HSC ICT Chapter 5 এর ২০২৩, ২০১৯, ২০১৮, ২০১৭ ও ২০১৬ সালের বোর্ড প্রশ্ন সহ গুরুত্বপূর্ণ MCQ সমাধান। এই প্রশ্নগুলো বুঝে সমাধান করলে ভালো একটি প্রস্তুতি হবে বলে আশা করছি।
সি ভাষার উদ্ভাবক কে?
[ব. বোর্ড ২০২৩]
ক) জন স্ট্রাউস্ট্রাপ
খ) ডেনিস রিচি
গ) ড. ই. এফ কড
ঘ) ড. রেমন সি বারকুইন
সি প্রোগ্রামিং ভাষায় ডেটা (উপাত্ত) ইনপুট নেয়ার ফাংশন/কমান্ড কোনটি?
[ঢা. বোর্ড-২০১৬]
ক) main()
খ) printf()
গ) scanf()
ঘ) getch()
পরবর্তী লাইনে যাওয়ার জন্য ব্যবহৃত হয়–
[য. বোর্ড-২০১৯]
ক) \a
খ) \b
গ) \v
ঘ) \f
ব্যাকস্ল্যাশ
ক্যারেক্টার |
ব্যবহার |
\n | আউটপুট নতুন লাইনে প্রদর্শনের জন্য |
\t | আউটপুটে horizontal tab প্রদর্শনের জন্য |
\v | আউটপুটে vertical tab প্রদর্শনের জন্য |
\a | সতর্ক সংকেত প্রদানের জন্য |
\” | আউটপুটে ডাবল কোটেশন ( ” ) প্রদর্শনের জন্য |
\’ | আউটপুটে সিঙ্গেল কোটেশন ( ‘ ) প্রদর্শনের জন্য |
\\ | আউটপুটে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার ( \ ) প্রদর্শনের জন্য |
\? | আউটপুটে প্রশ্নবোধক চিহ্ন ( ? ) প্রদর্শনের জন্য |
getch() এর জন্য প্রয়োজনীয় হেডার ফাইল কোনটি?
[ব. বোর্ড-২০১৭]
ক) stdio.h
খ) conio.h
গ) math.h
ঘ) string.h
হেডার ফাইল হলো –
[কু. বোর্ড-২০১৭]
i. stdio.h
ii. math.h
iii. printf.h
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সি ভাষার লাইব্রেরী ফাংশন ও হেডার ফাইল:
লাইব্রেরী ফাংশন |
হেডার ফাইল |
scanf(),printf(), gets(), puts(), getchar(), putchar() |
<stdio.h> |
sqrt(), pow(), abs(), sin(), cos(), tan(), rand() |
<math.h> |
clrscr(), getch(), putch() |
<conio.h> |
strcpy(), strcat(), strcmp() |
<string.h> |
সি ভাষায় float টাইপ চলকের জন্য মেমোরিতে কত বিট জায়গা নেয়?
[রা. বোর্ড-২০১৭, ১৯]
ক) 16
খ) 32
গ) 48
ঘ) 64
সি ভাষায় ইন্টিজার ডেটা টাইপ কত বিটের?
[ঢা. বোর্ড-২০১৯]
ক) 8
খ) 16
গ) 32
ঘ) 48
float type ডেটা মেমোরীতে কত byte জায়গা দখল করে?
[চ. বোর্ড ২০২৩]
ক) ১
খ) ২
গ) ৪
ঘ) ৮
float ডেটা টাইপ কত বাইট জায়গা দখল করে?
[সি. বোর্ড ২০২৩]
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৮
double টাইপ ডাটা নির্ধারণে মেমোরিতে কত বাইট জায়গা প্রয়োজন?
[ব. বোর্ড ২০২৩]
ক) ২
খ) ৪
গ) ৮
ঘ) ১৬
‘float’ ডেটা টাইপ কত বাইট জায়গা দখল করে?
[ম. বোর্ড ২০২৩]
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৮
Fundamental or primitive or Basic or Built-in data types:
Data types | Key-word | Memory (Byte) |
Range |
Character | char | 1 | -128 to +127 |
Integer | int | 4 | -32768 to +32767 |
Floating Point | float | 4 | -3.4e38 to +3.4e38 |
Floating Point | double | 8 | -1.7e308 to +1.7e308 |
সি ভাষার ডিরাইভড ডেটা টাইপ কোনটি?
ক) int
খ) string
গ) array
ঘ) double
ফ্লোটিং ডেটার ফরম্যাট স্পেসিফায়ার কোনটি?
[য. বোর্ড-২০১৯]
ক) %c
খ) %d
গ) %f
ঘ) %s
Data Type |
Format Specifier |
char | %c |
int | %d |
float | %f |
double | %lf |
string | %s |
long int | %ld |
সি ভাষায় char টাইপ এর জন্য ফরম্যাট স্পেসিফায়ার কোনটি?
ক) %c
খ) %d
গ) %f
ঘ) %lf
ডেটা টাইপ ইন্টিজার এর ফরম্যাট স্পেসিফায়ার কোনটি?
[চ. বোর্ড ২০২৩]
ক) %c
খ) %i
গ) %d
ঘ) %if
double ডেটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কোনটি?
[রা. বোর্ড-২০১৭]
ক) %c
খ) %d
গ) %f
ঘ) %lf
সি ভাষার কী-ওয়ার্ড (সংরক্ষিত শব্দ) –
i. long
ii. for
iii. if
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
কী-ওয়ার্ড হলো একটি প্রোগ্রামিং ভাষায় পূর্ব-নির্ধারিত বা সংরক্ষিত কিছু শব্দ যা কম্পাইলারের কাছে পরিচিত এবং নির্দিস্ট অর্থ আছে।
char |
int | float | double | enum | struct | union | void |
long |
short | signed | unsigned | const | auto | if |
else |
switch |
case | default | for | while | do | break |
goto |
continue | static | sizeof | typedef | register | volatile | extern |
return |
নিচের কোনটি সঠিক চলকের নাম?
ক) roll-number-1
খ) roll_number_1
গ) roll_number 1
ঘ) 1roll_number
কোনটি সি ভাষার বৈধ্য চলক?
[ব. বোর্ড-২০১৯]
ক) main
খ) char
গ) My & roll
ঘ) My-roll
চলক লেখার নিয়মসমূহ-
- কেবলমাত্র বর্ণ (A-Z, a-z), সংখ্যা (০-৯) এবং underscore( _ ) ব্যবহার করা যাবে। এছাড়া অন্য কোন Special characters ও white space ব্যবহার করা যাবে না।
যেমন: n1, n_1, সঠিক। কিন্তু n@1, n 1, n\t1 সঠিক নয়।
- তবে প্রথম ক্যারেক্টার অবশ্যই বর্ণ অথবা underscore( _ ) হতে হবে।
যেমন: n1, _number সঠিক। কিন্তু 1n সঠিক নয়।
- কোন কী-ওয়ার্ড ব্যবহার করা যাবে না।
যেমন: for, while, if ইত্যাদি ব্যবহার করা যাবে না।
- ছোট এবং বড় হাতের অক্ষর ভিন্ন অর্থ বহন করে।
যেমন: number এবং NUMBER এক নয়।
নিচের কোনটি সঠিক চলক ঘোষণা?
[য. বোর্ড-২০১৯]
ক) int number-1
খ) int number_1
গ) int number 1
ঘ) int 1number
সি ভাষার বৈধ্য চলক কোনটি?
[ঢা. বোর্ড ২০২৩]
ক) ab@yahoo
খ) Roll107
গ) abc ny
ঘ) abc-n
কোনটি সঠিক চলক?
[রা. বোর্ড ২০২৩]
ক) 1number
খ) number1
গ) number 1
ঘ) number-1
চলক ঘোষণার ফরম্যাটঃ
Data_type variable_name;
যেমন: int number;
সি ভাষার ধ্রুবক ঘোষণা করার নিয়ম–
[চ. বোর্ড-২০১৯]
i. const float pi=3.1416;
ii. float pi=3.1416;
iii. #define pi 3.1416
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
ধ্রুবক ঘোষণার ফরম্যাট:
const কী-ওয়ার্ড ব্যবহার করে ধ্রুবক ঘোষণার ফরম্যাট:
const Const_type Const_name = Const_value;
#define প্রিপ্রসেসর ব্যবহার করে ধ্রুবক ঘোষণার ফরম্যাট:
#define Const_name Const_Value
সি ভাষার লজিক্যাল অপারেটর –
i. &&
ii. =
iii. ||
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
কোনটি লজিক্যাল অ্যান্ড অপারেটরের চিহ্ন?
[কু. বোর্ড-২০১৯]
ক) ।।
খ) !
গ) &&
ঘ) ==
সি ভাষার অপারেটরসমূহ:
- Arithmetic Operators [ +, -, *, /, % ]
- Relational Operators [ >, >=, <, <=, ==, != ]
- Logical Operators [ &&, ||, ! ]
- Assignment Operators [ =, +=, -=, *=, /=, %= ]
- Increment/Decrement Operators [++a or a++, –a or a–]
- Conditional Operators [ ? : ]
উদ্দীপকে ব্যবহৃত অপারেটর হচ্ছে-
[ব. বোর্ড-২০১৬]
x=100; x/=5; x=x%10;
i. Arithmetic
ii. Asignment
iii. Logical
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
কোনটি রিলেশনাল অপারেটর?
[ম. বোর্ড ২০২৩]
ক) OR
খ) AND
গ) +
ঘ) = =
x = 10;
y = x * 5;
y = y % 3;
উদ্দীপকে উল্লিখিত y চলকের সর্বশেষ মান কত?
[ম. বোর্ড ২০২৩]
ক) 0
খ) 1
গ) 2
ঘ) 3
y = p²x+2/3 এর সমতুল্য সি এক্সপ্রেশন হলো –
[রা. বোর্ড-২০১৭]
i. y = pow(2,p)*x + 2/3
ii. y = pow(p,2)*x + 2/3
iii. y = (p*p)*x + 2/3
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
গাণিতিক সমীকরণের ‘সি’ এক্সপ্রেশন:
সি ভাষার লাইব্রেরী ফাংশন হচ্ছে-
[ঢা. বোর্ড-২০১৯]
i. printf()
ii. scanf()
iii. add()
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সি ভাষার লাইব্রেরী ফাংশন কোনটি?
[কু. বোর্ড ২০২৩]
ক) printf()
খ) sum()
গ) average()
ঘ) if()
সি ভাষার লাইব্রেরী ফাংশন হচ্ছে-
i. main()
ii. strcpy()
iii. sqrt()
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
একটি স্ট্রিংয়ের দৈর্ঘ্য বের করার জন্য সি ল্যাংগুয়েজে কোন লাইব্রেরি ফাংশন ব্যবহার হয়?
[সি. বোর্ড ২০২৩]
ক) strcat()
খ) strcmp()
গ) strln()
ঘ) strlen()
সি ভাষার লাইব্রেরী ফাংশন ও হেডার ফাইল:
লাইব্রেরী ফাংশন |
হেডার ফাইল |
scanf(),printf(), gets(), puts(), getchar(), putchar() |
<stdio.h> |
sqrt(), pow(), abs(), sin(), cos(), tan(), rand() |
<math.h> |
clrscr(), getch(), putch() |
<conio.h> |
strcpy(), strcat(), strcmp() |
<string.h> |
সি এক্সপ্রেশন 10%2*3+3; এর মান কত?
ক) 0
খ) 3
গ) 7
ঘ) 10
সি এক্সপ্রেশন x=pow(3,2)+(5%2)+3; X এর মান কত?
ক) 10
খ) 11
গ) 12
ঘ) 13
‘C’ ভাষায় গাণিতিক অপারেটরের সাহায্যে-
[য. বোর্ড-২০২৩]
i. যোগ করা যায়
ii. ছোট বড় তুলনা করা যায়
iii. ভাগশেষ নির্ণয় করা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সি এক্সপ্রেশন pow((15/3-9/3), (17%5))-4+3*2+7; এর মান কত?
ক) -4
খ) 1
গ) 10
ঘ) 13
নিচের প্রোগ্রামের আউটপুট কোনটি?
#include<stdio.h> main() { int i=5, j, k; j = i++; k = ++j; printf("%d %d %d", i, j, k); }
ক) 5 5 6
খ) 5 6 6
গ) 6 6 6
ঘ) 5 6 5
X এর মান 5 হলে, এক্সপ্রেশন X + = 15 এর মান কত?
[ঢা. বোর্ড-২০২৩]
ক) 5
খ) 10
গ) 15
ঘ) 20
নিচের প্রোগ্রামের আউটপুট কোনটি?
[ব. বোর্ড-২০১৯]
#include<stdio.h> main() { int i,k; i=8; k = i++; printf(“i and k : %d %d", i, k); }
ক) 10 9
খ) 9 10
গ) 9 8
ঘ) 8 9
নিচের প্রোগ্রামের আউটপুট কোনটি?
#include<stdio.h> main() { int a; a = sqrt(9); printf(“%d”, a++); printf(“%d”, ++a); }
ক) 3 3
খ) 3 4
গ) 3 5
ঘ) 4 5
নিচের প্রোগ্রামের আউটপুট কোনটি?
#include<stdio.h> #include<math.h> main() { int i=1, j, k=1; j=i++; j+=pow(i,3); k%=j; printf("%d %d %d", i, j, k); }
ক) 2 10 9
খ) 2 9 1
গ) 2 10 3
ঘ) 2 11 3
নিচের প্রোগ্রামের আউটপুট কোনটি?
[ঢা. বোর্ড-২০১৯]
#include<stdio.h> main() { int a=3, b; b = 2*a; printf(“%d”, b); }
ক) 3
খ) 4
গ) 5
ঘ) 6
নিচের প্রোগ্রামের আউটপুট কোনটি?
[সি. বোর্ড-২০১৯]
#include<stdio.h> main() { int a, b; b = 50; a = b%25; printf(“%d”, a); }
ক) 0
খ) 2
গ) 25
ঘ) 50
নিচের X এর মান কত?
[ব. বোর্ড-২০১৬]
x=100; x/=5; x=x%10;
ক) 0
খ) 2
গ) 10
ঘ) 20
নিচের প্রোগ্রামের আউটপুট কোনটি?
[ব. বোর্ড-২০১৭]
#include<stdio.h> main() { int a, s=0; for (a=1; a<=5; a++) s = s + a; printf(“%d“, s); }
ক) 1
খ) 5
গ) 10
ঘ) 15
নিচের প্রোগ্রামের আউটপুট কোনটি?
[দি. বোর্ড-২০১৯]
#include<stdio.h> main() { int i, s=0; for (i=1; i<=6; i++) s = s + i; printf(“%d“, s); }
ক) 6
খ) 15
গ) 19
ঘ) 21
নিচের প্রোগ্রামের i এর মানের কী পরিবর্তনে আউটপুট ১২ হবে?
[দি. বোর্ড-২০১৯]
#include<stdio.h> main() { int i, s=0; for (i=1; i<=6; i++) s = s + i; printf(“%d“, s); }
ক) i=0, i=i+1
খ) i=1, i=i+2
গ) i=2, i=i+1
ঘ) i=2, i=i+2
নিচের প্রোগ্রামের আউটপুট কোনটি?
#include<stdio.h> main() { int i; for(i=1; i<8; i+=2) printf("%d", i); }
ক) 1 2 3 4 5 6 7
খ) 1 3 5 7
গ) 2 4 6 8
ঘ) 1 2 3 4 5 6 7 8
নিচের প্রোগ্রামের আউটপুট কোনটি?
[কু. বোর্ড-২০১৯]
#include<stdio.h> main() { int i; for (i=1; i<=10; i+=2) printf("%d", i); }
ক) 1 2 3 4 5 6 7 8 9
খ) 1 3 5 7 9
গ) 2 4 6 8 10
ঘ) 1 2 3 4 5 6 7 8 9 10
নিচের প্রোগ্রামটি রান করলে ICT কতবার প্রদর্শন করবে?
#include<stdio.h> main() { int i; for(i=1; i<=7; i=i+1){ if(i==5) continue; printf(“ICT\n”); } }
ক) 4
খ) 5
গ) 6
ঘ) 7
উদ্দীপকের প্রোগ্রামটিতে ‘HSC Exam’ কতবার প্রদর্শিত হবে?
[সকল বোর্ড-২০১৮]
for(i=1; i<=5; i++) { if(i==3) continue; printf(“HSC Exam\t”); }
ক) 1
খ) 2
গ) 4
ঘ) 5
নিচের প্রোগ্রামটি রান করলে ICT কতবার প্রদর্শন করবে?
#include<stdio.h> main() { int i; for(i=1; i<=7; i=i+1) { if(i==5) break; printf(“ICT\n”); } }
ক) 4
খ) 5
গ) 6
ঘ) 7
নিচের প্রোগ্রামটির আউটপুট কোনটি?
[চ. বোর্ড-২০১৯]
#include<stdio.h> main() { int x; for(x=5; x<=10; x++) { printf(“%d”, x); if(x==6) break; } }
ক) 5
খ) 5 6
গ) 5 7 8 9
ঘ) 6 7 8 9
নিচের প্রোগ্রামটি রান করলে ICT কতবার প্রদর্শন করবে?
#include<stdio.h> main() { int i; for(i=1; i<=7; i=i+1) { if(i==5) continue; if(i==6) break; printf(“ICT\n”); } }
ক) 4
খ) 5
গ) 6
ঘ) 7
নিচের প্রোগ্রামটিতে কতটি ভুল রয়েছে?
#include<studio.h> main() { INT a=3, b, c, d; b = 2*a; c=b%a d=pow(a,c); print("%d", d); }
ক) 4
খ) 5
গ) 6
ঘ) 7
সমপ্রকৃতির চলকের/ডেটার সমাবেশকে কী বলা হয়?
[সি. বোর্ড-২০১৭]
ক) স্ট্রাকচার
খ) ফাংশন
গ) লিংকড লিস্ট
ঘ) অ্যারে
- অ্যারে হলো একই ধরনের বা সমপ্রকৃতির চলকের সমাবেশ।
- অ্যারে একটি ডিরাইভড ডেটা টাইপ।
সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়?
[সকল বোর্ড-২০১৮]
ক) ফাংশন
খ) পয়েন্টার
গ) স্ট্রাকচার
ঘ) অ্যারে
একই ধরনের ডেটা সংরক্ষণ করে কোনটি?
[ঢা. বোর্ড-২০২৩]
ক) ফাংশন
খ) অ্যারে
গ) পয়েন্টার
ঘ) স্ট্রাকচার
নিচের কোনটি দ্বি-মাত্রিক অ্যারের উদাহরণ?
[রা. বোর্ড-২০১৭]
ক) mark[5,6]
খ) mark (5, 6)
গ) mark[5][6]
ঘ) mark (5)(6)
অ্যারে ঘোষণা :
Data_Type Array_Name [ array_size ];
যেমনঃ Data_Type Array_Name [row] [col];
নিচের উদ্দীপকটি পড় ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাও :
{ int a = 2, b; b = + + a; printf ("%d", b); }
১। উদ্দীপকে ‘b’ এর মান কত?
[ঢা. বোর্ড ২০২৩]
ক) 0
খ) 2
গ) 3
ঘ) 4
২। সিনট্যাক্সের কোন পরিবর্তনে আউটপুট 5 হবে?
[ঢা. বোর্ড ২০২৩]
ক) b = a++
খ) b = a – –
গ) b = a – 3
ঘ) b = a + 3
নিচের উদ্দীপকটি পড় ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
#include<stdio.h> void main ( ) { int i ; for(i=1; i<=5; i++) { printf("%d", i); } }
৩। উদ্দীপকে কোনটি কাউন্টার ডিক্লিয়ারেশন?
[রা. বোর্ড ২০২৩]
ক) i = 1;
খ) int i;
গ) i < = 5;
ঘ) i + +
৪। উদ্দীপকে প্রোগ্রামটি for লুপ ছাড়াও বাস্তবায়ন করা যাবে-
[রা. বোর্ড ২০২৩]
i. if … else
ii. if … goto
iii. do while
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও :
int x; for(x=5 ; x<=14; x=x+3) { if(x==11) break ; printf("ICT"); }
৫। প্রোগ্রাম রান করলে “ICT” লেখাটি কতবার প্রদর্শিত হবে?
[য. বোর্ড ২০২৩]
ক) 2
খ) 3
গ) 4
ঘ) 5
৬। break এর পরিবর্তে continue ব্যবহার করলে “ICT” লেখা কতবার প্রদর্শিত হবে?
[য. বোর্ড ২০২৩]
ক) 3
খ) 4
গ) 5
ঘ) 6
নিচের উদ্দীপকটি পড় ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও :
মীম একটি কম্পিউটার প্রোগ্রাম SQL ব্যবহার করে ইংরেজিতে ডেভেলোপ করল যা মানুষ সহজে বুঝতে পারে এবং তা কোনো কম্পিউটারের উপর নির্ভরশীল নয়।
৭। উদ্দীপকে উল্লিখিত প্রোগ্রামটি কোন ভাষায় রচিত?
[কু. বোর্ড ২০২৩]
ক) হাই লেভেল ভাষা
খ) চতুর্থ প্রজন্মের ভাষা
গ) মেশিন ভাষা
ঘ) অ্যাসেম্বলি ভাষা
৮। প্রোগ্রামটি অনুবাদ করার জন্য যে অনুবাদকে প্রোগ্রামের প্রয়োজন-
[কু. বোর্ড ২০২৩]
i. অ্যাসেম্বলার
ii. কম্পাইলার
iii. ইন্টার প্রেটার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও :
{ char name [ ? ]; int k, length; scanf ("%s", name); }
৯। তিনটি অক্ষর ইনপুটের জন্য “?” স্থানের সংখ্যাটি কী হবে?
[চ. বোর্ড ২০২৩]
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
১০। উদ্দীপকের syntax ব্যবহার করলে-
[চ. বোর্ড ২০২৩]
i. অক্ষরগুলো একত্রে থাকবে
ii. মোট অক্ষরের সংখ্যা জানা যাবে
iii. অক্ষরগুলো একবার ইনপুট নিবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও :
# include<stdio.h> int main( ) { int sum=0; int i=1; while(i<=8) { sum=sum+i; i=i+1; } printf("%d",sum); return 0; }
১১। প্রোগ্রামটির আউটপুট কত?
[সি. বোর্ড ২০২৩]
ক) 21
খ) 28
গ) 36
ঘ) 55
১২। ‘i’ এর মানের কোন পরিবর্তনে আউটপুট ’20’ হবে?
[সি. বোর্ড ২০২৩]
ক) i = 0, i = i + 1
খ) i = 1, i = i + 2
গ) i = 2, i = i + 1
ঘ) i = 2, i = i + 2
নিচের উদ্দীপকটি পড় ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও :
# include<stdio.h> int main ( ) { int p; for (p=0; p<=10; p++) { printf ("\n DHAKA"); } return O; }
১৩। প্রোগ্রামটি রান করলে “DHAKA” শব্দটি কতবার দেখাবে?
[ব. বোর্ড ২০২৩]
ক) ৯
খ) ১০
গ) ১১
ঘ) ১২
১৪। প্রোগ্রামটিতে কী ধরনের পরিবর্তন আনলে “DHAKA” শব্দটি ৫ বার প্রদর্শন করবে?
[ব. বোর্ড ২০২৩]
ক) p = 1, p = p + 2
খ) p = 0, p = p + 2
গ) p = 2, p + = 3
ঘ) p = 3, p = p + 3
নিচের উদ্দীপকটি পড় ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও :
# include <stdio.h> main( ) { int n, i, s; scanf("%d", &n); s = 0; for(i=1; i=<n; i=i+1) s = s+i; printf("%d", s); }
১৪। প্রোগ্রামটি রান করালে এবং কী বোর্ডে 5 টাইপ করলে কত ফলাফল পাওয়া যাবে?
[ম. বোর্ড ২০২৩]
ক) 6
খ) 10
গ) 15
ঘ) 21
১৫। কী বোর্ডে টাইপ করে ফলাফল 55 পেতে লুপ স্টেটমেন্টে কী ধরনের পরিবর্তন করতে হবে?
[ম. বোর্ড ২০২৩]
ক) s = s * i;
খ) s = s + i * i;
গ) s = s + i * i * i;
ঘ) s = s + i * i * i * i;
Written by,
- Mizanur Rahman (Mizan)
- Lecturer in ICT, Shaheed Bir Uttam Lt. Anwar Girls’ College , Dhaka Cantonment
- Founder & Author at www.edupointbd.com
- Software Engineer at mands IT
- Former Lecturer in ICT, Cambrian College, Dhaka
- Contact: 01724351470
I accept it positively…