গঠন ভেদে ইংরেজি ভাষায় Sentence তিন প্রকার। যথা –
- 1.Simple sentence (সরল বাক্য)
- 2.Compound sentence (যৌগিক বাক্য)
- 3.Complex sentence (জটিল বাক্য)
Simple sentence: যে Sentence এ একটি মাত্র Subject এবং একটি মাত্র finite verb (সমাপিকা ক্রিয়া ) থাকে, তাকে Simple sentence বলে। এ ছাড়া Simple sentence, Inspite of, Because of, Being ইত্যাদির সাহায্যে গঠিত হয়।
I read a book.
N.B. সমাপিকা ক্রিয়ার Object থাকে কিন্তু অসমাপিকা ক্রিয়ার Object থাকে না। অর্থাৎ সমাপিকা ক্রিয়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে কিন্তু অসমাপিকা ক্রিয়া সম্পুর্ন অর্থ প্রকাশ করতে পারে না।
- I read a book.
- I read.
Compound sentence: যে sentence এ দুই বা ততোধিক Principal clause থাকে এবং clause গুলো coordinating conjunctions (For, And, Nor, But, Or, Yet, So) দ্বারা যুক্ত থাকে, তাকে Compound sentence বলে। coordinating conjunctions গুলো ‘fanboys’ শব্দ দ্বারা মনে রাখা সহজ।
He is poor but he is honest.
এখানে He is poor এবং he is honest দুটি Principal clause, coordinating conjunction, but দ্বারা যুক্ত হয়ে Compound sentence টি গঠিত হয়েছে।
আমরা এখন clause শব্দটির সাথে পরিচিত হব। কারণ উপরের Sentence এ clause শব্দটি ব্যবহার করা হয়েছে।
Clause: Clause হলো বাক্যের একটি অংশ যার একটি Subject ও একটি verb থাকে। Clause প্রধানত তিন প্রকার-
- 1.Principal clause
- 2.Subordinate clause
- 3.Co-ordinate clause
Principal clause: Principal clause এর অর্থ প্রকাশ করার জন্য অন্য কোন clause এর উপর নির্ভরশীল থাকে না। অর্থাৎ মূল Sentence টি থেকে আলাদা করে লিখলেও এটি সাধীন বাক্য হিসেবে অর্থ প্রকাশ করতে পারে।
I have a cow which is red.
Subordinate clause: যে clause, principal clause এর সাহায্য ছাড়া একাকী অর্থ করতে পারে না, তাকে Subordinate clause বলে। Subordinate মানে “অধীন” ।
Rina bought a pen which was costly.
উপরের বাক্যের which was costly যদি পৃথক করে লিখি, তাহলে সম্পূর্নরুপে অর্থ প্রকাশ করতে পারে না। সুতরাং which was costly হলো Subordinate clause যা principal clause এর উপর নির্ভরশীল।
Co-ordinate clause: যখন দুই বা ততোধিক সমশ্রেনীর clause কোন Coordinating conjunction দ্বারা যুক্ত হয়, তখন তাদেরকে Co-ordinate clause বলে। এক্ষেত্রে clause দুটি স্বাধীন থাকে।
He is poor but he is honest.
যে সকল Conjunction দুই বা ততোধিক সমশ্রেনীর clause কে যুক্ত করে তাদেরকে Coordinate conjunction বলে। যেমন- For, And, Nor, But, Or, Yet, So ইত্যাদি।
উপরের উদাহরণ থেকে আমরা দেখতে পাই দুটি clause একটি Coordinating clause দ্বারা যুক্ত হয়েছে। যার প্রত্যেকটি clause পৃথক করলে স্বাধীন ভাবে অর্থ প্রকাশ করতে পারে, তাই প্রত্যেকটি clause কে Co-ordinte clause বলে।
Complex sentence: যে Sentence এ একটি মাত্র principal clause এবং এক বা একাধিক subordinate clause থাকে, তাকে Complex sentence বলে। Complex sentence এ Subordinate clause টি সাধারণত subordinating conjunctions ( though, although, till, until, before, which, what, when, who, whom, after, unless, since, if, as, because, that) ইত্যাদি দ্বারা শুরু হয়।
We know that he is honest.
এখানে We know হলো Principal clause এবং that he is honest হলো Subordinate clause.এই দুটি clause মিলে Complex sentence টি গঠিত হয়েছে।
subordinating conjunctions-
এক ধরণের বাক্য থেকে অন্য ধরণের বাক্যে রুপান্তরের কিছু নিয়ম-
Too + adj + to যুক্ত Simple sentenceকে compound and complex করার নিয়ম-
- S. He is too poor to buy a car.
- Cd. He is very poor and he cannot buy a car.
- Cx. He is so poor that he cannot buy a car.
Participle যুক্ত Simple sentence কে Compound and Complex করার নিয়ম-
- S. Coming home, he began to work.
- Cd. He come home and began to work.
- Cx. When he came, he began to work.
Because of যুক্ত Simple sentence কে Compound and Complex করার নিয়ম-
- S. Because of his illness, he cannot go to school.
- Cd. He was ill and he cannot go to school.
- Cx. Since he was ill, he cannot go school.
Inspite of যুক্ত Simple Sentence কে Compound and Complex করার নিয়ম-
- S. Inspite of his having riches, he leads a poor life.
- Cd. He has riches but he leads a poor life.
- Cx. Though he has riches, he leads a poor life.
Without/By+V1 এর ing যুক্ত simple sentence কে compound and complex করার নিয়ম-
- S.Without walking fast,you cannot get the train.
- Cd.Walk fast or you cannot get the train.
- Cx.If you do not walk fast,you cannot get the train.
- S.By working hard,you can succeed in life.
- Cd.Work hard and you can succeed in life.
- Cx.If you work hard, you can succed in life.
উদ্দ্যেশ্য মূলক simple sentence কে compound and complex করার নিয়ম-
- S.He works hard to prosper in life.
- Cd.He works hard and he can prosper in life.
- Cx.He works hard so that he can prosper in life.
S+V+O+ present participle যুক্ত simple Sentence কে compound and complex করার নিয়ম-
- S.I saw a bird flying.
- Cd.I saw a bird and It was flying.
- Cx.I saw a bird that was flying.
সময় নির্দেশক simple sentence কে compound and complex করার নিয়ম-
- S.In spring,the cuckoo sings song.
- Cd.It is spring and the cuckoo sings song.
- Cx.When it is spring, the cuckoo sings song.
- S.At the time of reading,he came.
- Cd.I was reading and he came.
- Cx.When I was reading,he came.
কোন simple sentence এর adjective এর সাহায্যে compound and complex করার নিয়ম-
- S.The writer took a small cabin.
- Cd.The writer took a cabin and it was small.
- Cx.The writer took a cabin that was small.
The solution is very powerful for a student.If any student read it properly can learn grammar rules.so i need new class of this topic.
I need new information of simple,complex and compound sentense.
It is helpful for me.🖤
It’s very important for improving grammatical problems