HSC ICT Chapter 1 MCQ ভার্চুয়াল রিয়েলিটি, কৃত্তিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স

ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ধরণের ছবি দেখানো হয়?

[কু. বো. ২০১৬, য. বো. ২০১৬]

ক) একমাত্রিক

খ) দ্বিমাত্রিক

গ) ত্রিমাত্রিক

ঘ) চতুর্মাত্রিক

 

কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি? 

[চ. বো. ২০১৭]

ক) ক্রায়োসার্জারি 

খ) ভার্চুয়াল রিয়েলিটি

গ) ইন্টারনেট 

ঘ) ভিডিও কনফারেন্সিং 

 

কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়?  

[দি. বো. ২০১৭]

ক) ত্রি-মাত্রিক সিমুলেশন

খ) দ্বি-মাত্রিক সিমুলেশন

গ) হ্যান্ড জিওমেট্রি

ঘ) বায়োলজিক্যাল ডেটা

 

বাস্তব নয় কিন্তু বাস্তবের অনুভূতি প্রদানকারী পরিবেশকে কী বলে?

ক) ভার্চুয়াল রিয়েলিটি

খ) ভার্চুয়াল ফাংশন

গ) কৃত্তিম বুদ্ধিমত্তা

ঘ) রোবটিক্স

 

 ভার্চুয়াল রিয়েলিটিতে তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি হলো –

i. অ্যাপ্রোন

ii. ডেটা গ্লোভ

iii. বিশেষ ধরনের চশমা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ হচ্ছে –

i. গাড়ি চালানো প্রশিক্ষনের ক্ষেত্রে

ii. শিক্ষা ক্ষেত্রে

iii. চিকিৎসা ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে –

[য. বো. ২০১৯]

i. সামরিক ক্ষেত্রে

ii. প্রশিক্ষণে  

iii. শিক্ষা ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ তৈরিতে ব্যবহৃত হয় –

i. ইফেক্টর

ii. অ্যাপ্লিকেশন

iii. জিওমেট্রি

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

ভিডিও লেকচার পেতে YouTube চ্যানেলটিতে Subscribe করো। 

HSC ICT প্রথম অধ্যায়ের নোট পেতে ক্লিক করো।

ICT সম্পর্কিত যেকোন প্রশ্নের উত্তর জানতে Facebook গ্রুপে যুক্ত হও।

 

মানুষের চিন্তা-ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি?

[সি. বো. ২০১৯]

ক) বায়োমেট্রিক্স

খ) বায়োইনফরমেটিক্স

গ) কৃত্তিম বুদ্ধিমত্তা

ঘ) ভার্চুয়াল রিয়েলিটি

 

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়? 

[ব. বো. ২০১৬]

ক) বায়োমেট্রিক

খ) বায়োইনফরমেটিক্স

গ) রোবটিক্স

ঘ) ন্যানো টেকনোলোজি

 

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্রসমূহ-

[চ. বো. ২০১৯]

i. এক্সপার্ট সিস্টেম

ii. ফাজি লজিক

iii. লার্নিং সিস্টেম

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

‘কৃত্তিম বুদ্ধিমত্তা’ শব্দটির সাথে সর্বপ্রথম সকলকে পরিচয় করিয়ে দেন কে?

ক) Jack Williamson

খ) Marshall Mcluhan

গ) John McCarthy

ঘ) Karel Capek

 

রোবটিক্স কী? 

[কু. বো. ২০১৬]

ক) রোবট বিজ্ঞান 

খ) রোবটের ক্রিয়ানীতি 

গ) শিল্পে ব্যবহৃত রোবট 

ঘ) রোবট তৈরিতে ব্যবহৃত ভাষা 

 

অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে?

[চ. বো. ২০১৭, মা. বো. ২০১৬]

ক) বায়োমেট্রিক্স

খ) বায়োইনফরমেটিক্স

গ) রোবটিকস

ঘ) ভার্চুয়াল রিয়েলিটি

 

কোনটি রোবটের ব্যবহার? 

[রা. বো. ২০১৬]

ক) জটিল সার্জারি চিকিৎসায় 

খ) ব্যক্তির স্বাক্ষর শনাক্তকরণে 

গ) নতুন জাতের বীজ উৎপাদনে 

ঘ) টেনিস বলের আকৃতি তৈরিতে 

 

মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি?

[ঢা. বো. ২০১৭]

ক) রোবটিকস 

খ) ভার্চুয়াল রিয়েলিটি 

গ) ন্যানোটেকনোলজি 

ঘ) কৃত্রিম বুদ্ধিমত্তা 

 

কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘুরানো যায়?

[রা. বো. ২০১৯]

ক) ৯০

খ) ১৮০

গ) ২৭০

ঘ) ৩৬০

 

রোবটের বৈশিষ্ট্য –

i. এটি নিখুঁত কর্মক্ষম

ii. এটি ক্লান্তিহীনভাবে কাজ করতে পারে

iii. এটি ধীর গতিসম্পন্ন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

রোবট ব্যবহৃত হয়-

[রা. বো. ২০১৭]

i. বাসাবাড়িতে গৃহস্থালি কাজে

ii. পরিকল্পনা প্রণয়নে

iii. খনির অভ্যন্তরীন কাজে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

উদ্দীপকটি পড় এবং ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাওঃ

সম্প্রতি ডিজিটাল মেলা উদ্বোধনকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সোফিয়া নামে একটি যন্ত্রমানবের কথোপকথন হয়।

১। উদ্দীপকে কোন বিষয়ের ইঙ্গিত রয়েছে?

[মা. বো. ২০১৮]

ক) বায়োমেট্রিক্স

খ) ন্যানোটেকনোলজি

গ) রোবটিকস

ঘ) ভার্চুয়াল রিয়েলিটি

 

২। উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তির ফলে –

[মা. বো. ২০১৮]

ক) শিশুদের বুদ্ধির বিকাশ ঘটবে

খ) মানুষের কর্মস্পৃহা বাড়বে

গ) মানবিক মূল্যবোধ বাড়বে

ঘ) শিল্প কারখানার ব্যয় কমবে

 

উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাওঃ

সম্প্রতি ইসলামি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের ছাত্র শামীম দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মান করেন যেটি উঁচু-নিচু জায়গায় চলাচল করতে এবং ভিডিও করে পাঠাতে পারে।

৩। শামীম যন্ত্রটিকে কোন প্রযুক্তির ব্যবহার করে তৈরি করেন?

[মা. বো. ২০১৬]

ক) বায়োমেট্রিক্স

খ) ন্যানোটেকনোলজি

গ) রোবটিকস

ঘ) ভার্চুয়াল রিয়েলিটি

 

৪। শামীমের যন্ত্রটি ব্যবহার করা যায়-

[মা. বো. ২০১৬]

i. শিল্প কারখানায়

ii. চিকিৎসা ক্ষেত্রে

iii. গৃহ ব্যবস্থাপনায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 


Written by,

Spread the love

3 thoughts on “HSC ICT Chapter 1 MCQ ভার্চুয়াল রিয়েলিটি, কৃত্তিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *