SSC ICT Chapter 1: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ

SSC ICT Chapter 1 MCQ

একুশ শতক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি


১। একুশ শতকের পৃথিবীর অর্থনীতি কী ধরনের? (জ্ঞান)

ক) যান্ত্রিক

খ) জ্ঞান ভিত্তিক

গ) প্রাকৃতিক

ঘ) ব্যক্তিকেন্দ্রিক

 

২। কোন সময়কার সম্পদ হচ্ছে জ্ঞান? (জ্ঞান)

ক) অষ্টাদশ শতাব্দি

খ) উনবিংশ শতাব্দি

গ) বিংশ শতাব্দি

ঘ) একবিংশ শতাব্দি

 

৩। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিচের কোনটিকে ত্বরাান্তিত করে?

ক) Globalization

খ) Citizenship

গ) Industrialization

ঘ) skill

 

৪। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিচের কোনটিকে ত্বরাান্তিত করে?

ক) Citizenship

খ) Mechanism

গ) Industrialization

ঘ) Internationalization

 

৫। শিল্প বিপ্লব হয় কখন? (জ্ঞান)

ক) অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দি

খ) উনবিংশ থেকে বিংশ শতাব্দি

গ) বিংশ থেকে একবিংশ শতাব্দি

ঘ) একবিংশ শতাব্দি

 

৬। মানুষ কখন যন্ত্রের উপর নির্ভর করে অর্থনীতি নিয়ন্ত্রণ শুরু করে?

ক) অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দি

খ) উনবিংশ থেকে বিংশ শতাব্দি

গ) বিংশ থেকে একবিংশ শতাব্দি

ঘ) একবিংশ শতাব্দি

 

৭। জ্ঞান ভিত্তিক অর্থনীতির সূচনা হয় কবে? (জ্ঞান)

ক) অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দি

খ) উনবিংশ থেকে বিংশ শতাব্দি

গ) বিংশ থেকে একবিংশ শতাব্দি

ঘ) একবিংশ শতাব্দি

 

৮। নিচের কোনটি একবিংশ শতাব্দির প্রয়োজনীয় দক্ষতা? (জ্ঞান)

ক) সত্যবাদিতা

খ) মানুষের উপকার করা

গ) সৃজনশীলতা

ঘ) পারষ্পরিক অসহযোগীতা

 

৯। নিচের কোনটি একবিংশ শতাব্দির প্রয়োজনীয় দক্ষতা? (জ্ঞান)

ক) সত্যবাদিতা

খ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা

গ) মানুষের উপকার করা

ঘ) পারষ্পরিক অসহযোগীতা

 

১০। নিচের কোনটি একবিংশ শতাব্দির সবচেয়ে প্রয়োজনীয় দক্ষতা হিসেবে দ্রুত স্থান করে নিচ্ছে? (জ্ঞান) 

ক) বিশ্লেষণী চিন্তন দক্ষতা

খ) পারষ্পরিক অসহযোগীতা

গ) সৃজনশীলতা

ঘ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা

 

১১। একুশ শতকের সম্পদ কোনটি? (জ্ঞান)

ক) হ্যাকিং

খ) জ্ঞান

গ) কৃত্রিম বুদ্ধমত্তা

ঘ) সামাজিক যোগাযোগ

 

১২। জ্ঞান অন্বেষণ করতে পারে কোনটি? (জ্ঞান)

ক) রোবট

খ) কম্পিউটার

গ) মানুষ

ঘ) স্যাটেলাইট

 

১৩। জ্ঞান ব্যবহার করতে পারে কোনটি? (জ্ঞান)

ক) রোবট

খ) মানুষ

গ) কম্পিউটার

ঘ) ক্যালকুলেটর

 

১৪। একুশ শতকের পৃথিবীর অর্থনীতি কোনটির উপর দাঁড়াতে শুরু করেছে? (জ্ঞান)

ক) কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক

খ) যন্ত্রিক

গ) জ্ঞান ভিত্তিক

ঘ) নেটওয়ার্ক ভিত্তিক

 

SSC ICT সকল অধ্যায়ের MCQ

SSC ICT Chapter 1: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ

SSC ICT Chapter 2: কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা

SSC ICT Chapter 3 : আমার শিক্ষায় ইন্টারনেট

SSC ICT Chapter 4 : আমার লেখালেখি ও হিসাব

SSC ICT Chapter 5 : মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স

SSC ICT Chapter 6 : ডেটাবেজ এর ব্যবহার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উল্লেখযোগ্য ব্যক্তিত্ব


 

১৫। নিচের কোনটি আইসিটিকে হাতের মুঠোয় নিয়ে এসেছে?

ক) বিশ্লেষণী চিন্তন দক্ষতা

খ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা

গ) সৃজনশীলতা

ঘ) তারহীন যোগাযোগ ব্যবস্থা

 

১৬। নিচের কোনটি আইসিটিকে হাতের মুঠোয় নিয়ে এসেছে?

ক) বিশ্লেষণী চিন্তন দক্ষতা

খ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা

গ) মাইক্রোইলেকট্রনিক্সের বিকাশ

ঘ) সৃজনশীলতা

 

১৭। চার্লস ব্যাবেজকে কী বলা হয়? (জ্ঞান)

ক) কম্পিউটারের জনক

খ) রোবটের জনক

গ) মাইক্রোইলেকট্রনিক্সের জনক

ঘ) সৃজনশীলতার জনক

 

১৮। চার্লস ব্যাবেজ কী ছিলেন? (জ্ঞান)

ক) রসায়নবিদ

খ) পাদার্থবিদ

গ) গণিতবিদ

ঘ) পরমাণুর জনক

 

১৯। চার্লস ব্যাবেজ নিচের কোন যন্ত্রটি তৈরি করেন? (জ্ঞান)

ক) রোবট

খ) এনালিটিক্যাল ইঞ্জিন

গ) প্রিন্টার

ঘ) ওএমআর

 

২০। চার্লস ব্যাবেজ নিচের কোন যন্ত্রটি তৈরি করেন? (জ্ঞান)

ক) রোবট

খ) সার্ভার কম্পিউটার

গ) ডিফারেন্স ইঞ্জিন

ঘ) ওএমআর

 

২১। প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে? (জ্ঞান)

ক) চার্লস ব্যাবেজ

খ) অ্যাডা লাভলেস

গ) বিজ্ঞানী মার্কনী

ঘ) জগদীশ চন্দ্র বসু

 

২২। বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল কত সালে জন্মগ্রহণ করেন?

ক) ১৮৩০ সালে

খ) ১৮৩১ সালে

গ) ১৮৩২ সালে

ঘ) ১৮৩৩ সালে

 

২৩। বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তড়িৎ চুম্বকীয় বলের ধারণাদেন কত সালে? (জ্ঞান)

ক) ১৮২৯ সালে

খ) ১৮৩০ সালে

গ) ১৮৬০ সালে

ঘ) ১৮৩২ সালে

 

২৪। বিজ্ঞানী আইনস্টাইন কত সালে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)

ক) ১৮৭৯ সালে

খ) ১৮৮০ সালে

গ) ১৮৮১ সালে

ঘ) ১৮৮২ সালে

 

২৫। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)

ক) ১৮৫৫ সালে

খ) ১৮৫৬ সালে

গ) ১৮৫৭ সালে

ঘ) ১৮৫৮ সালে

 

২৬। ARPANET Gi এর পূর্ণ নাম কী? (জ্ঞান) 

ক) Advance Research Projects Agency Network

খ) Advance Research Protocol Agency Network

গ) Advance Research Projects Agency Notice

ঘ) Advance Research Projects Authority Network

 

২৭। স্টিভ জবস কত সালে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)

ক) ১৮৫৮ সালে

খ) ১৮৫৬ সালে

গ) ১৮৫৭ সালে

ঘ) ফেব্রুয়ারি ২৪, ১৯৫৫ সালে

 

২৮। বিজ্ঞানী চার্লস ব্যাবেজ কত সালে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)

ক) ১৭৮১ সালে

খ) ১৭৯১ সালে

গ) ১৮০১ সালে

ঘ) ১৮১১ সালে

 

২৯। বিজ্ঞানী চালস ব্যাবেজ কত সালে মৃত্যুবরণ করেন? (জ্ঞান)

ক) ১৮৭১ সালে

খ) ১৮৮১ সালে

গ) ১৮৯১ সালে

ঘ) ১৯১১ সালে

 

৩০। আধুনিক কম্পিউটারের জনক কে? (জ্ঞান)

ক) বিজ্ঞানী মার্কনী

খ) অ্যাডা লাভলেস

গ) চার্লস ব্যাবেজ

ঘ) জগদীশ চন্দ্র বসু

 

৩১। কত সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চালস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়? (জ্ঞান)

ক) ১৯৭১ সালে

খ) ১৯৮১ সালে

গ) ১৯৯১ সালে

ঘ) ১৯৯৫ সালে

 

৩২। এনালিটিক্যাল ইঞ্জিন তৈরি করার পরিকল্পনা করেন কে?

ক) বিজ্ঞানী মার্কনী

খ) অ্যাডা লাভলেস

গ) জগদীশ চন্দ্র বসু

ঘ) চার্লস ব্যাবেজ

 

৩৩। কত সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চালস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়? (জ্ঞান)

ক) ১৯৭১ সালে

খ) ১৯৮১ সালে

গ) ১৯৯১ সালে

ঘ)১৯৯৯ সালে

 

৩৪। অ্যাডা লাভলেস কত সালে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)

ক) ১৮০৫ সালে

খ) ১৮১৫ সালে

গ) ১৮২৫ সালে

ঘ) ১৮৫২ সালে

 

৩৫। অ্যাডা লাভলেস কত সালে মৃত্যুবরণ করেন? (জ্ঞান)

ক) ১৮০৫ সালে

খ) ১৮১৫ সালে

গ) ১৮২৫ সালে

ঘ) ১৮৫২ সালে

 

৩৬। তড়িৎ চুম্বকীয় বলের ধারণা দেন কে? (জ্ঞান)

ক) জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল

খ) অ্যাডা লাভলেস

গ) চার্লস ব্যাবেজ

ঘ) জগদীশ চন্দ্র বসু

 

৩৭। জেমস ক্লাক ম্যাক্সওয়েল কত সালে মৃত্যুবরণ করেন? (জ্ঞান)

ক) ১৮৫৯ সালে

খ) ১৮৬৯ সালে

গ) ১৮৭৯ সালে

ঘ) ১৮৮৯ সালে

 

৩৮। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কত সালে মৃত্যুবরণ করেন? (জ্ঞান)

ক) ১৯৩৭ সালে

খ) ১৯৪৭ সালে

গ) ১৯৫৭ সালে

ঘ) ১৯৬৭ সালে

 

৩৯। গুগলিয়েলমো মাকনি কত সালে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)

ক) ১৮৫৯ সালে

খ) ১৮৬৯ সালে

গ) ১৮৭৪ সালে

ঘ) ১৮৮৪ সালে

 

৪০। গুগলিয়েলমো মাকনি কত সালে মৃত্যুবরণ করেন? (জ্ঞান)

ক) ১৯৩৭ সালে

খ) ১৯৪৭ সালে

গ) ১৯৫৭ সালে

ঘ) ১৯৬৭ সালে

 

৪১। গুগলিয়েলমো মাকনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন? (জ্ঞান)

ক) বাংলাদেশ

খ) ইতালি

গ) জাপান

ঘ) অষ্ট্রেলিয়া

 

৪২। কোন শতকে ইলেকট্রনিক্স এর বিকাশ ঘটে? (জ্ঞান)

ক) আঠারো শতকে

খ) উনিশ শতকে

গ) বিশ শতকে

ঘ) একুশ শতকে

 

৪৩। সর্বপ্রথম মেইনফ্রেম কম্পিউটার তৈরি করে কোন কম্পানি?

ক) অ্যাপল

খ) মাইক্রোসফট

গ) ইনটেল

ঘ) আইবিএম

 

৪৪। আইবিএম কোম্পানি সবপ্রথম কোন কম্পিউটার তৈরি করে?

ক) মেইনফ্রেম

খ) মিনিফ্রেম

গ) মাইক্রো

ঘ) সুপার

 

৪৫। IBM এর পূর্ণ নাম কী? (জ্ঞান)

ক) Internet Business Machine

খ) Internal Business Machine

গ) Information Business Machine

ঘ) International Business Machine

 

৪৬। কোনটি আবিষ্কারের পরে সাশ্রয়ী কম্পিউটার তৈরির পথ সুগম হয়?

ক) মডেম

খ) ল্যানকাড

গ) মাইক্রোপ্রসেসর

ঘ) স্পিকার

 

৪৭। মাইক্রোপ্রসেসর আবিষ্কার হয় কত সালে? (জ্ঞান)

ক) ১৯৬১ সালে

খ) ১৯৭১ সালে

গ) ১৯৮১ সালে

ঘ) ১৯৮৫ সাল

 

৪৮। IP  এর পূর্ণ নাম কী? (জ্ঞান)

ক) Internet Protocol

খ) Internal Protocol

গ) Information Protocol

ঘ) International Protocol

 

৪৯। ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনা হয় কত সালে? (জ্ঞান)

ক) ১৯৬১ সালে

খ) ১৯৭১ সালে

গ) ১৯৮১ সালে

ঘ) ১৯৮৫ সালে

 

৫০। সর্বপ্রথম ই-মেইল সিস্টেম চালু করেন কে? (জ্ঞান)

ক) জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল

খ) অ্যাডা লাভলেস

গ) চার্লস ব্যাবেজ

ঘ) রেমন্ড স্যামুয়েল টমলিনসন

 

৫১। ই-মেইল এর জনক কে? (জ্ঞান)

ক) জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল

খ) অ্যাডা লাভলেস

গ) রেমন্ড স্যামুয়েল টমলিনসন

ঘ) চার্লস ব্যাবেজ

 

৫২। রেমন্ড স্যামুয়েল টমলিনসন কোন দেশের প্রোগ্রামার? (জ্ঞান)

ক) জাপান

খ) আমেরিকা

গ) ইতালি

ঘ) ব্রিটেন

 

৫৩। স্টিভ জবস কত সালে মৃত্যুবরণ করে? (জ্ঞান)

ক) ২০০৫ সালে

খ) ২০০৮ সালে

গ) ২০১১ সালে

ঘ) ২০১৫ সালে

 

৫৪। MS-DOS এর পূর্ণ নাম কী? (জ্ঞান) 

ক) Microsoft Disc Operation System

খ) Microsoft Disc Operating Server

গ) Microsoft Disc Operation Server

ঘ)  Microsoft Disc Operating System

 

৫৫। http এর পূর্ণ নাম কী? (জ্ঞান) 

ক) hyper text transfer protocol

খ) hyper text transection protocol

গ) hyper type transmission protocol

ঘ)  hyper text transfer pointer

 

৫৬। www এর জনক কে? (জ্ঞান)

ক) জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল

খ) টিমোথি জন ‘টিম’ বার্নাস-লি

গ) রেমন্ড স্যামুয়েল টমলিনসন

ঘ) চার্লস ব্যাবেজ

 

৫৭। টিমোথি জন ‘টিম’ বার্নাস-লি কত সালে জন্মগ্রহণ করেন?

ক) ১৯৪৫ সালে

খ) ১৯৫৫ সালে

গ) ১৯৬৫ সালে

ঘ) ১৯৭৫ সালে

 

৫৮। মার্ক জুকারবার্গ কত সালে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)

ক) ১৯৬৪ সালে

খ) ১৯৭৪ সালে

গ) ১৯৮৪ সালে

ঘ) ১৯৯৪ সালে

 

৫৯। মার্ক জুকারবার্গ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? (জ্ঞান)

ক) কেমব্রিজ বিশ্ববিদ্যালয়

খ) হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

গ) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়

 

৬০. বিজ্ঞানী চার্লস ব্যাবেজ – (অনুধাবন)

i) জন্মগ্রহণ করেন ১৭৯১ সালে

ii) মৃত্যুবরণ করেন ১৮৭১ সালে

iii) প্রোগ্রামিং এর জনক

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii      খ)  i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

৬১। বিজ্ঞানী অ্যাডা লাভলেস- (অনুধাবন)

i) জন্মগ্রহণ করেন ১৮১৫ সালে

ii) মৃত্যুবরণ করেন ১৮৫২ সালে

iii) প্রোগ্রামিং এর জনক

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii      খ)  i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

৬২। বিজ্ঞানী ম্যাক্সওয়েল – (অনুধাবন)

i) জন্মগ্রহণ করেন ১৮৩১ সালে

ii) মৃত্যুবরণ করেন ১৮৭৯ সালে

iii) তড়িৎ চুম্বকীয় বলের ধারণা দেন

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii      খ)  i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

৬৩। ফেসবুক হচ্ছে- (অনুধাবন)

i) সামাজিক যোগাযোগ সাইট

ii) প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ

iii) ব্যবহারকারীর সংখ্যা ২৯১ কোটি

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii      খ)  i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

৬৪। আইসিটিকে হাতের মুঠোয় নিয়ে এসেছে- (অনুধাবন)

i) তারহীন যোগাযোগ ব্যবস্থা

ii) কম্পিউটারের গণনা ক্ষমতা বৃদ্ধি

iii) ইলেকট্রনিক্স এর বিকাশ

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii      খ)  i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

৬৫। নেটওয়ার্ক প্রযুক্তি বিকাশের ফলে- (অনুধাবন)

i) বিভিন্ন দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়

ii) শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে

iii) বিকশিত হয় বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii      খ)  i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

ই-লার্নিং


৬৬। নিচের কোনটি ই-লার্নিং এর উপাদান? (জ্ঞান)

ক) বই-পুস্তক

খ) হাতে লেখা নোট

গ) ইন্টারনেট

ঘ) ওএমআর

 

৬৭। নিচের কোনটি ই-লার্নিং এর উপাদান? (জ্ঞান)

ক) বই-পুস্তক

খ) হাতে লেখা নোট

গ) ই-কমার্স

ঘ) টেলিভিশন চ্যানেল

 

৬৮। প্রচলিত পাঠদানের বিকল্প নয় কোনটি? (জ্ঞান)

ক) ই-পুর্জি

খ) ই-লার্নিং

গ) ই-কমার্স

ঘ) টেলিমিডিসিন

 

৬৯। ই-লার্নিং এর পূর্ণরূপ কী? (জ্ঞান)

ক) ইলেকট্রন লার্নিং

খ) ইলেকট্রনিক লার্নিং

গ) ইলেকট্রিক লার্নিং

ঘ) ইনটেলিজেন্ট লার্নিং

 

৭০। ইলেকট্রনিক লার্নিং এর সংক্ষিপ্তরূপ কী? (জ্ঞান)

ক) ই-লার্ন

খ) ই-কমার্স

গ) ই-লার্নিং

ঘ) ই-মেইল

 

৭১। সিডিরম ব্যবহার করে পাঠদান করার পদ্ধতিকে কী বলে?

ক) ই-লার্ন

খ) ই-লার্নার

গ) ই-লার্নিং

ঘ) ই-মেইল

 

৭২। CD এর পূর্ণ নাম কী? (জ্ঞান)

ক) Complete Disc

খ) Computer Disc

গ) Compact Drum

ঘ) Compact Disc

 

৭৩। টেলিভিশন চ্যানেল ব্যবহার করে পাঠদান করার পদ্ধ্যতিকে কী বলা হয়? (জ্ঞান)

ক) ই-লার্ন

খ) ই-লার্নার

গ) ই-লার্নিং

ঘ) ই-মেইল

 

৭৪। ই-লার্নিং পদ্ধ্যতিতে পাঠদান করার জন্য কোনটি ব্যবহার করা হয়?

ক) ইন্টারনেট

খ) ফ্যাক্স

গ) প্রিন্টার

ঘ) ই-মেইল

 

৭৫। সনাতন পদ্ধ্যতিতে পাঠদানের বিকল্প নয় কোনটি? (জ্ঞান)

ক) ইন্টারনেট

খ) ই-লার্নিং

গ) ই-লার্ন

ঘ) ই-লার্নার

 

৭৬। নিচের কোনটি সনাতন পদ্ধ্যতিতে পাঠদানের পরিপূরক?

ক) ই-মেইল

খ) ই-লার্নিং

গ) ই-লার্ন

ঘ) ই-লার্নার

 

৭৭। ই-লার্নিং পদ্ধ্যতিতে নিচের কোন অংশটুকু থাকে না? (জ্ঞান)

ক) মানবিক

খ) যান্ত্রিক

গ) সামাজিক

ঘ) প্রযুক্তি

 

৭৮। ই-লার্নিং পদ্ধ্যতিতে পাঠদান করার প্রক্রিয়াকে কী বলে?

ক) মানবিক

খ) যান্ত্রিক

গ) সামাজিক

ঘ) প্রযুক্তি

 

৭৯। ই-লার্নিং কে সফল করতে কাকে বেশি উদ্যেগী হতে হয়?

ক) শিক্ষক

খ) শিক্ষার্থী

গ) অভিভাবক

ঘ) প্রশাষক

 

৮০। শিক্ষাক্ষেত্রে বড় বড় সীমাবদ্ধতা কোনটি ব্যবহার করে সমাধান করা সম্ভব? (জ্ঞান)

ক) ই-লার্নিং

খ) ই-মেইল

গ) ই-লার্ন

ঘ) ই-লার্নার

 

৮১। ই-লার্নিং- (অনুধাবন)

i) পূর্ণরূপ ইলেকট্রনিক লার্নিং

ii) প্রচলিত পাঠদানের বিকল্প

iii) সনাতন পদ্ধতির পরিপূরক

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii      খ)  i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

৮২। ই-লার্নিং এর উপাদান- (অনুধাবন)

i) ফ্যাক্স

ii) ইন্টারনেট

iii) সিডিরম

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii      খ)  i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

৮৩। ই-লার্নিং এর উপাদান- (অনুধাবন)

i) ব্যক্তিগত নেটওয়ার্ক

ii) টেলিভিশন চ্যানেল

iii) সিডি-রম

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii      খ)  i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

ই- গভর্ন্যান্স


৮৪। সরকারি ব্যবস্থাসমূহকে আধুনিক ও যুগোপযোগী করার জন্য কোনটি প্রয়োজন? (জ্ঞান)

ক) এনালগ ব্যবস্থা প্রচলন

খ) ডিজিটাল ব্যবস্থা প্রচলন

গ) হাইব্রিড ব্যবস্থা প্রচলন

ঘ) কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ

 

৮৫। ই-গভর্ন্যান্স এর আওতাধীন শাসন ব্যবস্থায় কোনটি প্রয়োগ করা হয়? (জ্ঞান)

ক) এনালগ পদ্ধতি

খ) হাইব্রিড ব্যবস্থা প্রচলন

গ) ইলেকট্রনিক পদ্ধতি

ঘ) কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ

 

৮৬। যেকোনো দেশের নাগরিকদের হয়রানি ও বিড়ম্বনার অবসান ঘটে কোনটির কারণে? (জ্ঞান)

ক) এনালগ ব্যবস্থা প্রচলনে

খ) কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে

গ) হাইব্রিড ব্যবস্থা প্রচলনে

ঘ) ইলেকট্রনিক ব্যবস্থা প্রচলনে

 

৮৭। নিচের কোনটি শিক্ষা ক্ষেত্রে ই-গভর্ন্যান্সের উদাহরণ? (জ্ঞান)

ক) উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন নির্ভর আবেদন

খ) কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ

গ) কৃষিতে হাইব্রিড ব্যবস্থার প্রচলন

ঘ) অফিসের কার্যক্রমে এনালগ ব্যবস্থার প্রচলন

 

৮৮। জেলাপ্রশাসকের কার্যালয়ের সেবাগুলো ঝামেলাহীনভাবে পাওয়ার জন্য কী চালু হয়েছে? (জ্ঞান)

ক) জেলা অনলাইন কেন্দ্র

খ) জেলা ই-কমার্স কেন্দ্র

গ) জেলা ই-সেবা কেন্দ্র

ঘ) জেলা মোবাইল সার্ভিস সেন্টার

 

৮৯। যেকোনো সিদ্ধান্ত গ্রহণে ৮০-৯০ শতাংশ সময় কম লাগছে কেন? (জ্ঞান)

ক) জেলা অনলাইন কেন্দ্র স্থাপনের কারণে

খ) ই-কমার্স কেন্দ্র প্রতিষ্ঠার কারণে

গ) জেলা ই-সেবা কেন্দ্র চালু করার করণে

ঘ) তথ্যের ডিজিটাল করণের কারণে

 

৯০। বিদ্যুৎ এর বিল বর্তমানে কীভাবে পরিশোধ করা যায়? (জ্ঞান)

ক) জেলা অনলাইন কেন্দ্র স্থাপন করে

খ) মোবাইলফোন ব্যবহার করে

গ) জেলা ই-সেবা কেন্দ্র চালু করে

ঘ) তথ্যের ডিজিটালকরণ করে

 

৯১। গভর্নান্সের মূল বিষয় কোনটি? (জ্ঞান)

ক) জেলা অনলাইন কেন্দ্র স্থাপন করা

খ) তথ্যের ডিজিটালকরণ করা

গ) জেলা ই-সেবা কেন্দ্র চালু করা

ঘ) নাগরিকদের জীবনমান উন্নত করা

 

৯২। গভর্নান্সের মূল বিষয় কোনটি? (জ্ঞান)

ক) জেলা অনলাইন কেন্দ্র স্থাপন করা

খ) তথ্যের ডিজিটালকরণ করা

গ) নাগরিকদের জীবনমান হয়রানিমুক্ত রাখা

ঘ) নাগরিকদের জন্য ই-সেবা কেন্দ্র চালু করা

 

৯৩। কোনো কোনো কার্যক্রমের সময় ২৪*৭*৩৬৫ দিনে পরিণত করা যায় কীসের মাধ্যমে? (জ্ঞান)

ক) ই-গভর্ন্যান্সের কারণে

খ) ই-কমার্স কেন্দ্র প্রতিষ্ঠার কারণে

গ) জেলা ই-সেবা কেন্দ্র চালু করার করণে

ঘ) তথ্যের ডিজিটাল করণের কারণে

 

৯৪। কোনটির কারণে সরকারি দপ্তরসমূহের মধ্যে আন্ত:সংযোগ বৃদ্ধি পায়? (জ্ঞান)

ক) ই-কমার্স কেন্দ্র প্রতিষ্ঠার কারণে

খ) ই-গভর্ন্যান্সের কারণে

গ) জেলা ই-সেবা কেন্দ্র চালু করার করণে

ঘ) তথ্যের ডিজিটাল করণের কারণে

 

৯৫। একটি দেশের সুশাসনের জন্য কোনটি প্রয়োজন? (জ্ঞান)

ক) ই-কমার্স কেন্দ্র

খ) ই-গভর্ন্যান্স

গ) জেলা ই-সেবা কেন্দ্র

ঘ) তথ্যের ডিজিটাল করণ

 

৯৬। ই-গভর্ন্যান্স এর কারণে- (অনু)

i) সিদ্ধান্ত গহণে ৮০-৯০ শতাংশ সময় কম লাগছে

ii) বিভিন্ন দপ্তরের সক্ষমতা ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে

iii) অনলাইনে নাগরিক পরিসেবাসমূহের বিল পরিশোধ করা যাচ্ছে

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii      খ)  i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

৯৭। বিদ্যুৎ, পানি, গ্যাস ইত্যাদির বিল পরিশোধ করা যায়- (অনু)

i) মোবাইলফোনে

ii) স্যাটেলাইটে

iii) অনলাইনে

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii      খ)  i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

৯৮। কোনো দেশের শাসন ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগকে কী বলে? (জ্ঞান)

ক) ই-গর্ভন্যান্স

খ) ই-মেইল

গ) ই-লার্নিং

ঘ) ই-কমার্স

 

৯৯। নিচের কোনটিতে স্বচ্ছতা ও জবাবদিহীমূলক ব্যবস্থা থাকা দরকার? (জ্ঞান)

ক) গবেষণা

খ) সুশাসন

গ) ব্যাড গর্ভন্যান্স

ঘ) ই-কমার্স

 

১০০। গুড গর্ভন্যান্স কী? (জ্ঞান)

ক) অস্বচ্ছতা

খ) স্বচ্ছতা ও অদক্ষতামূলক ব্যবস্থা

গ) স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ব্যবস্থা

ঘ) জবাবদিহিবিহীন ব্যবস্থা

 

১০১। ই-গর্ভন্যান্স কী? (জ্ঞান)

ক) ডিজিটাল লার্নিং

খ) শাসন ব্যবস্থায় ইলেকট্রনিক পদ্ধতির প্রয়োগ

গ) স্বচ্ছতা ও অদক্ষতামূলক ব্যবস্থা

ঘ) শিক্ষাব্যবস্থায় ডিজিটাল কনটেন্ট এর ব্যবহার

 

১০২। জেলা প্রশাসকের কার্যালয়ের সকল সেবা ঝামেলাহীনভাবে পাওয়ার জন্য কোনটি চালু হয়েছে? (জ্ঞান)

ক) জেলা ই-কমার্স কেন্দ্র

খ) জেলা টেলিমেডিসিন কেন্দ্র

গ) জেলা ই-পুর্জি কেন্দ্র

ঘ) জেলা ই-সেবা কেন্দ্র

 

১০৩। জেলা ই-সেবা কেন্দ্র চালুর ফলে ২/৩ সপ্তাহের কাজ এখন কত দিনে পাওয়া যাচ্ছে? (জ্ঞান)

ক) ১-৩ দিনে

খ) ২-৫ দিনে

গ) ৩-৬ দিনে

ঘ) ৪-৭ দিনে

 

১০৪। কোনটি চালুর ফলে জেলার ২/৩ সপ্তাহের কাজ ২-৫ দিনে পাওয়া যাচ্ছে? (জ্ঞান)

ক) ই-কমার্স কেন্দ্র

খ) টেলিমেডিসিন কেন্দ্র

গ) ই-পুর্জি কেন্দ্র

ঘ) ই-সেবা কেন্দ্র

 

১০৫। গর্ভন্যান্স এর মূল বিষয় কোনটি? (জ্ঞান)

ক) নাগরিকের জীবনমান উন্নত করা

খ) নাগরিকের জীবন হয়রানিযুক্ত করা

গ) নাগরিকের মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া

ঘ) নাগরিকের কর্মসংস্থানের ব্যবস্থা করা

 

১০৬। ATM এর পূর্ণ নাম কী? (জ্ঞান)

ক) Asynchronous Trailer Machine

খ) Automated Trail Machine

গ) Automated Teller Machine

ঘ)  Automated Transfer Machine

 

১০৭। জেলা ই-সেবা কেন্দ্র চালুর ফলে সকল সেবা পাওয়া যায়-

i) স্বল্প সময়ে

ii) কম খরচে

iii) ঝামেলাহীনভাবে

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii      খ)  i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

১০৮। বিদ্যুৎ, গ্যাস, পানি ইত্যাদির বিল পরিশোধের গতানুগতিক পদ্ধতি হলো- (অনুধাবন)

i) সময়সাপেক্ষ

ii) যন্ত্রণাদায়ক

iii) আরামদায়ক

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii      খ)  i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

১০৯। ৩৬৫ দিন ২৪ ঘন্টা চালু সেবা সমূহ হলো- (অনুধাবন)

i) ATM সেবা

ii) মোবাইল ব্যাংকিং

iii) তথ্য সেবা

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii      খ)  i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

১১০। ই-গর্ভন্যান্স চালুর ফলে সরকারি দপ্তরসমূহের মধ্যে-

i) আন্ত:সংযোগ বৃদ্ধি পেয়েছে

ii) কর্মীদের দক্ষতা বৃদ্ধি পেয়েছে

iii) সেবা প্রদানে অস্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii      খ)  i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

ই-সার্ভিস ও বাংলাদেশ


১১১। কিসের মাধ্যমে আখচাষিরা তাৎক্ষণিকভাবে পূর্জির তথ্য পাচ্ছে? (জ্ঞান)

ক) ই-মেইল

খ) ই-গভর্ন্যান্স

গ) এসএমএস

ঘ) টেলিমেডিসিন

 

১১২। SMS এর পূর্ণ নাম কী? (জ্ঞান)

ক) Short Message Service

খ) Short Multimedia Service

গ) Server Message Service

ঘ) Server Multimedia Service

 

১১৩। কোনটির কারণে চিনিকলের উৎপাদন বেড়েছে? (জ্ঞান)

ক) ই-মেইল

খ) ই-পূর্জি

গ) ই-গভর্ন্যান্স

ঘ) টেলিমেডিসিন

 

১১৪। আখচাষীদের হয়রানি ও বিড়ম্বনার অবসান হয়েছে কোনটির কারণে? (জ্ঞান)

ক) ই-মেইল

খ) ই-পর্চা

গ) ই-গভর্ন্যান্স

ঘ) ই-পূর্জি

 

১১৫। EMTS এর পূর্ণ নাম কী? (জ্ঞান)

ক) Electronic Money Transfer Server

খ) Easy Money Transfer System

গ) Electronic Money Transfer System

ঘ) Electronic Money Transport System

 

১১৬। কোনটির কারণে রোগীরা ঘরে বসে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাচ্ছেন? (জ্ঞান)

ক) টেলিমেডিসিন

খ) ই-পর্চা

গ) ই-গভর্ন্যান্স

ঘ) ই-পূর্জি

 

১১৭। মোবাইলফোনে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়াকে কী বলে? (জ্ঞান)

ক) ই-পর্চা

খ) ই-স্বাস্থ্যসেবা

গ) ই-গভর্ন্যান্স

ঘ) ই-পূর্জি

 

১১৮। বর্তমানে বাংলাদেশ রেলওয়ের টিকিট কোথায় কাটা যায়?

ক) ফ্যাক্সে

খ) ই-স্বাস্থ্যসেবা কেন্দ্রে

গ) টেলিভিশনে

ঘ) মোবাইলফোনে

 

১১৯। রেলওয়ের টিকেট ক্রয় করার বিভিন্ন সেবা হচ্ছে-

i) মোবাইল টিকেটিং

ii) স্যাটেলাইটে

iii) ই-টিকেটিং

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii      খ)  i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১২০ ও ১২১ প্রশ্নের উত্তর দাও।

আজাদ সাহেব ট্রেনের টিকেট ক্রয় করার জন্য লাইনে দাঁড়ালো। লাইনটি অনেক দীর্ঘ হওয়ার কারণে তিনি পকেটে থাকা ডিজিটাল যন্ত্রটি বের করে টিকেট ক্রয় করলেন।

১২০। আজাদ সাহেবের টিকেট ক্রয় করার জন্য ব্যবহৃত পদ্ধতির নাম কী? (অনুধাবন)

ক) ই-পর্চা

খ) ই-টিকেটিং

গ) মোবাইল টিকেটিং

ঘ) ই-পূর্জি

 

১২১। টিকেটটি ক্রয় করার জন্য আজাদ সাহেবের প্রয়োজন-

i) মোবাইলফোন

ii) ইন্টারনেট

iii) ক্রেডিটকার্ড

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii      খ)  i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১২২ ও ১২৩ প্রশ্নের উত্তর দাও।

একটি গ্রামের স্কুলে কর্মরত মাহাফুজ স্যারের হঠাৎ প্রচন্ড মাথাব্যাথা শুরু হলো। জেলা স্বাস্থ্যকেন্দ্র অনেক দূরে হওয়ার কারণে তিনি পকেটে থাকা ডিজিটাল যন্ত্রটি বের করে ডাক্তারের পরামর্শ নিলো।

১২২। মাহাফুজ স্যার ডাক্তারের কাছে কোন পদ্ধতি ব্যবহার করে পরামর্শ নিলো? (অনুধাবন)

ক) ই-পর্চা

খ) ই-টিকেটিং

গ) মোবাইল টিকেটিং

ঘ) টেলিমেডিসিন

 

১২৩। উদ্দীপকে ডাক্তারের নিকট মাহাফুজ স্যারের সেবা নেওয়ার জন্য প্রয়োজন – (প্রয়োগ)

i) মোবাইলফোন

ii) ইন্টারনেট

iii) ক্রেডিটকার্ড

নিচের কোনটি সঠিক ?

ক) i            খ)  i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

১২৪। ইলেকট্রনিক মাধ্যমে সেবা প্রদানের পদ্ধতিকে কী বলে?

ক) ই-মেইল

খ) ই-পর্চা

গ) ই-সার্ভিস

ঘ) ই-টিকেট

 

১২৫। নিচের কোনটি ই-সেবার প্রধান বৈশিষ্ট্য ? (জ্ঞান)

ক) ই-মেইলে সকল সেবা প্রদান করা

খ) স্বল্প সময়ে সেবা নিশ্চিত করা

গ) স্বল্প পরিসরে সেবা প্রদান করা

ঘ) হয়রানিমুক্ত সেবা প্রদান করা

 

১২৬। স্বল্প খরচে সেবা নিশ্চিত করা নিচের কোনটির প্রধান বৈশিষ্ট্য ? (জ্ঞান)

ক) ই-মেইল

খ) ই-পর্চা

গ) ই-সার্ভিস

ঘ) ই-কমার্স

 

১২৭। অনলাইনে আয়কর হিসাব জমাদান কী ধরনের সেবা? (জ্ঞান)

ক) ই-সার্ভিস

খ) ই-পর্চা

গ) ই-মেইল

ঘ) ই-কমার্স

 

১২৮। টেলিমেডিসিন কী ধরনের সেবা ? (জ্ঞান)

ক) ই-কমার্স

খ) ই-পর্চা

গ) ই-মেইল

ঘ) ই-সার্ভিস

 

১২৯। এসএমএস এর মাধ্যমে আখচাষীদের আখ সরবরাহ করার অনুমতিপত্রকে কী বলে ? (জ্ঞান)

ক) ই-কমার্স

খ) ই-পর্চা

গ) ই-মেইল

ঘ) ই-পূর্জি

 

১৩০। আখচাষীদের হয়রানি ও বিড়ম্বনার অবসান হয়েছে কোনটির মাধ্যমে ? (জ্ঞান)

ক) ই-পূজি

খ) ই-পর্চা

গ) ই-মেইল

ঘ) ই-কমার্স

 

১৩১। SMS এর পূর্ণ নাম কী? (জ্ঞান)

ক) Short Message Service

খ) Short Multimedia Service

গ) Short Media Service

ঘ) Short Message Server

 

১৩২। বর্তমানে দেশের সকল জমির রেকর্ডের অনুলিপি কোথা থেকে সংগ্রহ করা যায় ? (জ্ঞান)

ক) অনলাইনে

খ) স্যাটেলাইটে

গ) ফ্যাক্সে

ঘ) ক্রেডিটকার্ডে

 

১৩৩। অনলাইনে টিকেট কাঁটাকে কী বলে ? (জ্ঞান)

ক) মোবাইল টিকেটিং

খ) ই-টিকেটিং

গ) টেলিমেডিসিন

ঘ) ই-মেইল

 

১৩৪। EMTS এর পূর্ণ নাম কী? (জ্ঞান)

ক) Electronic Money Transfer Server

খ) Easy Money Transfer System

গ) Electronic Money Transfer System

ঘ) Electronic Money Transport System

 

১৩৫। সেবাপ্রদানে ডিজিটাল পদ্ধতি চালুর ফলে- (অনুধাবন)

i) অনলাইনে টিকেট কাটা যায়

ii) অনলাইনে লাইনে দাঁড়ানো যায়

iii) অনলাইনে মূল্য পরিশোধ করা যায়

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii     খ)  i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

১৩৬। বাংলাদেশ সরকারের যেসকল জায়গায় ই-সেবা চালু হয়েছে-

i) বিভিন্ন মন্ত্রণালয়

ii) বিভিন্ন বিভাগ

iii) বিভিন্ন অধিদপ্তর

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii     খ)  i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

১৩৭। বিভিন্ন ধরনের ই-সেবা হলো- (অনুধাবন)

i) ই-পূর্জি

ii) ই-পর্চা

iii) টেলিমেডিসিন

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii     খ)  i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

১৩৮। দেশের বিভিন্ন অঞ্চলে ই-এমটিএস এর মাধ্যমে- (অনুধাবন)

i) নিরাপদে টাকা পাঠানো যায়

ii) দ্রুত টাকা পাঠানো যায়

iii) কম খরচে টাকা পাঠানো যায়

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii       খ)  i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

ই-কমার্স ও বাংলাদেশ


১৩৯। ইন্টারনেটে দোকান খোলার জন্য কোনটি প্রয়োজন? (জ্ঞান)

ক) ফ্যাক্স

খ) ওয়েবসাইট

গ) টেলিভিশন

ঘ) মোবাইলফোন

 

১৪০। ইন্টারনেটে বিক্রেতা কোনো পণ্যের মূল্য পরিশোধের জন্য কী ব্যবহার করেন? (জ্ঞান)

ক) ফ্যাক্স

খ) ওয়েবসাইট

গ) টেলিভিশন

ঘ) ডেবিট কার্ড

 

১৪১। COD এর পূর্ণ নাম কী? (জ্ঞান)

ক) Click On Delivery

খ) Cash On Demand

গ) Cash On Delivery

ঘ) Check On Delivery

 

১৪২। পণ্য প্রাপ্তির পর মূল্য পরিশোধ করাকে কী বলে? (জ্ঞান)

ক) CPU

খ) COD

গ) IPS

ঘ) CD

 

১৪৩। কত সাল থেকে বংলাদেশে ই-কমার্স এর প্রসার হচ্ছে ?

ক) ২০১০-১১

খ) ২০১১-১২

গ) ২০১২-১৩

ঘ) ২০১৩-১৪

 

১৪৪। ইন্টারনেটে ক্রেতা কোনো পণ্যের মূল্য পরিশোধের জন্য ব্যবহার করেন- (অনুধাবন)

i) ক্রেডিট কার্ড

ii) ডেবিট কার্ড

iii) মোবাইল ব্যাংকিং

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii      খ)  i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটি


১৪৫। নিচের কোনটি বড় আকারের কর্মবাজার সৃষ্টি করেছে?

ক) ফ্যাক্স

খ) ওয়েবসাইট

গ) ই-গভর্ন্যান্স

ঘ) আইসিটি

 

১৪৬। কর্মক্ষেত্রে আইসিটির কয় ধরনের প্রভাব লক্ষ্য করা যায়?

ক) এক

খ) দুই

গ) তিন

ঘ) চার

 

১৪৭। প্রচলিত কর্মক্ষেত্রে কোনটি প্রয়োগের ফলে কর্মদক্ষতা বৃদ্ধি পাচ্ছে ? (জ্ঞান)

ক) ই-কমার্স

খ) মোবাইল

গ) ফ্যাক্স মেশিন

ঘ) আইসিটি

 

১৪৮। বর্তমানে চাকরির ক্ষেত্রে কোনটি প্রাথমিক যোগ্যতা হিসেবে ব্যবহৃত হচ্ছে ? (জ্ঞান)

ক) আইসিটি ব্যবহার দক্ষতা

খ) প্রতিষ্ঠান চালানোর দক্ষতা

গ) ফ্যাক্স মেশিন ব্যবহারে দক্ষতা

ঘ) গাড়ি চালানোর দক্ষতা

 

১৪৯। তথ্যপ্রযুক্তিতে নতুন দক্ষ কর্মীর জন্য বিরাট ক্ষেত্র হচ্ছে-

i) ওয়েবসাইট নির্মাণ

ii) ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ

iii) সফটওয়্যার তৈরি

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii     খ)  i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

সামাজিক যোগাযোগ ও আইসিটি


১৫০। বর্তমানে সামাজিক যোগাযোগ বলতে কোনটি বোঝায়?

ক) ফ্যাক্সে যোগাযোগ

খ) ভার্চুয়াল যোগাযোগ

গ) সরাসরি যোগাযোগ

ঘ) মোবাইলে যোগাযোগ

 

১৫১। ভার্চুয়াল যোগাযোগে কোনটি ব্যবহার করা হয়? (জ্ঞান)

ক) ই-মেইল

খ) ফ্যাক্স

গ) রোবট

ঘ) প্রিন্টার

 

১৫২। ভার্চুয়াল যোগাযোগে ব্যবহৃত ওয়েবসাইট কোনটি? (জ্ঞান)

ক) www.yahoo.com

খ)  www.gmail.com

গ) www.twitter.com

ঘ)  www.avast.com

 

১৫৩। সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি?

ক) www.yahoo.com

খ) www.gmail.com

গ) www.facebook.com

ঘ) www.avast.com

 

১৫৪। ফেসবুকের আবিষ্কারক কে? (জ্ঞান)

ক) মার্ক জুকারবার্গ

খ) অ্যাডা লাভলেস

গ) জগদীশ চন্দ্র বসু

ঘ) চার্লস ব্যাবেজ

 

১৫৫। ফেসবুক আবিষ্কার হয় কত সালে? (জ্ঞান)

ক) ২০০০ সালের ৪ঠা ফেব্রুয়ারি

খ) ২০০৪ সালের ৪ঠা ফেব্রুয়ারি

গ) ২০০৮ সালের ৪ঠা ফেব্রুয়ারি

ঘ) ২০১২ সালের ৪ঠা ফেব্রুয়ারি

 

১৫৬। কোন ওয়েবসাইটে যেকোনো প্রতিষ্ঠান তাদের নিজস্ব পেজ খুলতে পারে? (জ্ঞান)

ক) www.yahoo.com

খ) www.gmail.com

গ) www.facebook.com

ঘ) www.avast.com

 

১৫৭। কোন ওয়েবসাইটে সমমনা বন্ধুরা মিলে কোনো গ্রুপ চালু করতে পারে? (জ্ঞান)

ক) www.facebook.com

খ) www.gmail.com

গ) www.yahoo.com

ঘ) www.avast.com

 

১৫৮। মার্চ-২০১৫ পর্যন্ত ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত? (জ্ঞান)

ক) ১৪০৫ মিলিয়ন

খ) ১৪১০ মিলিয়ন

গ) ১৪১৫ মিলিয়ন

ঘ) ১৪২০ মিলিয়ন

 

১৫৯। ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা জরীপকৃত প্রতিষ্ঠনটির ওয়েবসাইটের নাম কী? (জ্ঞান)

ক) www.facebook.com

খ) www.gmail.com

গ) www.yahoo.com

ঘ) www.stastica.com

 

১৬০। কত সালের রিপোর্ট অনুযায়ী ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১৪১৫ মিলিয়ন? (জ্ঞান)

ক) মার্চ-২০১৩

খ) মার্চ-২০১৪

গ) মার্চ-২০১৫

ঘ) মার্চ-২০১৬

 

১৬১। টুইটারে বার্তা প্রেরণে সর্বোচ্চ কত ক্যারেক্টার ব্যবহার করা যায়? (জ্ঞান)

ক) ১১০

খ) ১২০

গ) ১৩০

ঘ) ১৪০

 

১৬২। নিচের কোনটি মাইক্রোব্লগিং ওয়েবসাইট? (জ্ঞান)

ক) www.twitter.com

খ) www.gmail.com

গ) www. facebook.com

ঘ) www.stastica.com

 

১৬৩। টুইটারে ১৪০ অক্ষরের বার্তাকে কী বলে ? (জ্ঞান)

ক) follower

খ) tweet

গ) grouping

ঘ) follow

 

১৬৪। তথ্যপ্রযুক্তি বিকাশের ফলে বর্তমানে যোগাযোগ- (অনুধাবন)

i) অনেক সহজ

ii) অনেক সাশ্রয়ী

iii) অনেক নিরাপদ

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii     খ)  i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

১৬৫। আইসিটি ভিত্তিক সামাজিক যোগাযোগে ব্যবহার করা হয়-

i) মোবাইল ফোন

ii) ব্লগিং

iii) ই-মেইল

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii     খ)  i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

১৬৬। যেসকল ওয়েবসাইটে যেকোনো প্রতিষ্ঠান তাদের নিজস্ব পেজ খুলতে পারে- (অনুধাবন)

i) www.plus.google.com

ii) www.facebook.com

iii) www.twitter.com

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii      খ)  i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

বিনোদন ও আইসিটি


১৬৭। বিনোদনের জন্য মানুষ কোনটি সবচেয়ে বেশি ব্যবহার করে?

ক) রোবট

খ) ফ্যাক্স

গ) কম্পিউটার

ঘ) প্রিন্টার

 

১৬৮। কোনটির কারণে দ্রুতগতির ইন্টারনেট সহজলভ্য হতে শুরু করেছে? (জ্ঞান)

ক) ফাইবার অপটিক নেটওয়ার্ক

খ) মোবাইল নেটওয়ার্ক

গ) লোকাল এরিয়া নেটওয়ার্ক

ঘ) ওয়্যারলেস নেটওয়ার্ক

 

১৬৯। ফাইবার অপটিক নেটওয়ার্ক এর কারণে কোনটি সহজলভ্য হতে শুরু করেছে? (জ্ঞান)

ক) দ্রুতগতির ফ্যাক্স

খ) দ্রুতগতির মোবাইল

গ) দ্রুতগতির ইন্টারনেট

ঘ) ওয়্যারলেস নেটওয়ার্ক

 

১৭০। কোনটি ব্যবহার করে সরাসরি গান বা চলচ্চিত্র উপভোগ করা যায়? (জ্ঞান)

ক) দ্রুতগতির ফ্যাক্স

খ) দ্রুতগতির প্রিন্টার

গ) ওয়্যারলেস নেটওয়ার্ক

ঘ) দ্রুতগতির ইন্টারনেট

 

১৭১। রেডিও বা টেলিভিশন চ্যানেল কোনটি ব্যবহার করে উপভোগ করা যায়? (জ্ঞান)

ক) ফ্যাক্স

খ) রোবট

গ) প্রিন্টার

ঘ) ইন্টারনেট

 

১৭২। সারা বিশ্বে বিনোদনের নতুন ক্ষেত্র কোনটি? (জ্ঞান)

ক) রেডিও

খ) টেলিভিশন চ্যানেল

গ) কম্পিউটার গেম

ঘ) ইন্টারনেট

 

১৭৩। সারা বিশ্বে কোনটির বিশাল শিল্প তৈরি হয়েছে? (জ্ঞান)

ক) রেডিও

খ) কম্পিউটার গেম

গ) ইন্ট্রানেট

ঘ) ই-কমার্স

 

১৭৪। ছোট শিশু থেকে প্রাপ্ত বয়ষ্ক পর্যন্ত সবাইকে রুচি মাফিক আনন্দ দিতে পারে কে? (জ্ঞান)

ক) কম্পিউটার গেম

খ) কম্পিউটার নেটওয়ার্ক

গ) ইন্ট্রানেট

ঘ) ই-কমার্স

 

১৭৫। ডিজিটাল চলচ্চিত্র কোনটি ব্যবহার করে করা হয়? (জ্ঞান)

ক) ক্যালকুলেটর

খ) কম্পিউটার

গ) টিভি

ঘ) স্যাটেলাইট

 

১৭৬। ডিজিটাল আলোকচিত্র কোনটি ব্যবহার করে করা হয়?

ক) ক্যালকুলেটর

খ) স্যাটেলাইট

গ) টিভি

ঘ) কম্পিউটার

 

১৭৭। আমরা কীভাবে কম্পিউটারে গান শুনতে পারি? (জ্ঞান)

ক) সঙ্গীতকে ডিজিটাল রূপ দেওয়ায়

খ) চিত্রকে ডিজিটাল রূপ দেওয়ায়

গ) সঙ্গীতকে এনালগ রূপ দেওয়ায়

ঘ) সিনেমাকে এনালগ রূপ দেওয়ায়

 

১৭৮। CD-ROM এর পূর্ণ নাম কী? (জ্ঞান)

ক) Complete Disc Read Only Memory

খ) Common Disc Read Only Memory

গ) Compact Drum Read Only Memory

ঘ) Compact Disc Read Only Memory

 

১৭৯। DVD-ROM এর পূর্ণ নাম কী? (জ্ঞান)

ক) Digital Video Disc Read Only Memory

খ) Digital Voice Disc Read Only Memory

গ) Digital Versatile Disc Read Only Memory

ঘ) Digital Versatile Drum Read Only Memory

 

১৮০। গ্রাফিক্স নির্ভর চলচিত্র নির্মাণে কোনটি ব্যবহার করা হয়?

ক) এনালগ কম্পিউটার

খ) মাইক্রো কম্পিউটার

গ) ট্যাবলেট কম্পিউটার

ঘ) শক্তিশালী ডিজিটাল কম্পিউটার

 

১৮১। দ্রুতগতির ইন্টারনেট কোনটির কারণে কোনটি সহজলভ্য হতে শুরু করেছে? (জ্ঞান)

ক) ফাইবার অপটিক নেটওয়ার্ক

খ) মোবাইল নেটওয়ার্ক

গ) ওয়াইফাই অপটিক নেটওয়ার্ক

ঘ) ওয়্যারলেস নেটওয়ার্ক

 

১৮২। কম্পিউটার গেম- (অনুধাবন)

i) বিনোদনের সফল একটি মাধ্যম

ii) শিশু থেকে প্রাপ্তবয়ষ্ক সবাইকে আনন্দ দেয়

iii) বিনোদনের অনেক পুরাতন মাধ্যম

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii        খ)  i ও iii

গ) ii ও iii       ঘ) i, ii ও iii

 

১৮৩। শক্তিশালী কম্পিউটার ব্যবহার করা হয়- (অনুধাবন)

i) অ্যানিমেশন তৈরীতে

ii) কার্টুন তৈরীতে

iii) গ্রাফিক্স নির্ভর চলচ্চিত্র তৈরীতে

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii        খ)  i ও iii

গ) ii ও iii       ঘ) i, ii ও iii

 ডিজিটাল বাংলাদেশ


১৮৪। ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য কোনটিকে গুরুত্ব দেওয়া হয়েছে? (জ্ঞান)

ক) মৎসচাষ উন্নয়ন

খ) উন্নত কম্পিউটার নেটওয়ার্ক

গ) মানবসম্পদ উন্নয়ন

ঘ) উন্নত মোবাইলফোন

 

১৮৫। কোনটির সাথে যুক্ত হওয়ার কারণে দেশে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ প্রদান সম্ভব হচ্ছে? (জ্ঞান)

ক) সাবমেরিন কেবল

খ) উন্নত কম্পিউটার নেটওয়ার্ক

গ) এশিয়ান হাইওয়ে

ঘ) লোকাল এরিয়া নেটওয়ার্ক

 

১৮৬। দেশের প্রত্যন্ত এলাকায় কোন অফিসগুলোকে ই-সেন্টারে রূপান্তরিত করা হয়েছে? (জ্ঞান)

ক) স্থানিয় ভূমি অফিস

খ) পোস্ট অফিস

গ) কৃষি অফিস

ঘ) কর্মসংস্থান ব্যুরো

 

১৮৭। দেশের প্রত্যন্ত এলাকায় কোন অফিসগুলোতে মোবাইল মানি অর্ডারের সুযোগ দেওয়া হয়েছে? (জ্ঞান)

ক) স্থানিয় ভূমি অফিস

খ) কৃষি অফিস

গ) পোস্ট অফিস

ঘ) কর্মসংস্থান ব্যুরো

 

১৮৮। নিচের কোনটি দেশের অবকাঠামোতে একটি বড় সংযোজন?

ক) স্থানিয় ভূমি অফিস

খ) কৃষি অফিস

গ) পোস্ট অফিস

ঘ) ডিস্ট্রিক্ট ইনফরমেশন সেল

 

১৮৯। নিচের কোনটি দেশের অবকাঠামোতে একটি বড় সংযোজন?

ক) স্থানিয় ভূমি অফিস

খ) ন্যাশনাল ইনফরমেশন সেল

গ) পোস্ট অফিস

ঘ) কৃষি অফিস

 

১৯০। দেশের অবকাঠামোর একটা বড় সংযোজন হচ্ছে-

i) ইউনিয়ন ইনফরমেশন সেন্টার

ii) ডিস্ট্রিক্ট ইনফরমেশন সেন্টার

iii) ন্যাশনাল ইনফরমেশন সেল

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii        খ)  i ও iii

গ) ii ও iii       ঘ) i, ii ও iii

 

১৯১। ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন – (অনুধাবন)

i) দক্ষ জনশক্তি

ii) লেখাপড়ার মান উন্নয়ন

iii) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বৃদ্ধি

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii        খ)  i ও iii

গ) ii ও iii       ঘ) i, ii ও iii

 

১৯২। পরিবর্তনশীল ডেটাকে সংকেতের মাধ্যমে প্রকাশ করাকে কী বলে? (জ্ঞান)

ক) এনালগ সংকেত

খ) ডিজিটাল সংকেত

গ) হাইব্রিড সংকেত

ঘ) সাধারণ সংকেত

 

১৯৩। কোনটির মাধ্যমে আমরা নির্ভুল এবং সুক্ষ সংকেত পাই না?

ক) ডিজিটাল সংকেত

খ) এনালগ সংকেত

গ) হাইব্রিড সংকেত

ঘ) সাধারণ সংকেত

 

১৯৪। কোন সংকেতের সাহায্যে প্রাপ্ত মানের তারতম্য থাকে?

ক) ডিজিটাল সংকেত

খ) জটিল সংকেত

গ) হাইব্রিড সংকেত

ঘ) এনালগ সংকেত

 

১৯৫। Digit এর মাধ্যমে প্রকাশিত সংকেতকে কী বলে?

ক) ডিজিটাল সংকেত

খ) জটিল সংকেত

গ) হাইব্রিড সংকেত

ঘ) এনালগ সংকেত

 

১৯৬। কাঁটাযুক্ত ঘড়ি কীধরনের সংকেত প্রকাশ করে ?(জ্ঞান)

ক) ডিজিটাল সংকেত

খ) জটিল সংকেত

গ) হাইব্রিড সংকেত

ঘ) এনালগ সংকেত

 

১৯৭। কাঁটাবিহীন ঘড়ি কীধরনের সংকেত প্রকাশ করে ?(জ্ঞান)

ক) ডিজিটাল সংকেত

খ) জটিল সংকেত

গ) হাইব্রিড সংকেত

ঘ) এনালগ সংকেত

 

১৯৮। ডিজিটাল বংলাদেশ গড়ার জন্য সরকার কয়টি বিষয়কে গুরুত্ব দিয়েছে?(জ্ঞান)

ক) দুইটি

খ) তিনটি

গ) চারটি

ঘ) পাঁচটি

 

১৯৯। বিভিন্ন ধরনের এনালগ সংকেত হচ্ছে- (অনুধাবন)

i) কাঁটাযুক্ত ঘড়ি

ii) কাঁটাবিহীন ঘড়ি

iii) কাঁটাযুক্ত মিটার

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii        খ)  i ও iii

গ) ii ও iii       ঘ) i, ii ও iii

 

২০০। ডিজিটাল বংলাদেশ গড়ার জন্য সরকার যে বিষয়কে গুরুত্ব দিয়েছে – (অনুধাবন)

i) মানবসম্পদ উন্নয়ন

ii) জনগণের সম্পৃক্ততা

iii) সিভিল সার্ভিস

নিচের কোনটি সঠিক ?

ক) i ও ii        খ)  i ও iii

গ) ii ও iii       ঘ) i, ii ও iii

 


Written by,

  • Shanta Rahman
  • Teacher (ICT)
  • Author at www.edupointbd.com
  • B.Sc. (Engg.) in CSE (AIUB)
  • M.Sc. Computer Science (JU)

&

Spread the love

14 thoughts on “SSC ICT Chapter 1: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ

  1. আধুনিক কম্পিউটারের জনক হচ্ছেন জন ভন নিউম্যান। এবং কম্পিউটারের জনক হচ্ছেন স্যার চার্লস ব্যাবেজ।

    1. Vai onek vul ase 22 and 23 number question ta dekhen…..jems klark jonmo 1831 abar combuk abiskar korse 1831…. 😂😂

  2. There have many spalling and answering mistake .
    if you will correct them it will be benefited for all.
    over all it’s so good for us…

  3. ৮৫ নং এর ans গ এবং ৯৭ এর খ হবার কথা। এর পাশাপাশি ১২০ ও ১২১ নং নিয়েও confusion আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *