে পারে কোনটির মাধ্যমে?
ক) ভিডিও কনফারেন্স
খ) অনলাইন চ্যাটিং
গ) টেলিমেডিসিন
ঘ) ভয়েস কল
১৮। বর্তমান ব্যবসা-বাণিজ্যের চাবিকাঠি হল –
ক) ই-কমার্স
খ) ই-মেইল
গ) ইনল্যান্ড কমার্স
ঘ) ইন্টারনাল কমার্স
১৯। ই-কমার্সের সাথে সম্পর্কিত শব্দ হলো-
i. ক্রেডিট কার্ড
ii. ডেবিট কার্ড
iii. আইডেন্টিটি কার্ড
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২০। ২৪ ঘণ্টা ব্যাংকিং সুবিধা পাওয়া যায় কোন প্রযুক্তির মাধ্যমে?
ক) MICR খ) Fast-Track
গ) Fast-Cash ঘ) ATM
২১। প্রশাসনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারকে কী বলা হয়?
ক) G-Governance
খ) I-Governance
গ) E-Governance
ঘ) T-Governance
২২। অফিসে আইসিটি ব্যবহারের কারণ হলো-
i. নির্ভুলভাবে কাজ করা
ii. আভিজাত্য প্রকাশ
iii. দ্রুত কাজ করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৩। কোনটির কল্যাণে ঘরে বসেই বিশ্বকে হাতের মুঠোয় পাওয়া যাচ্ছে?
ক) ইন্টারনেট খ) টেলিভিশন
গ) টেলিফোন ঘ) মোবাইল ফোন
২৪। কোন মাধ্যম ব্যবহারে শিক্ষার্থীরা ঘরে বসে সব ধরনের শিক্ষা লাভ করতে পারে?
ক) কম্পিউটার খ) রেডিও
গ) অনলাইন ঘ) টিভি
Written by,
- Mizanur Rahman (Mizan)
- Lecturer in ICT, Shaheed Bir Uttam Lt. Anwar Girls’ College , Dhaka Cantonment
- Author at www.edupointbd.com
- Software Engineer at mands IT
- Former Lecturer in ICT, Cambrian College, Dhaka
- Email: mizanjust@gmail.com
- Cell: 01724351470