HSC ICT Chapter 3 MCQ বোর্ড প্রশ্ন সমাধান ডিজিটাল ডিভাইস

Digital Device

HSC ICT Chapter 3 এর ২০২৩, ২০১৯, ২০১৮, ২০১৭ ও ২০১৬ সালের বোর্ড প্রশ্ন সহ গুরুত্বপূর্ণ MCQ সমাধান। এই প্রশ্নগুলো বুঝে সমাধান করলে ভালো একটি প্রস্তুতি হবে বলে আশা করছি।  

 

বুলিয়ান অ্যালজেবরার উদ্ভাবক কে?

ক) জর্জ বুল

খ) নিউটন

গ) প্যাসকেল

ঘ) বিল গেটস

 

কত সালে জর্জ বুল গণিত ও যুক্তির মধ্যে সুস্পষ্ট সম্পর্ক বের করেন?

ক) ১৯৪৫

খ) ১৮৩৩

গ) ১৯৪৪

ঘ) ১৮৫৪

 

বুলিয়ান অ্যালজেবরা নিচের কোন সম্পর্কের উপর প্রতিষ্ঠিত?

ক) যুক্তি ও গেইট

খ) বীজগণিত ও পাটিগণিত

গ) গণিত ও যুক্তির

ঘ) গণিত ও বুদ্ধির

 

A = 0 এবং B = 1 হলে AB=?

ক)

খ) ১

গ) ২

ঘ) ৩

 

A, B ও C তিনটি চলকের যৌক্তিক গুণফল কখন ১ হবে?

ক) তিনটি মানই ১

খ) তিনটি মানই ০

গ) কোন একটি মান ১

ঘ) কোন দুটির মান ১

 

A, B ও C তিনটি চলকের যৌক্তিক যোগ এর মান ১ হবে যদি-

i. যেকোনো একটির মান ১ হয়

ii. যেকোনো দু’টির মান ১ হয়

iii. তিনটির মানই ০ হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

ডিজিটাল সিস্টেমে কোন ভোল্টেজ লেভেল সংজ্ঞায়িত নয়?

ক) +0 V থেকে +0.8 V

খ) +0.8 V থেকে +2 V

গ) +2 V থেকে +5V

ঘ) +0.8 V থেকে +5 V

 

সত্যক সারণির কাজ কোনটি?

ক) মান-নির্ণয়

খ) সত্যতা যাচাই

গ) ইনপুট নির্ণয়

ঘ) আউটপুট নির্ণয়

 

A+BC=(A+B)(A+C) উপপাদ্যটি হলো- 

[রা. বোর্ড ২০১৭]

ক) বিনিময় 

খ) অনুষঙ্গ 

গ) মৌলিক 

ঘ) বিভাজন 

 

কোনটি মৌলিক উপপাদ্য? 

[ব. বোর্ড ২০১৭] 

ক) A+1=A

খ) A+0=A

গ) A+A’=0

ঘ) A+A=1

 

কোনটি বুলিয়ান এলজেব্রার মৌলিক উপপাদ্য? 

[সি. বোর্ড ২০১৯] 

ক) A+1=A

খ) A+A=A

গ) A+0=0

ঘ) A+A’=0

 

AND গেইটের আউটপুট ‘১’ হবে যদি—

ক) সকল ইনপুট ০ হয়

খ) যেকোন একটি ইনপুট ০ হয়

গ) সকল ইনপুট ১ হয়

ঘ) যেকোন একটি ইনপুট ১ হয়

 

মৌলিক লজিক গেইট কয়টি?

[কু. বোর্ড ২০২৩]  

ক) ২টি

খ) ৩টি

গ) ৪টি

ঘ) ৬টি

 

কোনটি মৌলিক গেইট নয়? 

[মা. বোর্ড ২০১৯] 

ক) অর

খ) নর

গ) এন্ড

ঘ) নট

 

মৌলিক লজিক গেইট হলো –

i. NOR

ii. AND

iii. NOT

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii         খ) i ও iii

গ) ii ও iii        ঘ) i, ii ও iii

 

OR গেইটে যে কোন একটি ইনপুট ১ হলে আউটপুট হবে-

ক) ০

খ) ১০

গ)

ঘ) ১১

 

OR গেইট এর আউটপুট হয় ইনপুটগুলোর যৌক্তিক — এর সমান।

ক) যোগ

খ) গুণ

গ) ভাগ

ঘ) বিয়োগ

 

AND গেইট এর আউটপুট হয় ইনপুটগুলোর যৌক্তিক — এর সমান।

ক) যোগ

খ) গুণ

গ) ভাগ

ঘ) বিয়োগ

 

OR গেইটের আউটপুট ‘১’ হবে যদি—

i. সকল ইনপুট ১ হয়

ii. যেকোন একটি ইনপুট ১ হয়

iii. সকল ইনপুট ০ হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii         খ) i ও iii

গ) ii ও iii        ঘ) i, ii ও iii

 

OR গেইটের আউটপুট ‘০’ হবে যদি—

ক) সকল ইনপুট ০ হয়

খ) যেকোন একটি ইনপুট ০ হয়

গ) সকল ইনপুট ১ হয়

ঘ) যেকোন একটি ইনপুট ১ হয়

 

AND গেইটের আউটপুট ‘০’ হবে যদি—

i. সকল ইনপুট ১ হয়

ii. যেকোন একটি ইনপুট ০ হয়

iii. সকল ইনপুট ০ হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii         ঘ) i, ii ও iii

 

ভিডিও লেকচার পেতে YouTube চ্যানেলটিতে Subscribe করো। 

HSC ICT তৃতীয় অধ্যায়ের নোট পেতে ক্লিক করো।

ICT সম্পর্কিত যেকোন প্রশ্নের উত্তর জানতে Facebook গ্রুপে যুক্ত হও।

 

কোন গেইটে একটি ইনপুট ও একটি আউটপুট থাকে?

ক) AND

খ) NAND

গ) OR

ঘ) NOT

 

নিচের কোন লজিক গেইটের আউটপুট ইনপুটের বিপরীত?

[চ. বোর্ড ২০১৬] 

ক) AND

খ) NAND

গ) OR

ঘ) NOT

 

Inverter হিসেবে কাজ করে কোন লজিক গেইট?

[য. বোর্ড ২০২৩]  

ক) AND

খ) XOR

গ) OR

ঘ) NOT

 

কোন লজিক গেইটের ইনপুট ও আউটপুট লাইন সমান থাকে? 

[ঢা. বোর্ড, মা. বোর্ড ২০১৭] 

ক) AND

খ) NAND

গ) OR

ঘ) NOT

 

মৌলিক গেটের সমন্বয়ে কয়টি যৌগিক গেইট তৈরী করা যায়?

ক) ২

খ)

গ) ৬

ঘ) ৮

 

যৌগিক গেইট কোনটি?

ক) OR

খ) AND

গ) NAND

ঘ) NOT

 

সার্বজনীন গেইট কোনটি?

[য. বোর্ড ২০১৭]

ক) AND

খ) NAND

গ) XOR

ঘ) XNOR

 

XOR এর সাথে কোন গেইটের সংযোগে XNOR গেইট তৈরি হয়?

ক) OR

খ) AND

গ) NAND

ঘ) NOT

 

NAND গেইটের আউটপুট ‘1’ হবে যদি—

i. সকল ইনপুট ১ হয়

ii. যেকোন একটি ইনপুট ০ হয়

iii. সকল ইনপুট ০ হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii         ঘ) i, ii ও iii

 

NOR গেইটের আউটপুট ‘0’ হবে যদি–

[দি. বোর্ড ২০১৭] 

i. যেকোন একটি ইনপুট ০ হয়

ii. যেকোন একটি ইনপুট ১ হয়

iii. সকল ইনপুট হয় ১

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii         খ) i ও iii

গ) ii ও iii        ঘ) i, ii ও iii

 

NOR গেইটের আউটপুট ‘0’ হবে যখন-

[ঢা. বোর্ড ২০১৯] 

i. সবগুলো ইনপুট ১ হয়

ii. সবগুলো ইনপুট হয় ০

iii. যেকোন একটি ইনপুট ১ হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii         খ) i ও iii

গ) ii ও iii        ঘ) i, ii ও iii

 

দুটি ইনপুটের মান ০ হলেও আউটপুট ১ হয় — গেইটে।

i. XOR

ii. NOR

iii. XNOR

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii         ঘ) i, ii ও iii

 

কুমিল্লা-বোর্ড

চিত্রের আউটপুট হবে- 

[কু. বোর্ড ২০২৩] 

ক) AB

খ) A´B

গ) A´B´

ঘ) AB´ 

 

কুমিল্লা-বোর্ড-২০২৩

এই সমীকরণটি সরল করতে হলে যে সূত্র ব্যবহার করতে হবে- 

[কু. বোর্ড ২০২৩]  

i. A ⊕ B

ii. A´B + AB´

iii. (A ⊕ B)´ 

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii         ঘ) i, ii ও iii

 

উভয় ইনপুট মান 1 হলে আউটপুট 0 হয় কোন গেইটে? 

[য. বোর্ড ২০১৯]  

i. NAND

ii. NOR

iii. XNOR

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii         ঘ) i, ii ও iii

 

XNOR এর আউটপুট ‘1’ হবে যখন-

[কু. বোর্ড ২০১৯] 

i. P=1, Q=1, R=0

ii. P=1, Q=0, R=1

iii. P=1, Q=1, R=1

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii         খ) i ও iii

গ) ii ও iii        ঘ) i, ii ও iii

 

সার্বজনীন গেইট তৈরিতে ব্যবহৃত হয়- 

[রা. বোর্ড ২০২৩] 

রাজশাহী-বোর্ড-২০২৩

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii         খ) i ও iii

গ) ii ও iii        ঘ) i, ii ও iii

 

a=1, b=0 এর জন্য a⊕b=? 

[কু. বোর্ড ২০১৭]

ক) 0

খ) 1

গ) 0,1

ঘ) 1,0

 

XOR

উপরের সমীকরণটি কোন গেইট নির্দেশ করে? 

[কু. বোর্ড ২০১৯]

ক) NOR

খ) NAND

গ) XOR

ঘ) XNOR

 

দিনাজপুর-বোর্ড-২০২৩

X এর মান ১ হবে যখন- 

[দি. বোর্ড ২০২৩] 

ক) a = 0, b = 0, c = 0

খ) a = 1, b = 0, c = 0

গ) a = 1, b = 1, c = 0

ঘ) a = 0, b = 1, c = 1

 

XOR গেট তৈরিতে ব্যবহৃত হয়- 

[চ. বোর্ড ২০১৬] 

i. OR

ii. AND

iii. NOT

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii         খ) i ও iii

গ) ii ও iii        ঘ) i, ii ও iii

 

F =  X′Y + Y + X এর সরলীকৃত মান কত?

[সি. বোর্ড ২০২৩] 

ক) XY

খ) X

গ) X (Y + 1)

ঘ) X + Y

 

কোন গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট 1 হবে? 

[সকল. বোর্ড ২০১৮] 

i. NAND

ii. NOR

iii. XNOR

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii         খ) i ও iii

গ) ii ও iii        ঘ) i, ii ও iii

 

যে লজিক বর্তনী আলফা-নিউমেরিক ক্যারেক্টারকে বাইনারি কোডে পরিণত করে তাকে কি বলে?

[রা. বোর্ড ২০১৭] 

ক) রেজিস্টার

খ) কাউন্টার 

গ) এনকোডার 

ঘ) ডিকোডার

 

কোন সার্কিটের সাহায্যে ডেটাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রুপান্তর করা যায়?

[দি. বোর্ড ২০১৬]

ক) রেজিস্টার

খ) কাউন্টার 

গ) এনকোডার 

ঘ) ডিকোডার

 

৪০ টি ইনপুট লাইনের এনকোডারে কমপক্ষে কতটি আউটপুট লাইন থাকবে?

ক) ৩

খ) ৪

গ) ৫

ঘ)

 

4 to 2 লাইন এনকোডার বাস্তবায়নে কতটি মৌলিক লজিক গেইট লাগবে?

ক)

খ) ৪

গ) ৬

ঘ) ৮

 

১৬ লাইন এনকোডার এর ক্ষেত্রে আউটপুট লাইন কয়টি হবে?

[য. বোর্ড ২০১৬]   

ক) ২

খ) ৩

গ) ৪ 

ঘ) ৮

 

১৬ ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট সংখ্যা কতটি হবে? 

[সি. বোর্ড ২০১৭]   

ক) ২

খ) ৩

গ) ৪ 

ঘ) ৮

 

এনকোডারের ক্ষেত্রে কোনটি সঠিক?

[রা. বোর্ড ২০২৩]    

ক) ইনপুট 2n হলে আউটপুট হবে n

খ) ইনপুট n হলে আউটপুট হবে 2n

গ) ইনপুট n হলে আউটপুট হবে n

ঘ) কোডেড ডেটাকে আনকোডেড ডেটায়

 

8 to 3 লাইন এনকোডার বাস্তবায়নে কতটি মৌলিক লজিক গেইট লাগবে?

ক) ২

খ)

গ) ৬

ঘ) ৮

 

কোনটি এনকোডার সার্কিট?

ক) 8 to 3 লাইন

খ) 3 to 8 লাইন

গ) 3 to 9 লাইন

ঘ) 2 to 16 লাইন

 

এনকোডার সার্কিটে ব্যবহৃত হয় –

i. AND

ii. OR

iii. NAND

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii         ঘ) i, ii ও iii

 

এনকোডার হলো এমন একটি সার্কিট যার—– থাকে।

i. n সংখ্যক আউটপুট লাইন

ii. 2n সংখ্যক ইনপুট লাইন

iii. 2n সংখ্যক ইনপুট লাইন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii              খ) i ও iii

গ) ii ও iii             ঘ) i, ii ও iii

 

এনকোডারের ইনপুট হচ্ছে- 

[চ. বোর্ড ২০১৭]    

i. অক্টাল সংখ্যা

ii. দশমিক সংখ্যা

iii. হেক্সাডেসিমেল সংখ্যা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii              খ) i ও iii

গ) ii ও iii             ঘ) i, ii ও iii

 

কোনটি এনকোডারের বিপরীত?

ক) মাল্টিপ্লেক্সার

খ) অ্যাডার

গ) রেজিস্টার

ঘ) ডিকোডার

 

৩২টি আউটপুট লাইনের ডিকোডারে কমপক্ষে কতটি ইনপুট লাইন থাকবে?

ক) ৩

খ) ৪

গ)

ঘ) ৬

 

কোন বর্তনীতে n সংখ্যক ইনপুটের জন্য 2ⁿ সংখ্যক আউটপুট থাকে?

[য. বোর্ড ২০১৯]  

ক) এনকোডার 

খ) ডিকোডার 

গ) হাফ-এডার 

ঘ) ফুল-এডার 

 

2 to 4 লাইন ডিকোডার বাস্তবায়নে কতটি মৌলিক লজিক গেইট লাগবে?

ক) ২

খ) ৪

গ)

ঘ) ৮

 

৫টি ইনপুটবিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কতটি?

[ঢা. বোর্ড ২০১৯] 

ক) ৮

খ) ১৬

গ) ৩২ 

ঘ) ৬৪

 

A, B, C, D ইনপুটবিশিষ্ট ডিকোডারের আউটপুট সংখ্যা হল- 

[ব. বোর্ড ২০২৩]

ক) ২

খ) ৪

গ) ৮

ঘ) ১৬

 

৬ লাইন ডিকোডার এর ক্ষেত্রে আউটপুট লাইন কয়টি হবে? 

[য. বোর্ড ২০১৬]   

ক) ৮

খ) ১৬

গ) ৩২

ঘ) ৬৪ 

 

ডিকোডারের ইনপুট সংখ্যা ৪ হলে আউটপুট হবে?

[কু. বোর্ড ২০১৯] 

ক) ৪

খ) ৮

গ) ১৬

ঘ) ৩২

 

কোনটি ডিকোডার সার্কিট?

ক) 3 to 8 line

খ)  8 to 3 line

গ) 1 to 9 line

ঘ) 2 to 16 line

 

ডিকোডার সার্কিটে ব্যবহৃত মৌলিক গেইট হলো –

i. AND

ii. OR

iii. NOT

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii           খ) i ও iii

গ) ii ও iii          ঘ) i, ii ও iii

 

ডিকোডার হলো এমন একটি সার্কিট যার—– থাকে।

i. n সংখ্যক ইনপুট লাইন

ii. 2n সংখ্যক আউটপুট লাইন

iii. 2n সংখ্যক আউটপুট লাইন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii              খ) i ও iii

গ) ii ও iii             ঘ) i, ii ও iii

 

নিচের কোনটি যোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়?

ক) এনকোডার

খ) ডিকোডার

গ) অ্যাডার

ঘ) কাউন্টার

 

একটি ৪ বিট বাইনারি অ্যাডার তৈরি করতে ব্যবহৃত হয়-

i. চারটি ফুল অ্যাডার

ii. তিনটি ফুল অ্যাডার ও একটি হাফ অ্যাডার

iii. তিনটি হাফ অ্যাডার ও একটি ফুল অ্যাডার

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii              খ) i ও iii

গ) ii ও iii             ঘ) i, ii ও iii

 

হাফ অ্যাডারে ইনপুট লাইন কতটি?

ক) ১

খ)

গ) ৩

ঘ) ৪

 

কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান?

[সি. বোর্ড ২০২৩] 

ক) হাফ অ্যাডার

খ) ফুল অ্যাডার

গ) এনকোডার

ঘ) কাউন্টার

 

ফুল অ্যাডারে ইনপুট লাইন কতটি?

ক) ১

খ) ২

গ)

ঘ) ৪

 

হাফ অ্যাডারের বুলিয়ান এক্সপ্রেশন হল-

i. C=A+B     ii. C=AB    iii.  S=A⊕B

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii         ঘ) i, ii ও iii

 

ফুল অ্যাডারের তিনটি বিটের সর্বোচ্চ যোগফল হবে-

i. (3)10

ii. (11)2

iii. (111)2

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii             খ) i ও iii

গ) ii ও iii            ঘ) i, ii ও iii

 

প্রদানকৃত ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে এমন একটি সিকুয়েন্সিয়াল সার্কিটকে কি বলে? 

[মা. বোর্ড ২০১৭] 

ক) রেজিস্টার 

খ) গেইট 

গ) চলক 

ঘ) কাউন্টার 

 

উপাত্ত ও তথ্য সংরক্ষণের সাথে জড়িত-

[কু. বোর্ড ২০১৭] 

i. ফ্লিপ-ফ্লপ

ii. অ্যাডার

iii. রেজিস্টার

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii             খ) i ও iii

গ) ii ও iii            ঘ) i, ii ও iii

 

উদ্দীপকটি লক্ষ্য কর এবং ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাওঃ 

সত্যক সারণি

১। সত্যক সারণিটি কোন গেইট নির্দেশ করে?

ক) AND

খ) NAND

গ) OR

ঘ) NOR

 

২। সত্যক সারণিটি কোন বুলিয়ান ফাংশনকে নির্দেশ করে?

ক) F=A.B

খ) F=(A.B)´

গ) F=A+B

ঘ) F=(A+B)´

 

উদ্দীপকটি লক্ষ্য কর এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাওঃ 

Stem

৩।  লজিক সার্কিটটির আউটপুট হবে-

ক) F= A+B

খ) F= AB

গ) F= (A+B)´

ঘ) F= (AB)´

 

৪। সার্কিটটির আউটপুট ১ হবে যখন-

i. A=0, B=0

ii. A=1, B=0

iii. A=1, B=1

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii         ঘ) i, ii ও iii

 

উদ্দীপকটি লক্ষ্য কর এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাওঃ 

HSC ICT Chapter 3 MCQ

৫। Y এর মান কোনটি? 

[ঢা. বোর্ড ২০১৯]

HSC ICT MCQ

৬। উদ্দীপকের বর্তনীটির আউটপুট Y=1 পেতে হলে A ও B এর মান কত ইনপুট দিতে হবে? 

[ঢা. বোর্ড ২০১৯]

ক) A=0 ও  B=0

খ) A=0 ও  B=1

গ) A=1 ও  B=0

ঘ) A=1 ও  B=1

 

উদ্দীপকটি লক্ষ্য কর এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাওঃ 

NOR gate

৭।  উপরের চিত্রটি কোন গেটের সমতুল্য? 

[সি. বোর্ড ২০১৭]

ক) NOT

খ) AND

গ) OR

ঘ) NOR

 

৮। Y এর মান ১ হবে যদি- 

[সি. বোর্ড ২০১৭]

i. A=0, B=1

ii. A=0, B=0

iii. A=1, B=0

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii         ঘ) i, ii ও iii

 

উদ্দীপকটি লক্ষ্য কর এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাওঃ 

XOR XNOR gate

৯।  উদ্দীপকের F এর সমতুল্য লজিক গেট কোনটি? 

[রা. বোর্ড ২০১১৯]

ক) OR

খ) XOR

গ) NAND

ঘ) XNOR

 

১০। G এর সমতুল্য লজিক গেট ব্যবহৃত হয়- 

[রা. বোর্ড ২০১১৯]

i. দুটি বিটের অবস্থা তুলনা করার জন্য

ii. হাফ-অ্যাডার তৈরিতে

iii. কাউন্টার তৈরিতে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii         ঘ) i, ii ও iii 

 

উদ্দীপকটি লক্ষ্য কর এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাওঃ 

XOR gate

১১।  চিত্রের আউটপুট F এর মান কত? 

[চ. বোর্ড ২০১৯] 

XOR Function

১২।  উদ্দীপক চিত্রে OR গেটের পরিবর্তে AND গেট ব্যবহার করলে F এর মান কত হবে? 

[চ. বোর্ড ২০১৯] 

ক) A

খ) B

গ) 0

ঘ) 1

 

উদ্দীপকটি লক্ষ্য কর এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাওঃ 

all board 2018 MCQ ICT

১৩।  F এর মান কোনটি? 

[সকল বোর্ড ২০১৮]   

ক) AB

খ) AB

গ) AB

ঘ) AB

 

১৪।  XNOR এর স্থলে কোন গেট বসালে আউটপুট 0 হবে?

[সকল বোর্ড ২০১৮]   

ক) AND

খ) OR

গ) NAND

ঘ) NOR

 

উদ্দীপকটি লক্ষ্য কর এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাওঃ  

NOR OR gate

১৫।  P এর মান কোনটি? 

[সি. বোর্ড ২০১৯]   

ক) A+B

খ) A+B

গ) A+B

ঘ) A+B

 

১৬।  উদ্দীপকের P=0 যখন-   

[সি. বোর্ড ২০১৯]   

ক) A=0, B=0

খ) A=0, B=1

গ) A=1, B=0

ঘ) A=1, B=1

 

উদ্দীপকটি লক্ষ্য কর এবং ১৭ নং প্রশ্নের উত্তর দাওঃ   

Input

Output

A

B X

0

0

0

0

1

1

1

0

1

1 1

0

১৭।  উপরের সত্যক সারণি কোন গেটকে নির্দেশ করে?

[ঢা. বোর্ড ২০২৩]    

ক) NOR

খ) EX-OR

গ) EX-NOR

ঘ) NAND

 

চিত্রটি লক্ষ্য কর এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাওঃ  

Dhaka-board-MCQ-2023

১৮।  Y এর মান কোনটি?

[ঢা. বোর্ড ২০২৩]    

ক) A+B

খ) (AB)

গ) (A+B)

ঘ) A⊕B

 

১৯।  উদ্দীপকের বর্তনীটির আউটপুট Y=1 পেতে হলে A ও B এর ইনপুট কত দিতে হবে?    

[ঢা. বোর্ড ২০২৩]    

ক) A=0 ও B=0

খ) A=0 ও B=1

গ) A=1 ও B=0

ঘ) A=1 ও B=1

 

চিত্রটি লক্ষ্য কর এবং ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাওঃ 

MCQ Board Question

২০।  X এর মান হবে- 

[ম. বোর্ড ২০২৩]     

ক) A+B+C

খ) A+B+C

গ) A+BC

ঘ) AB+C

 

২১।  A=0, B=1, C=1 হলে আউটপুট কত? 

[ম. বোর্ড ২০২৩]     

ক) 0

খ) 1

গ) 2

ঘ) 3

 

চিত্রটি লক্ষ্য কর এবং ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাওঃ  

রাজশাহী বোর্ড ২০২৩

২২।  উদ্দীপকের Y হতে পারে- 

[রা. বোর্ড ২০২৩]     

রাজশাহী বোর্ড ২০২৩

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii         ঘ) i, ii ও iii 

 

২৩। উদ্দীপক বর্তনীর আউটপুট Y = 0 হবে, যখন – 

[রা. বোর্ড ২০২৩]     

ক) ১ ও ২নং গেট এর পরিবর্তে NOR গেট 

খ) ৩নং গেট এর পরিবর্তে NAND গেট 

গ) ৪নং গেট এর পরিবর্তে AND গেট 

ঘ) ৫নং গেট এর পরিবর্তে NAND গেট ব্যবহার করা হবে 

 

চিত্রটি লক্ষ্য কর এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাওঃ  

দিনাজপুর-বোর্ড

২৪। F এর সরলীকৃত মান কোনটি?

[দি. বোর্ড ২০২৩]     

ক) P⊕Q

খ) (P⊕Q)‘ 

গ) P+Q

ঘ) P+Q‘ 

 

২৫। F এর সরলীকৃত মানকে মোট কয়টি মৌলিক গেইট দ্বারা বাস্তবায়ন সম্ভব? 

[দি. বোর্ড ২০২৩]

ক) ২

খ) ৩

গ) ৪

ঘ) ৫ 

 

চিত্রটি লক্ষ্য কর এবং ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাওঃ  

চট্টগ্রাম-বোর্ড-২০২৩

২৬।  Y এর মান হবে- 

[চ. বোর্ড ২০২৩]      

ক) A+B 

খ) AB‘ 

গ) A+B‘ 

ঘ) AB‘ 

 

২৭। A ও B এর মান কত হলে Y = 1 হবে?

[চ. বোর্ড ২০২৩]      

i.  A = 0, B = 0

ii. A = 1, B = 0

iii.  A = 0, B = 1

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii         ঘ) i, ii ও iii 

 

চিত্রটি লক্ষ্য কর এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাওঃ  

সিলেট-বোর্ড-২০২৩ MCQ

২৮। উপরিউক্ত যুক্তি বর্তনীটি কোন গেইট নির্দেশ করে?

[সি. বোর্ড ২০২৩]      

ক) AND

খ) OR

গ) NOR

ঘ) NAND

 

২৯। NAND এর ক্ষেত্রে কখন আলো জ্বলবে?

[সি. বোর্ড ২০২৩]

i.  A = 0, B = 0

ii.  A = 1, B = 0

iii.  A = 1, B = 1

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii         ঘ) i, ii ও iii 

 

চিত্রটি লক্ষ্য কর এবং ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাওঃ   

যশোর-বোর্ড MCQ

৩০। উদ্দীপকের লজিক সার্কিটের আউটপুট সমীকরণ কোন গেইটের সমতুল্য? 

[য. বোর্ড ২০২৩] 

ক) NAND

খ) NOR

গ) X-OR

ঘ) X-NOR

 

৩১। উদ্দীপকে সার্কিটের ইনপুট A, B ও C হলে কখন X=1 হবে?

[য. বোর্ড ২০২৩] 

ক)  A = 0, B = 0, C = 0

খ)  A = 0, B = 0, C = 1

গ) A = 0, B = 1, C = 0

ঘ)  A = 1, B = 0, C = 0

 

চিত্রটি লক্ষ্য কর এবং ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাওঃ    

যশোর-বোর্ড-২০২৩

৩২। উদ্দীপকের সত্যক সারণি যে গেইট নির্দেশ করে তা হলো- 

[ব. বোর্ড ২০২৩]

ক) NOR

খ) NAND

গ) XOR

ঘ) XNOR

 

৩৩। উদ্দীপকে Y এর মান 0, 1, 1, 0 হলে যে গেইট নির্দেশ করবে তা হল – 

[ব. বোর্ড ২০২৩]

বরিশাল-বোর্ড-২০২৩

 


Written by,

Spread the love

10 thoughts on “HSC ICT Chapter 3 MCQ বোর্ড প্রশ্ন সমাধান ডিজিটাল ডিভাইস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *