হাইপারলিংক

হাইপারলিংক ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউটটি ব্যাখ্যা কর।

হাইপারলিংক ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউটটি ব্যাখ্যা কর।
হাইপারলিংক ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউটটি ব্যাখ্যা কর। [সি. বো. - 2019] হাইপারলিংক এর সাহায্যে একটি ওয়েবপেজের সাথে অন্য একটি ওয়েবপেজ বা ডকুমেন্ট সংযোগ করা হয়। HTML এ হাইপারলিংক তৈরি করতে ব্যবহৃত <a> ট্যাগের সিনট্যাক্স <a href="url"> Link Text/Image </a>। যে ডকুমেন্টের সাথে হাইপারলিংক করা হবে, তার url বা রেফারেন্স <a> ট্যাগে নির্ধারণ করা আবশ্যিক। এক্ষেত্রে href অ্যাট্রিবিউট এর সাহায্যে রেফারেন্স নির্ধারণ করতে হয়। তাই <a> ট্যাগে href অ্যাট্রিবিউট আবশ্যিক।   [irp posts="702" ]   এই প্রশ্নসমূহের উত্তর হুবহু মুখস্ত করবে না। নমুনা প্রশ্ন ও উ...
Read More

ওয়েবপেজে হাইপারলিংক একটি গুরুত্বপূর্ণ উপাদান-ব্যাখ্যা কর।

ওয়েবপেজে হাইপারলিংক একটি গুরুত্বপূর্ণ উপাদান-ব্যাখ্যা কর।
বর্তমানে ওয়েবপেজে হাইপারলিংক একটি গুরুত্বপূর্ণ উপাদান -  ব্যাখ্যা কর। [ঢা. বো. - 2017] হাইপারলিংক এর মাধ্যমে একটি ওয়েবপেজের সাথে অন্য একটি ওয়েবপেজ বা ডকুমেন্ট সংযোগ করা হয়। HTML এ <a> ট্যাগ ব্যবহার করে হাইপারলিংক করা হয়। হাইপারলিংক এর সাহায্যে একই ওয়েবসাইটের বিভিন্ন ওয়েবপেজের সাথে, ভিন্ন কোনো ওয়েবসাইটের সাথে এবং একই ওয়েবপেজের বিভিন্ন সেকশনের সাথে লিংক করা যায়। ফলে ওয়েবপেজগুলো দ্রুত ব্রাউজ করা যায়। তাই ওয়েবপেজে হাইপারলিংক একটি গুরুত্বপূর্ণ উপাদান।   [irp posts="702" ]   এই প্রশ্নসমূহের উত্তর হুবহু মুখস্ত করবে না। নমুনা প্রশ্ন ও উত্তর দেয়া হয়েছে যাতে বুঝতে পারো কীভ...
Read More