HSC ICT Chapter 3 এর ২০২৩, ২০১৯, ২০১৮, ২০১৭ ও ২০১৬ সালের বোর্ড প্রশ্ন সহ গুরুত্বপূর্ণ MCQ সমাধান। এই প্রশ্নগুলো বুঝে সমাধান করলে ভালো একটি প্রস্তুতি হবে বলে আশা করছি।
বুলিয়ান অ্যালজেবরার উদ্ভাবক কে?
ক) জর্জ বুল
খ) নিউটন
গ) প্যাসকেল
ঘ) বিল গেটস
কত সালে জর্জ বুল গণিত ও যুক্তির মধ্যে সুস্পষ্ট সম্পর্ক বের করেন?
ক) ১৯৪৫
খ) ১৮৩৩
গ) ১৯৪৪
ঘ) ১৮৫৪
বুলিয়ান অ্যালজেবরা নিচের কোন সম্পর্কের উপর প্রতিষ্ঠিত?
ক) যুক্তি ও গেইট
খ) বীজগণিত ও পাটিগণিত
গ) গণিত ও যুক্তির
ঘ) গণিত ও বুদ্ধির
A = 0 এবং B = 1 হলে AB=?
ক) ০
খ) ১
গ) ২
ঘ) ৩
A, B ও C তিনটি চলকের যৌক্তিক গুণফল কখন ১ হবে?
ক) তিনটি মানই ১
খ) তিনটি মানই ০
গ) কোন একটি মান ১
ঘ) কোন দুটির মান ১
A, B ও C তিনটি চলকের যৌক্তিক যোগ এর মান ১ হবে যদি-
i. যেকোনো একটির মান ১ হয়
ii. যেকোনো দু’টির মান ১ হয়
iii. তিনটির মানই ০ হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
ডিজিটাল সিস্টেমে কোন ভোল্টেজ লেভেল সংজ্ঞায়িত নয়?
ক) +0 V থেকে +0.8 V
খ) +0.8 V থেকে +2 V
গ) +2 V থেকে +5V
ঘ) +0.8 V থেকে +5 V
সত্যক সারণির কাজ কোনটি?
ক) মান-নির্ণয়
খ) সত্যতা যাচাই
গ) ইনপুট নির্ণয়
ঘ) আউটপুট নির্ণয়
A+BC=(A+B)(A+C) উপপাদ্যটি হলো-
[রা. বোর্ড ২০১৭]
ক) বিনিময়
খ) অনুষঙ্গ
গ) মৌলিক
ঘ) বিভাজন
কোনটি মৌলিক উপপাদ্য?
[ব. বোর্ড ২০১৭]
ক) A+1=A
খ) A+0=A
গ) A+A’=0
ঘ) A+A=1
কোনটি বুলিয়ান এলজেব্রার মৌলিক উপপাদ্য?
[সি. বোর্ড ২০১৯]
ক) A+1=A
খ) A+A=A
গ) A+0=0
ঘ) A+A’=0
AND গেইটের আউটপুট ‘১’ হবে যদি—
ক) সকল ইনপুট ০ হয়
খ) যেকোন একটি ইনপুট ০ হয়
গ) সকল ইনপুট ১ হয়
ঘ) যেকোন একটি ইনপুট ১ হয়
মৌলিক লজিক গেইট কয়টি?
[কু. বোর্ড ২০২৩]
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৬টি
কোনটি মৌলিক গেইট নয়?
[মা. বোর্ড ২০১৯]
ক) অর
খ) নর
গ) এন্ড
ঘ) নট
মৌলিক লজিক গেইট হলো –
i. NOR
ii. AND
iii. NOT
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
OR গেইটে যে কোন একটি ইনপুট ১ হলে আউটপুট হবে-
ক) ০
খ) ১০
গ) ১
ঘ) ১১
OR গেইট এর আউটপুট হয় ইনপুটগুলোর যৌক্তিক — এর সমান।
ক) যোগ
খ) গুণ
গ) ভাগ
ঘ) বিয়োগ
AND গেইট এর আউটপুট হয় ইনপুটগুলোর যৌক্তিক — এর সমান।
ক) যোগ
খ) গুণ
গ) ভাগ
ঘ) বিয়োগ
OR গেইটের আউটপুট ‘১’ হবে যদি—
i. সকল ইনপুট ১ হয়
ii. যেকোন একটি ইনপুট ১ হয়
iii. সকল ইনপুট ০ হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
OR গেইটের আউটপুট ‘০’ হবে যদি—
ক) সকল ইনপুট ০ হয়
খ) যেকোন একটি ইনপুট ০ হয়
গ) সকল ইনপুট ১ হয়
ঘ) যেকোন একটি ইনপুট ১ হয়
AND গেইটের আউটপুট ‘০’ হবে যদি—
i. সকল ইনপুট ১ হয়
ii. যেকোন একটি ইনপুট ০ হয়
iii. সকল ইনপুট ০ হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
♦ ভিডিও লেকচার পেতে YouTube চ্যানেলটিতে Subscribe করো।
♦ HSC ICT তৃতীয় অধ্যায়ের নোট পেতে ক্লিক করো।
♦ ICT সম্পর্কিত যেকোন প্রশ্নের উত্তর জানতে Facebook গ্রুপে যুক্ত হও।
কোন গেইটে একটি ইনপুট ও একটি আউটপুট থাকে?
ক) AND
খ) NAND
গ) OR
ঘ) NOT
নিচের কোন লজিক গেইটের আউটপুট ইনপুটের বিপরীত?
[চ. বোর্ড ২০১৬]
ক) AND
খ) NAND
গ) OR
ঘ) NOT
Inverter হিসেবে কাজ করে কোন লজিক গেইট?
[য. বোর্ড ২০২৩]
ক) AND
খ) XOR
গ) OR
ঘ) NOT
কোন লজিক গেইটের ইনপুট ও আউটপুট লাইন সমান থাকে?
[ঢা. বোর্ড, মা. বোর্ড ২০১৭]
ক) AND
খ) NAND
গ) OR
ঘ) NOT
মৌলিক গেটের সমন্বয়ে কয়টি যৌগিক গেইট তৈরী করা যায়?
ক) ২
খ) ৪
গ) ৬
ঘ) ৮
যৌগিক গেইট কোনটি?
ক) OR
খ) AND
গ) NAND
ঘ) NOT
সার্বজনীন গেইট কোনটি?
[য. বোর্ড ২০১৭]
ক) AND
খ) NAND
গ) XOR
ঘ) XNOR
XOR এর সাথে কোন গেইটের সংযোগে XNOR গেইট তৈরি হয়?
ক) OR
খ) AND
গ) NAND
ঘ) NOT
NAND গেইটের আউটপুট ‘1’ হবে যদি—
i. সকল ইনপুট ১ হয়
ii. যেকোন একটি ইনপুট ০ হয়
iii. সকল ইনপুট ০ হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
NOR গেইটের আউটপুট ‘0’ হবে যদি–
[দি. বোর্ড ২০১৭]
i. যেকোন একটি ইনপুট ০ হয়
ii. যেকোন একটি ইনপুট ১ হয়
iii. সকল ইনপুট হয় ১
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
NOR গেইটের আউটপুট ‘0’ হবে যখন-
[ঢা. বোর্ড ২০১৯]
i. সবগুলো ইনপুট ১ হয়
ii. সবগুলো ইনপুট হয় ০
iii. যেকোন একটি ইনপুট ১ হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
দুটি ইনপুটের মান ০ হলেও আউটপুট ১ হয় — গেইটে।
i. XOR
ii. NOR
iii. XNOR
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
চিত্রের আউটপুট হবে-
[কু. বোর্ড ২০২৩]
ক) AB
খ) A´B
গ) A´B´
ঘ) AB´
এই সমীকরণটি সরল করতে হলে যে সূত্র ব্যবহার করতে হবে-
[কু. বোর্ড ২০২৩]
i. A ⊕ B
ii. A´B + AB´
iii. (A ⊕ B)´
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উভয় ইনপুট মান 1 হলে আউটপুট 0 হয় কোন গেইটে?
[য. বোর্ড ২০১৯]
i. NAND
ii. NOR
iii. XNOR
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
XNOR এর আউটপুট ‘1’ হবে যখন-
[কু. বোর্ড ২০১৯]
i. P=1, Q=1, R=0
ii. P=1, Q=0, R=1
iii. P=1, Q=1, R=1
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সার্বজনীন গেইট তৈরিতে ব্যবহৃত হয়-
[রা. বোর্ড ২০২৩]
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
a=1, b=0 এর জন্য a⊕b=?
[কু. বোর্ড ২০১৭]
ক) 0
খ) 1
গ) 0,1
ঘ) 1,0
উপরের সমীকরণটি কোন গেইট নির্দেশ করে?
[কু. বোর্ড ২০১৯]
ক) NOR
খ) NAND
গ) XOR
ঘ) XNOR
X এর মান ১ হবে যখন-
[দি. বোর্ড ২০২৩]
ক) a = 0, b = 0, c = 0
খ) a = 1, b = 0, c = 0
গ) a = 1, b = 1, c = 0
ঘ) a = 0, b = 1, c = 1
XOR গেট তৈরিতে ব্যবহৃত হয়-
[চ. বোর্ড ২০১৬]
i. OR
ii. AND
iii. NOT
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
F = X′Y + Y + X এর সরলীকৃত মান কত?
[সি. বোর্ড ২০২৩]
ক) XY
খ) X
গ) X (Y + 1)
ঘ) X + Y
কোন গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট 1 হবে?
[সকল. বোর্ড ২০১৮]
i. NAND
ii. NOR
iii. XNOR
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
যে লজিক বর্তনী আলফা-নিউমেরিক ক্যারেক্টারকে বাইনারি কোডে পরিণত করে তাকে কি বলে?
[রা. বোর্ড ২০১৭]
ক) রেজিস্টার
খ) কাউন্টার
গ) এনকোডার
ঘ) ডিকোডার
কোন সার্কিটের সাহায্যে ডেটাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রুপান্তর করা যায়?
[দি. বোর্ড ২০১৬]
ক) রেজিস্টার
খ) কাউন্টার
গ) এনকোডার
ঘ) ডিকোডার
৪০ টি ইনপুট লাইনের এনকোডারে কমপক্ষে কতটি আউটপুট লাইন থাকবে?
ক) ৩
খ) ৪
গ) ৫
ঘ) ৬
4 to 2 লাইন এনকোডার বাস্তবায়নে কতটি মৌলিক লজিক গেইট লাগবে?
ক) ২
খ) ৪
গ) ৬
ঘ) ৮
১৬ লাইন এনকোডার এর ক্ষেত্রে আউটপুট লাইন কয়টি হবে?
[য. বোর্ড ২০১৬]
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৮
১৬ ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট সংখ্যা কতটি হবে?
[সি. বোর্ড ২০১৭]
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৮
এনকোডারের ক্ষেত্রে কোনটি সঠিক?
[রা. বোর্ড ২০২৩]
ক) ইনপুট 2n হলে আউটপুট হবে n
খ) ইনপুট n হলে আউটপুট হবে 2n
গ) ইনপুট n হলে আউটপুট হবে n
ঘ) কোডেড ডেটাকে আনকোডেড ডেটায়
8 to 3 লাইন এনকোডার বাস্তবায়নে কতটি মৌলিক লজিক গেইট লাগবে?
ক) ২
খ) ৩
গ) ৬
ঘ) ৮
কোনটি এনকোডার সার্কিট?
ক) 8 to 3 লাইন
খ) 3 to 8 লাইন
গ) 3 to 9 লাইন
ঘ) 2 to 16 লাইন
এনকোডার সার্কিটে ব্যবহৃত হয় –
i. AND
ii. OR
iii. NAND
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
এনকোডার হলো এমন একটি সার্কিট যার—– থাকে।
i. n সংখ্যক আউটপুট লাইন
ii. 2n সংখ্যক ইনপুট লাইন
iii. 2n সংখ্যক ইনপুট লাইন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
এনকোডারের ইনপুট হচ্ছে-
[চ. বোর্ড ২০১৭]
i. অক্টাল সংখ্যা
ii. দশমিক সংখ্যা
iii. হেক্সাডেসিমেল সংখ্যা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
কোনটি এনকোডারের বিপরীত?
ক) মাল্টিপ্লেক্সার
খ) অ্যাডার
গ) রেজিস্টার
ঘ) ডিকোডার
৩২টি আউটপুট লাইনের ডিকোডারে কমপক্ষে কতটি ইনপুট লাইন থাকবে?
ক) ৩
খ) ৪
গ) ৫
ঘ) ৬
কোন বর্তনীতে n সংখ্যক ইনপুটের জন্য 2ⁿ সংখ্যক আউটপুট থাকে?
[য. বোর্ড ২০১৯]
ক) এনকোডার
খ) ডিকোডার
গ) হাফ-এডার
ঘ) ফুল-এডার
2 to 4 লাইন ডিকোডার বাস্তবায়নে কতটি মৌলিক লজিক গেইট লাগবে?
ক) ২
খ) ৪
গ) ৬
ঘ) ৮
৫টি ইনপুটবিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কতটি?
[ঢা. বোর্ড ২০১৯]
ক) ৮
খ) ১৬
গ) ৩২
ঘ) ৬৪
A, B, C, D ইনপুটবিশিষ্ট ডিকোডারের আউটপুট সংখ্যা হল-
[ব. বোর্ড ২০২৩]
ক) ২
খ) ৪
গ) ৮
ঘ) ১৬
৬ লাইন ডিকোডার এর ক্ষেত্রে আউটপুট লাইন কয়টি হবে?
[য. বোর্ড ২০১৬]
ক) ৮
খ) ১৬
গ) ৩২
ঘ) ৬৪
ডিকোডারের ইনপুট সংখ্যা ৪ হলে আউটপুট হবে?
[কু. বোর্ড ২০১৯]
ক) ৪
খ) ৮
গ) ১৬
ঘ) ৩২
কোনটি ডিকোডার সার্কিট?
ক) 3 to 8 line
খ) 8 to 3 line
গ) 1 to 9 line
ঘ) 2 to 16 line
ডিকোডার সার্কিটে ব্যবহৃত মৌলিক গেইট হলো –
i. AND
ii. OR
iii. NOT
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
ডিকোডার হলো এমন একটি সার্কিট যার—– থাকে।
i. n সংখ্যক ইনপুট লাইন
ii. 2n সংখ্যক আউটপুট লাইন
iii. 2n সংখ্যক আউটপুট লাইন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের কোনটি যোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়?
ক) এনকোডার
খ) ডিকোডার
গ) অ্যাডার
ঘ) কাউন্টার
একটি ৪ বিট বাইনারি অ্যাডার তৈরি করতে ব্যবহৃত হয়-
i. চারটি ফুল অ্যাডার
ii. তিনটি ফুল অ্যাডার ও একটি হাফ অ্যাডার
iii. তিনটি হাফ অ্যাডার ও একটি ফুল অ্যাডার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
হাফ অ্যাডারে ইনপুট লাইন কতটি?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান?
[সি. বোর্ড ২০২৩]
ক) হাফ অ্যাডার
খ) ফুল অ্যাডার
গ) এনকোডার
ঘ) কাউন্টার
ফুল অ্যাডারে ইনপুট লাইন কতটি?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
হাফ অ্যাডারের বুলিয়ান এক্সপ্রেশন হল-
i. C=A+B ii. C=AB iii. S=A⊕B
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
ফুল অ্যাডারের তিনটি বিটের সর্বোচ্চ যোগফল হবে-
i. (3)10
ii. (11)2
iii. (111)2
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
প্রদানকৃত ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে এমন একটি সিকুয়েন্সিয়াল সার্কিটকে কি বলে?
[মা. বোর্ড ২০১৭]
ক) রেজিস্টার
খ) গেইট
গ) চলক
ঘ) কাউন্টার
উপাত্ত ও তথ্য সংরক্ষণের সাথে জড়িত-
[কু. বোর্ড ২০১৭]
i. ফ্লিপ-ফ্লপ
ii. অ্যাডার
iii. রেজিস্টার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উদ্দীপকটি লক্ষ্য কর এবং ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাওঃ
১। সত্যক সারণিটি কোন গেইট নির্দেশ করে?
ক) AND
খ) NAND
গ) OR
ঘ) NOR
২। সত্যক সারণিটি কোন বুলিয়ান ফাংশনকে নির্দেশ করে?
ক) F=A.B
খ) F=(A.B)´
গ) F=A+B
ঘ) F=(A+B)´
উদ্দীপকটি লক্ষ্য কর এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাওঃ
৩। লজিক সার্কিটটির আউটপুট হবে-
ক) F= A+B
খ) F= AB
গ) F= (A+B)´
ঘ) F= (AB)´
৪। সার্কিটটির আউটপুট ১ হবে যখন-
i. A=0, B=0
ii. A=1, B=0
iii. A=1, B=1
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উদ্দীপকটি লক্ষ্য কর এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাওঃ
৫। Y এর মান কোনটি?
[ঢা. বোর্ড ২০১৯]
৬। উদ্দীপকের বর্তনীটির আউটপুট Y=1 পেতে হলে A ও B এর মান কত ইনপুট দিতে হবে?
[ঢা. বোর্ড ২০১৯]
ক) A=0 ও B=0
খ) A=0 ও B=1
গ) A=1 ও B=0
ঘ) A=1 ও B=1
উদ্দীপকটি লক্ষ্য কর এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাওঃ
৭। উপরের চিত্রটি কোন গেটের সমতুল্য?
[সি. বোর্ড ২০১৭]
ক) NOT
খ) AND
গ) OR
ঘ) NOR
৮। Y এর মান ১ হবে যদি-
[সি. বোর্ড ২০১৭]
i. A=0, B=1
ii. A=0, B=0
iii. A=1, B=0
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উদ্দীপকটি লক্ষ্য কর এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাওঃ
৯। উদ্দীপকের F এর সমতুল্য লজিক গেট কোনটি?
[রা. বোর্ড ২০১১৯]
ক) OR
খ) XOR
গ) NAND
ঘ) XNOR
১০। G এর সমতুল্য লজিক গেট ব্যবহৃত হয়-
[রা. বোর্ড ২০১১৯]
i. দুটি বিটের অবস্থা তুলনা করার জন্য
ii. হাফ-অ্যাডার তৈরিতে
iii. কাউন্টার তৈরিতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উদ্দীপকটি লক্ষ্য কর এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাওঃ
১১। চিত্রের আউটপুট F এর মান কত?
[চ. বোর্ড ২০১৯]
১২। উদ্দীপক চিত্রে OR গেটের পরিবর্তে AND গেট ব্যবহার করলে F এর মান কত হবে?
[চ. বোর্ড ২০১৯]
ক) A
খ) B
গ) 0
ঘ) 1
উদ্দীপকটি লক্ষ্য কর এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাওঃ
১৩। F এর মান কোনটি?
[সকল বোর্ড ২০১৮]
ক) AB
খ) A‘B
গ) AB‘
ঘ) A‘B‘
১৪। XNOR এর স্থলে কোন গেট বসালে আউটপুট 0 হবে?
[সকল বোর্ড ২০১৮]
ক) AND
খ) OR
গ) NAND
ঘ) NOR
উদ্দীপকটি লক্ষ্য কর এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাওঃ
১৫। P এর মান কোনটি?
[সি. বোর্ড ২০১৯]
ক) A+B
খ) A‘+B
গ) A+B‘
ঘ) A‘+B‘
১৬। উদ্দীপকের P=0 যখন-
[সি. বোর্ড ২০১৯]
ক) A=0, B=0
খ) A=0, B=1
গ) A=1, B=0
ঘ) A=1, B=1
উদ্দীপকটি লক্ষ্য কর এবং ১৭ নং প্রশ্নের উত্তর দাওঃ
Input |
Output |
|
A |
B | X |
0 |
0 |
0 |
0 |
1 |
1 |
1 |
0 |
1 |
1 | 1 |
0 |
১৭। উপরের সত্যক সারণি কোন গেটকে নির্দেশ করে?
[ঢা. বোর্ড ২০২৩]
ক) NOR
খ) EX-OR
গ) EX-NOR
ঘ) NAND
চিত্রটি লক্ষ্য কর এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাওঃ
১৮। Y এর মান কোনটি?
[ঢা. বোর্ড ২০২৩]
ক) A+B
খ) (AB)‘
গ) (A+B)‘
ঘ) A⊕B
১৯। উদ্দীপকের বর্তনীটির আউটপুট Y=1 পেতে হলে A ও B এর ইনপুট কত দিতে হবে?
[ঢা. বোর্ড ২০২৩]
ক) A=0 ও B=0
খ) A=0 ও B=1
গ) A=1 ও B=0
ঘ) A=1 ও B=1
চিত্রটি লক্ষ্য কর এবং ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাওঃ
২০। X এর মান হবে-
[ম. বোর্ড ২০২৩]
ক) A‘+B‘+C‘
খ) A+B+C
গ) A+BC
ঘ) AB+C
২১। A=0, B=1, C=1 হলে আউটপুট কত?
[ম. বোর্ড ২০২৩]
ক) 0
খ) 1
গ) 2
ঘ) 3
চিত্রটি লক্ষ্য কর এবং ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাওঃ
২২। উদ্দীপকের Y হতে পারে-
[রা. বোর্ড ২০২৩]
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
[রা. বোর্ড ২০২৩]
ক) ১ ও ২নং গেট এর পরিবর্তে NOR গেট
খ) ৩নং গেট এর পরিবর্তে NAND গেট
গ) ৪নং গেট এর পরিবর্তে AND গেট
ঘ) ৫নং গেট এর পরিবর্তে NAND গেট ব্যবহার করা হবে
চিত্রটি লক্ষ্য কর এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাওঃ
২৪। F এর সরলীকৃত মান কোনটি?
[দি. বোর্ড ২০২৩]
ক) P⊕Q
খ) (P⊕Q)‘
গ) P+Q
ঘ) P‘+Q‘
২৫। F এর সরলীকৃত মানকে মোট কয়টি মৌলিক গেইট দ্বারা বাস্তবায়ন সম্ভব?
[দি. বোর্ড ২০২৩]
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
চিত্রটি লক্ষ্য কর এবং ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাওঃ
২৬। Y এর মান হবে-
[চ. বোর্ড ২০২৩]
ক) A‘+B
খ) AB‘
গ) A+B‘
ঘ) AB‘
২৭। A ও B এর মান কত হলে Y = 1 হবে?
[চ. বোর্ড ২০২৩]
i. A = 0, B = 0
ii. A = 1, B = 0
iii. A = 0, B = 1
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
চিত্রটি লক্ষ্য কর এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাওঃ
২৮। উপরিউক্ত যুক্তি বর্তনীটি কোন গেইট নির্দেশ করে?
[সি. বোর্ড ২০২৩]
ক) AND
খ) OR
গ) NOR
ঘ) NAND
২৯। NAND এর ক্ষেত্রে কখন আলো জ্বলবে?
[সি. বোর্ড ২০২৩]
i. A = 0, B = 0
ii. A = 1, B = 0
iii. A = 1, B = 1
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
চিত্রটি লক্ষ্য কর এবং ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাওঃ
৩০। উদ্দীপকের লজিক সার্কিটের আউটপুট সমীকরণ কোন গেইটের সমতুল্য?
[য. বোর্ড ২০২৩]
ক) NAND
খ) NOR
গ) X-OR
ঘ) X-NOR
৩১। উদ্দীপকে সার্কিটের ইনপুট A, B ও C হলে কখন X=1 হবে?
[য. বোর্ড ২০২৩]
ক) A = 0, B = 0, C = 0
খ) A = 0, B = 0, C = 1
গ) A = 0, B = 1, C = 0
ঘ) A = 1, B = 0, C = 0
চিত্রটি লক্ষ্য কর এবং ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাওঃ
৩২। উদ্দীপকের সত্যক সারণি যে গেইট নির্দেশ করে তা হলো-
[ব. বোর্ড ২০২৩]
ক) NOR
খ) NAND
গ) XOR
ঘ) XNOR
৩৩। উদ্দীপকে Y এর মান 0, 1, 1, 0 হলে যে গেইট নির্দেশ করবে তা হল –
[ব. বোর্ড ২০২৩]
Written by,
- Mizanur Rahman (Mizan)
- Lecturer in ICT, Shaheed Bir Uttam Lt. Anwar Girls’ College , Dhaka Cantonment
- Founder & Author at www.edupointbd.com
- Software Engineer at mands IT
- Former Lecturer in ICT, Cambrian College, Dhaka
- Contact: 01724351470
Mcq boolean algebra and logic gate er answer gula kivabe pete pari sir??
ans plz???
CQ question gula kivabe peta pari?
৩০ , ৩১ ,৩৪ answer
Need answer of the question 31.
Ans plz
answer gula koi pabo
Answer plz
Answer kothy pabo sir
Sir, এমসিকিউ ডিজিটাল ডিভাইস- এর উত্তরগুলো দরকার , কোথায় পাবো ?