MCQ ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম – HSC ICT Chapter 6

DBMS

১। ডেটা ফাইল তৈরির সঠিক অনুক্রম কোনটি?

ক) বর্ণ→ ফিল্ড→রেকর্ড→ডেটাবেজ

খ) ফিল্ড→ রেকর্ড→টেবিল→ডেটাবেজ

গ)  রেকর্ড→ ফিল্ড→তথ্য→ডেটাবেজ

ঘ) রেকর্ড→ ফিল্ড→বর্ণ→ডেটাবেজ


নিচের উদ্দীপকটি পড় ২  ও ৩ নং প্রশ্নের উত্তর দাও:

একটি সরকারি প্রতিষ্ঠান স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংরক্ষণে আগ্রহী। তাই প্রতিষ্ঠানটি একটি সফটওয়্যার ফার্মের সাথে চুক্তি করে এবং সে অনুযায়ী ফার্মটি প্রতিষ্ঠানের জন্য প্রযুক্তিগত সুবিধা প্রদান করে। এতে প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য বিশ্লেষণ পূর্বের চেয়ে  দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে।

২। উদ্দীপকের প্রতিষ্ঠানটির জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়েছে?

ক) Oracle       খ) Nexus

গ) Firefox        ঘ) Pascal

৩। উদ্দীপকের প্রতিষ্ঠানটির বর্তমান সিদ্ধান্তের ফলে কী ঘটতে পারে?

ক) জনবল বাড়াতে হবে

খ) তথ্য ব্যবস্থাপনা খরচ বৃদ্ধি পাবে

গ) চাহিদামাফিক রিপোর্ট পাবে

ঘ) নিরাপত্তা বিগ্নিত হবে


নিচের উদ্দীপকের আলোকে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও:

রনি তার দোকানের দৈনিক হিসাব লিখেন। এতে তার অনেক সময় ও ব্যবসায় ক্ষতি হয়। সমস্যা সমাধানের জন্য বিশেষজ্ঞের পরামর্শে DBMS  ব্যবহারের সিদ্ধান্ত নেন।

৪। উদ্দীপকে উল্লিখিত কাজ কোনটির সাহায্যে সহজে করা যায়?

ক) MS Excel     খ) MS Access

গ) MS Word       ঘ) MS PowerPoint

৫। বিশেষজ্ঞের পরামর্শে রনি সুবিধা পাবে-

i. রিপোর্ট তৈরিতে

ii. বায়োডেটা তৈরিতে

iii. রেকর্ড অনুসন্ধানে

নিচের কোনটি সঠিক?

ক) i ও  ii      খ) i ও  iii

গ) ii ও  iii       ঘ) i, ii ও  iii


৬। ডেটাবেজ সফ্টওয়্যারের সাহায্যে তৈরি করা যায়-

i. বিশেষ অ্যাপ্লিকেশন প্রোগ্রাম

ii. ডেটা প্রদানের ইন্টারফেস

iii. প্রয়োজন অনুযায়ী প্রতিবেদন

নিচের কোনটি সঠিক?

ক) i ও  ii      খ) i ও  iii

গ) ii ও  iii       ঘ) i, ii ও  iii


৭। RDBMS -এর বৈশিষ্ট্য হচ্ছে-

i. নানা ধরনের চার্ট ব্যবহার করা যায়

ii. অবজেক্টের জন্য OLE টাইপ ব্যবহার করা যায়

iii. অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করা যায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও  ii      খ) i ও  iii

গ) ii ও  iii     ঘ) i, ii ও  iii


৮। DBMS এর কাজ হচ্ছে-

i. ডেটাবেজে নতুন রেকর্ড অন্তর্ভূক্ত করা

ii. অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলা

iii. কাঙ্খিত রেকর্ড খোঁজা

নিচের কোনটি সঠিক?

ক) i ও  ii        খ) i ও  iii

গ) ii ও  iii       ঘ) i, ii ও  iii


৯। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS) এর প্রধান কাজ হচ্ছে-

i.ডেটাবেজ তৈরি করা

ii.ডেটা এন্ট্রি ও সংরক্ষণ

iii. রিপোর্ট তৈরি ও প্রিন্ট করা

নিচের কোনটি সঠিক?

ক) i ও  ii        খ) i ও  iii

গ) ii ও  iii       ঘ) i, ii ও  iii


১০। নিচের কোনটি ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার?

ক) MS-Power point   খ) MS-Word

গ) MS-Excell             ঘ) MS-Access


নিচের উদ্দীপকটি পড় ১১ নং প্রশ্নের উত্তর দাও:

একটি কলেজের ডেটাবেজে ৫০ জন শিক্ষকের তথ্য সংরক্ষিত আছে। প্রতিটি শিক্ষকের নাম, আইডি নং, জন্ম তারিখ ও মোবাইল নম্বর সংবলিত চারটি ফিল্ড আছে।

১১। উদ্দীপকে শিক্ষকের আইডি হতে পারে-

i. text type    ii. Numeric   iii. Auto Number

নিচের কোনটি সঠিক?

ক) i ও  ii        খ) i ও  iii

গ) ii ও  iii       ঘ) i, ii ও  iii


১২। “Name” ফিল্ডের ডেটা টাইপ কোনটি?

ক) Logical         খ) Number

গ) Text               ঘ) Currency


১৩। কোনটি ডেটাবেজের সবচেয়ে বড় ডেটা টাইপ?

ক) টেক্সট          খ) নাম্বার

গ) কারেন্সি        ঘ) মেমো


চিত্রের টেবিলটি দেখ এবং ১৪ নং প্রশ্নের উত্তর দাও:

Roll Name Date of Birth

১৪। টেবিলটির শেষ ফিল্ডের ডেটা টাইপ কোনটি?

i. Text     ii. Number     iii. Date/Time

নিচের কোনটি সঠিক?

ক) i ও  ii        খ) i ও  iii

গ) ii ও  iii       ঘ) i, ii ও  iii


১৫। টেক্সট ডেটা টাইপে বর্ণের সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে?

ক) ১২৮       খ) ২৫৫

গ) ২৫৬       ঘ) ৫১২

১৬। কোন ধরনের ডেটা টাইপের মাধ্যমে ডেটাবেজ হতে ওয়েব পেজের লিংক করা যায়?

ক) OLE Object       খ) Memo

গ) Hyperlink           ঘ) Look up wizard


নিচের উদ্দীপকটি পড় এবং ১৭ নং প্রশ্নের উত্তর দাও:

Roll Name Marks
701 A 80
702 B 50

১৭। টেবিলের শেষ ফিল্ডের ডেটা টাইপ কোন ধরণের?

ক) Text               খ) Number

গ) Date/time       ঘ) Memo


১৮। কুয়েরি হলো-

ক) ডেটাবেজ আপডেট রাখা

খ) ডেটাবেজ ফাইল সংরক্ষণ করা

গ) ডেটাবেজ থেকে কোনো ডেটা খুঁজে বের করা

ঘ) প্রয়োজনে ডেটাবেজ শেয়ার করা


১৯। কলেজের ডেটাবেজ সফ্টওয়্যার থেকে যেসকল ছাত্রের রক্তের গ্রুপ A(+) তাদের পৃথক করে বের করতে কী ব্যবহার করা হয়?

ক) টেবিল     খ) ফরম

গ) কুয়েরি    ঘ) রিপোর্ট


২০। SQL এর পূর্ণরূপ কী?

ক) Search Query Language

খ) Simulation for Query Language

গ) Standard Query Language

ঘ) Structured Query Language


২১। ডেটাবেজের কুয়েরিকৃত ডেটাকে সামারি আকারে উপস্থাপন করা হয়া কোন কুয়েরির মাধ্যমে?

ক) Select             খ) Crosstab

গ) Parameter       ঘ)  Action


২২। কুয়েরী বলতে কী বুঝায়?

ক) ডেটাবেজে ডেটা সবসময় আপডেট রাখা

খ) ডেটাবেজে ফাইলসমূহ যথাযথ সংরক্ষণ করা

গ) প্রয়োজন মাফিক ডেটা সরবরাহ করা

ঘ) ডেটাবেজের টেবিলসমূহ সাজিয়ে রাখা


২৩। শর্তসাপেক্ষে ডেটা অনুসন্ধান করাকে কি বলে?

ক) মডিউল       খ) কুয়েরি

গ) সর্টিং            ঘ) ইনডেক্সিং


২৪। কুয়েরি ব্যবহার করে করা যায়-

i.Data Input    ii.Data Update

iii.Data Delete

নিচের কোনটি সঠিক?

ক) i ও  ii        খ) i ও  iii

গ) ii ও  iii       ঘ) i, ii ও  iii


২৫। কুয়েরি ভাষায় উদাহরণ হচ্ছে-

i.QBE      ii.SQL       iii. QUEL

নিচের কোনটি সঠিক?

ক) i ও  ii        খ) i ও  iii

গ) ii ও  iii       ঘ) i, ii ও  iii


উদ্দীপক অনুসারে ২৬ নং প্রশ্নের উত্তর দাওঃ

২৬। উদ্দীপকে যাদের বেতন ৩০,০০০ টাকা এর উপরে তাদের  দ্রুত খুঁজে বের করা যায় কোন পদ্ধতিতে?

ক) সার্চিং           খ) সর্টিং

গ) ইনডেক্সিং     ঘ) কুয়েরি


২৭। “UPDATE” কোন কুয়েরির অন্তর্ভূক্ত?

ক) Select          খ) Parameter

গ) Crosstab       ঘ) Action


২৮। যদি ডেটাবেজে প্রচুর তথ্য সংরক্ষিত থাকে তবে-

i. ডেটা দ্রুত খুঁজে পেতে ইডেক্সিং প্রয়োজন

ii. এমনিতেই ডেটা দ্রুত খুঁজে পাওয়া যায়

iii. ডেটা খুঁজে বের করা সময় সাপেক্ষ

নিচের কোনটি সঠিক?

ক) i ও  ii        খ) i ও  iii

গ) ii ও  iii       ঘ) i, ii ও  iii


২৯। কোন সম্পর্কটি সঠিক?

ক) কুয়েরিং-বাছাই            খ) সর্টিং-খুঁজা

গ) ইনডেক্সিং-সাজানো      ঘ) সার্চিং-শনাক্ত


৩০। সর্টিং হচ্ছে-

i. ডেটাকে মানের উর্ধক্রমে সাজানো

ii. ডেটাকে মানের নিম্নক্রমে সাজানো

iii. ডেটাকে দৈর্ঘ্যরে ভিত্তিতে সাজানো

নিচের কোনটি সঠিক?

ক) i ও  ii        খ) i ও  iii

গ) ii ও  iii       ঘ) i, ii ও  iii


৩১। ইন্ডেক্স করা যায়-

i. একটি ফিল্ডের উপর

ii. দুইটি ফিল্ডের উপর

iii. একাধিক ফিল্ডের উপর

নিচের কোনটি সঠিক?

ক) i ও  ii        খ) i ও  iii

গ) ii ও  iii       ঘ) i, ii ও  iii


নিচের উদ্দীপক অনুসারে ৩২ নং প্রশ্নের উত্তর দাও:

Roll Name Dist
1 Zafar Dhaka
2 Rana Comilla
3 Kamal Rangpur
4 Baki Chittagong

৩২। উদ্দীপক টেবিলের Dist ফিল্ডের উপর A→Z সর্টিং করলে Roll ফিল্ডের মানের ক্রম হবে-

ক) ২, ৩, ৪, ১       খ) ৪, ২, ১, ৩

গ) ৩, ১, ২, ৪        ঘ) ৪, ৩, ২, ১


৩৩। ডেটাবেজ সাজানো প্রক্রিয়া হলো-

i. সর্টিং     ii. ইনডেক্সিং     iii. কুয়েরি

নিচের কোনটি সঠিক?

ক) i ও  ii        খ) i ও  iii

গ) ii ও  iii       ঘ) i, ii ও  iii


নিচের উদ্দীপকটি পড় এবং ৩৪ নং প্রশ্নের উত্তর দাও:

একটি কলেজের ডেটাবেজে ৫০ জন শিক্ষকের তথ্য সংরক্ষিত আছে। প্রতিটি শিক্ষকের নাম, আইডি নং, জন্ম তারিখ ও মোবাইল নম্বর সংবলিত চারটি ফিল্ড আছে।

৩৪। উদ্দীপকে উল্লিখিত ডেটাবেজে রেকর্ডের সংখ্যা কত?

ক) ২৫     খ) ৫০

গ) ১০০     ঘ) ২০০


৩৫।  কোন ফিল্ডটি প্রাইমারি কী হতে পারে?

ক)  Name      খ)  Address

গ)  Fee          ঘ) Mobile No.


নিচের উদ্দীপকের আলোকে ৩৬ নং প্রশ্নের উত্তর দাও:

Roll Name Reg. No. Result
101 A 6325 A+
102 B 6326 A
103 A 6327 B

৩৬। উদ্দীপকের যে ফিল্ডগুলো প্রাইমারি কী হতে পারে-

i. Name    ii. Roll      iii. Reg. No

নিচের কোনটি সঠিক?

ক) i ও  ii        খ) i ও  iii

গ) ii ও  iii       ঘ) i, ii ও  iii


উদ্দীপকটি পড়ে ৩৭ নং প্রশ্নের উত্তর দাও:

Roll Name Date of Birth

৩৭। উদ্দীপক টেবিলের ১নং ফিল্ডের বৈশিষ্ট্য হতে পারে-

i. ডুপ্লিকেট মান বিরুদ্ধ

ii. ডেটা টাইপ অটো নাম্বার

iii. ইন্ডেক্সিং সুবিধা সংবলিত

নিচের কোনটি সঠিক?

ক) i ও  ii        খ) i ও  iii

গ) ii ও  iii       ঘ) i, ii ও  iii


নিচের উদ্দীপকটি পড় এবং ৩৮ ও ৩৯ নং প্রশ্নের উত্তর দাও:

৪০ জন ছাত্র এবং ৬০ জন ছাত্রীর তথ্য রয়েছে। প্রত্যেক রেকর্ডে একটি ডেটাবেজে রোল, নম্বর, জন্ম তারিখ এবং GPA নামক চারটি ফিল্ড রয়েছে।

৩৮। উদ্দীপকে কতটি রেকর্ড এর উল্লেখ রয়েছে?

ক) ৪       খ) ৪০

গ) ৬০     ঘ) ১০০

৩৯। প্রাইমারি কী হিসাবে ব্যবহৃত হতে পারে-

i. Roll     ii. ID     iii. GPA

নিচের কোনটি সঠিক?

ক) i ও  ii        খ) i ও  iii

গ) ii ও  iii       ঘ) i, ii ও  iii


৪০। ডেটাবেজের ভিত্তি কোনটি?

ক) ফিল্ড      খ) রেকর্ড

গ) টেবিল     ঘ) কোয়েরি


৪১। এক বা একাধিক রেকর্ড নিয়ে কি গঠিত হয়?

ক) ফিল্ড              খ) টেবিল

গ) ডেটাবেজ        ঘ) কী ফিল্ড


৪২। কোন ফিল্ডটি প্রাইমারি কী হতে পারে?

ক) নাম                খ) মোবাইল

গ) পরীক্ষার ফি     ঘ) ঠিকানা


৪৩। Foreign Key এর সাথে Primary Key এর রিলেশন কিরূপ?

ক) One to One          খ) One to Many

গ) Many to One        ঘ) Many to Many


উদ্দীপকটি পড়ে ৪৪ নং প্রশ্নের উত্তর দাও:

stem

৪৪। উদ্দীপকে টেবিলের ফিল্ড রিলেশনে ভূমিকা রাখতে পারে-

i.E-ID     ii.Name     iii. Mobile

নিচের কোনটি সঠিক?

ক) i ও  ii        খ) i ও  iii

গ) ii ও  iii       ঘ) i, ii ও  iii


৪৫। ৩য় টেবিল থাকে কোন রিলেশনে?

ক) One to One       খ) One to Many

গ) Many to One      ঘ) Many to Many


চিত্রের টেবিল দুটি দেখ এবং ৪৬ নং প্রশ্নের উত্তর দাও:

৪৬। টেবিল দুটির মধ্যে কী ধরনের রিলেশন বিদ্যমান?

ক) One to One       খ) One to Many

গ) Many to One      ঘ) Many to Many


৪৭। একটি রেকর্ডের সাথে অনেকগুলো রেকর্ড সম্পর্কযুক্ত হয় কোনটিতে?

ক) One to One       খ) One to Many

গ) Many to One      ঘ) Many to Many


নিচের উদ্দীপকটি পড় এবং ৪৮ নং প্রশ্নের উত্তর দাও:

কোন একটি কলেজের তিন হাজার ছাত্রের জন্য তৈরিকৃত ডেটাবেজে পরীক্ষা সম্পর্কিত তথ্যের জন্য exam এবং ব্যক্তিগত তথ্যের জন্য personal নামক ডেটা ফাইল তৈরি করা হয়েছে।

৪৮। উভয় ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য কোন ফিল্ডটি অত্যাবশ্যক?

ক) Name      খ) Roll

গ) Salary      ঘ) Age


৪৯। নিচের কোনটি ডেটা এনক্রিপশনের অংশ নয়?

ক) প্লেইন টেক্সট     খ) সাইফার টেক্সট

গ) এলগরিদম         ঘ) প্যারিটি বিট


৫০। ডেটা এনক্রিপশন সংশ্লিষ্ট বিষয় হলো-

i. প্লেইনটেক্সট        ii. সাইফার টেক্সট         iii. কী

নিচের কোনটি সঠিক?

ক) i ও  ii      খ) i ও  iii

গ) ii ও  iii     ঘ) i, ii ও  iii


৫১। ডেটার গোপনীয়তা রক্ষায় গৃহীত ব্যবস্থা কোনটি?

ক) এনক্রিপশন      খ) প্লেইন টেক্সট

গ) সর্টিং                 ঘ) ইন্ডেক্সিং


৫২। ডেটা এনক্রিপ্টশন ও ডিক্রিপ্টশনের নিয়ম কোনটি?

ক) সাইবারনেট্রিক্স     খ) ক্রিপ্টোগ্রাফী

গ) ইনফরমেট্রিক      ঘ) সাইটোগ্রাফি


৫৩। ডেটা এনক্রিপশনের প্রয়োজন হয়-

ক) ডেটা ম্যানেজমেন্টে         খ) ডেটা সর্টিং-এ

গ) ডেটা সিকিউরিটিতে          ঘ) ডেটা পরিবর্তনে

 


Written by,

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *