M(M+N)=M ব্যাখ্যা কর।
[কু. বো. - ২০১৯]
বামপক্ষ = M(M+N)
= MM+MN
= M+MN [ A.A=A ]
= M(1+N)
= M.1 [ A+1=1 ]
= M [ A.1=A ]
= ডানপক্ষ
সুতরাং M(M+N )=M
[irp posts="2660" name="বুলিয়ান ফাংশন বা লজিক ফাংশন সরলীকরণ।"]
এই প্রশ্নসমূহের উত্তর হুবহু মুখস্ত করবে না। নমুনা প্রশ্ন ও উত্তর দেয়া হয়েছে যাতে বুঝতে পারো কীভাবে প্রশ্ন হয় এবং কীভাবে উত্তর করতে হবে।
[irp posts="8258" name="অনুধাবনমূলক প্রশ্নের উত্তর কীভাবে লিখবে?"]
♦ ভিডিও লেকচার পেতে YouTube চ্যানেলটিতে Subscribe করো।
♦ HSC ICT তৃতীয় অধ্যায়ে...
Read More
বুলিয়ান ফাংশন সরলীকরণ
বুলিয়ান ফাংশন বা লজিক ফাংশন সরলীকরণ।
এই পাঠ শেষে যা যা শিখতে পারবে-
১। লজিক বা বুলিয়ান ফাংশন সরলীকরণের নিয়মসমূহ বর্ণনা করতে পারবে।
২। বিভিন্ন বুলিয়ান রাশিমালা বা লজিক ফাংশন সরলীকরণ করতে পারবে।
৩। লজিক ফাংশন সরলীকরণের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে।
Go for English Version
বুলিয়ান ফাংশন লজিক গেইটের মাধ্যমে বাস্তবায়ন করা হয়। এক্ষেত্রে ফাংশনে লজিক অপারেটরের সংখ্যা কম থাকলে বাস্তবায়নের ক্ষেত্রে লজিক গেইটের সংখ্যা কম লাগে। ফলে বাস্তবায়ন সহজ হয় এবং অর্থ সাশ্রয় হয়। তাই বিভিন্ন বুলিয়ান উপপাদ্যের সাহায্যে বুলিয়ান ফাংশন সরলীকরণ করা হয়।
বুলিয়ান উপপাদ্যের সাহায্যে বুলিয়ান রাশিমালা সরলীকরণের ক্ষেত্রে নিমোক্ত নিয়ম ব...
Read More