অনুধাবনমূলক প্রশ্নের উত্তর কীভাবে লিখবে?
⇒ ‘অনুধাবন’ বলতে কোন বিষয়ের অর্থ বোঝার সক্ষমতাকে বোঝায়। এটি হতে পারে কোন তথ্য, নীতিমালা, সূত্র, নিয়ম, পদ্ধতি, প্রক্রিয়া ইত্যাদি বুঝতে পারার সক্ষমতা।
⇒ অনুধাবন স্তর হলো চিন্তন-দক্ষতার দ্বিতীয় স্তর। এই প্রশ্নটি ‘খ’ তে দেয়া থাকে। এধরণের প্রশ্নে সরাসরি পাঠ্যবইয়ের অনুরূপ বিবরণ জানতে চাওয়া হয় না। তাই শিক্ষার্থীকে বিষয়বস্তু সম্পর্কে নিজের ভাষায় ব্যাখ্যা বা বর্ণনা করতে হবে।
⇒ অনুধাবনমূলক প্রশ্নের নম্বর থাকবে ২। এর মধ্যে জ্ঞানের জন্য ১ ও অনুধাবনের জন্য ১।
⇒ অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দুই প্যারায় লেখা ভালো। যার প্রথম প্যারায় জ্ঞান অংশের উত্তর ও দ্বিতীয় প্যারায় অনুধাবন অংশের উত্তর।
⇒ অনুধাবনমূলক প্রশ্নের উত্তর শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে সর্বোচ্চ পাঁচটি বাক্যে উত্তর লিখতে হবে। তবে এর সামান্য কম-বেশি হলে কোন অসুবিধা নেই।
⇒ এক্ষেত্রে কোনভাবেই প্রশ্নের উত্তরে অপ্রাসঙ্গিক কথা, অপ্রয়োজনীয় তথ্য বা বাহুল্যদোষ করা যাবে না।
২০২৩, ২০১৯, ২০১৮, ২০১৭ ও ২০১৬ সালের বোর্ড প্রশ্নসমূহ ও গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন
- “সকল অংকই সংখ্যা কিন্তু সকল সংখ্যা অংক নয়”- ব্যাখ্যা কর।
- “ট্যালি একটি নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি”- ব্যাখ্যা কর।
- পজিশনাল ও ননপজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে পার্থক্য লিখ।
- পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করতে কী প্রয়োজন? বুজিয়ে লেখ। [কু. বোর্ড-২০২৩]
- নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি বড় ধরনের সংখ্যা প্রকাশের উপযোগী নয় কেন? [মা. বোর্ড-২০২৩]
- ননপজিশনাল সংখ্যা পদ্ধতি বড় সংখ্যা প্রকাশে উপযোগী নয় কেন? ব্যাখ্যা কর।
- নন-পজিশনাল সংখ্যা পদ্ধতিতে রেডিক্স পয়েন্ট ব্যবহৃত হয় না কেন? ব্যাখ্যা কর।
- (11)₁₀ সংখ্যাটিকে পজিশনাল সংখ্যা বলা হয় কেন? [য. বোর্ড-২০১৭]
- সংখ্যা পদ্ধতিতে 10101 কী ধরনের সংখ্যা? ব্যাখ্যা কর।
- 988 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা পদ্ধতির?- ব্যাখ্যা কর।
- 5D কোন ধরনের সংখ্যা? ব্যাখ্যা কর। [কু. বোর্ড-২০১৭]
- (298)₈ সংখ্যাটি সঠিক কিনা?- ব্যাখ্যা কর। [সি. বোর্ড-২০১৬]
- সংখ্যা পদ্ধতির বেজ (ভিত্তি) ব্যাখ্যা কর।
- ৩-ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা কর। [ক-সেট: ঢা., য., সি. ও দি. বোর্ড-২০১৮]
- “কম্পিউটারের অভ্যন্তরীণ যন্ত্রাংশের কার্যপদ্ধতির সাথে বাইনারি সংখ্যা পদ্ধতি সামঞ্জস্যপূর্ণ”- ব্যাখ্যা কর।
- ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা কর। [দি. বোর্ড-২০১৯]
- ডিজিটাল ডিভাইসে বাইনারি সংখ্যা পদ্ধতির গুরুত্ব ব্যাখ্যা কর। [কু. বোর্ড-২০১৬]
- (267)₁₀ সংখ্যাকে কম্পিউটার সরাসরি গ্রহণ করেনা-ব্যাখ্যা কর। [চ. বোর্ড-২০১৬]
- কম্পিউটারের ক্ষেত্রে ডিজিটাল সিগন্যাল উপযোগী কেন? ব্যাখ্যা কর।
- বিট ও বাইটের মধ্যে পার্থক্য লিখ।
- হেক্সাডেসিমেল ও ডেসিমেল সংখ্যা পদ্ধতির মধ্যে তুমি কিভাবে পার্থক্য করবে?
- “অক্টাল তিন বিটের কোড”- ব্যাখ্যা কর। [দি. বোর্ড-২০১৬]
- “হেক্সাডেসিমেল চার বিটের কোড”- ব্যাখ্যা কর।
- 1 এর পরের সংখ্যাটি 10 হতে পারে- ব্যাখ্যা কর।
- 77 এর পরের সংখ্যাটি 100 হতে পারে- ব্যাখ্যা কর।
- FF এর পরের সংখ্যাটি 100 হতে পারে-ব্যাখ্যা কর। [ব. বোর্ড-২০১৯]
- F+1=10 হতে পারে- ব্যাখ্যা কর।
- 9+7=10 সম্ভব কি-না? ব্যাখ্যা কর। [কু. বোর্ড-২০১৯]
- ৯ + ৭ = ২০ কীভাবে সম্ভব তা দেখাও। [য. বোর্ড-২০২৩]
- 3+5=10 কেন? – ব্যাখ্যা কর। [চ. বোর্ড-২০২৩, চ. বোর্ড-২০১৭]
- A+7=11 হতে পারে- ব্যাখ্যা কর।
- 6+5+3=1110 হতে পারে- ব্যাখ্যা কর। [ঢা. বোর্ড-২০১৯]
- চিহ্নযুক্ত সংখ্যা বলতে কী বুঝ? ব্যাখ্যা কর। [মা. বোর্ড-২০১৬]
- ২-এর পরিপূরক গঠনের গুরুত্ব আলোচনা কর। [খ-সেট: রা., কু., চ. ও ব.বোর্ড-২০১৮, দি. বোর্ড-২০১৭]
- “২-এর পরিপূরক ডিজিটাল বর্তনীকে সরল করে” – ব্যাখ্যা কর। [রা. বোর্ড-২০১৯]
- বিয়োগের কাজ যোগের মাধ্যমে সম্ভব ব্যাখ্যা কর। [রা. বোর্ড-২০১৬]
- “2 এর পরিপূরক করলে সংখ্যার শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়”-ব্যাখ্যা কর। [সি. বোর্ড-২০১৯]
- (14)₁₀ এর সমকক্ষ BCD কোড এবং বাইনারি সংখ্যার মধ্যে কোনটিতে বেশি বিট প্রয়োজন? ব্যাখ্যা কর। [কু. বোর্ড-২০২৩, ব. বোর্ড-২০১৭]
- “বিসিডি কোনো সংখ্যা পদ্ধতি নয়”- ব্যাখ্যা কর।
- ‘বাইনারি ও বিসিডি এক নয়।’- ব্যাখ্যা কর। [ঢা. বোর্ড-২০২৩]
- BCD চার বিটে লেখা হয় কেন? ব্যাখ্যা কর।
- ৪ বিটের কোডটি ব্যাখ্যা কর। [ম. বোর্ড-২০২৩]
- বহুল ব্যবহৃত ৮ বিট কোডটি ব্যাখ্যা কর। [দি. বোর্ড-২০২৩]
- ইউনিকোডের পূর্বে সবচেয়ে বেশি ব্যবহৃত আলফানিউমেরিক্যাল কোডটি ব্যাখ্যা কর। [ঢা. বোর্ড-২০১৭]
- “ইউনিকোড বিশ্বের সকল ভাষাভাষী মানুষের জন্য আশীর্বাদ”-বুঝিয়ে লিখ। [চ. বোর্ড-২০১৭]
- “ইউনিকোড সার্বজনীন কোড”- ব্যাখ্যা কর।
- প্রায় সকল ভাষাকে সমন্বিত করার কোড ব্যাখ্যা কর। [সি. বোর্ড-২০২৩]
- ইউনিকোড ‘বাংলা’ ভাষা বুঝতে পারে – ব্যাখ্যা কর। [ঢা. বোর্ড-২০১৯]
- পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটার কোডভূক্ত করার জন্য ব্যবহৃত কোডটির বর্ণনা দাও।
- “বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে”- ব্যাখ্যা কর। [য. বোর্ড-২০১৯]
- “ইউনিকোড অ্যাসকি কোডের সাথে কম্প্যাটিবল” – ব্যাখ্যা কর।
- “পৃথিবীর সব মাতৃভাষার বর্ণকে ইউনিকোড কম্পিউটারের বর্ণে পরিবর্তিত করেছে”-ব্যাখ্যা কর। [ব. বোর্ড-২০২৩]
- BCD ও EBCDIC এর মধ্যে পার্থক্য লেখ।
- ASCII কোড একটি আলফানিউমেরিক কোড- ব্যাখ্যা কর। [রা. বোর্ড-২০২৩]
- ASCII ও Unicode এর মধ্যে পার্থক্য লেখ।
- ডিজিটাল ডিভাইসে বুলিয়ান অ্যালজেবরা ব্যবহারের কারণ লেখ।
- সাধারণ অ্যালজেবরা ও বুলিয়ান অ্যালজেবরার মধ্যে পার্থক্য লিখ।
- 1+1=1 ব্যাখ্যা কর। [ঢা. বোর্ড-২০১৬]
- 1+1+1=1 ব্যাখ্যা কর। [চ. বোর্ড-২০১৯]
- T + T + T = T ব্যাখ্যা কর।
- A + 1 + 1 = 1 ব্যাখ্যা কর।
- P + 1 = 1 ব্যাখ্যা কর। [চ. বোর্ড-২০২৩]
- M ( M + N ) = M ব্যাখ্যা কর। [কু. বোর্ড-২০১৯]
- “বাইনারি ১+১ ও বুলিয়ান ১+১ এক নয়”-ব্যাখ্যা কর। [মা. বোর্ড-২০২৩, সি. বোর্ড-২০১৭]
- “বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয়”-ব্যাখ্যা কর।
- কোন যুক্তিতে ১+১=১ এবং ১+১=১০ হয়? ব্যাখ্যা কর। [রা. বোর্ড -২০১৭]
- সত্যক সারণি কেন ব্যবহার করা হয়? ব্যাখ্যা কর।
- মিনটার্ম ও ম্যাক্সটার্মের মধ্যে পার্থক্য লিখ।
- বুলিয়ান ফাংশন সরলীকরণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
- N সংখ্যক চলকের ক্ষেত্রে ডি-মরগ্যানের উপপাদ্য ব্যাখ্যা কর।
- ডি-মরগান এর উপপাদ্য যৌক্তিক যোগ ও যৌক্তিক গুণের মধ্যে বিনিময় সাধন করে- ব্যাখ্যা কর। [রা. বোর্ড-২০২৩]
- ২ চলকের জন্য ডি-মরগ্যানের ১ম উপপাদ্যটি সার্কিটের মাধ্যমে দেখাও। [য. বোর্ড-২০২৩]
- সত্যক সারণির সাহায্যে ডি-মরগ্যানের উপপাদ্য প্রমাণ কর। [সি. বোর্ড-২০২৩]
- বুলিয়ান ফাংশনের সরলীকরণ করা হয় কেন? ব্যাখ্যা কর।
- “AND গেটে যেকোন একটি ইনপুট মিথ্যা হলে আউটপুট মিথ্যা হয়”-ব্যাখ্যা কর।
- “AND গেট যৌক্তিক গুণকে নির্দেশ করে”-ব্যাখ্যা কর।
- “OR গেটে যেকোন একটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয়”-ব্যাখ্যা কর।
- “OR গেট যৌক্তিক যোগকে নির্দেশ করে”-ব্যাখ্যা কর। [য. বোর্ড-২০১৬]
- “একটি লজিক গেটের ইনপুট যা দেওয়া হয় আউটপুট তার বিপরীত হয়”-ব্যাখ্যা কর।
- “Output, Input-এর যৌক্তিক বিপরীত” – ব্যাখ্যা কর। [ম. বোর্ড-২০২৩, কু. বোর্ড-২০১৭]
- “X-OR গেট সকল মৌলিক গেটের সমন্বিত লজিক সার্কিট”- ব্যাখ্যা কর।
- কোন কোন মৌলিক গেট ব্যবহার করে X-OR গেট তৈরি করা যায়? ব্যাখ্যা কর।
- “X-NOR গেট সকল মৌলিক গেটের সমন্বিত লজিক সার্কিট” – ব্যাখ্যা কর। [ব. বোর্ড- ২০১৬]
- কোন কোন মৌলিক গেট ব্যবহার করে X-NOR গেট তৈরি করা যায়? ব্যাখ্যা কর।
- XOR গেট এর একটি ইনপুট ১, অন্যটি A হলে আউটপুট কী হবে? ব্যাখ্যা কর।
- OR গেটের চেয়ে XOR এর সুবিধা ব্যাখ্যা কর।
- কোন কোন গেটকে সার্বজনীন গেট বলা হয় এবং কেন?
- “NAND গেট একটি সার্বজনীন গেট”- ব্যাখ্যা কর।
- ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলা হয় কেন? [ব. বোর্ড-২০২৩]
- “NAND গেটের সকল ইনপুট একই হলে গেটটি মৌলিক গেট হিসেবে কাজ করে”-ব্যাখ্যা কর।
- NAND গেট দিয়ে OR গেট বাস্তবায়ন কর। [দি. বোর্ড-২০১৯]
- NAND গেট দিয়ে AND গেট বাস্তবায়ন কর।
- NAND গেট দ্বারা XOR গেট বাস্তবায়ন সম্ভব-ব্যাখ্যা কর।
- NAND গেট দ্বারা XNOR গেট বাস্তবায়ন সম্ভব-ব্যাখ্যা কর।
- পাঁচ ইনপুটের AND গেট বাস্তবায়নে কয়টি NAND গেট প্রয়োজন? ব্যখ্যা কর। [সি. বোর্ড-২০১৯]
- ৩-ইনপুটের OR গেট বাস্তবায়নে কয়টি NAND গেট প্রয়োজন? ব্যখ্যা কর।
- “NOR গেট একটি সার্বজনীন গেট”- ব্যাখ্যা কর।
- “NOR গেটের সকল ইনপুট একই হলে গেটটি মৌলিক গেট হিসেবে কাজ করে”-ব্যাখ্যা কর। [ঢা. দি. য. সি. বোর্ড – ২০১৮]
- NOR গেট দ্বারা OR গেট বাস্তবায়ন কর – ব্যাখ্যা কর।
- NOR গেট দ্বারা AND গেট বাস্তবায়ন কর – ব্যাখ্যা কর।
- NOR গেট দ্বারা X-OR গেট বাস্তবায়ন সম্ভব- ব্যাখ্যা কর।
- NOR গেট দ্বারা XNOR গেট বাস্তবায়ন সম্ভব-ব্যাখ্যা কর।
- পাঁচ ইনপুটের OR গেইট বাস্তবায়নে কয়টি NOR গেট প্রয়োজন? ব্যখ্যা কর।
- ৩-ইনপুটের AND গেট বাস্তবায়নে কয়টি NOR গেট প্রয়োজন? ব্যখ্যা কর।
- কম্বিনেশনাল ও সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে পার্থক্য লিখ।
- যান্ত্রিক ভাষাকে মানুষের ভাষায় বোঝানোর উপযোগী লজিক সার্কিটটি ব্যাখ্যা কর। [চ. বোর্ড-২০১৯, ঢা. বোর্ড-২০১৭]
- কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তরের ডিভাইসটি ব্যাখ্যা করো। [য. বোর্ড-২০১৯]
- “কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করা সম্ভব।” ব্যাখ্যা কর। [ঢা. বোর্ড-২০২৩]
- এনকোডার কেন ইনপুট ডিভাইসের সাথে ব্যবহৃত হয়? ব্যাখ্যা কর।
- কোন বর্তনীর 2ⁿ সংখ্যক ইনপুট হলে n সংখ্যক আউটপুট হয়? ব্যাখ্যা কর। [দি. বোর্ড-২০২৩]
- “এনকোডার ডিজিটাল ডিভাইসে ব্যাপক ভুমিকা রাখে” – ব্যাখ্যা কর। [রা. কু. চ. ব. বোর্ড-২০১৮]
- মানুষের ভাষাকে যান্ত্রিক ভাষায় বোঝানোর উপযোগী লজিক সার্কিটটি ব্যাখ্যা কর।
- ডিকোডার কেন আউটপুট ডিভাইসের সাথে ব্যবহৃত হয়? ব্যাখ্যা কর।
- “এনকোডার ডিকোডারের বিপরীত”- ব্যাখ্যা কর।
- এনকোডার ও ডিকোডারের মধ্যে পার্থক্য লিখ।
- “কম্পিউটার একটি পদ্ধতিতেই সব গাণিতিক কাজ করে থাকে”-ব্যাখ্যা কর।
- একটি ৪-বিট বাইনারি কাউন্টার সর্বাধিক কতটি সংখ্যা গুণতে পারে?-ব্যাখ্যা কর।
- ৪-বিট রেজিস্টারে ৪টি ফ্লিপ-ফ্লপ থাকে – বুঝিয়ে লিখ। [সি. বোর্ড-২০১৭]
Written by,
- Mizanur Rahman (Mizan)
- Lecturer in ICT, Shaheed Bir Uttam Lt. Anwar Girls’ College , Dhaka Cantonment
- Founder & Author at www.edupointbd.com
- Software Engineer at mands IT
- Former Lecturer in ICT, Cambrian College, Dhaka
- Contact: 01724351470
Vaiya.Physices ar ai rokom kore dile onek valo hoto .
very good 👍 and thanks you very much for your content.bro
if you give us same Media questions of social work or civics and history.
thank you sir
alhumdullah
হেক্সাডেসিমাল এ abcdef ধরা হয় কেন
help plz vaia..
ff এর সংখ্যাটি ১০০-ব্যাখা কর???
৯+৮=১০ বুঝিয়ে লিখ।
Porbo😐
9+7=20 কিভাবে হয় বুজি নাই স্যার
১০০৭ কোন ধরনের সংখ্যা ব্যাখ্যা কর