ইংরেজি ভাষায় number এবং person.

Definition: Grammar এ যে কোন ব্যক্তি, বস্তু, বা প্রাণীর সংখ্যাকে number (বচন) বলে।

Note: Number শুধুমাত্র noun ও pronoun এর হতে পারে, অন্য কোন parts of speech এর number হয় না।

Number (বচন) এর প্রকারভেদঃ

  • ১। Singular Number (একবচন)
  • ২। Plural Number (বহুবচন)

Singular Number: যে noun বা pronoun দিয়ে একটিমাত্র ব্যক্তি, বস্তু, স্থান, ধারণা ইত্যাদি বুঝায় তাকে Singular Number বলে। যেমনঃ boy (বালক), pen(কলম), toy(খেলনা) ইত্যাদি।

Plural Number: যে noun বা pronoun দিয়ে দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু, স্থান, ধারণা ইত্যাদি বুঝায় তাকে Plural Number বলে। যেমনঃ boys (বালকগুলো ), pens (কলমগুলো ), toys (খেলনাগুলো ) ইত্যাদি।

কিছু শব্দের Singular এবং Plural form- 

Person

Definition:  The person that shows relationship between the speaker and other participants in an event. There are three persons in English.

First Person: যে কথা বলে তাকে First person বলে। যেমনঃ I, we, me, us, my, our, mine etc.

Second Person: যাকে সম্বোধন করে কথা বলা হয় তাকে Second Person বলে । যেমনঃ you, your etc.

Third Person: যার সম্বন্ধে কোন কথা বলা হয় তাকে Third Person বলে। যেমনঃ he, her, they, them, their etc.

 

Pronoun এর বিভিন্ন form –

 

Spread the love

One thought on “ইংরেজি ভাষায় number এবং person.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *