অনুধাবনমূলক প্রশ্নের উত্তর কীভাবে লিখবে?
⇒ ‘অনুধাবন’ বলতে কোন বিষয়ের অর্থ বোঝার সক্ষমতাকে বোঝায়। এটি হতে পারে কোন তথ্য, নীতিমালা, সূত্র, নিয়ম, পদ্ধতি, প্রক্রিয়া ইত্যাদি বুঝতে পারার সক্ষমতা।
⇒ অনুধাবন স্তর হলো চিন্তন-দক্ষতার দ্বিতীয় স্তর। এই প্রশ্নটি ‘খ’ তে দেয়া থাকে। এধরণের প্রশ্নে সরাসরি পাঠ্যবইয়ের অনুরূপ বিবরণ জানতে চাওয়া হয় না। তাই শিক্ষার্থীকে বিষয়বস্তু সম্পর্কে নিজের ভাষায় ব্যাখ্যা বা বর্ণনা করতে হবে।
⇒ অনুধাবনমূলক প্রশ্নের নম্বর থাকবে ২। এর মধ্যে জ্ঞানের জন্য ১ ও অনুধাবনের জন্য ১।
⇒ অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দুই প্যারায় লেখা ভালো। যার প্রথম প্যারায় জ্ঞান অংশের উত্তর ও দ্বিতীয় প্যারায় অনুধাবন অংশের উত্তর।
⇒ অনুধাবনমূলক প্রশ্নের উত্তর শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে সর্বোচ্চ পাঁচটি বাক্যে উত্তর লিখতে হবে। তবে এর সামান্য কম-বেশি হলে কোন অসুবিধা নেই।
⇒ এক্ষেত্রে কোনভাবেই প্রশ্নের উত্তরে অপ্রাসঙ্গিক কথা, অপ্রয়োজনীয় তথ্য বা বাহুল্যদোষ করা যাবে না।
২০২৩, ২০১৯, ২০১৮, ২০১৭ ও ২০১৬ সালের বোর্ডপ্রশ্ন ও গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নসমূহ
- ওয়েবপেইজের সাথে ব্রাউজারের সম্পর্ক ব্যাখ্যা কর। [রা. কু. চ. ব. বোর্ড-২০১৮, ব. বোর্ড-২০১৭, ঢা. বোর্ড-২০১৬]
- ওয়েব পেইজের সাথে ব্রাউজার সম্পর্কিত- ব্যাখ্যা কর। [চ. বোর্ড-২০২৩]
- ওয়েবসাইট ও ওয়েবপেইজ এক নয়- ব্যাখ্যা কর। [ঢা. বোর্ড-২০১৯]
- ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয়- ব্যাখ্যা কর। [চ. বোর্ড-২০১৯]
- Wireframe(ওয়্যারফ্রেম) কী? ব্যাখ্যা কর। [ম. বোর্ড-২০২৩]
- “প্রতিনিয়ত পরিবর্তনশীল তথ্যের ওয়েবসাইট”-ব্যাখ্যা কর। [চ. বোর্ড-২০১৬]
- “ডাইনামিক ওয়েবসাইট স্ট্যাটিক ওয়েবসাইটের তুলনায় সুবিধাজনক”–ব্যাখ্যা কর।
- কোন ক্ষেত্রে স্ট্যাটিক ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইটের তুলনায় সুবিধাজনক-ব্যাখ্যা কর।
- স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য লিখ।
- ডাইনামিক ওয়েবসাইটে ডেটাবেজ ব্যবহার করা হয় কেন?
- ডোমেইন নেইমের গুরুত্ব ব্যাখ্যা কর।
- ডোমেইন নেইম অদ্বিতীয় -ব্যাখ্যা কর। [রা. বোর্ড-২০১৯]
- ওয়েবসাইটের ডোমেইন নেইম হওয়া উচিত প্রতিষ্ঠানের সাথে সম্পর্কযুক্ত- ব্যাখ্যা কর।
- ডোমেইন নেইমে WWW থাকে কেন? ব্যাখ্যা কর। [য. বোর্ড – ২০১৬]
- টপ লেবেল ডোমেইন ব্যাখ্যা কর।
- ‘www.mangoinfo.com’ ব্যাখ্যা কর। [রা. বোর্ড – ২০১৬]
- টপ লেভেল ডোমেইন ব্যতীত ওয়েব অ্যাড্রেস সম্ভব নয়- ব্যাখ্যা কর।
- আইপি অ্যাড্রেস দিয়েও ওয়েবসাইট ভিজিট করা সম্ভব- ব্যাখ্যা কর। [মা. বোর্ড-২০১৮]
- আইপি ঠিকানা হচ্ছে ডোমেইন নেইম এর গাণিতিক রূপ- ব্যাখ্যা কর। [য. বোর্ড-২০২৩, য. বোর্ড-২০১৯]
- “আইপি(IP) অ্যাড্রেস এর চেয়ে ডোমেইন নেইম ব্যবহার সুবিধাজনক”- ব্যাখ্যা কর। [কু. বোর্ড-২০১৯, দি. বোর্ড-২০১৭]
- ডোমেইন নেইম আইপি(IP) অ্যাড্রেস এর পরিপূরক- ব্যাখ্যা কর। [কু. বোর্ড-২০২৩]
- একটি নেটওয়ার্কের সবগুলো কম্পিউটারের আইপি(IP) অ্যাড্রেস আলাদা – ব্যাখ্যা কর। [মা. বোর্ড-২০২৩]
- 121.235.101.11 ব্যাখ্যা কর।
- IPV4 এবং IPV6 এর মধ্যে পার্থক্য লিখ।
- ওয়েবসাইটের হায়ারার্কিক্যাল স্ট্রাকচার ব্যাখ্যা কর।
- “ট্রি স্ট্রাকচার লিনিয়ার স্ট্রাকচার অপেক্ষা সুবিধাজনক” -ব্যাখ্যা কর।
- “ওয়েবসাইট কাঠামো প্রতিষ্ঠানের ধরণের উপর নির্ভরশীল” -ব্যাখ্যা কর।
- “ওয়েবসাইটের পেইজগুলো ক্রমানুসারে বিচরণ সম্ভব”-ব্যাখ্যা কর।
- ওয়েবপেইজ ডিজাইনে HTML এর গুরুত্ব ব্যাখ্যা কর। [কু. বোর্ড-২০১৬]
- HTML শেখা ও ব্যবহার করার পদ্ধতি সহজ – উক্তিটি বিশ্লেষণ করো। [মা. বোর্ড-২০১৯]
- HTML প্লাটফর্ম নির্ভর নয়-ব্যাখ্যা কর।
- ওয়েবপেইজ তৈরিতে HTML ভাষা বেশি জনপ্রিয়- ব্যাখ্যা কর।
- HTML এ কোনটি ডকুমেন্টের অংশ নয়, তবে লেখা জরুরি?-
ব্যাখ্যা কর। [ঢা. বোর্ড-২০২৩] - HTML কোন কেস সেনসেটিভ (Case sensitive) ভাষা নয়- ব্যাখ্যা কর। [রা. বোর্ড-২০২৩, চ. বোর্ড-২০২৩]
- HTML ব্যবহারের সুবিধা বর্ণনা করো। [চ. বোর্ড-২০১৭]
- ট্যাগ ও অ্যাট্রিবিউট উদাহরণসহ ব্যাখ্যা কর।
- এম্পটি ও কন্টেইনার ট্যাগের মধ্যে পার্থক্য লিখ।
- ওপেনিং ও ক্লোজিং ট্যাগের মধ্যে পার্থক্য লিখ।
- <b> ও <br> ট্যাগদ্বয় ব্যাখ্যা কর।
- <font> ট্যাগের অ্যাট্রিবিউটসমূহ ব্যাখ্যা কর। [রা. বোর্ড-২০১৭]
- হাইপারলিংক কী – ব্যাখ্যা কর।
- বর্তমানে ওয়েবপেইজে Hyperlink একটি গুরুত্বপূর্ণ উপাদান -ব্যাখ্যা কর। [ঢা. বোর্ড-২০১৭]
- হাইপারলিংক তৈরি করতে href অ্যাট্রিবিউটের ব্যবহার অত্যাবশ্যকীয়-ব্যাখ্যা কর।
- হাইপারলিংক ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউটটি ব্যাখ্যা কর। [সি. বোর্ড-২০১৯]
- <a> ট্যাগের গুরুত্ব ব্যাখ্যা কর। [দি. বোর্ড-২০২৩]
- <img> ট্যাগ বুঝিয়ে লেখ। [দি. বোর্ড-২০১৬]
- <br> ট্যাগ ব্যাখ্যা কর। [কু. বোর্ড-২০২৩]
- <img> ট্যাগে src অ্যাট্রিবিউটের ব্যবহার অত্যাবশ্যকীয়-ব্যাখ্যা কর।
- <img> একটি এম্পটি এলিমেন্ট কেন? ব্যাখ্যা কর। [ব. বোর্ড-২০২৩]
- ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা কর । [সি. বোর্ড-২০২৩, রা. বোর্ড-২০২৩]
- ওয়েব হোস্টিং গুরুত্বপূর্ণ – ব্যাখ্যা কর। [ব. বোর্ড-২০১৯]
- হোস্টিং কেন প্রয়োজন বুঝিয়ে লিখ। [ঢা. দি. য. সি. বোর্ড-২০১৮]
- হোস্টিং ওয়েবসাইট পাবলিশিং এর একটি গুরত্বপূর্ণ ধাপ- ব্যাখ্যা কর । [দি. বোর্ড-২০১৯, সি. বোর্ড-২০১৭]
- ডোমেইন নেইম রেজিস্ট্রেশন করতে হয় কেন? ব্যাখ্যা কর। [ব. বোর্ড-২০১৬]
- ডোমেইন নেমের গুরুত্ব ব্যাখ্যা কর। [দি. বোর্ড-২০২৩, য. বোর্ড-২০১৭]
Written by,
- Mizanur Rahman (Mizan)
- Lecturer in ICT, Shaheed Bir Uttam Lt. Anwar Girls’ College , Dhaka Cantonment
- Founder & Author at www.edupointbd.com
- Software Engineer at mands IT
- Former Lecturer in ICT, Cambrian College, Dhaka
- Contact: 01724351470
answerগুলি দেন
ip address এর চেয়ে ডোমেইন নেম ব্যবহার করা সহজ ব্যাখ্যা কর? answer cai?
This ans is very helpfu.
Thank You Sir
It very Help full for us
Tnx you
Very essential.
Thank you sir