ইংরেজি ভাষায় Tense বা কাল।

Definition: কোন কাজ সংঘটিত হওয়ার সময়কে Tense (কাল) বলে। Tense কে “Soul of English language” বলা হয়। Tense প্রধানত তিন প্রকার। যথাঃ

Present Tense (বর্তমান কাল): কোন কাজ বর্তমানে হয় বা হচ্ছে এরুপ বুঝালে  এর কালকে Present Tense বলে।যেমনঃ

  • আমি স্কুলে যাই – I go to school.
  • আমি স্কুলে যাচ্ছি – I am going to school.

Past Tense (অতীত কাল): কোন কাজ অতীত কালে সম্পন্ন হয়েছিল বা হচ্ছিল এরুপ বুঝালে এর কালকে Past Tense বলে। যেমনঃ

  • আমি স্কুলে গিয়েছিলাম – I went to school.
  • আমি স্কুলে যাচ্ছিলাম – I was going to school.

Future Tense (ভবিষ্যত কাল): কোন কাজ ভবিষ্যৎ কালে সম্পন্ন হবে বা হতে থাকবে এরুপ বুঝালে এর কালকে Future Tense বলে। যেমনঃ

  • আমি  স্কুলে যাব –I shall go to school.
  • আমি স্কুলে যেতে থাকব- I shall be going to school.

 

প্রতিটি Tense কে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ 

Present Tense
  • Present Indefinite
  • Present Continuous
  • Present Perfect
  • Present Perfect Continuous
Past Tense
  • Past Indefinite
  • Past Continuous
  • Past Perfect
  • Past Perfect Continuous
Future Tense
  • Future Indefinite
  • Future Continuous
  • Future Perfect
  • Future Perfect Continuous


বিভিন্ন
Tense এর গঠন প্রণালীঃ 

এখানে S=Subject, V1= verb এর present form, V2=verb এর past form, V3=verb এর past participle form, C=Complement(optional), M=Modifier(optional).

Indefinite Present S +V1 /s,es + C + M
Past S +V2+ C + M
Future S + shall/will+V1  + C + M
Continuous Present S +am/is/are +V1 এর ing + C + M
Past S +was/were + V1 এর ing + C + M
Future S +shall be /will be + V1 এর ing + C + M
Perfect Present S + has/have +V3 +C + M
Past S + had +V3 +C + M
Future S + shall have/will have + V3+ C + M
Perfect continuous Present S + has been/have been + V1 এর ing +since/for
Past S + had been + V1 এর ing + for/before
Future S + shall have been/will have been + V1 এর ing + for/before


Present Indefinite:
কোন কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে এরুপ বুঝালে এর কালকে Present Indefinite Tense বলে। এছাড়া চিরন্তন সত্য বা অভ্যাসগত কাজ বুঝালেও  Present Indefinite Tense হয়। যেমনঃ

Structure: S +V1 /s,es + C + M

  • সে স্কুলে যায়- He goes to school.
  • The earth moves round the sun.
  • The sun rises in the east.

কোন sentence এ সাধারণত always, regularly, sometimes, often, generally, daily, everyday, occasionally, usually, normally ইত্যাদি থাকলে present indefinite tense হয়।

  • Karim goes to school regularly.

Past Indefinite:কোন কাজ অতীত কালে একটি নির্দিস্ট সময়ে শেষ হয়েছিল এবং তার ফল এখন আর বর্তমান নেই এরুপ বুঝালে এর কালকে Past Indefinite Tense বলে। যেমনঃ

Structure: S +V2+ C + M

  • সে স্কুলে গিয়েছিল- He went to school yesterday.

বাক্যে অতীত নির্দেশক কোন শব্দ বা  phrase যেমন last day, last week, last month, last year, ago, yesterday, long ago, long since, once upon a time, once, formerly ইত্যাদির কোন একটি থাকলে  Past indefinite tense হয়।

  • I invited him last week.

Future Indefinite Tense: কোন কাজ ভবিষ্যৎ কালে সঙ্ঘটিত হবে এরুপ বুঝালে এর কালকে Future Indefinite Tense বলে। যেমনঃ

Structure: S + shall/will+V1  + C + M

  • সে স্কুলে যাবে- He will go to school.

Present Continuous Tense: কোন কাজ বর্তমানে হচ্ছে বা চলছে এরুপ বুঝালে এর কালকে Present Continuous Tense বলে। যেমনঃ

Structure: S +am/is/are +V1 এর ing + C + M

  • সে স্কুলে যাইতেছে- He is going to school.

নিকট ভবিষ্যৎ বুঝাতেও Present Continuous Tense হয়। যেমন-

  • Karim is leaving for Franch tomorrow.

কোন sentence এ সাধারণত now, at this moment, at this time, day by day, day after day, gradually, increasingly ইত্যাদির কোন একটি থাকলে Present Continuous tense হয়।

  • Our population is increasing day by day.

Past Continuous Tense: কোন কাজ অতীত কালে কিছুক্ষণ ধরে হচ্ছিল বা চলছিল এরুপ বুঝালে এর কালকে Past Continuous Tense বলে। যেমনঃ

Structure: S +was/were +V1 এর ing + C + M

  • সে স্কুলে যাইতেছিল –He was  going to school.

অতীত কালে একটি কাজ চলছিল এবং অন্য একটি কাজ দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছিল। এক্ষেত্রে নিচের নিয়ম প্রযোজ্য –

  • When + Past Indefinite Tense + Past Continuous Tense
    •                                or
  •  Past Continuous Tense + when + Past Indefinite Tense 

 

  • When Karim came home,Rahim was watching television.
  • Rahim was watching television when Karim came home.

অতীত কালে একই সাথে দুটি কাজ চলছিল । এক্ষেত্রে নিচের নিয়ম প্রযোজ্য –

  • Past Continuous Tense + while + Past Continuous Tense
  •                          or
  • While + Past Continuous Tense + Past Continuous Tense
  •                          or
  • While + Past Continuous Tense + Past Indefinite Tense 

 

  • Rahim was watching television while Karim was reading a book.
  • While Rahim was watching television, Karim was reading a book.
  • While Rahim was watching television, Karim read a book.

কোন sentence এ while এর ঠিক পরেই verb থাকলে তার সাথে  ing যোগ করতে হয়। কিন্তু while এর পর subject থাকলে while এর অংশটি past continuous tense হয়।

  • While walking on the road, a plane flew over us.
  • While we were walking on the road, a plane flew over us.

Future Continuous Tense: কোন কাজ ভবিষ্যতে হতে থাকবে বা চলতে থাকবে এরুপ বুঝালে এর কালকে Future Continuous Tense বলে। যেমনঃ

Structure: S +shall be /will be + V1 এর ing + C + M

  • সে স্কুলে যাইতে থাকিবে- He will be going to school.

Present Perfect Tense: কোন কাজ অতীতে অনির্দিস্ট সময়ে সম্পন্ন হয়েছে বা এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমান আছে এরুপ বুঝালে এর কালকে Present Perfect Tense বলে। যেমনঃ

Structure:S + has/have +V3 +C + M

  • সে স্কুলে গিয়াছে- He has gone to school. (কখন স্কুলে গিয়াছে তা অজানা )

অতীতে একটি কাজ একাধিকবার সমপন্ন হয়েছিল বুঝালেও Present Perfect Tense হয়। যেমন-

  • করিম এই ছিনেমা টি তিন বার দেখেছে-  Karim has seen this movie three times.

কোন sentence এ সাধারণত just, just now, ever, never, yet, not yet, still, lately, already, recently, in the meantime ইত্যাদি থাকলে sentence টির Present perfect tense হয়।

  • just/already শব্দটি has/have এবং verb এর past participle এর মাঝে বসে। already সাধারণত affirmative sentence এ ব্যবহিত হয়।
  • yet শব্দটি sentence এর শেষে বসে। এটি সাধারণত negative এবং interrogative sentence এ ব্যবহিত হয়।
  • I have already written my report.
  • I have just received your letter.
  • I haven’t written my report yet.
  • Have you not written your report yet?

 

Past Perfect Tense: অতীত কালে একটি কাজের পূর্বে আর একটি কাজ সংঘটিত হয়েছিল এরুপ বুঝালে এর কালকে Past Perfect Tense বলে।

Structure: S + had +V3 +C + M

Note:

  • ১। অতীত কালে সংঘটিত দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে সংঘটিত হয়, তার Past Perfect Tense হয় এবং যে কাজটি পরে সংঘটিত হয় তার Past Indefinite Tense হয়।
  • ২। যদি বাক্যে after ব্যবহিত হয় তাহলে Past Perfect Tense টি after এর পরে বসে এবং Past Indefinite Tense টি after এর পূর্বে বসে। অর্থাৎ নিচের স্ট্রাকচার অনুযায়ী হয়-
  • Past Indefinite tense + after + Past Perfect Tense
  • ৩। যদি বাক্যে before ব্যবহিত হয় তাহলে Past Perfect Tense টি before এর পূর্বে বসে এবং Past Indefinite Tense টি before এর পরে বসে। অর্থাৎ নিচের স্ট্রাকচার অনুযায়ী হয়-
  • Past Perfect Tense + before + Past Indefinite tense
  • রোগী মারা যাওয়ার পর ডাক্তার এসেছিল- The doctor came after the patient had died..
  • ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছিল- The patient had died before the doctor came.

Future Perfect Tense: ভবিষ্যতে একটি কাজের পূর্বে আর একটি কাজ সম্পন্ন হয়ে থাকবে এরুপ বুঝালে এর কালকে Future Perfect Tense বলে।

Structure:S + shall have/will have + V3+ C + M

Note:

  • ১। ভবিষ্যত কালে সংঘটিত দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে সংঘটিত হয়, তার Future Perfect Tense হয় এবং যে কাজটি পরে সংঘটিত হয় তার Present Indefinite Tense or Future Indefinite Tense হয়।
  • ২। যদি বাক্যে after ব্যবহিত হয় তাহলে Future Perfect Tense টি after এর পরে বসে এবং Present Indefinite Tense or Future Indefinite Tense টি after এর পূর্বে বসে। অর্থাৎ নিচের স্ট্রাকচার অনুযায়ী হয়-
  • Present Indefinite Tense/ Future Indefinite Tense + after + Future Perfect Tense
  • ৩। যদি বাক্যে before ব্যবহিত হয় তাহলে Future Perfect Tense টি before এর পূর্বে বসে এবং Present Indefinite Tense or Future Indefinite Tense টি before এর পরে বসে। অর্থাৎ নিচের স্ট্রাকচার অনুযায়ী হয়-
  • Future Perfect Tense + before + Present Indefinite Tense/ Future Indefinite Tense

 

  • সূর্য উঠার পর আমরা রওয়ানা হব- We will start after the sun will have rise.
  • সূর্য উঠার পূর্বেই আমরা রওয়ানা হব- We will have started before the sun rises.

ভবিষ্যতে কোন নির্দিষ্ট সময়ে কোন কাজ সম্পন্ন হয়ে থাকবে এরুপ বুঝালে Future Perfect Tense হয়।

  • আমি বিকেল পাঁচটার মধ্যেই কাজটি শেষ করে ফেলব- I will have finished the work by 5 PM.

Present Perfect Continuous Tense: কোন কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে এরুপ বুঝালে এর কালকে Present Perfect Continuous Tense বলে।

Structure:S + has been/have been + V1 এর ing +since/for

Note: ব্যাপক সময় (Period of time) বুঝালে for এবং অতীতে কোন নির্দিষ্ট সময় (Point of time) বুঝালে since বসে।

  • সে দশ বছর যাবত জামালপুরে বাস করতেছে – He has been living in Jamalpur for ten years. (ব্যাপক সময় বুঝাচ্ছে)
  • সে ২০০৮ সাল থেকে জামালপুরে বাস করতেছে- He has been living in Jamalpur since 2008. (অতীতের কোন নির্দিষ্ট সময় বুঝাচ্ছে)

Past Perfect Continuous Tense: অতীতে একটি কাজের পূর্বে আর একটি কাজ হচ্ছিল বা চলছিল এরুপ বুঝালে এর কালকে Past Perfect Continuous Tense বলে।

Structure:S + had been + V1 এর ing + for/before

অথবা

অতীতে একটি কাজ আরম্ভ হয়ে দীর্ঘ সময় ধরে চলছিল এরুপ বুঝালে এর কালকে Past Perfect Continuous Tense বলে।

১। Past Perfect Continuous Tense টি before এর পূর্বে বসে এবং Past Indefinite Tense টি before এর পরে বসে।

  • সে আসিবার পূর্বে আমরা পডিতেছিলাম- We had been reading before he came.
  • সে সাত দিন যাবত জ্বরে ভুগিতেছিল- He had been suffering from fever for seven days.

Future Perfect Continuous Tense: ভবিষ্যতে একটি কাজের পূর্বে আর একটি কাজ হতে থাকবে বা চলতে থাকবে এরুপ বুঝালে এর কালকে Future Perfect Continuous Tense বলে।

অথবা

ভবিষ্যতে একটি কাজ আরম্ভ হয়ে দীর্ঘ সময় ধরে চলতে থাকবে এরুপ বুঝালে এর কালকে Future Perfect Continuous Tense বলে।

Structure: S + shall have been/will have been + V1 এর ing + for/before

Note:

  • ১। ভবিষ্যত কালে সংঘটিত দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে হতে থাকবে, তার Future Perfect Continuous Tense হয় এবং যে কাজটি পরে সংঘটিত হবে তার Present Indefinite tense/ Future Indefinite Tense হয়।
  • ২। Future Perfect Continuous Tense টি before এর পূর্বে বসে এবং Present Indefinite tense/ Future Indefinite Tense টি before এর পরে বসে।
  • সে আসিবার পূর্বে আমরা পডতে থাকিব- We shall have been reading before he come.
  • আমি দুই ঘণ্টা যাবত পডতে থাকব- I shall have been reading for two hours.

 

Spread the love

One thought on “ইংরেজি ভাষায় Tense বা কাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *