HSC ICT Chapter 2 MCQ বোর্ড প্রশ্ন সমাধান কমিউনিকেশন সিস্টেম

Communication Systems

এই পাঠ শেষে যা যা শিখতে পারবে-

১। ডেটা কমিউনিকেশন সিস্টেমের ধারণা ও ডেটা ট্রান্সমিশন স্পিড সম্পর্কিত MCQ এর উত্তর করতে পারবে।

২। ডেটা ট্রান্সমিশন মেথড সম্পর্কিত MCQ এর উত্তর করতে পারবে।

৩। ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কিত MCQ এর উত্তর করতে পারবে।

৪। তার মাধ্যম (টুইস্টেড পেয়ার ক্যাবল, কো-এক্সিয়েল ও ফাইবার অপটিক ক্যাবল) সম্পর্কিত MCQ এর উত্তর করতে পারবে।

৫। তারবিহীন মাধ্যম (রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড) সম্পর্কিত MCQ এর উত্তর করতে পারবে।

৬। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম সম্পর্কিত MCQ এর উত্তর করতে পারবে।

৭। মোবাইল যোগাযোগ সম্পর্কিত MCQ এর উত্তর করতে পারবে।

 

HSC ICT Chapter 2 এর ২০২৩, ২০১৯, ২০১৮, ২০১৭ ও ২০১৬ সালের বোর্ড প্রশ্ন সহ গুরুত্বপূর্ণ MCQ সমাধান। এই প্রশ্নগুলো বুঝে সমাধান করলে ভালো একটি প্রস্তুতি হবে বলে আশা করছি।  

 

ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার প্রক্রিয়াকে কী বলে?

ক) ডেটা কমিউনিকেশন

খ) ডেটা ট্রান্সমিশন মোড

গ) সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন

ঘ) অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন

 

ডেটা কমিউনিকেশন কী?

[ঢা. বো. ২০১৬]

ক) দুটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়

খ) মাধ্যমবিহীন তথ্যের প্রবাহ

গ) শুধু তারযুক্ত তথ্যের প্রবাহ

ঘ) শুধু কম্পিউটার নির্ভর যোগাযোগ

 

ডেটা কমিউনিকেশন এর মূল/মৌলিক উপাদান কয়টি?

ক) ৩

খ) ৪

গ)

ঘ) ৬

 

ডেটা কমিউনিকেশনের টি মৌলিক উপাদান রয়েছে।

১। উৎস (Source) : ক্যামেরা, মাইক্রোফোন, কম্পিউটার কী-বোর্ড ইত্যাদি।

২। প্রেরক (Transmitter) : মডেম, রাউটার, টিভি কেন্দ্র, রেডিও কেন্দ্র, টেলিফোন ও মোবাইল ফোন ইত্যাদি।

৩। মাধ্যম (Medium) : তার মাধ্যম (কোএক্সিয়াল ক্যাবল, টুইস্টেড পেয়ার ক্যাবল, ফাইবার অপটিক ক্যাবল, টেলিফোন লাইন) এবং তারবিহীন মাধ্যম (রেডিও ওয়েব, মাইক্রোওয়েব, ইনফ্রারেড)।

৪। প্রাপক (Receiver) : মডেম, রাউটার, টেলিফোন এক্সচেঞ্জার ইত্যাদি।

৫। গন্তব্য (Destination) : লাউড স্পিকার, টেলিফোন, কম্পিউটার ইত্যাদি।

 

নিচের কোনটি ডেটা কমিউনিকেশনের উৎস?

ক) কম্পিউটার

খ) ফাইবার অপটিকস

গ) মডেম

ঘ) টেলিফোন

 

ব্যান্ডউইথ কী?

[মা. বো. ২০১৬]

ক) ডেটা প্রবাহের মোড

খ) ডেটা প্রবাহের মাধ্যম

গ) ডেটা প্রবাহের হার

ঘ) ডেটা প্রবাহের দিক

 

ডেটা স্থানান্তরের হারকে বলে- 

[য. বো. ২০১৭] 

ক) ব্যান্ড মিটার

খ) ব্যান্ডউইথ

গ) ডেটা ট্রান্সমিশন

ঘ) ডেটা কানেকশন

 

ব্যান্ডউইথ এর অন্য নাম হলো-

[কু. বোর্ড ২০২৩]

i. ডেটা ট্রান্সমিশন স্পিড

ii. ব্যান্ড স্পিড

iii. মোবাইল স্পিড

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

একটি চ্যানেল দিয়ে ৯ সেকেন্ডে ৮১০০ বিট স্থানান্তরিত হলে ব্যান্ডউইথ কত?

ক) 600 bps

খ) 900 bps

গ) 2700 bps

ঘ) 2700 bps

 

  • প্রতি সেকেন্ডে যে পরিমান ডেটা ট্রান্সফার হয় তাকে ব্যান্ডউইথও বলা হয়।
  • ৯ সেকেন্ডে ৮১০০ বিট স্থানান্তরিত হয়, তাহলে ১ সেকেন্ডে (৮১০০/৯)=৯০০ বিট স্থানান্তরিত হবে।

 

একটি চ্যানেল দিয়ে 5 সেকেন্ডে 9000 bit স্থানান্তরিত হলে ব্যান্ডউইথ কত?

[ম. বোর্ড ২০২৩, সি. বোর্ড ২০২৩] 

ক) 1800 gbps

খ) 1800 mbps

গ) 1800 kbps

ঘ) 1800 bps

 

একটি চ্যানেল দিয়ে 5 সেকেন্ডে 9000 bit স্থানান্তরিত হলে কোন ব্যান্ড নির্দেশ করে?

ক) ন্যারো ব্যান্ড

খ) ভয়েস ব্যান্ড

গ) ব্রড ব্যান্ড 

ঘ) আলট্রা ব্যান্ড

 

  • প্রতি সেকেন্ডে যে পরিমান ডেটা ট্রান্সফার হয় তাকে ব্যান্ডউইথও বলা হয়।
  • ৫ সেকেন্ডে ৯০০০ বিট স্থানান্তরিত হয়, তাহলে ১ সেকেন্ডে (৯০০০/৫)=১৮০০ বিট স্থানান্তরিত হবে।

 

একটি চ্যানেল দিয়ে ২ মিনিটে সর্বোচ্চ ৮১০০ কিলো-বিট স্থানান্তর হলে ব্যান্ডউইথ কত?

ক) 67 bps

খ) 4050 kbps

গ) 67500 bps

ঘ) 67500 kbps

 

ডেটা ট্রান্সমিশন স্পীডের ক্ষুদ্রতম একক কী?

ক) bps

খ) Kbps

গ) Mbps

ঘ) Gbps

 

  • ১ বাইট(B) = ৮ বিট(b)
  • ১ কিলোবাইট(KB) = ১০২৪ বাইট(B)
  • ১ মেগাবাইট(MB) = ১০২৪ কিলোবাইট(KB)
  • ১ গিগাবাইট(GB) = ১০২৪ মেগাবাইট(MB)
  • ১ টেরাবাইট(TB) = ১০২৪ গিগাবাইট(GB)

 

ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত?

[কু. বো. ২০১৬] 

ক) 1 Mbps বা অধিক

খ) 9600 bps

গ) 45-300 bps

ঘ) 45 bps এর কম

 

ডেটা ট্রান্সমিশন স্পিডকে কয় ভাগে ভাগ করা যায়?

ক) ২

খ)

গ) ৪

ঘ) ৫

 

ডেটা ট্রান্সমিশন স্পিড তিনভাগে ভাগ করা যায়।

১। ন্যারো ব্যান্ড (Narrow Band)

স্পিড রেঞ্জ (45-300bps) ব্যবহার- টেলিগ্রাফিতে 

২। ভয়েস ব্যান্ড (Voice Band)

স্পিড রেঞ্জ (1200-9600bps) ব্যবহার- টেলিফোনে

৩। ব্রড ব্যান্ড (Broad Band)

স্পিড রেঞ্জ (1Mbps+) ব্যবহার- স্যাটেলাইট

 

ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন স্পিড কত bps?

[ঢা. বো. ২০১৬] 

ক) 35

খ) 45

গ) 200

ঘ) 300

 

ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ গতি কত ? 

[সি. বো. ২০১৯] 

ক) 300 bps

খ) 6900 bps 

গ) 9600 bps 

ঘ) 1 mbps 

 

bps এর পূর্ণরূপ কী?

[য. বোর্ড ২০১৭, কু. বোর্ড ২০২৩] 

ক) bit per second

খ) byte per second

গ) binary per second

ঘ) bit per system

 

  • bps – bit per second : প্রতি সেকেন্ডে এক বিট
  • kbps – kilobit per second : প্রতি সেকেন্ডে এক হাজার বিট
  • Mbps – megabit per second : প্রতি সেকেন্ডে এক মিলিয়ন বিট
  • Gbps – gigabit per second : প্রতি সেকেন্ডে এক বিলিয়ন বিট 

 

ভয়েস ব্যান্ডে সর্বোচ্চ কত গতিতে ডেটা স্থানান্তর হয়?

[রা. বো. ২০১৬] 

ক) 6900 bps

খ) 6900 kbps

গ) 9600 bps

ঘ) 9600 kbps

 

ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়?

[কু. বো. ২০১৯] 

ক) টেলিগ্রাফে

খ) টেলিফোন

গ) রাউটারে

ঘ) গেটওয়ে

 

নিচের কোনটিতে ন্যারো-ব্যান্ড ব্যবহৃত হয়?

ক) টেলিফোন

খ) টেলিগ্রাফ

ঘ) স্যাটেলাইট ফোন

ঘ) ওয়াকিটকি

 

কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরিত হয়- 

[য. বো. ২০১৯]  

ক) ন্যারো ব্যান্ড

খ) ভয়েস ব্যান্ড

ঘ) হাফ-ডুপ্লেক্স

ঘ) ফুল-ডুপ্লেক্স

 

ডেটা ট্রান্সমিশন গতি-

i. ন্যারো ব্যান্ড

ii. ভয়েস ব্যান্ড

iii. ব্রড ব্যান্ড

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি কোনটি? 

[কু. বোর্ড ২০২৩]  

ক) ফ্যাক্স 

খ) এস এম এস 

ঘ) এম এম এস 

ঘ) টেলিগ্রাফ 

 

HD ভিডিও কনফারেন্সিং এর জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ কত? 

ক) 0.5 Mbps

খ) 1 Mbps

ঘ) 1.5 Mbps

ঘ) 4 Mbps

 

ফোন কল (VoIP) এর জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ কত? 

[দি. বোর্ড ২০২৩]  

ক) 0.5 Mbps

খ) 1 Mbps

ঘ) 1.5 Mbps

ঘ) 4 Mbps

 

বিভিন্ন সার্ভিসের জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ 

বিভিন্ন সার্ভিসের জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ

 

ডেটা কমিউনিকেশন সিস্টেমে সংযুক্ত ডিভাইসগুলোর মধ্যে বিটের আদান-প্রদান বা বিনিময়ের প্রক্রিয়াকে কী বলা হয়?

ক) ব্যান্ডউইডথ

খ) ডেটা ট্রান্সমিশন মেথড

গ) ডেটা ট্রান্সমিশন মোড

ঘ) ডেটা ট্রান্সমিশন স্পিড

 

ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কয় প্রকার?

ক)

খ) ৩

গ) ৪

ঘ) ৫

ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বা মেথড কত প্রকার?

 

লাইন ইন্টারফেসের ওপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশনকে কতভাগে ভাগ করা হয়েছে?

ক)

খ) ৩

গ) ৪

ঘ) ৫

 

প্যারালাল ট্রান্সমিশনের বৈশিষ্ট্য-

i. সমান্তরালে একই সময়ে একাদিক বিট ট্রান্সমিশন হয়

ii. লাইন/লিংক/চ্যানেল সংখ্যা ৮ বা ৮ এর গুণিতক হয়

iii. অধিক দূরত্বে ডেটা স্থানান্তরে উপযুক্ত

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

 

বিট সিনক্রোনাইজেশন হচ্ছে-

[ঢা. বো. ২০১৬] 

i. বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি

ii. বিটের শুরু এবং শেষ বুঝতে পারা

iii. ব্যান্ডউইথের পরিমাণ বৃদ্ধি পাওয়া

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

বিট সিনক্রোনাইজেশন  হলো-

ক) Transmission Control

খ) Timing Control

গ) Reception Control

ঘ) Data Control

 

সিনক্রোনাইজেশনের ওপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশনকে কয়টি পদ্ধতিতে ভাগ কর যায়?

ক) ২

খ)

গ) ৪

ঘ) ৫

 

ডেটা ট্রান্সমিশন মেথড হল-

i. অ্যাসিনক্রোনাস

ii. সিনক্রোনাস

iii. আইসোক্রোনাস

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

ট্রান্সমিশন মেথড

কোন ডেটা ট্রান্সমিশন মেথডে প্রতিটি ক্যারেক্টার এর শুরুতে স্টার্ট বিট এবং শেষে স্টপ বিট দিয়ে ডেটা ট্রান্সমিশন হয়?

ক) অ্যাসিনক্রোনাস

খ) সিনক্রোনাস

গ) আইসোক্রোনাস

ঘ) সিমপ্লেক্স

 

কোন ট্রান্সমিশনে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়? 

[রা. বোর্ড ২০২৩]

ক) প্যারালাল 

খ) অ্যাসিনক্রোনাস

গ) সিনক্রোনাস

ঘ) আইসোক্রোনাস

 

সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের অসুবিধা হলো-

i. প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়

ii. ডেটা ট্রান্সমিশনের গতি মন্থর

iii. তুলনামূলকভাবে ব্যয় বহুল

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিন্ম হয়-

[য. বো. ২০১৯]  

ক) অ্যাসিনক্রোনাস

খ) আইসোক্রোনাস

গ) ব্রডকাস্ট

ঘ) ইউনিকাস্ট

 

অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলো-

[ব. বো. ২০১৭] 

ক) প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না

খ) ডেটা ট্রান্সমিশনের গতি বেশি

গ) ব্লক আকারে ডেটা প্রেরিত হয়

ঘ) স্যাটেলাইটে ব্যবহার অধিক উপযোগী

 

অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য-

i. ডেটা ক্যারেক্টার আকারে স্থানান্তর হয়

ii. স্টার্ট ও স্টপ বিট ব্যবহৃত হয়

iii. প্রতিবার ১০ বিট স্থানান্তরিত হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii 

 

কিবোর্ড থেকে সিপিইউতে ডেটা স্থানান্তরের সময় ব্যবহৃত ট্রান্সমিশনের বৈশিষ্ট্য হলো-

[চ. বো. ২০১৯] 

i. ডেটা ব্লক আকারে স্থানান্তরিত হয়

ii. যেকোনো সময় ডেটা প্রেরণ ও গ্রহণ করতে পারে

iii. প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা পাঠানোর জন্য ব্যবহৃত হয়-

i. প্যারালাল ট্রান্সমিশন

ii. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন

iii. সিনক্রোনাস ট্রান্সমিশন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

ভিডিও লেকচার পেতে YouTube চ্যানেলটিতে Subscribe করো। 

HSC ICT দ্বিতীয় অধ্যায়ের নোট পেতে ক্লিক করো।

ICT সম্পর্কিত যেকোন প্রশ্নের উত্তর জানতে Facebook গ্রুপে যুক্ত হও।

 

প্যাকেট বা ব্লক বা ফ্রেম আকারে ডেটা ট্রান্সমিট হয়- 

i. অ্যাসিনক্রোনাসে

ii. সিনক্রোনাসে

iii. আইসোক্রোনাসে

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ডেটা ট্রান্সফারে কোন মেথড ব্যবহৃত হয় ?

ক) অ্যাসিনক্রোনাস

খ) সিনক্রোনাস

গ) আইসোক্রোনাস

ঘ) সিনক্রোনাইজেশন

 

লাইভ টিভি সম্প্রচার বা ভিডিও স্ট্রিমিং এর ক্ষেত্রে কোন মেথড ব্যবহৃত হয়?

ক) অ্যাসিনক্রোনাস

খ) সিনক্রোনাস

গ) আইসোক্রোনাস

ঘ) সিনক্রোনাইজেশন

 

লাইভ-ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করা যায় কোনটির মাধ্যমে?

[রা. বোর্ড ২০২৩]

ক) WebEx

খ) Google

গ) Facebook

ঘ) Yahoo

 

ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে কী বলে?

ক) ডেটা ট্রান্সমিশন মেথড

খ) ডেটা ট্রান্সমিশন মোড

গ) ডেটা ট্রান্সমিশন স্পীড

ঘ) কোনটি নয়

 

ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার?

[মা. বো. ২০১৭] 

ক) ২

খ)

গ) ৪

ঘ) ৫

 

ট্রান্সমিশন মোড

 

রেডিও ও টেলিভিশন সম্প্রচার কোন ধরনের ডেটা কমিউনিকেশন মোড?

ক) সিমপ্লেক্স এবং ইউনিকাস্ট

খ) ফুলডুপ্লেক্স ও মাল্টিকাস্ট

গ) হাফডুপ্লেক্স ও মাল্টিকাস্ট

ঘ) সিমপ্লেক্স ও ব্রডকাস্ট

 

একই সময়ে উভয় দিয়ে ডেটা স্থানান্তর হলে তাকে কোন মোড বলে?

[দি. বো. ২০১৯, য. বো. ২০১৭] 

ক) সিমপ্লেক্স

খ) হাফ-ডুপ্লেক্স

গ) মাল্টিকাস্ট

ঘ) ফুল-ডুপ্লেক্স

 

সিমপ্লেক্স হাফ-ডুপ্লেক্স ফুল-ডুপ্লেক্স

 

উভয়দিকে ডেটা প্রেরণ করে কিন্তু একই সময়ে নয় এরূপ মোড কোনটি?

ক) সিমপ্লেক্স

খ) হাফ-ডুপ্লেক্স

গ) মাল্টিকাস্ট

ঘ) ফুল-ডুপ্লেক্স

 

কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি?

[রা. বো. ২০১৭] 

ক) সিমপ্লেক্স

খ) হাফ-ডুপ্লেক্স

গ) ফুল-ডুপ্লেক্স

ঘ) মাল্টিকাস্ট

 

মোবাইল ফোনে কোন ধরণের ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহার করা হয়?

ক) সিমপ্লেক্স

খ) হাফ-ডুপ্লেক্স

গ) ফুল-ডুপ্লেক্স

ঘ) ব্রডকাস্ট

 

ফুল-ডুপ্লেক্স মোডে চলে- 

[চ. বো. ২০১৭] 

i. মোবাইল ফোন

ii. ল্যান্ড ফোন

iii. রেডিও ব্রডকাস্ট

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

দুইজন ব্যক্তি মোবাইলে কথোপকথনের ক্ষেত্রে কোন মোড কাজ করে?

[মা. বো. ২০১৬] 

ক) সিমপ্লেক্স

খ) হাফ-ডুপ্লেক্স

গ) মাল্টিকাস্ট

ঘ) ফুল-ডুপ্লেক্স

 

প্রাপকের সংখ্যার উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার?

প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহনের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ডেলিভারি মোড কত প্রকার?

ক) ২

খ)

গ) ৪

ঘ) ৫

 

প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহনের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ডেলিভারি বা বিতরণ মোডকে আবার তিন ভাগে ভাগ করা যায়। যথা-

  • ইউনিকাষ্ট (Unicast)
  • মাল্টিকাস্ট (Multicast)
  • ব্রডকাষ্ট (Broadcast)

 

গ্রুপ SMS প্রদান হলো- 

[সি. বো. ২০১৭] 

ক) ইউনিকাস্ট 

খ) মাল্টিকাস্ট

গ) ব্রডকাস্ট

ঘ) টেলিকাস্ট

 

ব্রডকাস্ট মোডের উদাহরণ হলো-

[ব. বো. ২০১৭]  

ক) টিভি সম্প্রচার

খ) ভিডিও কনফারেন্সিং

গ) টেলিফোনে কথোপকথন

ঘ) SMS প্রেরণ

 

ইউনিকাস্ট মাল্টিকাস্ট ব্রডকাস্ট

 

নিচের চিত্রটি হতে পারে-

[রা. বোর্ড ২০২৩]

ব্রডকাস্ট

i. ব্রডকাস্ট

ii. মাল্টিকাস্ট

iii. সিমপ্লেক্স

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

ব্রডকাস্টের ক্ষেত্রে কোন মাধ্যম বেশি ব্যবহৃত হয়? 

[চ. বোর্ড ২০২৩] 

ক) অপটিক্যাল ফাইবার 

খ) রেডিও ওয়েভ 

গ) মাইক্রো ওয়েভ 

ঘ) টুইস্টেড পেয়ার ক্যাবল 

 

গ্রুপ SMS এর মোড কোনটি? 

ব. বোর্ড ২০২৩] 

ক) ফুল ডুপ্লেক্স 

খ) ইউনিকাস্ট  

গ) ব্রডকাস্ট 

ঘ) মাল্টিকাস্ট 

 

একাধিক প্রাপক ডেটা গ্রহণ করতে পারে-

i. ইউনিকাস্ট

ii. মাল্টিকাস্ট

iii. ব্রডকাস্ট

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের সময়ে যে ধরণের ট্রান্সমিশন হয় তা হচ্ছে-

[সকল. বো. ২০১৮] 

i. সিনক্রোনাস

ii. ন্যারোব্যান্ড

iii. ফুল-ডুপ্লেক্স

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে-

[সি. বো. ২০১৯] 

i. সিমপ্লেক্স

ii. মাল্টিকাস্ট

iii. ব্রডকাস্ট

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

ডেটা কমিউনিকেশন সিস্টেমে প্রেরক ও প্রাপক কে সংযুক্ত করে কোনটি? 

ক) উৎস

খ) মাধ্যম

গ) গন্তব্য

ঘ) চ্যানেল

ডেটা কমিউনিকেশন মাধ্যম

ডেটা কমিউনিকেশন মাধ্যম হচ্ছে-

[সি. বো. ২০১৯] 

i. টুইস্টেড পেয়ার ক্যাবল

ii. রেডিও ওয়েভ

iii. মডেম

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

তার বা ক্যাবল বা গাইডেড মিডিয়া হলো-

i. টুইস্টেড পেয়ার ক্যাবল

ii. কো-এক্সিয়াল ক্যাবল

iii. ফাইবার  অপটিক ক্যাবল

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

তার মাধ্যম

 

তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়-

[ঢা. বো. ২০১৯] 

ক) টেলিফোন ক্যাবল

খ) কো-এক্সিয়াল ক্যাবল

গ) টুইস্টেড পেয়ার ক্যাবল

ঘ) ফাইবার অপটিক ক্যাবল

 

টুইস্টেট পেয়ার ক্যাবলে কমন/সাধারণ কালার কোনটি?

[রা. বো. ২০১৬, মা. বো. ২০১৮] 

ক) কমলা

খ) সবুজ

গ) লাল

ঘ) সাদা

 

শিক্ষা প্রতিষ্ঠানে ল্যানের ক্ষেত্রে সাধারণত কোন ধরণের ক্যাবল ব্যবহার করা হয়?

[কু. বোর্ড ২০২৩] 

ক) টুইস্টেড পেয়ার

খ) কো-এক্সিয়াল

গ) থিকনেট

ঘ) অপটিক ফাইবার

 

টুইস্টেড পেয়ার ক্যাবল এর বৈশিষ্ট্য হলো-

i. ট্রান্সমিশন লস নেই

ii. সহজে স্থাপন করা যায়

iii. এনালগ ও ডিজিটাল উভয় ধরণের ডেটা ট্রান্সমিট করতে পারে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

কো-এক্সিয়াল ক্যাবল কয় ভাগে বিভক্ত?

[সকল. বো. ২০১৮] 

ক) দুই

খ) তিন

গ) চার

ঘ) পাঁচ

 

নিচের কোন ক্যাবলে ডেটা ট্রান্সফার হার সর্বোচ্চ?

[মা. বো. ২০১৭] 

ক) শিল্ডেড টুইস্টেট পেয়ার ক্যাবল

খ) আন-শিল্ডেড টুইস্টেট পেয়ার ক্যাবল

গ) কো-এক্সিয়াল ক্যাবল

ঘ) ফাইবার অপটিক ক্যাবল

 

টেলিফোনের জন্য ব্যবহৃত ক্যাবল কোনটি?

ক) সাধারণ ক্যাবল

খ) টুইস্টেট পেয়ার

গ) কো-এক্সিয়াল

ঘ) ফাইবার অপটিক

 

কো-এক্সিয়াল ক্যাবলের ডেটা প্রেরণের সাধারণ হার কত?

ক) 10 Mbps

খ) 200 Mbps

গ) 2 Gbps

ঘ) 40 Gbps

 

অপটিক্যাল ফাইবারে সবচেয়ে ভেতরের অংশ কোনটি?

[মা. বো. ২০১৬] 

ক) বাফার

খ) কোর

গ) জ্যাকেট

ঘ) ক্ল্যাডিং

 

আন্তঃমহাদেশীয় নেটওয়ার্কে যুক্ত হতে কোন ক্যাবল ব্যবহৃত হয়?

ক) টেলিফোন ক্যাবল

খ) কো-এক্সিয়াল ক্যাবল

গ) টুইস্টেড পেয়ার ক্যাবল

ঘ) ফাইবার অপটিক ক্যাবল

 

সিঙ্গেল মোড ফাইবারের কোরের ব্যাস কত মাইক্রন?

[দি. বোর্ড ২০২৩] 

ক) 1-4

খ) 4-8

গ) 8-12

ঘ) 12-16

 

  • অপটিক্যাল ফাইবারের ব্যাস ১৫০ মাইক্রন হয়ে থাকে।
  • কোরের ব্যাস ৮-১০০ মাইক্রন।
  • সিঙ্গেল মোড ফাইবারের ব্যাস ৮-১২ মাইক্রন।
  • মাল্টি মোড ফাইবারের ব্যাস ৫০-১০০ মাইক্রন।

 

ফাইবার অপটিক ক্যাবল –

i. আলোর গতিতে ডেটা ট্রান্সফার করে

ii. কাচ বা স্বচ্ছ প্লাস্টিকের তৈরি

iii. তড়িৎ চৌম্বক প্রভাব(EMI) মুক্ত

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

অপটিক্যাল ফাইবার ক্যাবলের সুবিধা হলো-

[মা. বো. ২০১৬] 

i. এর মাধ্যমে দ্রুতগতিতে ডেটা স্থানান্তর করা যায়

ii. এটির রক্ষাণাবেক্ষণ সহজতর

iii. এটি তড়িৎ চৌম্বকীয় প্রভাবমুক্ত

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

ফটোডিটেক্টরের কাজ কী?

[সি. বো. ২০১৭]

ক) অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করা

খ) বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করা

গ) আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা

ঘ) ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করা

 

ফাইবার অপটিক ক্যাবলে আলোক রশ্মি কোন ঘটনার মাধ্যমে দ্রুত ডেটা প্রেরণ করে?

ক) প্রতিসরণ

খ) প্রতিফলন

গ) পূর্ণঅভ্যন্তরীণ প্রতিসরণ

ঘ) পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলন

 

ফাইবার অপটিক ক্যাবলে কোন তরঙ্গদৈর্ঘ্য ব্যবহৃত হয়?

[ব. বোর্ড ২০২৩]

ক) 500 nm 

খ) 1000nm

গ) 1500nm

ঘ) 2000nm 

 

  • 1300nm ও 1500nm এই তরঙ্গ দৈর্ঘ্যে ফাইবার অপটিক কমিউনিকেশন করা সম্ভব।
  • তবে দূরপাল্লার কমিউনিকেশনে 1500nm তরঙ্গ দৈর্ঘ্যের প্রযুক্তি একচেটিয়া ব্যবহার হয়।

 

বাংলাদেশ ও আমেরিকার মধ্যে নেটওর্য়াক সংযোগ স্থাপনের জন্য মাধ্যম হিসেবে কোনটি বেশি প্রযোজ্য?

ক) UTP ক্যাবল

খ) STP ক্যাবল

গ) কো-এক্সিয়াল ক্যাবল

ঘ) ফাইবার অপটিক ক্যাবল

 

দুটি পাশাপাশি তামার তারে একটির সিগনাল আরেকটি সিগনালকে প্রভাবিত করে, তাকে কী বলা হয়?

ক) ক্রসটক

খ) ক্রসরেফারেন্স

গ) ক্রসকানেকশন

ঘ) ক্রসসেড

 

তারবিহীন বা আন-গাইডেড মিডিয়া হলো-

i. রেডিও ওয়েভ

ii. মাইক্রোওয়েভ

iii. ইনফ্রারেড ওয়েভ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

তারবিহীন মাধ্যম

 

3KHz হতে 300GHz ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয় – 

ক) রেডিও ওয়েভ

খ) মাইক্রোওয়েভ

গ) ইনফ্রারেড ওয়েভ

ঘ)  আলট্রা-ভায়োলেট ওয়েভ

 

300MHz হতে 300GHz ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয় – 

ক) রেডিও ওয়েভ

খ) মাইক্রোওয়েভ

গ) ইনফ্রারেড ওয়েভ

ঘ)  আলট্রা-ভায়োলেট ওয়েভ

 

300GHz হতে 400THz ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয় – 

ক) রেডিও ওয়েভ

খ) মাইক্রোওয়েভ

গ) ইনফ্রারেড ওয়েভ

ঘ)  আলট্রা-ভায়োলেট ওয়েভ

 

মোবাইল ফোন নেটওয়ার্কে টাওয়ারগুলোর মধ্যে যোগাযোগে কোনটি ব্যবহৃত হয়?

ক) রেডিও ওয়েভ

খ) মাইক্রোওয়েভ

গ) ইনফ্রারেড ওয়েভ

ঘ)  আলট্রা-ভায়োলেট ওয়েভ

 

মোবাইল ফোন নেটওয়ার্কে টাওয়ার ও মোবাইল ফোনের মধ্যে যোগাযোগে কোনটি ব্যবহৃত হয়?

ক) রেডিও ওয়েভ

খ) মাইক্রোওয়েভ

গ) ইনফ্রারেড ওয়েভ

ঘ)  আলট্রা-ভায়োলেট ওয়েভ

 

বিল্ডিং, পাহাড়-পর্বতসহ যে কোন বাধা অতিক্রম করতে পারে- 

[রা. বোর্ড ২০২৩]

i. রেডিও ওয়েভ

ii. টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ

iii. স্যাটেলাইট মাইক্রোওয়েভ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে কোন প্রযুক্তি আবশ্যক?

[রা. বোর্ড ২০১৯] 

ক) ইনফ্রোরেড

খ) জিপিএস

গ) রেডিও ওয়েভ

ঘ) কৃত্রিম উপগ্রহ

 

GEO স্যাটেলাইট ভূমি থেকে কত উচ্চতায় নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয়?

[কু. বো. ২০১৯] 

ক) 12000 Km

খ) 22000 Km

গ) 27000 Km

ঘ) 36000 Km

 

টেলিভিশনের রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয়-

[য. বো. ২০১৯] 

ক) Infrared wave

খ) Radio wave

গ) Microwave

ঘ) Bluetooth

 

হটস্পট কী?

[রা. বো. ২০১৬] 

ক) বিশেষ নিরাপত্তাব্যবস্থা

খ) তারযুক্ত ইন্টারনেট ব্যবস্থা

গ) তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা

ঘ) বিশেষ ধরনের সফটওয়্যার

 

ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম

 

WiMAX এর পূর্ণরূপ কোনটি?

ক) Worldwide Interoperability for Micro Access

খ) Wide Interoperability for Microwave Access

গ) Worldwide International for Microwave Access

ঘ) Worldwide Interoperability for Microwave Access

 

সাশ্রয়ীভাবে পাহাড়ি এলাকায় কার্যকরী নেটওয়ার্ক স্থাপনের জন্য কোনটি সুবিধাজনক?

[ব. বো. ২০১৭] 

ক) অপটিক্যাল ফাইবার

খ) রেডিও ওয়েভ

গ) WiFi

ঘ) WiMAX

 

WiMAX এর IEEE স্ট্যান্ডার্ড কত?

[ঢা. বো. ২০১৯] 

ক) 802.11

খ) 802.11a

গ) 802.15

ঘ) 802.16

 

WiMAX প্রযুক্তি ব্যবহার করে নিচের কোন নেটওয়ার্ক তৈরি করা যায়?

ক) WPAN       

খ) WLAN

গ) WMAN       

ঘ) WWAN

 

Wi-Fi এর পূর্ণরূপ কোনটি?

ক) Wireless Fidelity

খ) Would wide Fidelity

গ) World wave Fidelity

ঘ) Wide area Fidelity

 

Wi-Fi এর IEEE স্ট্যান্ডার্ড কত? 

[সি. বো. ২০১৬, রা. বো. ২০১৭] 

ক) 802.11

খ) 802.11a

গ) 802.15

ঘ) 802.16

 

IEEE 802.11 প্রযুক্তির সাহায্যে কোন নেটওয়ার্কটি তৈরি করা যাবে?

[সি. বো. ২০১৯] 

ক) PAN

খ) LAN

গ) MAN

ঘ) WAN

 

Wi-Fi প্রযুক্তি ব্যবহার করে নিচের কোন নেটওয়ার্ক তৈরি করা যায়?

[দি. বোর্ড ২০২৩] 

ক) WPAN

খ) WLAN

গ) WMAN

ঘ) WWAN

 

Bluetooth এর IEEE স্ট্যান্ডার্ড কত?

[দি. বো. ২০১৯] 

ক) 802.11

খ) 802.11a

গ) 802.15

ঘ) 802.16

 

Bluetooth এর ফ্রিকোয়েন্সি কত?

[ঢা. বোর্ড ২০২৩] 

ক) 2.45 KHz

খ) 2.45 MHz

গ) 2.45 GHz

ঘ) 2.45 THz

 

একটি পিকোনেটে মোট কতটি দাস(Slave) নোড থাকতে পারে?

[মা. বো. ২০১৯] 

ক) 7

খ) 8

গ) 9

ঘ) 10

 

  • Bluetooth নেটওয়াকর্কে পিকোনেট বলে।
  • পিকোনেটের আওতায় সর্বোচ্চ ৮টি যন্ত্রের সাথে সিগন্যাল আদান-প্রদান করতে পারে।
  • পিকোনেটে ১টি মাস্টার ডিভাইস ও ৭টি স্লেভ ডিভাইস থাকে।
  • একাধিক পিকোনেট মিলে স্ক্যাটারনেট গঠিত হয়।

 

পিকোনেট কোনটির সাথে সংশ্লিষ্ট?

[ব. বোর্ড ২০২৩] 

ক) ইনফ্রারেড 

খ) Bluetooth 

গ) WiFi

ঘ) WiMAX

 

Bluetooth এর মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে-

[য. বো. ২০১৭] 

ক) WPAN

খ) WLAN

গ) WMAN

ঘ) WAN

 

Wi-Fi এবং WiMAX এর মধ্যে পার্থক্য হচ্ছে-

[ব. বো. ২০১৬] 

i. কাভারেজ এরিয়ায়

ii. ট্রান্সমিশন মোডে

iii. ট্রান্সমিশন স্পীডে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii         খ) i ও iii

গ) ii ও iii        ঘ) i, ii ও iii

 

মোবাইল ফোনের জনক কে?

ক) চার্লস ব্যাবেজ

খ) জন ডন নেইন্যান

গ) মার্টিন কুপার

ঘ) জন ম্যাকার্থি

 

মোবাইল নেটওয়ার্কের বেজ স্টেশনে ডেটা পাঠানোকে কী বলে?

ক) আপলিংক

খ) ডাউন লিংক

গ) ইন্টারলিংক

ঘ) ফ্রিকোয়েন্সি লিংক

 

বেজ স্টেশন থেকে মোবাইল সেটে ডেটা ট্রান্সমিশনকে কী বলে?

ক) আপলিংক

খ) ডাউন লিংক

গ) ইন্টারলিংক

ঘ) ফ্রিকোয়েন্সি লিংক

 

গ্রীন ফোন বলা হয় কোন প্রযুক্তির মোবাইল ফোনকে?

[রা. বো. ২০১৯] 

ক) FDMA

খ) TDMA

গ) CDMA

ঘ) PDMA

 

রেডিও সিগন্যাল প্রথমে ডিজিটাল পদ্ধতিতে কোন প্রজন্মের মোবাইলে ব্যবহৃত হয়?

[ব. বো. ২০১৯]  

ক) ১ম

খ) ২য়

গ) ৩য়

ঘ) ৪র্থ

 

কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম ইন্টারনেট সার্ভিস চালু হয়?

[ব. বো. ২০১৬] 

ক) প্রথম

খ) দ্বিতীয়

গ) তৃতীয়

ঘ) চতুর্থ

 

২য় প্রজন্মের মোবাইল ফোনে প্রি-পেইড পদ্ধতি, SMS, MMS ও ইন্টারনেট সেবা, আন্তর্জাতিক রোমিং সিস্টেম চালু হয়।

সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশন হয়।

 

২য় প্রজন্মের মোবাইল ফোনের স্ট্যান্ডার্ড হলো-

GSM (Global System for Mobile Communication)

CDMA (Code Division Multiple Access)

 

GSM এর পূর্ণরূপ কী?

[ব. বো. ২০১৭] 

ক) General System for Mobile Communication

খ) Global Standard for Mobile Communication

গ) General Standard for Mobile Communication

ঘ) Global System for Mobile Communication

 

মোবাইল ফোনের কোন প্রজন্ম হতে SMS চালু হয়?

ক) ১ম

খ) ২য়

গ) ৩য়

ঘ) ৪র্থ

 

SMS এর পূর্ণরূপ কোনটি ?

ক) Short Mail Service

খ) Short Message Server

গ) Short Message Service

ঘ) Star Message Service

 

কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম MMS সার্ভিস চালু হয়?

[ঢা. বো. ২০১৯] 

ক) প্রথম

খ) দ্বিতীয়

গ) তৃতীয়

ঘ) চতুর্থ

 

কোন প্রজন্মের মোবাইল ফোনে আলট্রা ব্রড ব্যান্ড ইন্টারনেট ব্যবহার করা হয়? 

[য. বো. ২০১৯]  

ক) ১ম

খ) ২য়

গ) ৩য়

ঘ) ৪র্থ

 

GPRS এর পূর্ণরূপ কোনটি?

[কু. বো. ২০১৭] 

ক) General Packet Radio Service

খ) Global Packet Radio Service

গ) Global Package Radio Service

ঘ) General Package Radio Service

 

GPRS কোন প্রজন্মের অন্তর্গত প্রযুক্তি?

ক) ১ম

খ) ২য়

গ) ৩য়

ঘ) ৪র্থ

 

৩য় প্রজন্মের মোবাইলের বৈশিষ্ট্য হলো-

i. Handset interoperability

ii. Data transmission by packet switching

iii. Easy handoff

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii         খ) i ও iii

গ) ii ও iii        ঘ) i, ii ও iii

 

কোন প্রজন্মের মোবাইলে ভিডিও কলের শুরু হয় ?

[ম. বো. ২০২৩]  

ক) ১ম

খ) ২য়

গ) ৩য়

ঘ) ৪র্থ

 

৩য় প্রজন্মের (3G) মোবাইল ফোনে ভিডিও কল, ই-কমার্স, মোবাইল ব্যাংকিং FOMA ইত্যাদি সুবিধা চালু হয়।

প্যাকেট সুইচিং ডেটা ট্রান্সমিশন হয়।

 

৩য় প্রজন্মের ফোনে ৪টি স্ট্যান্ডার্ড চালু হয়-

HSPA(High Speed Packet Access)

WCDMA(Wideband Code Division Multiple Access)

3GPP(3rd Generation Partnership Project)

UMTS(Universal Mobile Telecommunications System)

 

কোন প্রজন্মের মোবাইলে প্যাকেট সুইচিং পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন করা হয়?

ক) ১ম

খ) ২য়

গ) ৩য়

ঘ) ৪র্থ

 

EDGE কোন প্রজন্মের অন্তর্গত প্রযুক্তি?

ক) ১ম

খ) ২য়

গ) ৩য়

ঘ) ৪র্থ

 

কোনটি চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের প্রধান বৈশিষ্ট্য?

[সি. বো. ২০১৭] 

ক) আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক

খ) বিশ্বব্যাপী রোমিং সুবিধা 

গ) ফোনের মাধ্যমে ইন্টারনেট সংযোগ 

ঘ) সেমিকন্ডাক্টর ও মাইক্রোপ্রসেসর প্রযুক্তি 

 

4G মোবাইল ফোনের বৈশিষ্ট্য-

  • LTE (Long Term Evolution) স্ট্যান্ডার্ডে কাজ করে।
  • গতি 3G এর তুলনায় ৫০ গুণ বৃদ্ধি পায়।
  • IP(Internet Protocol) নির্ভর ডেটা ট্রান্সমিশন।
  • আই.পি. টেলিফোনি, গেমিং সার্ভিসেস, HD মোবাইল টিভি, 3D TV, ভিডিও কনফারেন্সিং ইত্যাদি ক্ষেত্রে 4G প্রযুক্তি প্রয়োগ করা হয়।

 

প্যাকেট বা সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে ইন্টারনেট প্রটোকলভিত্তিক নেটওয়ার্কের সুবিধা হচ্ছে-

[চ. বোর্ড ২০২৩] 

i. গতি 3G এর তুলনায় ৫০ গুণ বৃদ্ধি পায়

ii. LTE স্ট্যান্ডার্ডে কাজ করে

iii. এর মাধ্যমে 4K TV বা ভিডিও দেখা যায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii         খ) i ও iii

গ) ii ও iii        ঘ) i, ii ও iii

 

ইন্টারনেট প্রটোকলভিত্তিক নেটওয়ার্ক ব্যবহৃত হয় মোবাইলের কোন প্রজন্ম হতে?

[সি. বোর্ড ২০২৩] 

ক) ১ম

খ) ২য়

গ) ৩য়

ঘ) ৪র্থ

 

GPS এর পূর্ণরূপ – 

ক) Global Positioning System

খ) Global Phone System

গ) General Packet Service

ঘ) General Phone System

 

যানবাহনের নির্ভুল অবস্থান, গতিবেগ, গতিপথ ইত্যাদি নির্ণয়ে ব্যবহৃত হয়-

ক) SPS

খ) GSP

গ) SSP

ঘ) GPS

 

সাধারণ মোবাইল কমিউনিকেশন হলো- 

[কু. বো. ২০১৬] 

i. তারবিহীন যোগাযোগ ব্যবস্থা

ii. শুধুমাত্র কথা বলার ব্যবস্থা

iii. ফুল-ডুপ্লেক্স নেটওয়ার্ক

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii         খ) i ও iii

গ) ii ও iii        ঘ) i, ii ও iii

 

নিচের উদ্দীপকটি পড় এবং ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাওঃ

একটি কোম্পানির দুজন নিরাপত্তা কর্মী নিজেদের মধ্যে যোগাযোগ করে কিন্তু একই সময়ে তারা কথা বলতে পারে না।

১। তারা কোন ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহার করেন?

[কু. বো. ২০১৬] 

ক) সিমপ্লেক্স

খ) হাফ-ডুপ্লেক্স

গ) ফুল-ডুপ্লেক্স

ঘ) মাল্টিপ্লেক্স

 

২। একই সময়ে যোগাযোগ করার  ক্ষেত্রে তাদের যে ডিভাইস প্রয়োজন- 

[কু. বো. ২০১৬] 

i. মোবাইল ফোন

ii. ওয়াকি-টকি

iii. টেলিফোন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাওঃ

MTV এর টকশোতে বিশেষজ্ঞদের একজন ঢাকার বারিধারার বাসা থেকে, একজন চট্রগ্রামের লালখান বাজার থেকে এবং অন্য একজন যুক্ত রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে। আলোচনায় আলী রিয়াজের যুক্ত থাকার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তাকে সংযুক্ত করা যায়নি।

৩। উদ্দীপকে কোন ধরনের ট্রান্সমিশন মোড তৈরি হয়েছে?

[সকল. বো. ২০১৮] 

ক) সিমপ্লেক্স

খ) ফুল-ডুপ্লেক্স

গ) মাল্টিকাস্ট

ঘ) ইউনিকাস্ট

 

৪। এ ধরনের আলোচনার আয়োজন করতে হলে যে বিষয়টি নিশ্চিত করতে হবে তা কী?

[সকল. বো. ২০১৮] 

ক) ইন্ট্রানেট

খ) ইন্টারনেট

গ) ওয়াইফাই

ঘ) রেডিও ওয়েব

 

নিচের উদ্দীপকটি পড় এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাওঃ

রাসেল 4G মোবাইল ফোন ব্যবহার করে তার নির্দিষ্ট কিছু বন্ধুকে একটি বার্তা প্রেরণের মাধ্যমে একটি তথ্য জানায় এবং কিছু বন্ধুকে কল দিয়ে তথ্যটি জানায়।

৫। বার্তা জানানোর মোড কোনটি?

ক) সিমপ্লেক্স

খ) ফুল-ডুপ্লেক্স

গ) মাল্টিকাস্ট

ঘ) ব্রডকাস্ট

 

৬। উদ্দীপকে ব্যবহৃত ডিভাইসটির মোড কোনটি?

ক) সিমপ্লেক্স

খ) ফুল-ডুপ্লেক্স

গ) মাল্টিকাস্ট

ঘ) ব্রডকাস্ট

 

নিচের উদ্দীপকটি পড় এবং ৭ ও  ৮ নং প্রশ্নের উত্তর দাওঃ

মোহনা লক্ষ করল, তাদের এলাকার সবচেয়ে উঁচু দালানগুলোর ওপর বিভিন্ন মোবাইল কোম্পানির টাওয়ার বসানো আছে। এমনকি খোলা প্রান্তরেও অনেক দূরে দূরে টাওয়ারগুলো বসানো, যাদের মাঝখানে কোনো বাধা নেই। একটি দালানের ওপর কিছু যন্ত্রপাতিসহ একটি অ্যাণ্টেনা আকাশমুখী করে রাখা হয়েছে ।

৭। উদ্দীপকের উঁচু টাওয়ারগুলো কোন ধরনের মিডিয়া ব্যবহার করে?

[য. বো. ২০১৬] 

ক) রেডিও ওয়েভ

খ) টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ

গ) ইনফ্রারেড

ঘ) স্যাটেলাইট মাইক্রোওয়েভ

 

৮। উদ্দীপকের আকাশমুখী ব্যবস্থা ব্যবহার করা হয়-

[য. বো. ২০১৬] 

i. টেলিভিশনে সিগন্যাল পাঠানোর ক্ষেত্রে

ii. আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে

iii. আন্তঃমহাদেশীয় টেলিফোন কলের ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii        খ) i ও iii

গ) ii ও iii       ঘ) i, ii ও iii

 

নিচের উদ্দীপকটি পড় এবং ৯ ও  ১০ নং প্রশ্নের উত্তর দাওঃ

রাসেল 4G মোবাইল ফোন ব্যবহার করে তার নির্দিষ্ট কিছু বন্ধুকে SMS এর মাধ্যমে একটি বার্তা প্রেরণ করে।

৯। বার্তা জানানোর মোড কোনটি?

[সকল. বো. ২০১৮] 

ক) সিমপ্লেক্স

খ) ফুল-ডুপ্লেক্স

গ) মাল্টিকাস্ট

ঘ) ব্রডকাস্ট

 

১০। রাসেলের মোবাইল ফোনের প্রযুক্তি দিয়ে সম্ভব-

[সকল. বো. ২০১৮] 

i. সার্কিট সুইচিং পদ্ধতিতে ডেটা প্রেরণ

ii. IP নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক স্থাপন

iii. ত্রি-মাত্রিক পরিবেশে ডাটা স্থানান্তর

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii         খ) i ও iii

গ) ii ও iii        ঘ) i, ii ও iii

 

নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ও  ১২ নং প্রশ্নের উত্তর দাওঃ

রায়হান সাহেব মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেন। যে সকল শিক্ষার্থীরা ক্লাসে অনুপস্থিত থাকে তাদের অভিভাবকদের SMS এর মাধ্যমে অনুপস্থিতির বিষয়টি অবহিত করা হয়।

১১। উদ্দীপকের আলোকে রায়হান সাহেবের ক্লাস নেয়ার সময় কোন ধরণের ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহৃত হয়েছে? 

[চ. বো. ২০১৯] 

ক) সিমপ্লেক্স 

খ) হাফ ডুপ্লেক্স 

গ) ফুল ডুপ্লেক্স 

ঘ) ব্রডকাস্ট 

 

১২। অনুপস্থিতির বিষয়টি জানানোর জন্য ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড হলো- 

[চ. বো. ২০১৯] 

i. ইউনিকাস্ট

ii. মাল্টিকাস্ট

iii. ব্রডকাস্ট

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii         খ) i ও iii

গ) ii ও iii        ঘ) i, ii ও iii

 

নিচের উদ্দীপকটি পড় এবং ১৩ ও  ১৪ নং প্রশ্নের উত্তর দাওঃ

রাজু ইন্টারনেট হতে ছবি ও ফাইল নিজের কম্পিউটারে সংরক্ষণ করে আবার মাঝে মাঝে প্রিন্টও করে।

১৩। রাজুর ফাইল সংরক্ষণে কোন প্রটোকল কাজ করে? 

[য. বোর্ড ২০২৩] 

ক) http 

খ) ftp 

গ) VoIP

ঘ) SMTP

 

১৪। রাজুর প্রিন্টের কাজে ট্রান্সমিশন মেথডটির বৈশিষ্ট্য-  

[য. বোর্ড ২০২৩]  

i. প্রেরক ও প্রাপক যেকোন সময় ডেটা প্রেরণ ও গ্রহণ করে

ii. জটিল সার্কিট ছাড়াই বাস্তবায়ন করা যায়

iii. ট্রান্সমিশন দক্ষতা বেশি

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii         খ) i ও iii

গ) ii ও iii        ঘ) i, ii ও iii

 


Written by,

Spread the love

8 thoughts on “HSC ICT Chapter 2 MCQ বোর্ড প্রশ্ন সমাধান কমিউনিকেশন সিস্টেম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *