IP অ্যাড্রেসের চেয়ে ডোমেইন নেম ব্যবহার সুবিধাজনক - ব্যাখ্যা কর।
[কু. বো. - 2019, দি. বো. - 2017]
ইন্টারনেট বা নেটওয়ার্কে যুক্ত প্রতিটি যন্ত্রের একটি স্বতন্ত্র বা অদ্বিতীয় সংখ্যাসূচক অ্যাড্রেস থাকে, যাকে IP (Internet Protocol) অ্যাড্রেস বলা হয়। অপরদিকে ডোমেইন নেম হচ্ছে একটি ওয়েবসাইটের স্বতন্ত্র বা অদ্বিতীয় টেক্সট অ্যাড্রেস যা আইপি অ্যাড্রেস কে প্রতিনিধিত্ব করে।
IP অ্যাড্রেস সংখ্যাসূচক অ্যাড্রেস হওয়ায় একাধিক IP অ্যাড্রেস মনে রাখা কষ্টকর। কিন্তু ডোমেইন নেম টেক্সট অ্যাড্রেস হওয়ায় মনে রাখা সহজ। তাই বলা যায় IP অ্যাড্রেসের চেয়ে ডোমেইন নেম ব্যবহার সুবিধাজনক।
[irp posts="454" ]
&nb...
Read More
আইপি অ্যাড্রেস
আইপি এড্রেস | ওয়েব এড্রেস | URL এর বিভিন্ন অংশ
এই পাঠ শেষে যা যা শিখতে পারবে-
১। আইপি(IP) এড্রেস ব্যাখ্যা করতে পারবে।
২। IPv4 এবং IPv6 এর মধ্যে পার্থক্য করতে পারবে।
৩। ওয়েব এড্রেস বা URL এর বিভিন্ন অংশের বিস্তারিত ব্যাখ্যা করতে পারবে।
Go for English Version
আইপি এড্রেস কী? What is IP address?
IP অ্যাড্রেস এর পূর্নরুপ Internet Protocol অ্যাড্রেস। IP অ্যাড্রেস হলো লজিক্যাল সংখ্যাসূচক অ্যাড্রেস যা টিসিপি/আইপি(TCP/IP)-ভিত্তিক নেটওয়ার্কের প্রতিটি কম্পিউটার, প্রিন্টার, সুইচ, রাউটার বা অন্য যেকোনও ডিভাইসে অ্যাসাইন বা আরোপিত করা হয়।
একটি নেটওয়ার্কের প্রতিটি IP অ্যাড্রেস অদ্বিতীয় যা নেটওয়ার্কের প্রতিটি নোডকে স্বতন্ত্রভাব...
Read More