ওয়েবপেজ ডিজাইনে HTML এর গুরুত্ব ব্যাখ্যা কর।
[কু. বো. – 2016]
HTML এর পূর্ণরূপ Hyper Text Markup Language যা কতগুলো মার্কআপ ট্যাগের সমষ্টি। এই ভাষা ব্যবহার করে ওয়েবপেজের লে-আউট ডিজাইন বা মূল কাঠামো তৈরি করা হয়।
HTML ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি, এর সিনটেক্স সহজ, কেস ইন-সেনসিটিভ এবং যেকোনো টেক্সট এডিটরে কোড লেখা যায়। HTML দ্বারা তৈরি ওয়েবপেজ সকল ব্রাউজার সাপোর্ট করে। এ সুবিধাগুলো থাকার কারণেই ওয়েবপেজ ডিজাইনে HTML গুরুত্বপূর্ণ।
এই প্রশ্নসমূহের উত্তর হুবহু মুখস্ত করবে না। নমুনা প্রশ্ন ও উত্তর দেয়া হয়েছে যাতে বুঝতে পারো কীভাবে প্রশ্ন হয় এবং কীভাবে উত্তর করতে হবে।
♦ ভিডিও লেকচার পেতে YouTube চ্যানেলটিতে Subscribe করো।
♦ HSC ICT চতুর্থ অধ্যায়ের নোট পেতে ক্লিক করো।
♦ ICT সম্পর্কিত যেকোন প্রশ্নের উত্তর জানতে Facebook গ্রুপে যুক্ত হও।
একই ধরণের নমুনা প্রশ্নসমূহ:
- HTML ব্যবহারের সুবিধা বর্ণনা কর। [চ. বো. – 2017]
- HTML প্লাটফর্ম নির্ভর নয় – ব্যাখ্যা কর।
- ওয়েবপেজ তৈরিতে HTML ভাষা বেশি জনপ্রিয় – ব্যাখ্যা কর।
- HTML কোন Case sensitive ভাষা নয় – ব্যাখ্যা কর।
এই অধ্যায়ের সকল অনুধাবনমূলক প্রশ্ন-উত্তর দেখতে ক্লিক করো
Written by,
- Mizanur Rahman (Mizan)
- Lecturer in ICT, Shaheed Bir Uttam Lt. Anwar Girls’ College , Dhaka Cantonment
- Founder & Author at www.edupointbd.com
- Software Engineer at mands IT
- Former Lecturer in ICT, Cambrian College, Dhaka
- Contact: 01724351470